West Bengal News Live Updates: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
নরেন্দ্রপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। এলাচি রামচন্দ্রপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে বাইকটি। স্থানীয়দের দাবি, ওই জায়গায় কোনও আলো ছিল না। দাঁড়িয়ে থাকা লরিটির ইন্ডিকেটরও বন্ধ ছিল। যার জেরে দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত সুপ্রিয় সাহা (৫০) নরেন্দ্রপুরের গ্রিন পার্ক এলাকার বাসিন্দা।
হরিদেবপুরে কমার্শিয়াল ট্যাক্স অফিসারের মৃত্যু ঘিরে রহস্য। শ্বশুরবাড়ি থেকে ফেরার পর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। দরজা ভেঙে কমার্শিয়াল ট্যাক্স অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার । এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আত্মহত্যা, নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য? তদন্তে হরিদেবপুর থানা
তৃণমূলের হোর্ডিংয়ে এবার থিম বিসর্জন! কলকাতার ৮৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দেওয়া হোর্ডিংয়ে অনেকটা নরেন্দ্র মোদির মতো দেখতে এক ব্যক্তিকে বসানো হয়েছে ফুটো নৌকয়! আর তার ওপরে লেখা, এবার বিসর্জনের পালা! তার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে লেখা লক্ষ্য ২০২৪।
দুর্গাপুরে যুব তৃণমূল নেতার দাদাগিরি। বাড়িতে ঢুকে দুর্গাপুর স্টিল প্লান্টের অবসরপ্রাপ্ত কর্মীকে মারধরের অভিযোগ। সুদের টাকা না পেয়ে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। যুব তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের। নিজের টাকা চাইতে গিয়েছিলাম, অভিযোগ অস্বীকার করে দাবি যুব তৃণমূল নেতার। ঘটনার তদন্ত চলছে, জানাল পুলিশ।
রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর। কাল বিকেল ৩টেয় বৈঠকে বসবে মেডিক্যাল টিম। জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। জ্যোতিপ্রিয়র শারীরিক পরীক্ষার রিপোর্ট ইডিকে পাঠাল হাসপাতাল। জ্যোতিপ্রিয়র সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক, অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আনা হয়েছিল মনোরোগ বিশেষজ্ঞ। দুশ্চিন্তায় ভুগছেন, মত মনোরোগ বিশেষজ্ঞের।
খড়দার পুরানিবাজারে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষ, খুন। টিটাগড়ের ২ কাউন্সিলরের বিবাদ, খুন তৃণমূল কর্মী। নিহত তৃণমূল কর্মীর নাম আকাশ প্রসাদ। আপনি নির্বাচিত জনপ্রতিনিধি, গুন্ডা নন, তৃণমূল কাউন্সিলরকে ধমক আইসির। 'রাস্তার নেমে দুজনে মারপিট করছেন, বেশি মোড়ল হয়ে গেছেন'। 'আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের, কাউন্সিলরের নয়', তৃণমূল কাউন্সিলরকে ধমক খড়দা থানার আইসি-র
উপাসনা গৃহের সামনের রাস্তা ফেরত চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তীর। চিঠিতে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যর। একইসঙ্গে ফলক বিতর্কে চিঠিতে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন বিদ্য়ুৎ চক্রবর্তী। অন্য়দিকে, উপাচার্যকে বাড়ি থেকে টেনে বের করে আনার হুঁশিয়ারি দিয়েছেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা।
উত্তর ২৪ পরগনার সোদপুরে শ্যুটআউটের ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের অনুমান, এলাকা পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়ানোতেই এই ঘটনা ঘটে। ধৃতদের এদিন তোলা হয় ব্যারাকপুর আদালতে।
মালদার মানিকচকে খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বিনামূল্যের সরকারি ত্রাণের ত্রিপল। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে হইচই। ত্রিপল বিক্রেতা সম্পর্কে তৃণমূল উপপ্রধানের জামাই। বিষয়টি জানেন না বলে দায় এড়িয়েছেন শাসক-নেতা। এই নিয়ে বাগ্ যুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
রেশন দুর্নীতিকাণ্ডে এবার প্রতিবাদ বিক্ষোভে সামিল হল সিপিএম। সোমবার খাদ্যভবনের সামনে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশের আগে, শহরের বিভিন্ন রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম কলকাতা জেলা কমিটি।
সিউড়িতে যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এখনও পলাতক মূল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
রেশন-দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল, অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর। হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই, হল্টার মনিটরিং পরীক্ষার পর খবর হাসপাতাল সূত্রে।মস্তিস্কে এমআরআই রিপোর্টও সন্তোষজনক, অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর। সন্ধেয় করা হবে সার্ভাইক্যাল স্পাইনের এমআরআই । জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে ইডি টিম
খড়দায় পুরানিবাজারে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু, মৃতের নাম আকাশ প্রসাদ। তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পুলিশ গিয়ে অবস্থা সামাল দিলেও মৃত্যু। যুবককে ঘুষি মারায় মৃত্যু, পুলিশ সূত্রে খবর
পুজো শেষ হতেই শুরু রাজনীতি! হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টোদিকের গলিতে একটি হোর্ডিং লাগানো হয়েছে। যার ওপরে বড় বড় করে লেখা, এবার বিসর্জনের পালা। হোর্ডিংয়ের বাঁ দিকে দেখানো হয়েছে একটি বিশাল জাহাজ! সেখানে রয়েছে তৃণমূলের প্রতীক। আর সামনে একটি ফুটো হয়ে যাওয়া নৌকায় বসে রয়েছেন কুর্তা-পাজামা পরা এক ব্যক্তি, যাঁকে দেখতে অনেকটা নরেন্দ্র মোদির মতো। হোর্ডিংয়ের ডানদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, নীচে লেখা লক্ষ্য ২০২৪। ইতিমধ্যে ২০২৪-এর লোকসভা ভোটের দামামা বেজে গেছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছে ইন্ডিয়া জোট। সেই চ্যালেঞ্জই কি ছুড়ে দেওয়া হল এই হোর্ডিংয়ে? তুঙ্গে রাজনৈতিক জল্পনা।
সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। হাতে নথি নিয়ে ইডি দফতরে জ্যোতিপ্রিয়-কন্যা। আধিকারিকরা না থাকায় ফিরে যান প্রিয়দর্শিনী। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী-কন্যা।
রেশন দুর্নীতির তদন্তে আরও ভুয়ো কোম্পানির হদিশ। হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় ও বাকিবুরের আরও ৫টি ভুয়ো কোম্পানির। সবমিলিয়ে ১০টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি। প্রতিটি কোম্পানিই খোলা হয়েছিল রেশন-কেলেঙ্কারির কালো টাকা সাদা করার জন্য, খবর সূত্রের।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় কেন গ্রেফতার হলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? ED-র দাবি, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, এই ৩টি কোম্পানি নিয়ন্ত্রণ করতেন স্বয়ং মন্ত্রী। তবে একা নন, ED-র দাবি,জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা, মেয়ে প্রিয়দর্শিনী, প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও তাঁর পরিবার, মন্ত্রীর শ্যালক অশোক সেন, বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস-সহ অন্তত ১০ জন এই ৩টি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ED-র আরও দাবি, জ্যোতিপ্রিয়র স্ত্রীর অ্যাকাউন্টে নগদ ৬ কোটি এবং মেয়ের অ্যাকাউন্টে যে নগদ ৩ কোটি ৭৯ লক্ষ টাকা জমা পড়েছিল, তা বাকিবুরেরই দেওয়া রেশন কেলেঙ্কারির কালো টাকা।
ফলক-বিতর্কে ফের বিশ্বভারতী কর্তৃপক্ষকে নিশানা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকারকেও আত্মপ্রচারসর্বস্ব বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে তুঙ্গে মহুয়া-নিশিকান্ত তরজা। বিজেপি সাংসদের পাল্টা পোস্ট তৃণমূল সাংসদের। 'ওরা আমার মুখ বন্ধ করতে চায়। আমার মুখ বন্ধ হবে না, এক্স হ্যান্ডলে পোস্ট মহুয়া মৈত্রের
সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। হাতে নথি নিয়ে ইডি দফতরে জ্যোতিপ্রিয়-কন্যা।
রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর পথে নামল বামেরা। কলকাতার বিভিন্ন জায়গায় আজ রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন। জোড়াসাঁকোতে সিপিএমের এরিয়া কমিটির উদ্যোগে রেশন দোকানের সামনে বিক্ষোভ। একই ইস্যুতে কালীঘাটের পটুয়া পাড়ায় রেশন দোকানের সামনেও সিপিএমের বিক্ষোভ।
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট।
'সংসদের লগ ইন আইডি, সিস্টেমের মালিক লোকসভার স্পিকার। আপনি কাকে জিজ্ঞেস করে লগ ইন আইডি, পাসওয়ার্ড দিয়েছেন? যদি কাউকে না জিজ্ঞাসা করে দিয়ে থাকেন, তাহলে দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করেছেন। দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড় করালে বা দুর্নীতি করলে, তার সাজা ৩ বছর', সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের।
রেশন দুর্নীতির তদন্তে আরও ভুয়ো কোম্পানির হদিশ। হদিশ মিলেছে জ্যোতিপ্রিয় ও বাকিবুরের আরও ৫টি ভুয়ো কোম্পানির। সব মিলিয়ে ১০টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি, খবর সূত্রের।
জ্যোতিপ্রিয় নিরাপত্তারক্ষী ও আরেকজনের মোবাইল ফোন ব্যবহার করতেন। সেই সব মোবাইল ফোনও খতিয়ে দেখুক তদন্তকারীরা। দাবি শুভেন্দু অধিকারীর।
ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে তুঙ্গে মহুয়া-নিশিকান্ত তরজা। বিজেপি সাংসদের পাল্টা পোস্ট তৃণমূল সাংসদের। 'ওরা আমার মুখ বন্ধ করতে চায়। আমার মুখ বন্ধ হবে না, এক্স হ্যান্ডলে পোস্ট মহুয়া মৈত্রের
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের। 'সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আছে, কিন্তু এথিক্স কমিটিতে যাওয়ার সময় নেই। লোকসভার এথিক্স কমিটির কাছে দুর্নীতির তদন্তের জন্য আবেদন জানাচ্ছি', তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করে পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের
সিউড়ি হত্যাকাণ্ডে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। ধৃত মহম্মদ ইমরানের বাড়ি সিউড়ির চুড়িপাড়ায়। পুলিশের দাবি, খুনের সময় ঘটনাস্থলে বাইক নিয়ে হাজির ছিলেন ইমরান। এখনও অধরা মূল অভিযুক্ত। শুক্রবার রাতে রাস্তায় দাঁড় করিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে
রেশন-দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা 'স্থিতিশীল'। 'নতুন করে কোনও সমস্যা দেখা দেয়নি। হৃদযন্ত্রের অবস্থা সন্তোষজনক। দুপুর পর্যন্ত চলবে হল্টার মনিটরিং, খবর অ্যাপোলো হাসপাতাল সূত্রের।
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা নিশিকান্ত দুবের। 'সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আছে, কিন্তু এথিক্স কমিটিতে যাওয়ার সময় নেই', তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করে পোস্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের
রেশন দুর্নীতির তদন্তে ইডির স্ক্যানারে ২৫টি মোবাইল ফোন, খবর সূত্রে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে আরও জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান-সহ ঘনিষ্ঠদের মোবাইল ফোনও তদন্তকারীদের রেডারে রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় প্রত্যেকের সামনেই ফোনগুলি খোলা হবে। খতিয়ে দেখা হবে চ্যাট ও কললিস্ট, খবর সূত্রে। ইডির ধারণা, রেশন-দুর্নীতির তদন্তে বড় ভূমিকা নিতে চলেছে ২৫টি মোবাইল ফোন। এখনও পর্যন্ত ১০টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছে ইডি, শোনা গিয়েছে এমন কথাও। প্রতিটি কোম্পানিই রেশন-কেলেঙ্কারির কালো টাকা সাদা করার জন্য খোলা হয়েছিল, দাবি সূত্রে।
আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। জানাল অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে রোগীর প্রচুর চাপ থাকায়, মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব নয় বলে আদালতে জানাল কমান্ড হাসপাতাল। নাটক করছেন মন্ত্রী। কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব এসেছে তৃণমূলের দিক থেকেও।
প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। প্রতিবাদে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নেতৃত্বে মিছিল তৃণমূলের
প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক।
ঠনঠনিয়ার কাছে গুরুপ্রসাদ চৌধুরী লেনের কথামৃত ভবনে প্রতিষ্ঠিত হল নতুন রামকৃষ্ণ মন্দির। ২০১৭ সালে এখানেই শুরু হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন শাখাকেন্দ্রের পথচলা।
ED-র তদন্তে বিস্ফোরক তথ্য। ED দাবি করেছে যে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির এক পরিচারক নাকি একটি ভুয়ো কোম্পানির ডিরেক্টর। তাঁকে আবার জ্যোতিপ্রিয় মল্লিকই কৃষি দফতরে গ্রুপ ডি পদে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন।
চন্দ্রযান তিনের সাফল্য় ভারতের বড় সাফল্য। কলকাতায় Indian Centre for Space Physics-এর এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য় ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার। ICSP-র বিজ্ঞানী ও পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি।
রেশন দুর্নীতির মামলার সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। ED সূত্রে খবর, কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে প্রায় ৮ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
১৪ দিনের জেল হেফাজতে বাকিবুর রহমান। রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে প্রভাবশালী যোগের অভিযোগ এনে সওয়াল করেন ED-র আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর মুখোমুখি বসিয়ে ব্যবসায়ী বাকিবুর রহমানকে জেরা করতে চান তদন্তকারীরা।
রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে ED-র নজরে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ চ্যাট। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, বাকিবুর রহমানের দুই কর্মী হোয়াটসঅ্যাপে তাঁকে জানান, MIC-কে ৮০ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে। MIC মানে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেরায় বাকিবুরের কর্মীরাই সে কথা জানিয়েছেন বলে ED সূত্রে দাবি করা হচ্ছে।
ED-র তদন্তে বিস্ফোরক তথ্য। ED দাবি করেছে যে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির এক পরিচারক নাকি একটি ভুয়ো কোম্পানির ডিরেক্টর। তাঁকে আবার জ্যোতিপ্রিয় মল্লিকই কৃষি দফতরে গ্রুপ ডি পদে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিলেন।
প্রেক্ষাপট
ভুয়ো কোম্পানির ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র পরিচারক। তাঁকে সরকারি দফতরে চাকরিও করে দেন মন্ত্রী। জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে উদ্ধার কোম্পানির ২টি ভুয়ো কোম্পানির রবার স্ট্যাম্প, দাবি ইডি-র।
খাদ্যমন্ত্রী থাকাকালীন মোট ৫টি ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করেন জ্যোতিপ্রিয়। অংশীদার ছিলেন মন্ত্রীর স্ত্রী-কন্যা। ২০১৬-য় ২ জনের অ্যাকাউন্টে ঢুকেছে ১০ কোটির বেশি, দাবি ইডির।
রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র যোগ প্রমাণে ইডির হাতিয়ার জোড়া মোবাইল। বাকিবুরের দুই কর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ৮০ লক্ষ টাকা দেওয়ার উল্লেখ। দাবি ইডির।
ইডির জালে জ্যোতিপ্রিয়। মন্ত্রীর পিএ-কে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড।
বাকিবুরের জেল হেফাজত। জেলে গিয়ে জেরা করতে চায় ইডি। রেশন দুর্নীতির অভিযোগে আগে এফআইআর হলেও বাকিবুরের বিরুদ্ধে পদক্ষেপ করেনি পুলিশ। প্রভাবশালী তত্ত্বে সওয়াল ইডির।
জ্যোতিপ্রিয় শারীরিক অবস্থার উন্নতি। কেন মূর্ছা গিয়েছিলেন? জানতে চান চিকিৎসকরা। কেমন আছেন মন্ত্রী, খোঁজ নিতে অ্যাপোলোয় ইডি।
রেশন দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী। রথীন ঘোষের নেতৃত্বে মিছিল তৃণমূলের। চুরির লাইসেন্স চাইছেন রথীনও? প্রশ্ন রাহুলের।
৫ নভেম্বরের আগেই ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির। 'ক্যাশ ফর কোয়েশ্চেন'কাণ্ডে ২ নভেম্বর তৃণমূল সাংসদকে তলব। সাংসদ বিক্রি হলেন কীভাবে, জানতে চায় দেশ, সুর চড়িয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের।
শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি-র কর্মসূচি, পাল্টা আওয়ামি লিগের শান্তি মিছিল। ঢাকায় দু'দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। পুলিশের লাঠিচার্জ। রবিবার ধর্মঘটের ডাক বিএনপি-র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -