West Bengal News Live : উত্তর থেকে দক্ষিণবঙ্গ, শিক্ষা দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক-কাউন্সিলরদের বাড়িতে সিবিআই তল্লাশি
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
বগটুইকাণ্ডে স্বজনহারা, বিজেপি কর্মী মিহিলাল শেখের বেতন বন্ধের অভিযোগ। 'এপ্রিল থেকে আমার বেতন বন্ধ হয়ে গিয়েছে', বিজেপি করি বলে বেতন বন্ধ, দাবি মিহিলাল শেখের। প্রতিহিংসার অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। বগটুইকাণ্ডে স্বজনহারাদের চাকরি দিয়েছে রাজ্য সরকার। তথ্য সংস্কৃতি দফতরের রামপুরহাট শাখায় চুক্তিভিত্তিক চাকরি পান মিহিলাল। জেলাশাসক ও মহকুমা শাসকের কাছে অভিযোগ মিহিলালের, জেলা প্রশাসনের প্রতিক্রিয়া মেলেনি।
ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা, সিবিআই সূত্রে খবর। জাফিকুল ইসলামের বাড়িতে টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন, সিবিআই সূত্রে খবর। এখনও পর্যন্ত ৫ লক্ষ টাকা গোনা হয়েছে, সিবিআই সূত্রে খবর। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জাফিকুল, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। জাফিকুলের বাড়ি, ডিএলএড ও বিএড কলেজে সিবিআই হানা। ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে পুরসভার প্রশাসক জাফিকুল।
গল্ফ গ্রিন থানা এলাকায় উত্তেজনা, ক্লাবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। আদালতের নির্দেশে রানিকুঠিতে জমি দখলমুক্ত করতে গেলে পুলিশকে বাধা। তৃণমূল নেতা তপন দাশগুপ্তর নেতৃত্বে পুলিশকে বাধা, অবরোধ।
আজও অশান্ত বিধানসভা। ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা। জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক কেন থাকবেন মন্ত্রিসভায়? এই প্রশ্নে পয়েন্ট অফ অর্ডার তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অধ্যক্ষ তা না মানায় প্রতিবাদে ওয়াক আউট করে বিজেপি।
গতকালও উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ওঠে ওঠে চোর স্লোগান। ধর্নায় বসা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে আঙুল তুলে চোর স্লোগান দেন বিরোধী দলনেতা। সঙ্গে সঙ্গে পাল্টা, চোর স্লোগান তুলে শুভেনদু অধিকারীকে আক্রমণ করেন তৃণমূল বিধায়করা। বিধানসভার স্পিকারের কাছে, বিজেপি পরিষদীয় দলের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননা এবং বিনা অনুমতিতে প্ররোচনামূলক সভা আয়োজনের অভিযোগ জানায় তৃণমূল। প্রয়োজনীয় আইনানুগ ব্য়বস্থা নেওয়া হবে বলে জানান স্পিকার।
নারদ মামলায় আজ PMLA আদালতে রুটিন হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। প্রায় আধঘণ্টা আদালতে ছিলেন তিনজন। পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি। ওই দিন তিনজনকেই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক শুভেনদু সাহা। এদিন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
২০১৬ সালের বিধানসভা ভোটের আগে সামনে এসেছিল নারদের ফুটেজ। আর ২০২১-এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পর, ১৭ মে, সিবিআই আচমকা অভিযান চালিয়ে গ্রেফতার করে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্য়ায় ও সুব্রত মুখোপাধ্য়ায়কে। পরে তাঁরা জামিন পান। নারদ-মামলায় গ্রেফতার হয়েছিলেন IPS অফিসার SMH মির্জাও।
ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের। মৃত রাজকুমার নায়েক। বাড়ি পাথরপ্রতিমার বুড়াবুড়ির তট গ্রামে। পরিবার সূত্রে খবর, প্রায় ১০-১৫ বছর ধরে কেরলে রাজমিস্ত্রির কাজ করছিলেন রাজকুমার। শেষবার তিরুঅনন্তপুরমে কাজে গিয়েছিলেন বছর দেড়েক আগে। ২৫ ডিসেম্বর বাড়ি ফেরার কথা ছিল। মঙ্গলবার ভিত খোঁড়ার সময় বালির স্তূপে চাপা পড়ে মৃত্যু হয় বছর তিরিশের রাজকুমারের। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে অকূল পাথারে স্ত্রী, সন্তানরা।
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় রাজারহাটে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও সিবিআই হানা। দেবরাজ বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও যুব তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি।
মুর্শিদাবাদের বড়ঞার কুলিতে কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতে এবার সিবিআই হানা। আনারুল আনসারি ওরফে ঝান্টু শেখ ও তাঁর ছেলে সুজল আনসারির একাধিক বিএড, ডিএলএড কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। প্রেসিডেন্সি জেলে বন্দি কুন্তল ঘোষও।
উত্তর থেকে দক্ষিণবঙ্গ, শিক্ষা দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশি। কলকাতা থেকে জেলা, তৃণমূল বিধায়ক-কাউন্সিলরদের বাড়িতে সিবিআই। পাটুলিতে পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই হানা। তেঘরিয়ায় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি। ডোমকলে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে অভিযান। বড়ঞায় ধৃত কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতেও সিবিআই হানা। আনারুল আনসারি ও তাঁর ছেলে সুজল আনসারির বাড়িতে অভিযান। আনারুল ও সুজলের একাধিক বিএড, ডিএলএড কলেজ রয়েছে, সিবিআই সূত্রে দাবি ।
সঠিক সময়ে ট্রেন না চলার অভিযোগে, ঝাড়গ্রামে শুরু রেল অবরোধ। নিত্য যাত্রীদের অভিযোগ, ট্রেন লেট করায় অথবা বিনা নোটিসে ট্রেন বাতিল হওয়ায়, দীর্ঘদিন ধরে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। অফিস, স্কুল-কলেজে সঠিক সময় পৌঁছতে পারছেন না তাঁরা। যাত্রীদের অভিযোগ, ভোগান্তি বাড়িয়ে আজ সকালে টাটানগর-খড়গপুর লোকাল আটকে রেখে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের গাড়ি এবং টাটানগর-হাওড়া সুপার ফাস্ট স্টিল এক্সপ্রেস দাঁড় করিয়ে পাস করানো হয় মালগাড়ি। এরপরই ক্ষোভে ফেটে প়ড়েন নিত্যযাত্রীরা। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় অবরোধ। ২ ঘণ্টা পর, সকাল ৯টা ৪০-এ রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে। দক্ষিণ-পূর্ব রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
শীতের দুয়ারে কাঁটা। অঘ্রাণের মাঝামাঝি সাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়। মায়ানমার এর নাম দিয়েছে মিগজাউম। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ আন্দামান সাগরে শক্তি বাড়িয়ে আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হবে। শনিবার তা বদলে যাবে ঘূর্ণিঝড়ে। কোথায় ল্যান্ড ফল করবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, বিভিন্ন আবহাওয়ার মডেলের মতে, সম্ভাবনা ওড়িশা বা অন্ধ্র উপকূলের দিকেই বেশি। দক্ষিণবঙ্গে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে চলেছে এই ঘূর্ণিঝড়।সপ্তাহান্তে হাওয়া বদল। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইক এন্ডে দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও সিবিআই হানা। জাফিকুল মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জাফিকুল ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে পুরসভার প্রশাসক পদে রয়েছেন।
SSC গ্রুপ C মামলায় বুধবার হাইকোর্টে জামিন পেয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্য়াণময় গঙ্গোপাধ্য়ায়। কিন্তু, আলিপুর আদালতের নির্দেশে, নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ফের CBI-এর হাতে গ্রেফতার হলেন তিনি। ফলে অধরা রয়ে গেল মুক্তি। ৬ ডিসেম্বর পর্যন্ত কল্য়াণময়কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই তল্লাশি। দরজার বেল বাজালেও এখনও তৃণমূল কাউন্সিলরের বাড়ির দরজা খোলেনি। ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য ছাড়াও আরও বেশকিছু জায়গায় তল্লাশি, খবর সিবিআই সূত্রে। মুর্শিদাবাদ এবং কোচবিহারের বেশ কিছু জায়গায় সিবিআই তল্লাশি চলছে, খবর সূত্রের।
লোকসভা নির্বাচনে বসিরহাটের ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে হাড়োয়া ও বাদুড়িয়ায় একাধিক পোস্টার পড়ল। পোস্টার পড়ল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নামে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, নুসরতকে এলাকার মানুষ সেভাবে পাশে পায়নি। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
২০১৪-র পর ২০২৩। ন'বছরের ব্য়বধানে, ধর্মতলায় সভা করলেন অমিত শাহ। ন'বছর আগের সেই সভা থেকে, দুর্নীতির অভিযোগ তুলে, তৃণমূলকে ক্ষমতাচ্য়ুত করার ডাক দিয়েছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তাঁর বক্তব্য়ে উঠে এল সেসব ইস্য়ুই।
লোকসভা নির্বাচনে বসিরহাটের ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে হাড়োয়া ও বাদুড়িয়ায় একাধিক পোস্টার পড়ল। পোস্টার পড়ল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের নামে। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, নুসরতকে এলাকার মানুষ সেভাবে পাশে পায়নি। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
ডিএ আবশ্য়িক নয়, ঐচ্ছিক। বিধানসভায় দাঁড়িয়ে ডিএ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। তুললেন রাজ্য সরকারের দেওয়া ছুটির ভ্যালুয়েশনের প্রসঙ্গ। ডিএ না দিতে পারার দায় চাপালেন বাম সরকারের ঘাড়ে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। যদিও বিধায়কদের বেতনবৃদ্ধি নিয়ে অন্য সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
প্রেক্ষাপট
বিধানসভা চত্বরেই বেনজির সংঘাত। ধর্নায় বসা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) দিকে আঙুল তুলে চোর স্লোগান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা তৃণমূল।
শুভেন্দুদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননা থেকে প্ররোচনামূলক আচরণের অভিযোগ। তৃণমূলের নালিশ পেয়ে পুলিশ ডাকলেন স্পিকার। দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা বিজেপি।
বিধানসভায় অসভ্যতা করেছে বিজেপি। স্পিকার পুলিশের সঙ্গে কথা বলে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা অগ্নিমিত্রা পালের বক্তব্য, তৃণমূল জাতীয় সঙ্গীত গেয়েছে জানিনা।
ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ (Amit Shah)। যিনি নিজেই দুর্নীতিগ্রস্ত, তিনি বাংলাকে কীভাবে দুর্নীতিমুক্ত করবেন ? ক্ষমতা থাকলে বালু-কেষ্টকে সাসপেন্ড করুন। হুঙ্কার বিজেপি নেতার।
দুর্নীতি অস্ত্রে শান অমিত শাহর। পাল্টা বঞ্চনা-অভিযোগে তৃণমূলের কালা দিবস। তৈরি থাকুন, বিদেশে কে টাকা রেখেছে, সব দেখব, বিধানসভায় হুঙ্কার মমতার। তৃণমূল নেত্রীর হুঙ্কার, আমাকে নরেন্দ্র মোদি-অমিত শাহ দেখিয়ে লাভ নেই।
দুর্নীতি নিয়ে ফের শাহের মুখে ভাইপো। তাঁর হুঙ্কার, এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে। নারদ-সারদাকাণ্ডে শুভেন্দু প্রসঙ্গ টেনে পাল্টা তৃণমূল।
দুর্নীতি নিয়ে অমিত শাহের নিশানায় তৃণমূল। তুললেন পার্থর বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ। অমিত শাহের খোঁচা, গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি।
সিএএ হবেই, লোকসভা ভোটের মুখে কলকাতায় এসে ফের হুঙ্কার অমিত শাহের। অনুপ্রবেশ নিয়েও আক্রমণ শানালেন মমতা সরকারকে। অনুপ্রবেশ হলে তো আপনারই ব্যর্থতা। পাল্টা তৃণমূল।
রামমন্দির থেকে সিএএ, রাজ্যে এসে লোকসভা ভোটের প্রচারের সুর বাঁধলেন অমিত শাহ। মোদি সরকারকে ফের জেতানোর ডাক। জনবিচ্ছিন্ন দলকে ছুড়ে ফেলবে মানুষ, পাল্টা তৃণমূল।
ধর্মতলার সমাবেশ থেকে ছাব্বিশের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগে দিল্লি সামলান, তারপর বাংলা, পাল্টা রাজ্যের শাসক দল।
অমিত-সভায় ব্রাত্য অনুপম। ফের বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা। অনুপম হাজরার আক্রমণ, পাছে দিল্লিকে বাংলার দলের অবস্থা ভাল নয় বলে দিই, সেই আতঙ্কেই ডাকেনি।
ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক, ফের আক্রমণে মমতা। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ছুটির তুলনা টেনে অবসরকালীন ভাতার দাবি। ডিএ অধিকার, আদায় করেই ছাড়ব, পাল্টা আন্দোলনকারীরা।
আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দিন, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। বকেয়া ইস্যুতে দুষলেন বাম আমলের দেনাকে। মিথ্যে বলে বেশিদিন পাড় পাওয়া যায় না, পাল্টা সুজন।
এক মামলায় দুপুরে জামিন, রাতেই আরেক মামলায় গ্রেফতার কল্যাণময়। সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত ফের জেল হেফাজতে প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি।
ন্যায় সংহিতা নিয়ে তাড়াহুড়ো নয়। চব্বিশে লোকসভা ভোটের পর নতুন বিধি প্রণয়ন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা ছাড়ার আগেই চিঠি মুখ্যমন্ত্রীর।
আরও ৫ বছর বিনামূল্যে রেশন। সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় উপকৃত হবেন ৮১ কোটির বেশি মানুষ। খরচ ১১ লক্ষ ৮০ হাজার কোটি, জানালেন অনুরাগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -