West Bengal News Live : বহরমপুরে ভর সন্ধ্যায় ছাত্রীকে কুপিয়ে খুন!

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 May 2022 10:34 PM
WB News Live : মেমারিতে বাস দুর্ঘটনা

আসানসোল যাওয়ার পথে পূর্ব বর্ধমানের মেমারির কাছে দুর্ঘটনায় পড়ল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস।

WB News Live : প্রতারণার অভিযোগে নাম জড়ালো তৃণমূল বিধায়কের নাম

টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার নতুন অভিযোগ! ফের জড়াল তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার নাম।

WB News Live : মাওবাদীদের নামে পোস্টার উদ্ধারের ঘটনায় ৩ জন গ্রেফতার

ঝাড়গ্রামের লালগড়ে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।

WB News Live : ঝাড়গ্রামের গোবিন্দপুরে যুবকের রহস্যমৃত্যু

ঝাড়গ্রামের গোবিন্দপুরে যুবকের রহস্যমৃত্যু। আজ সকালে গাছ থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। কীভাবে মৃত্যু, নেপথ্যে কী কারণ, খতিয়ে দেখছে পুলিশ। 

WB News Live : বহরমপুরে ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা

বহরমপুরে ভর সন্ধ্যায় ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা! বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে ছাত্রীর উপর হামলা।

WB News Live : সমাজসেবী শ্রেয়া পাণ্ডে

খবরের জেরে আহ্বায়কের জায়গায় সমাজসেবী হলেন শ্রেয়া পাণ্ডে। রাস্তার নামকরণের ফলকে রাজ্যের প্রয়াত মন্ত্রীর মেয়ের নাম থাকায় বিতর্ক

WB News Live : পাটের দাম নিয়ে ফের সুর চড়ালেন অর্জুন

পাটের দাম নিয়ে ফের সুর চড়ালেন অর্জুন সিংহ। কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গে বৈঠকের পরে হুঁশিয়ারি বিজেপি সাংসদের। তিনি বললেন, ''৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। চূড়ান্ত সিদ্ধান্ত না হলে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। ললিপপের রাজনীতিতে বিশ্বাস করি না।'' হুঁশিয়ারি ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি সাংসদের আগামী ৯ মে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য সরকার, বস্ত্রমন্ত্রক, পাটশিল্পের প্রতিনিধিরা। অর্জুনের সঙ্গে বস্ত্রসচিবের বৈঠকের বিষয়ে ফোনে জানতে চাইলেন জে পি নাড্ডা।

WB News Live : ছুটির দিনেই পরীক্ষা

সরকারের নির্দেশে আজ থেকেই গরমের ছুটি পড়ার কথা। সেই দিনেই পঞ্চম থেকে নবমের পরীক্ষা নিল নৈহাটির ৩টি স্কুল।

WB News Live : শুভেন্দুর নিশানায় রাজ্য সরকার

২ মে-র পর যে ভোট সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাস আগে অন্য কোনও ভোটে হয়নি। ২৫ হাজার দোকান ও ঘর লুঠ হয়েছে। সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর।

WB News Live : হাইকোর্টে ধর্ষণের মামলার শুনানি

আজ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এক ডজন ধর্ষণের মামলার শুনানি।

WB News Live : মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পোস্ট কুনাল ঘোষের

২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, ফেসবুকে পোস্ট কুনাল ঘোষের।

WB News Live : ঘাটালে জলের সমস্যা

ফের জল সংকট, পানীয় জল না পেয়ে এইবার সোজা প্রধানের বাড়িতে ঘাটালের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা।

WB News Live : ফিরহাদের আশ্বাস লালবাতির গাড়ি নিয়ে

লালবাতির অপব্যবহার রুখতে নজরদারি চালাবে প্রশাসন, আশ্বাস ফিরহাদের।

WB News Live : খেজুরি বিস্ফোরণ নিয়ে দাবি এনআইয়ের

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নির্দেশেই বোমা বাঁধছিলেন রতন, খেজুরি বিস্ফোরণ নিয়ে বিশেষ আদালতে দাবি এনআইএ-র।

WB News Live : অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এখন অনেকটাই সুস্থ

অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এখন অনেকটাই সুস্থ। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তাঁকে ছাড়ার সম্ভাবনা রয়েছে। বয়সজনিত সমস্যার জন্য আরও কিছু পরীক্ষা করা হবে। দেওয়া হবে প্রয়োজনীয় চিকিত্‍সা সংক্রান্ত পরামর্শও। তারপরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে সূত্রের খবর। গত শুক্রবার শারীরিক দুর্বলতা ও অন্য কিছু সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী।    

WB News Live : সকাল থেকে এসবিআই-এর বেশিরভাগ শাখায় সার্ভারের সমস্যা

আজ সকাল থেকে এসবিআই-এর বেশিরভাগ শাখায় সার্ভারের সমস্যা। ব্যাঙ্ক সূত্রে খবর, এর জন্য পরিষেবায় বিলম্ব হচ্ছে। গ্রাহকদের দাবি, SBI এর অনেক শাখাতেই দীর্ঘসময় লাইনে দাঁড়াতে হচ্ছে। 

WB News Live : ভাদু শেখ খুন ও রামপুরহাট হত্যাকাণ্ডে আজ কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই

তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন ও রামপুরহাট হত্যাকাণ্ডে আজ কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। ইতিমধ্যেই রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত ২ নাবালক জুভেনাইল কোর্ট থেকে জামিন পেয়েছে। সেই ঘটনার উল্লেখ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, কেস ডায়েরি না দেখে, সিবিআইয়ের মতামত না নিয়ে ২ নাবালককে জামিন দেওয়া হয়েছে। ওই ২ নাবালকের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। নাবালকদের জামিন খারিজের আবেদন জানানো হয়। এরপর আদালত সিবিআইকে কেস ডায়েরি জমা দিতে বলে। আগামী ৯ মে পরবর্তী শুনানি। 

WB News Live : 'লক্ষাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালিয়েছেন' ট্যুইট শুভেন্দুর

বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দিন থেকে  রাজ্যে লাগাতার হিংসার শিকার হয়েছেন। এই অভিযোগ করে ট্যুইট করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তাঁর অভিযোগ, মহিলাদের ধর্ষণ ও ও নিগ্রহ করা হয়েছে। বাড়ি ঘর পোড়ানো হয়েছে। খুন হয়েছেন অনেকে। লক্ষাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালিয়েছেন।   

WB News Live : বর্ধমানে জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীদের একাংশ

রাজ্য বিজেপিতে অব্যাহত বিদ্রোহের সুর। এবার বর্ধমান সদর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতির নাম ঘোষাণা হতেই দেখা দিল বিক্ষোভ। জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীদের একাংশ। দলের জেলা নেতৃত্বের দাবি, ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live Updates : ২টোয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত  হাঁটবেন বিজেপির নেতা কর্মীরা

আজ কলকাতায় বিজেপির মহামিছিল। কর্মসূচির নাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল। দুপুর ২টোয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত  হাঁটবেন বিজেপির নেতা কর্মীরা। এরপর সভা। আগামী ৫ মে শিলিগুড়িতেও সভা করবে বিজেপি। সেখানে থাকার কথা অমিত শাহের। 

WB News Live : ' ২০২১-এর ২ মে সবসময় আমাদের হৃদয়ে থাকবে ', ট্যুইট অভিষেকের

গত বছর ২ মে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়। দিনটিকে স্মরণ করে ট্যুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লেখেন, ২০২১-এর ২ মে সবসময় আমাদের হৃদয়ে থাকবে। এই দিনে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের প্রতি আস্থা রাখার জন্য বাংলার প্রতিটি মানুষকে ধন্যবাদ। সবসময় আপনাদের যথাসাধ্য সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।  

WB News Live Updates : আসানসোল যাওয়ার পথে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে দুর্ঘটনা

আসানসোল যাওয়ার পথে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে দুর্ঘটনা । মেমারির কাছে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মেরে ঝুলে গেল বাস। দুর্ঘটনায় আহত ৭। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

West Bengal News Live Updates : জগত্‍বল্লভপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

হাওড়ার জগত্‍বল্লভপুর থানা এলাকার মানিকপীর এলাকায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। গতকাল রাতে আগুন লাগে কারখানায়। স্থানীয় সূত্রে দাবি, প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। তবে সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে দাবি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

WB News Live : গড়ফার বিবেকনগরে এক তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিক পঙ্কজ দাসকে গ্রেফতার করল পুলিশ

গড়ফার বিবেকনগরে এক তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিক পঙ্কজ দাসকে গ্রেফতার করল পুলিশ।  মৃতের পরিবারের অভিযোগ, গতকাল তরুণীর প্রেমিক পঙ্কজ গড়ফার বাড়িতে আসেন। বিকেল ৪টে নাগাদ তিনি বেরিয়ে যাওয়ার পর তরুণীকে অচৈতন্য অবস্থায় ঘরে পাওয়া যায়।

WB News Live Update : ' রাজ্যে চট শিল্পে সঙ্কটের পিছনে সিপিএমেরও অবদান আছে '  অভিযোগ দিলীপের

' রাজ্যে চট শিল্পে সঙ্কটের পিছনে সিপিএমেরও অবদান আছে। '  চট শিল্পে সঙ্কট নিয়ে সিপিএমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ায় বাংলার পাট শিল্প সঙ্কটের মুখে পড়েছে, এই অভিযোগে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এই ইস্যুতে সরব সিপিএমও। সেই প্রেক্ষিতেই দিলীপের এই আক্রমণ। 

West Bengal News Live : আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে

আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের পর কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। 
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল রাতের বৃষ্টির পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।  

WB News Live : বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক : দিলীপ

রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে ফের তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।  তাঁর অভিযোগ, গতবছর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে, তা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক।  

West Bengal News Live : টালিগঞ্জে টলি ক্লাবের কাছে ঝড়ে গাছ ভেঙে পড়ে বিপত্তি

টালিগঞ্জে টলি ক্লাবের কাছে ঝড়ে গাছ ভেঙে পড়ে বিপত্তি।  এর জেরে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে টালিগঞ্জ ফাঁড়ির দিকে যাওয়ার রাস্তার অনেকটা অংশ আটকে যায়। আজ সকালে রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের পুলিশের উদ্যোগে গাছটিকে কেটে সরানো হয়। 

WB News Live : মা ফ্লাইওভারে দুর্ঘটনা

ই এম বাইপাসে দুর্ঘটনার জেরে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ মেট্রোপলিটান মোড়ের কাছে, মা উড়ালপুলে ওঠার মুখে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। ঘটনায় আহত হন চালক ও খালাসি। পুলিশ সূত্রে খবর, ট্রেলারের সামনে একটি গাড়ি চলে আসায় আচমকা ব্রেক কষেন চালক। তাতেই দুর্ঘটনা ঘটে।

West Bengal News Live : গড়ফার বিবেকনগরে তরুণীর মৃত্যু

গড়ফার বিবেকনগরে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল তরুণীর প্রেমিক বাড়িতে আসেন। বিকেল ৪টে নাগাদ তিনি বেরিয়ে যাওয়ার পর তরুণীকে অচৈতন্য অবস্থায় ঘরে পাওয়া যায়। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবার এই ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। পরিবারের দাবি, ১০ বছর ধরে দুজনের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ে ঠিক হয়। ঘটনায় গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। আজ ময়নাতদন্ত হওয়ার কথা। 

WB News Live : রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে ফের পথে নামছে বঙ্গ বিজেপি

রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে ফের পথে নামছে বঙ্গ বিজেপি।  কর্মসূচির নাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল। দুপুর ২টোয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। যাবে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত। সেখানেই সভা করবেন বিজেপি নেতারা। 

WB News Live : দলীয় কর্মীদের এই নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন হাওড়া সদরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন প্রার্থী দিতে না পারে। প্রার্থী দিলেও যেন ভোট না পায়! দলীয় কর্মীদের এই নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন হাওড়া সদরের তৃণমূল সভাপতি ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। এই মন্তব্যকে সামনে রেখে বিরোধীরা আগামী পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের আশঙ্কা করছে। যদিও বিরোধীদের আশঙ্কাকে আমল দিতে নারাজ তৃণমূল।

প্রেক্ষাপট


  • এক নজরে আজকের হেডলাইন (Headline)

  • ২০২১ সালের পয়লা মে পর্যন্ত ছিল প্রকৃত তৃণমূল (TMC)। আজকের তৃণমূলে গঙ্গার জল, ড্রেনের জল মিলেমিশে একাকার। তৃণমূল সরকারের বর্ষপূর্তির আগের দিন বিস্ফোরক দেবাংশু।

  •  হতাশ হয়ে লিখেছেন, কটাক্ষ সুকান্তর। গোটা দলই দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে, আক্রমণ অধীরের। বিতর্কের মুখে পোস্ট সরালেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু।

  • আজ ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে মহামিছিল বিজেপির। ৫ মে শিলিগুড়িতে সভা। ভোটে হার, মানুষের রায় খর্ব করার চেষ্টা, কটাক্ষ শশী পাঁজার।

  • আজ তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি। ধর্মতলা থেকে জানবাজার কলকাতা জুড়ে ভোট পরবর্তী হিংসার হোর্ডিং বিজেপির। হারের লজ্জা ঢাকতে অপপ্রচার, খোঁচা তৃণমূলের। 

  • পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করতে চায় তৃণমূল। প্রয়োজনে রাষ্ট্রপতি, নির্বাচন কমিশনকে জানাব। হুঁশিয়ারি বিজেপির। বিধায়কের মন্তব্যের সঙ্গে সন্ত্রাসের সম্পর্ক নেই, পাল্টা কুণাল।

  • বঙ্গ বিজেপিতে বাড়ছে বিদ্রোহ। বারাসাত জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণ ইস্তফা বিজেপির ১৫ জন নেতা-নেত্রীর। দল ছাড়লেন সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

  • কেউ চলে গেলে অসুবিধা হবে না, দাবি বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির। কথা বলব, প্রতিক্রিয়া সুকান্তর। বিজেপিতে মুষলপর্ব, কটাক্ষ কুণালের।

  • পাট-সঙ্কট নিয়ে বস্ত্রমন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠকের আগেও বিদ্রোহী অর্জুন।

  • দিল্লির বিজেপি বন্ধু নয়, বুঝতে পেরেছে বঙ্গ বিজেপি। মমতাকে সামনে রেখেই আন্দোলন। প্রতিক্রিয়া কুণালের। ১১ বছর ধরে ঘুমিয়েছিলেন ? পাল্টা দিলীপ।

  • বাবুলের শপথ ঘিরে অব্যাহত জট। শপথবাক্য পাঠ করাতে অধ্যক্ষকে অনুমতি দিন। রাজ্যপালের কাছে আর্জি বাবুলের। গণমাধ্যমে অনুরোধ সংবিধানের পরিপন্থী। পাল্টা ধনকড়।

  • কলকাতার পর তামিলনাড়ু। মাদুরাই মেডিক্যালে প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের চরক শপথ ঘিরে বিতর্ক। রিপোর্ট চাইল তামিলনাড়ু সরকারের। অধ্যক্ষের জবাব তলব।

  • অসহ্য গরমে খানিক স্বস্তি। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোলে বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টি। অন্ডালে অবতরণের আগে এয়ার টার্বুল্যান্সে বিমান, ঝাঁকুনিতে আহত কয়েকজন যাত্রী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.