WB News Live : ভূতনির চরে বস্তায় বালির পরিবর্তে বস্তা ভরে চলছে ভাঙন প্রতিরোধের কাজ! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আজকের শিরোনাম ( Headlines )
১। দিল্লি নয়, কয়লাপাচারকাণ্ডে কলকাতাতেই অভিষেককে ইডির নোটিস। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। সোমবার সমন শ্যালিকা মেনকাকে।
২। ২৮ অগাস্ট অভিষেককে, ১২ অগাস্ট মেনকাকে সমন। ইডিকে পুতুলের মতো না নাচিয়ে বাংলার সুশাসন থেকে শিক্ষা নিন, আক্রমণে অভিষেক।
৩। অনুপম-খুনে মূল অভিযুক্তের জামিন, আতঙ্কে খোদ তৃণমূল কাউন্সিলর। বললেন, ‘কী ধারা দেওয়া হয়েছে? বাড়ির সামনে খুন করে ৪ মাসে জামিন পেলে কারও নিরাপত্তা নেই’।
৪। খুনের ৪ মাসেই কী করে মূল অভিযুক্তের জামিন? পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন অনুপম দত্তের স্ত্রীর। এত সাক্ষী, হাতে ফুটেজ! চার্জশিট নিয়ে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ পানিহাটির নিহত কাউন্সিলর ভাইয়ের।
৫। চাপের মুখে জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পুলিশ। পরিবারকে ভুল বোঝানোর অভিযোগ শুভেন্দুর। প্রশাসনে আস্থা মীনাক্ষীর, পাল্টা তৃণমূল।
৬। ইস্তফা দিয়ে একনিষ্ঠ দলীয় কর্মীর জন্য জায়গা ছাড়ুন। সৌগতর সুরে এবার জহরকে নিশানা বিশ্বজিৎ দেবের। সুবিধেভোগী আমলা বলে তীব্র কটাক্ষ।
৭। দুর্নীতিতে সরব জহর সরকার, পরিবারও চায় চোর পার্টি ছাড়ুন, ট্যুইট অমিত মালব্যর। সব দলের দুর্নীতির কথা বলেছিলাম, বিজেপির কেউ পারবে? পাল্টা জহর।
৮। গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করতে প্রথমবার আসানসোল জেলে সিবিআই। প্রথমে জেরা দেহরক্ষী সায়গলকে। পরে জেরা অনুব্রতকে।
৯। তৃণমূল জমানায় কবে, কাকে, কোন স্কুলে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ? জানতে চায় ইডি। জেলা থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে তথ্য চাইল পর্ষদ।
১০। পাঁচতারা রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির। দলের অস্বস্তি বাড়িয়ে ২ সাংসদ, ৩ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই গরহাজির! কারণ জানতে চাইল কেন্দ্রীয় নেতৃত্ব।
১১ । সুকন্যার হাজিরার সময় ভিড় থেকে পেপারওয়েট ছুড়ে মারার আশঙ্কাতেই ভিডিও রেকর্ডিং। আইনজীবীদের একাংশের অভিযোগের জবাব বিচারপতি গঙ্গোপাধ্যায়।
১২ । ভাল করছেন, চালিয়ে যান, বলেছেন মুখ্যমন্ত্রী। মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মাতামাতির অভিযোগ খারিজ।
WB News Live : ভূতনির চরে বস্তায় বালির পরিবর্তে বস্তা ভরে চলছে ভাঙন প্রতিরোধের কাজ! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
মালদার ভূতনির চরে বস্তায় বালির পরিবর্তে বস্তা ভরে চলছে ভাঙন প্রতিরোধের কাজ! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ প্রমাণিত হলে করা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলাশাসক।
West Bengal News Live:সিবিআই নজরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা-কর্মী ও অন্যরা
সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা-কর্মী ও অন্যরা। আজ বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান গোয়েন্দারা। এদিন ৪ জায়গায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা।
WB News Live : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রায় দেবে হাইকোর্ট
কাল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রায় দেবে হাইকোর্ট। কাল সকাল ১০.৩০: শিক্ষক মামলায় রায় দেবে ডিভিশন। সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে একাধিক মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় চ্যালেঞ্জ করে মামলা।
West Bengal News Live: তৃণমূলকর্মীদের জন্য বিজেপির দরজা খোলা, বার্তা সুকান্তর
‘নেতা নয়, আপাতত তৃণমূলকর্মীদের জন্য বিজেপির দরজা খোলা। তৃণমূলের অনেক সৎ কর্মীই মুখ খুলছেন, আপনারা সিদ্ধান্ত নিন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকর্মীদের উদ্দেশে বার্তা সুকান্তর। পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে কৌশল বিজেপি-র। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের নেতৃত্ব দেবেন সুনীল বনসল।
WB News Live : ফর্টিস হাসপাতালের সামনের রাস্তা বেহাল, দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী থেকে চিকিত্সকদের
ফর্টিস হাসপাতালের সামনের রাস্তা বেহাল। বড় বড় গর্তে জমে রয়েছে জল। হাসপাতালে যেতে-আসতে দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী থেকে চিকিত্সকদের। কলকাতা পুরসভা সূত্রে খবর, রাস্তা সারানোর জন্য আগামী ৭ সেপ্টেম্বর KMDA সহ বিভিন্ন দফতরকে নিয়ে বৈঠক করা হবে।