West Bengal News Live: ধর্মতলায় ফের উত্তেজনা, লালবাজার থেকে মুক্তি পেয়ে ধর্নায় হাজির চাকরিপ্রার্থীরা
West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর ।
এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ইস্যুতে আসন্ন শীতকালীন অধিবেশনে সরব হওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। লোকসভায় তৃণমূলের দলনেতা, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, বঞ্চনার কথা বলতে চেয়ে কীভাবে দিল্লির পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে, সেকথাও লোকসভায় তুলে ধরবেন তারা। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
পুলিশ এসে উঠে যেতে বললেও, অবস্থানে অনড় ছিলেন বিক্ষোভকারীরা। চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে আসা হয়। রাতে লালবাজার থেকে ছাড়া পেয়েই ফের ধর্মতলায় ফেরত গিয়েছেন বিক্ষোভাকারী চাকরিপ্রার্থীরা।
ধর্মতলায় ফের উত্তেজনা, লালবাজার থেকে মুক্তি পেয়ে ধর্নায় হাজির চাকরিপ্রার্থীরা। ধর্না তুলতে গাঁধীমূর্তির পাদদেশে যাচ্ছে পুলিশ। আজ বিকেলে ধর্মতলায় ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের অবস্থানে দেখা দিয়েছিল উত্তেজনা।
'বিমান বসুর সঙ্গে তুলনা করে লাভ নেই, অনেক ত্যাগের মধ্যে দিয়ে তিনি বিমান বসু হয়েছেন। বিমান বসুর সঙ্গে নিজের তুলনা করে নিজেকে ছোট করবেন না', সৌগতকে কটাক্ষ মদন মিত্রের।
তৃণমূলে আদি-নব্য 'দ্বন্দ্ব' সৌগত রায়কে পাল্টা জবাব মদন মিত্রের। 'পদার্থবিদ্যার অধ্যাপক সৌগত আর নতুন কী বলেছেন? কেউ সৌগত রায়ের কাছ থেকে কোনও সাহায্য় পায়নি। ভোটে লড়বেন না বলেও ৩ বার ভোটে দাঁড়িয়েছে সৌগত। আপনি এখন দলকে উপদেশ দিন, বিদুরের ভূমিকা পালন করুন।'
এবারের ডিসেম্বর কি তুলনামূলক বেশি উষ্ণ থাকবে? তেমনটাই ইঙ্গিত মৌসম ভবনের। এই বছর 'এল নিনো' বছর হিসেবে আগেই ঘোষিত হয়েছিল। 'এল নিনো' ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে সমুদ্রের উপরিতলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।
বিধানসভায় তৃণমূলের ধর্না শেষে, গতকাল অম্বেডকর মূর্তি চত্বর গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করে বিজেপি। তৃণমূলের ধর্নায় আদিবাসী সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এভাবে গঙ্গাজল দিয়ে ধর্নাস্থল ধুয়ে আদিবাসী সমাজকে অপমান করেছে বিজেপি। এই অভিযোগে আজ পথে নেমে প্রতিবাদ তৃণমূলের।
কলকাতায় হাজরা ও রাজাবাজারে প্রতিবাদ সভা জোড়াফুল শিবিরের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি।
বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পথে তৃণমূল। কলকাতা থেকে জেলা, দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি।
রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দুর্গাপুর-ওন্দা-চুঁচুড়া-ঝাড়গ্রামেও বিজেপির মিছিল অবরোধ।
কল্যাণীতে আক্রান্ত বিজেপি কর্মী, প্রতিবাদে পথে গেরুয়া শিবির। আসানসোলের বিজেপি যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার।
'মমতাই অভিষেককে সঙ্গে নিয়ে কাজ করতে বলেছেন। মমতা-অভিষেক জুটির মধ্যে ফাঁক খোঁজা মানে, পার্টির ক্ষতি করা। যাঁরা অভিষেককে খাটো করে দেখছেন, তাঁরা দলে বিষাক্ত আবহাওয়া তৈরি করছেন। শুভেন্দুকে সুযোগ করে দিয়েছিলেন সৌগত রায়।'
ছবি-বিতর্কে তোলপাড় তৃণমূল, সৌগত রায়কে নিশানা মদন মিত্রের। 'মমতা আর অভিষেকের মধ্যে ফাঁক খুঁজে লাভ নেই। অনেকে মনে করছেন মনোনয়ন মমতা দেবেন, এতে অভিষেকের ভূমিকা থাকবে না', সৌগতকে পার্টি একটাই দায়িত্ব দিয়েছিল, সেটাও তিনি পারেননি, আক্রমণ মদন মিত্রের।
মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধেই। দেগঙ্গার রাজুুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শৌচাগার থেকে মিলল ড্রামভর্তি চাল। চাল চুরি করে লুকিয়ে রাখার অভিযোগে শিক্ষকদের তালা মেরে আটকে রাখলেন গ্রামবাসী।
ধৃত রাহিশ খান বিজ্ঞান শাখায় স্নাতক। ট্রানজিট রিমান্ডে ধৃতকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় ।
সোশাল মিডিয়ায় রাজ্য পুলিশের ডিজি-র ভুয়ো প্রোফাইল! ডিজিপি মনোজ মালব্যর নামে ফেসবুকে ভুয়ো প্রোফাইল খুলে গ্রেফতার।
প্রথম দফায় ১১ ও পরে ৭ বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর। ইতিমধ্যেই ৮ বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে তলব।
জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলা, বিধানসভায় লালবাজারের গুন্ডাদমন শাখা। করা হচ্ছে ভিডিওগ্রাফি, তোলা হচ্ছে ছবি। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ২ দফায় এফআইআর।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান অধীর চৌধুরী। 'বিচারপতি গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে বিশ্বাস-ভরসা অর্জন করেছেন। আমি চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী-মুখ করে একটি নির্বাচন হোক', মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
প্রেক্ষাপট
৪ ডিসেম্বর সংসদীয় ইতিহাসে দুর্নীতির বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে চলেছে লোকসভা (Lok Sabha)। সোমবার এথিক্স কমিটি (Ethics Committee) মহুয়ার (Mahua Moitra) সাংসদ পদ খারিজের সুপারিশের আগে পোস্ট নিশিকান্তর। লোকসভায় পূর্ণাঙ্গ আলোচনা চাইল তৃণমূল (TMC)।
মহুয়া মৈত্রর হয়ে ব্যাট ধরলেন অধীর (Adhir Ranjan Roy)। এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলে লোকসভার স্পিকারকে চিঠি। বাংলায় তৃণমূল বিরোধিতায় বিশ্বাসযোগ্য হারাচ্ছেন, পাল্টা বিজেপি (BJP)।
তৃণমূলের মহুয়া মৈত্রর পাশে দাঁড়ানোয় অধীর চৌধুরীকে তীব্র আক্রমণ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi)।
বিধানসভায় জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় আরও ৩ বিজেপি বিধায়ককে তলব লালবাজারের। মঙ্গলবার হাজিরার নির্দেশ। সোমবার ৫ বিধায়য়কে সমন।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) বাংলার মুখ্যমন্ত্রী পদে দেখতে চান অধীর।
কল্যাণীতে বিজেপি কর্মীর উপর হামলা। প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ। অবস্থান তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
স্কুলের শৌচাগারে মিলল মিড ডে মিলের (Midday Meal) খাদ্যশস্য। চালচুরির অভিযোগে দেগঙ্গায় শিক্ষকদের আটকে বিক্ষোভ। সাঁইথিয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডালে পোকা, বিক্ষোভ অভিভাবকদের বিক্ষোভ।
কাটোয়ায় মহকুমাশাসকের বাংলোর পিছনে অজয় নদ থেকে অবাধে বালি চুরি। হেলদোল নেই প্রশাসনের। নামখানাতেও মুড়িগঙ্গার চর থেকে বালি পাচারের সময় হাতেনাতে পাকড়াও।
আদালতের নির্দেশে এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে বসেছে সিসি ক্যামেরা। ফুটেজ নজরদারির জন্য দায়িত্বে ইডি অফিসার। ক্যামেরা কি চলছে? উঠছে প্রশ্ন।
মামলা মেটাতে চিকিৎসকের থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। তামিলনাড়ুতে গ্রেফতার এবার খোদ ইডি অফিসার। মাদুরাইয়ে ইডির অফিসে রাতভর তল্লাশি পুলিশের।
সকালের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -