West Bengal News Live : আমি চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী-মুখ করে একটি নির্বাচন হোক: অধীর
West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর ।
LIVE
Background
- নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচিতে অভিষেকের ছবি না থাকা নিয়ে কুণালের পাল্টা সৌগত ( Saugata Roy )। ' মমতাই প্রথম ও শেষ কথা, তাঁর ছবি আছে, এটাই যথেষ্ট'
- 'মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) শেষ কথা, এটা কি সৌগত রায়কে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে নাকি ?' , বললেন কুণাল
- ধর্মতলার পর খেজুরি। হাইকোর্টের দ্বারস্থ হয়ে শনিবার সভার অনুমতি পেল বিজেপি। সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য কোর্টে আসতে হবে? প্রশ্ন বিচারপতির।
- 'চার আনার নকলদানা আট আনার প্রচার পাচ্ছে। সরকারের যে যে বিভাগ অনুমতি দেওয়ার বিষয় গুলো দেখেন তারা একটু দেখুক।'
আদালতে ধাক্কা, সরব কুণাল - জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় দ্বিতীয় এফআইআরে আরও ৭ বিজেপি বিধায়কের নাম। প্রথম এফআইআরে থাকা ৫ বিজেপি বিধায়ককে তলব লালবাজারের।
- এফআইআরে নাম বিজেপি ( BJP ) থেকে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়কের। ক্লারিক্যাল মিস্টেক, প্রতিক্রিয়া সুমন কাঞ্জিলালের। পরিণতি বুঝতে পারছেন, কটাক্ষ শঙ্কর ঘোষের।
- বিধানসভা চত্বরে নাটকীয় দৃশ্য। অম্বেডকর মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্নাস্থল শুদ্ধকরণ বিজেপির। চোরেরা অপবিত্র করে গেছে, আক্রমণ শুভেনদুর। নিজেদের পাপস্খালন, পাল্টা তাপস রায়।
- অম্বেডকর মূর্তির পাদদেশ গঙ্গাজল দিয়ে ধুয়ে আদিবাসী সমাজকে অপমান বিজেপির। আজ রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আমার বিরুদ্ধে কেন এফআইআর ? প্রশ্ন মনোজ টিগ্গার।
- ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে উদ্ধার ১০০ ভরি সোনা, মিলল নিয়োগ সংক্রান্ত নথি। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি থেকেও নথি উদ্ধার, সিবিআই সূত্রে খবর।
- চাই না, এটা সারদা মামলা হোক। নিয়োগ দুর্নীতি মামলায় মন্তব্য হাইকোর্টের। এই কেসের আদি আছে, অন্ত নেই। বললেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক।
- কল্যাণীতে আক্রান্ত বিজেপি কর্মী, আহতকে দেখতে হাসপাতালে শুভেনদু। হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। দাবি বিরোধী দলনেতার। মঙ্গলবার কল্যাণীতে ধিক্কার মিছিলের ডাক।
- ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে সোমবার লোকসভায় রিপোর্ট জমা দেবে এথিক্স কমিটি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের দাবি নিয়ে রিপোর্ট পেশ।
- রাজস্থান, ছত্তীসগঢ়, তেলেঙ্গনা বিধানসভা নির্বাচনের ফল জানা যাবে রবিবার। একদিন পিছিয়ে মিজোরামের ফল ৪ ডিসেম্বর। বিশেষ প্রার্থনার জন্য আবেদনে দিন বদল, জানাল কমিশন।
- আজ সকালের পর বিঘ্নিত হবে পূর্ব ও দক্ষিণ পূর্ব কলকাতার ১৮টি ওয়ার্ডের জল সরবরাহ। জয় হিন্দ জল প্রকল্পের মেরামতিতে দুপুর ও বিকেলে বন্ধ থাকবে পরিষেবা।
- থিম, লিডিং উইথ পারপাস। উদ্বোধন হল ইনফোকম ২০২৩-এর। চলবে রবিবার পর্যন্ত।শহরে তথ্যপ্রযুক্তি সম্মেলনে হাজির একঝাঁক শিল্পপতি, বিশিষ্টজন।
Adhir Chowdhury News : আমি চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী-মুখ করে একটি নির্বাচন হোক: অধীর
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান অধীর চৌধুরী। 'বিচারপতি গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের কাছে বিশ্বাস-ভরসা অর্জন করেছে, আমি চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী-মুখ করে একটি নির্বাচন হোক। আমি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ভোট দিতে সবার আগে লাইনে দাঁড়াব'
WB News Live : বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনা
ফের ভোর রাতে শহরে বেপরোয়া গতির বলি? বেহালার সখেরবাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ভোর ৩টে ১৫মিনিট নাগাদ বছর ত্রিশের শুভদীপ বিজলি নামে ওই বাইক আরোহীকে রাস্তায় পড়ে থাকতে দেখেন টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ।গুরুতর জখম বাইক আরোহীকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
WB News Live : কল্যাণীতে বিজেপি কর্মীর উপর হামলা, প্রতিবাদ চুঁচুড়ায়
কল্যাণীতে বিজেপি কর্মীর উপর হামলা। প্রতিবাদে চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ। অবস্থান তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
West Bengal News LIVE Updates: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর হয়ে 'ব্যাট ধরলেন' কংগ্রেসের অধীর চৌধুরী
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর হয়ে 'ব্যাট ধরলেন' কংগ্রেসের অধীর চৌধুরী। এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি লোকসভার বিরোধী দলনেতার
WB News Live : মহুয়া মৈত্রর হয়ে ব্যাট ধরলেন অধীর
মহুয়া মৈত্রর হয়ে ব্যাট ধরলেন অধীর। এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়ে একাধিক প্রশ্ন তুলে লোকসভার স্পিকারকে চিঠি। বাংলায় তৃণমূল বিরোধিতায় বিশ্বাসযোগ্য হারাচ্ছেন, পাল্টা বিজেপি।