West Bengal News Live Updates:হাসপাতাল থেকে ছুটি জ্যোতিপ্রিয় মল্লিকের, হেঁটে হাসপাতাল থেকে বেরলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
আজ রাতে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করা হবে না, ইডি সূত্রে খবর। কাল সকাল থেকে টানা জেরা, ইডি সূত্রে খবর। ইডি দফতরের সেলে জ্যোতিপ্রিয়র থাকার জন্য আলাদা ব্যবস্থা, ইডি সূত্রে খবর। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল। জ্যোতিপ্রিয়র পরিবার থেকে পোশাক ও পাখা দেওয়া হয়েছে, ইডি সূত্রে খবর। পরিবার থেকে দেওয়া হয়েছে বাড়ির খাবার, ইডি সূত্রে খবর। আজ হাসপাতাল থেকে হেঁটেই বেরোন বনমন্ত্রী।
হেঁটে হাসপাতাল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ফিট সার্টিফিকেট দিল অ্যাপোলো হাসপাতাল। সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে মন্ত্রীকে।
ন্যানো বিদায়ের ১৫ বছর পর সিঙ্গুরে ধাক্কা খেল রাজ্য সরকার। 'ন্যানো কারখানা না হওয়ায় টাটাকে সুদ-সহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে। ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও ১১ শতাংশ হারে সুদ দিতে হবে। মামলার খরচের জন্য ডব্লুবিআইডিসি-কে'দিতে হবে আরও ১ কোটি টাকা, বিবৃতি টাটা মোটরসের
সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে', টাটা মোটরসের পক্ষে সর্বসম্মত রায় মধ্যস্থতাকারী ট্রাইবুনালের। তবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'এই রায়ের বিরুদ্ধে WBIDC আদালতে যেতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জও করতে পারে। সেই সুযোগ রয়েছে রাজ্যের কাছে।'
পশ্চিম বর্ধমানের সালানপুরে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই বাইকের শোরুম। ঘটনাস্থলে দমকল, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা
'সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে', টাটা মোটরসের পক্ষে সর্বসম্মত রায় মধ্যস্থতাকারী ট্রাইবুনালের, জানিয়েছে টাটা মোটরস: এএনআই। 'সুদ সহ ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দিতে হবে ডব্লুবিআইডিসি-কে। ২০১৬ থেকে ১১ শতাংশ হারে সুদ দেওয়ার নির্দেশ। মামলার খরচের জন্য আরও ১ কোটি টাকা দিতে হবে ডব্লুবিআইডিসি-কে', জানিয়েছে টাটা মোটরস, খবর এএনআইয়ের
ফিট ফর ডিসচার্জ। জ্যোতিপ্রিয় মল্লিকের সুস্থতার কথা জানিয়ে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল অ্যাপোলো কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের জন্যও মানসিকভাবে ফিট প্রাক্তন খাদ্যমন্ত্রী, জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ। যদিও, তৃণমূল নেতার অসুস্থতা নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে বিরোধীদের গলায়। উত্তর দিয়েছে শাসকদলও।
বাদুড়িয়ার পর এবার আমডাঙা। রেশন দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে বাকিবুর রহমানের বিপুল সম্পত্তির হদিশ। আমডাঙার আধাটা গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে ২০১৬ ও ২০১৮-য় দুটি জমি কিনেছিলেন বাকিবুর। মোট জমির পরিমাণ ১১ বিঘা ৬ কাঠা। স্থানীয়দের দাবি, বাকিবুরের পরিকল্পনা ছিল, কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পে এখানে FCI-এর গুদাম তৈরির। কিন্তু কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়। গতকাল আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতেও বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ মেলে
'ভাল আছেন জ্যোতিপ্রিয়, হাসপাতালে রাখার প্রয়োজন নেই, মত মেডিক্যাল বোর্ডের। কখন হেফাজতে নেবে, সিদ্ধান্ত নেবে ইডি, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শারীরিক ভাবে সক্ষম জ্যোতিপ্রিয়, জানাল মেডিক্যাল বোর্ড। নিয়ম মতো ওষুধ খাওয়ার পরামর্শ। হাসপাতাল থেকে ছাড়া পেলেই ইডি হেফাজত শুরু হবে মন্ত্রীর। আদালতের নির্দেশ অনুযায়ী হাসপাতাল থেকে মুক্তির পরই ইডি হেফাজত শুরু। রেশন দুর্নীতিকাণ্ডে ইডি হেফাজতের নির্দেশের পর আদালতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক।
রেশন দুর্নীতিতে বাবা গ্রেফতার হওয়ার পর এবিপি আনন্দে মুখ খুললেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। 'তদন্তকারীরা ডাকলে যাব, সহযোগিতা করব। ইডি এখনও আমাকে ডাকেনি। এখনও অবধি নিজেকে অপরাধী বলে মনে করছি না। আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। শান্তিনিকেতনে বাড়ি আছে, অস্বীকার করিনি। আমরা সবাই তদন্তের দিকে তাকিয়ে আছি। তদন্তের মুখোমুখি হতে চান জ্যোতিপ্রিয় মল্লিকও'। বাবা জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর এবিপি আনন্দে মুখ খুললেন প্রিয়দর্শিনী মল্লিক।
সরকারি হাসপাতালে মহিলাদের ওয়ার্ডে ভেঙে পড়ল ফলস সিলিং। আহত দুই রোগিণী। এই ঘটনায় আতঙ্কিত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীরা। হাসপাতালে যান বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারি। তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই, আগে জানিয়েছিল হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে, তার জন্য রক্ষাকবচ চেয়ে করা হয় আবেদন। যদি সহযোগিতাই করেন, তা হলে গ্রেফতারির আশঙ্কা করছেন কেন ? প্রশ্ন সুপ্রিম কোর্টের। আগামী শুক্রবার পরবর্তী শুনানি, ওই দিন শোনা হবে সিবিআইয়ের বক্তব্য, জানাল সর্বোচ্চ আদালত। শুনানির পর উপযুক্ত মনে হলে রক্ষাকবচ নিয়ে ভাবনা, জানাল সুপ্রিম কোর্ট
'জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই মন্ত্রী, নিজেই খাদক। খাদককে খাদ্যমন্ত্রী করা হয়েছিল। খাদ্য দফতরের এই দুর্নীতি একা জ্যোতিপ্রিয় করতে পারেন না। রেশন দুর্নীতির টাকা গেছে তৃণমূল নেতাদের পকেটে', অভিযোগ মহম্মদ সেলিমের
আসানসোলে ঠিকাদারকে লক্ষ্য করে 'গুলি'। গাড়ি নিয়ে পালিয়ে বাঁচলেন ঠিকাদার। গাড়িতে লেগেছে গুলি, দাবি ঠিকাদারের। জাতীয় সড়কের ধারে হোটেল থেকে খাবার নিয়ে বেরোনোর সময় 'হামলা'। জমি মাফিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের।
'২০১৬-র শেষ দিকে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদ ছেড়ে দিই, ৫ জনের কমিটিতে ছিলাম, একা কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। এটা কোনও খনি নয় যে, লুঠ হবে, যেটা হলদিয়াতে হয়', শুভেন্দুর আক্রমণের জবাব জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয় মল্লিকের।
ব্যাঙ্কশাল কোর্টে জমা পড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। অ্যাপোলো হাসপাতালে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দিল ইডি। মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ফের আদালতের দ্বারস্থ কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষও। কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র মেডিক্যাল টেস্টের নির্দেশে স্থগিতাদেশের আবেদন। কমান্ড হাসপাতালে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। 'অতিরিক্ত রোগীর চাপ থাকায় মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্ভব নয়', ফের আদালতে জানাল কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
রেশন দুর্নীতিতে বাবা গ্রেফতার হওয়ার পর এবিপি আনন্দে মুখ খুললেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। তিনি বলেছেন, 'তদন্তকারীরা ডাকলে যাব, সহযোগিতা করব'। 'ইডি এখনও আমাকে ডাকেনি'। 'এখনও অবধি নিজেকে অপরাধী বলে মনে করছি না'। 'আমি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত'। 'শান্তিনিকেতনে বাড়ি আছে, অস্বীকার করিনি'। 'আমরা সবাই তদন্তের দিকে তাকিয়ে আছি'।
জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। পিএসসি-দুর্নীতিতে জড়িত দেবপ্রিয়, অভিযোগ বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছেন দেবপ্রিয়। তাঁর কথায়, '২০১৬-র শেষ দিকে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদ ছেড়ে দিই। ৫ জনের কমিটিতে ছিলাম, একা কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। এটা কোনও খনি নয় যে, লুঠ হবে, যেটা হলদিয়াতে হয়'। শুভেন্দুর আক্রমণের জবাবে এই কথাই বলেছেন, জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয় মল্লিকের। শুভেন্দুকে আক্রমণ তৃণমূল কংগ্রেসেরও।
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারি। তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই, আগে জানিয়েছিল হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে, তার জন্য রক্ষাকবচ চেয়ে করা হয় আবেদন। যদি সহযোগিতাই করেন, তা হলে গ্রেফতারির আশঙ্কা করছেন কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। আগামী শুক্রবার পরবর্তী শুনানি, ওই দিন শোনা হবে সিবিআইয়ের বক্তব্য, জানাল সর্বোচ্চ আদালত। শুনানির পর উপযুক্ত মনে হলে রক্ষাকবচ নিয়ে ভাবনা, জানাল সুপ্রিম কোর্ট।
পঞ্চায়েত ভোট মিটতেই ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কর্মিসভা থেকে দলেরই নেতাকে নিশানা দাগলেন আরাবুল ইসলাম। বিধায়ক সওকত মোল্লাকে পাশে বসিয়ে আরাবুলের অভিযোগ, দলেরই কিছু লোক ISF-কে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। দলের ভিতরের খবর পৌঁছে যাচ্ছে বিরোধীদের কাছে। কারা এ কাজ করছে, তাদের চিহ্নিত করতে হবে। আরাবুলের তির মূলত ভাঙড়ের শানপুকুর অঞ্চল কমিটির সদস্য শরিফুল আলমের দিকে। শরিফুল দলীয় সভায় যোগ দিতে কর্মীদের বাধা দিচ্ছেন বলেও আরাবুলের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওই নেতা। ISF-র কটাক্ষ, টাকা দিয়ে পদ কেনা হলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের তৎপর সিআইডি। এবার কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টরকে তলব। আজই ভবানী ভবনে তলব সিআইডির। তবে সূত্রের খবর, আজ আসতে পারবেন না বলে চিঠি দিয়ে জানিয়েছেন কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর। অন্যদিকে ইতিমধ্যেই কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় ২ বিজেপি বিধায়ককে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
ঘাটালের ইড়পালা পঞ্চায়েতে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য। তৃণমূলে কাজের সুযোগ পাচ্ছিলেন না, দাবি দলত্যাগীর। চোরের দলে আর কেউ থাকতে চাইছে না- কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক। বিজেপির বিরুদ্ধে চাপ দিয়ে দলবদল করানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল।
গতকাল মেয়ে, আজ দাদা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনীর পর আজ সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির হলেন মন্ত্রীর দাদা, দেবপ্রিয় মল্লিক। সকাল পৌনে ১০টা নাগাদ ED দফতরে পৌঁছন জ্যোতিপ্রিয়র দাদা। বেশ খানিকক্ষণ পরে বেরিয়েও যান তিনি।
দিঘায় জ্যোতিপ্রিয় মল্লিকের ৩টি বেনামি হোটেল, ছবি দেখিয়ে দাবি শুভেন্দু অধিকারীর। পাল্টা শুভেন্দু অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে তৃণমূল সাংসদ শান্তনু সেন।
বাদুড়িয়ার পর এবার আমডাঙা, ফের সামনে বাকিবুর রহমানের বিপুল সম্পত্তি। 'আমডাঙার দাদপুর গ্রামে ২০১৬ ও '১৮-য় দুটি জমি কিনেছিলেন বাকিবুর'। 'মোট জমির পরিমাণ ১১ বিঘা ৬ কাঠা'। স্থানীয়দের দাবি, বাকিবুরের পরিকল্পনা ছিল, কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পে এখানে এফসিআইয়ের গুদাম তৈরির। 'কিন্তু কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়'। গতকাল আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতেও বাকিবুরের বিপুল সম্পত্তির হদিশ মিলেছিল।
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। গতকাল মন্ত্রীর হল্টার মনিটরিং শেষ হয়েছে, তাতে হদযন্ত্রের কোনও সমস্যা মেলেনি। বাঁ হাতে সমস্যার কথা জানিয়েছিলেন মন্ত্রী, সেই কারণে মাথা ও শিরদাঁড়ার এমআরআই করা হয়। তবে তাতে স্নায়ুর কোনও সমস্যা মেলেনি, এছাড়া তিনি পুরোপুরি স্থিতিশীল রয়েছেন। রক্তের সব রিপোর্ট স্বাভাবিক এসেছে, মন্ত্রীকে ডায়াবেটিক খাবার দেওয়া হচ্ছে। গতকালই আইসিইউ থেকে জেনারেল কেবিনে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে।
রেশন বণ্টন দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও সক্রিয় ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে তলব করা হয় আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫ অক্টোবর সল্টলেকের আবাসনে ওই আইএএসের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।
পুজো মিটতেই বাতাসে হিমেল ভাব, মাঝ-হেমন্তেই শীতের আগমনী বার্তা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি বা তারও নিচে। উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কলকাতাতেও মনোরম আবহাওয়া। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে নভেম্বরের শুরুতে ফের উঠবে পারদ, জানিয়েছে আবহাওয়া দফতর।
রেশন দুর্নীতিকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, ভর্তি হাসপাতালে। গতকাল জ্যোতিপ্রিয়-কন্যার পর আজ সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক। রবিবার সিজিও কমপ্লেক্সে যান জ্য়োতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী। সূত্রের দাবি, তদন্তকারী অফিসার না আসায় কিছুক্ষণ পরে বেরিয়ে যান তিনি।
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ৩৫টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেধে দিয়ে গেছেন অমিত শাহ। এই পরিস্থিতিতে উৎসব শেষে ফের রাস্তায় নামতে তৎপর বঙ্গ বিজেপি। গতকাল সল্টলেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের উপস্থিতিতে হয় রাজ্য কোর কমিটির বৈঠক। সেখানে লোকসভা কেন্দ্র ধরে ধরে হয় আলোচনা। স্থানীয় কোনও ইস্যুকে সামনে রেখে আন্দোলনে নামবে দল, তার পরিকল্পনা করা হয়েছে। বৈঠকের উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ-সহ কোর কমিটির সদস্যরা। আজ ফের বসবে বৈঠক।
বিজেপির অমৃত কলস যাত্রার মিছিলে পাশাপাশি দেখা গেল রাজ্য বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতিকে। কলেজ স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলে পা মেলালেন দুজনে। যদিও, এই কর্মসূচিতে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে এবার মহুয়া মিত্রর দুবাই ভ্রমণের তথ্য সামনে আনলেন নিশিকান্ত দুবে। পাশাপাশি, মঙ্গলবার এথিক্স কমিটির তলবে মহুয়া মৈত্রর হাজিরা না দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও নিশানা করলেন বিজেপি সাংসদ।
উত্তর ২৪ পরগনার সোদপুরে শ্যুটআউটের ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের অনুমান, এলাকা পুনরুদ্ধারে বাধা হয়ে দাঁড়ানোতেই এই ঘটনা ঘটে।
২ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষের জের। খড়দার পুরানিবাজারে নিহত তৃণমূল কর্মী। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় টিটাগড় পুরসভার ১৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। ২ কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে গণ্ডগোলের কথা স্বীকার করে নিলেন টিটাগড় পুরসভার প্রধানও।
রেশন দুর্নীতির তদন্তে এবার ED'র রেডারে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান-সহ তাঁদের ঘনিষ্ঠদের ২৫টি মোবাইল ফোন। ED সূত্রের দাবি, রেশন দুর্নীতির তদন্তে আরও গভীর পৌঁছতে জেরা-পর্বে হোয়াটসঅ্যাপ চ্যাট ও কললিস্ট থেকে পাওয়া বিভিন্ন তথ্য জানতে চাওয়া হবে।
ICU থেকে জেনারেল কেবিনে পাঠানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনি এখন স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছে অ্যাপোলো কর্তৃপক্ষ। এদিকে রেশন দুর্নীতির তদন্তে আরও ৫টি ভুয়ো সংস্থার হদিশ পাওয়া গেছে বলে ED সূ্ত্রে দাবি করা হচ্ছে। নজরে রয়েছে বাকিবুরের বন্ধ হয়ে যাওয়া ৩টি সংস্থাও।
এবার বাকিবুরের আরও সম্পত্তির হদিশ মিলল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়! বাদুড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বিঘার পর বিঘা জমি হুমকি দিয়ে কম টাকায় লিখিয়ে নিয়েছেন ব্যবসায়ী বাকিবুর রহমান।
উপাসনা গৃহের সামনের রাস্তা ফেরত চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তীর। চিঠিতে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যর। একইসঙ্গে ফলক বিতর্কে চিঠিতে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন বিদ্য়ুৎ চক্রবর্তী। অন্য়দিকে, উপাচার্যকে বাড়ি থেকে টেনে বের করে আনার হুঁশিয়ারি দিয়েছেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা।
সিউড়িতে যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। ঘটনায় এপর্যন্ত দুজনকে গ্রেফতার করল পুলিশ।
রেশন দুর্নীতি মামলায় ইডির নজরে থাকা তিন ভুয়ো কোম্পানির মালিক জ্যোতিপ্রিয় মল্লিকই! চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে দাবি, শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রীই নন, এই ভুয়ো কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তাঁর স্ত্রী, মেয়ে-সহ অন্তত দশজন। আর এ নিয়েই সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।
প্রেক্ষাপট
রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির (Enforecement Directorate) নজরে থাকা তিন ভুয়ো কোম্পানির (Fake Companies) মালিক জ্যোতিপ্রিয়ই (Jyotipriyo Mallick)। যুক্ত ছিলেন স্ত্রী-মেয়ে সহ অন্তত দশজন, দাবি ইডি সূত্রে।
দুর্নীতির টাকা বাকিবুর হয়ে যায় জ্যোতিপ্রিয়র কাছে। ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা নয়ছয়। ২০১৬-১৭ সালে মন্ত্রীর স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা প্রায় ১০ কোটি টাকা, ইডি সূত্রে খবর।
রেশন দুর্নীতি তদন্তে আরও ৫টি ভুয়ো কোম্পানির হদিশ। নজরে বাকিবুরের বন্ধ হয়ে যাওয়া ৩টি সংস্থাও। কালো টাকা সাদা করার জন্য খোলা হয়েছিল কোম্পানি, ইডি সূত্রে খবর।
১০ বছরের মাথায় কেন বন্ধ বাকিবুরের তিনটি কোম্পানি ? প্রভাবশালীর সঙ্গে লেনদেন ? অ্যাকাউন্ট থেকে জ্যোতিপ্রিয়র নির্দেশে ৩ ভুয়ো কোম্পানিতে টাকা ? উত্তর খুঁজছে কেন্দ্রীয় এজেন্সি।
কীভাবে কোটি কোটির দুর্নীতি ? নজরে জ্যোতিপ্রিয় ও বাকিবুর ঘনিষ্ঠদের ২৫টি মোবাইল। খতিয়ে দেখা হবে চ্যাট, কললিস্ট, ইডি সূত্রে খবর।
নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়-কন্যা। তদন্তকারী অফিসার না থাকায় ফিরলেন প্রিয়দর্শিনী মল্লিক। মেজাজ হারালেন সাংবাদিকদের প্রশ্নে।
আইসিইউ থেকে জেনারেল কেবিনে জ্যোতিপ্রিয়। হাসপাতালে ইডি টিম। সমস্ত রিপোর্ট স্বাভাবিক, ইডিকে পাঠাল হাসপাতাল। ছাড়া হবে কিনা আজ বৈঠকে মেডিক্যাল টিম।
বিজেপিকে হারাধন বলায় দিল্লির নেতারা বকেছেন। ভালো সাজতে প্রলাপ বকছেন। তৃণমূল কংগ্রেসকে নয়, আসলে আক্রমণ রাজ্য বিজেপিকেই। দিলীপকে কটাক্ষ কুণালের।
খড়দায় দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ, মারধর-ঘুষিতে খুন তৃণমূলকর্মী। সংঘর্ষের কথা স্বীকার টিটাগড় পুরসভার প্রধানের।
খড়দায় সংঘর্ষে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় খড়দা থানার আইসির। কাউন্সিলরকে ধমক আইসি-র।
জাহাজে তৃণমূলের প্রতীক, সামনে ফুটো নৌকা। ওপরে লেখা এবার বিসর্জনের পালা। কালীঘাটের হোর্ডিংয়ে মোদিকে উৎখাতের চ্যালেঞ্জ? তুঙ্গে জল্পনা। ডুববে তৃণমূলই, পাল্টা সজল।
এখনও কান দিয়ে শোনেন, ২ সিনিয়র মন্ত্রী জেলে, বিশ্বস্ত সহযোগীরা তিহাড়ে বন্দি। উপাসনা গৃহের সামনের রাস্তা ফেরত চেয়ে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ বিশ্বভারতীর উপাচর্যের।
হরিদেবপুরে কমার্শিয়াল ট্যাক্স অফিসারের রহস্যমৃত্যু। শ্বশুরবাড়ি থেকে ফেরার পর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যা নাকি অন্য রহস্য ? খতিয়ে দেখছে পুলিশ।
'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে ফের মহুয়া মৈত্রকে নিশানা নিশিকান্ত দুবের। জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে জেল খাটানোর হুঁশিয়ারি। মুখ বন্ধ করা যাবে না, ফের হুঙ্কার তৃণমূল সাংসদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -