WB News Live : ভূতনির চরে বস্তায় বালির পরিবর্তে বস্তা ভরে চলছে ভাঙন প্রতিরোধের কাজ! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
মালদার ভূতনির চরে বস্তায় বালির পরিবর্তে বস্তা ভরে চলছে ভাঙন প্রতিরোধের কাজ! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ প্রমাণিত হলে করা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলাশাসক।
সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা-কর্মী ও অন্যরা। আজ বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান গোয়েন্দারা। এদিন ৪ জায়গায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা।
কাল প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রায় দেবে হাইকোর্ট। কাল সকাল ১০.৩০: শিক্ষক মামলায় রায় দেবে ডিভিশন। সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে একাধিক মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় চ্যালেঞ্জ করে মামলা।
‘নেতা নয়, আপাতত তৃণমূলকর্মীদের জন্য বিজেপির দরজা খোলা। তৃণমূলের অনেক সৎ কর্মীই মুখ খুলছেন, আপনারা সিদ্ধান্ত নিন। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকর্মীদের উদ্দেশে বার্তা সুকান্তর। পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে কৌশল বিজেপি-র। ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের নেতৃত্ব দেবেন সুনীল বনসল।
ফর্টিস হাসপাতালের সামনের রাস্তা বেহাল। বড় বড় গর্তে জমে রয়েছে জল। হাসপাতালে যেতে-আসতে দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী থেকে চিকিত্সকদের। কলকাতা পুরসভা সূত্রে খবর, রাস্তা সারানোর জন্য আগামী ৭ সেপ্টেম্বর KMDA সহ বিভিন্ন দফতরকে নিয়ে বৈঠক করা হবে।
আলিপুরদুয়ারের দুর্গম জয়ন্তী পাহাড়ে আটকে পড়া ৭ যুবককে চারদিন পর উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, গত শনিবার জয়ন্তী পাহাড়ের বড় মহাকাল মন্দিরে পুজো দিন যান আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকার ৭ যুবক। রবিবার ফেরার কথা থাকলেও প্রবল বৃষ্টিতে পাহাড়ি ক্ষরস্রোতা জয়ন্তী নদী ভয়ঙ্কর হয়ে ওঠে। আটকে পড়েন সবাই। সঙ্গে থাকা সামান্য জল ও খাবার শেষ হয়ে গেলে মোবাইল ফোনে কোনওরকমে বাড়ির সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয়দের সাহায্যে খাবার ও জল পৌঁছে দেওয়া গেলেও কাউকেই উদ্ধার করা যায়নি। আজ চেষ্টা চালালেও উদ্ধারে ব্যর্থ হয় সরকারি উদ্ধারকারী দল। শেষমেশ, চারদিন পর ঝুঁকি নিয়ে সবাইকে উদ্ধার করেন স্থানীয় যুবকদের একটি দল। উদ্ধার করার পর ওই যুবকদের নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির অভিযোগ। তাকে ঘিরে মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূলের অন্দরের বিরোধ আরও একবার সামনে চলে এল। বিধায়কের বাড়িতে ভাঙচুরের পর এবার স্থানীয় তৃণমূল নেতার নিশানায় ব্লক সভাপতি। অভিযোগ মানতে নারাজ তৃণমূলের ব্লক নেতা। রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
স্বামীকে খুনে মূল অভিযুক্তই জামিনে মুক্ত! সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের নির্দেশে তাঁর নিরাপত্তা বেড়েছে। কিন্তু খুব একটা ভরসা পাচ্ছেন না নিহত অনুপম দত্তর স্ত্রী। সুরাহার আশায় তিনি তাকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে।
জহর সরকার ভদ্রলোক। তাই এখন বিবেকের দংশনে ভুগছেন। তৃণমূলকে কটাক্ষ করে মন্তব্য বিমান বসুর।
সিপিএমের আইন অমান্য কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান শহরের কার্জন গেট এলাকা। পাল্টা আন্দোলনরত সিপিএম কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। মহম্মদ সেলিমকে গ্রেফতার করা দাবি।
কলকাতায় আনা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আগামীকাল, বিধাননগর কোর্টে হাজিরা দিতে পারেন অনুব্রত। ২০১০ সালে মঙ্গলকোটের একটি মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
স্বামী খুনে মূল অভিযুক্ত জামিন পাওয়ায় নিরাপত্তা নিয়ে ফের বিস্ফোরক পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী দত্ত। মূল অভিযুক্তের জামিন পাওয়ার খবরে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আত্মহত্যার চেষ্টা করি। তবে এবার আর্থিক সঙ্কটের মধ্যেই লড়াই করব সুপ্রিম কোর্টে। জানান তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত। একইসঙ্গে তাঁর দাবি, স্বামী খুনে অভিযুক্ত বাপি পণ্ডিত হাইকোর্টে গিয়েছে সেটাই জানা ছিল না।গতকালও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন তৃণমূল কাউন্সিলর।
ক্যানিংয়ের গোপালপুরে তিন তৃণমূল নেতাকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। ২ দিন আগে কেরলের কোঝিকোড় থেকে গ্রেফতার হয় মূল অভিযুক্ত রফিকুল সর্দার। আজ তাকে নিয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হবে। গত ৭ জুলাই, ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনে-দুপুরে গুলি করে-কুপিয়ে খুন করা হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাজি, বুথ সভাপতি ভূতনাথ প্রামাণিক ও যুব তৃণমূলের বুথ সভাপতি ঝন্টু হালদারকে।
সিবিআইয়ের নজরে ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের সম্পত্তি। আজ তাঁর সম্পত্তির খোঁজে মহিষবাথানের বিলাসবহুল আবাসনে হানা দিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। মাস্টার-কি আনিয়ে ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়।
পুজোয় মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো। সপ্তমী, অষ্টমী, নবমী: বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রো চলবে। দশমী: বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো। পুজোর কেনাকাটার কথা মাথায় রেখে সেপ্টেম্বরে শনি-রবিবার বাড়ছে মেট্রো। সেপ্টেম্বরে প্রতি শনিবার ২৩৪ থেকে বেড়ে ২৮২টি মেট্রো চলবে। সেপ্টেম্বরে প্রতি রবিবার ১৩০ থেকে বেড়ে ১৬৪টি মেট্রো চলবে।
‘যা ঠিক মনে করেছি, তাই বলেছি। দলে একের পর এক নেতার আক্রমণের মুখেও অনড় জহর সরকার, খবর সূত্রের। ‘যা বলেছি, তৃণমূলের ভাবমূর্তির স্বার্থে বলেছি। ২০২৪-র ভোট, আমার কাছে সবচেয়ে বড় লড়াই’, দুর্নীতি নিয়ে অবস্থানে অনড় থেকে ঘনিষ্ঠমহলে বললেন জহর: সূত্র।
দুর্নীতি নিয়ে সরব, দলের মধ্যে আরও তোপে জহর সরকার। সৌগত-বিশ্বজিতের পর এবার জহর সরকারকে তাপসের আক্রমণ। ‘জহর সরকারের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। ছাড়ব ছাড়ব বলছেন কেন, ছেড়ে দিন। ‘কিছু বলার থাকলে দলনেত্রীকে বলতে পারতেন। জহর সরকারের নির্বাচনী এজেন্ট ছিলাম বলে লজ্জিত’, তৃণমূলের রাজ্যসভার সাংসদকে তীব্র আক্রমণে বিধায়ক তাপসের।
মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে ঘিরে নতুন বিতর্ক। দলের সাংসদ-বিধায়কদের আক্রমণের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার শালবনিতে মন্ত্রীর বাড়িতে মোবাইল ফোন নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি। গেটে সাঁটা সাদা কাগজ। সেখানে লেখা, মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। দলের একঝাঁক বিধায়ক, সাংসদকে আক্রমণের ভিডিও ভাইরাল হওয়ার পর মন্ত্রীকে শো কজ ও তাঁর নিরাপত্তা কমানো হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই এবার মন্ত্রীর বাড়ির দরজায় এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নির্দেশিকার ব্যাপারে জানা নেই, দলের কাজে কলকাতায় আছি, দাবি মন্ত্রীর।
কেন্দ্রীয় সরকার যদি মনে করে, কোনও এজেন্সিকে দিয়ে কাউকে বদনাম করবে, তাহলে ওদের এক সেকেন্ড সময় লাগবে। ভোটের সময় ওদের টাকা কোথা থেকে বণ্টন করা হয়, বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এসএসসি নিয়োগ মামলায় পার্থ-অর্পিতার ফের জেল হেফাজত। জামিনের আবেদন খারিজ, ফের ১৪দিনের জেল হেফাজতে পার্থ। কোর্টে এসে নয়, জেল থেকে ভার্চুয়ালিই শুনানি হবে পার্থ-অর্পিতার। জেলে খর্ব হয়নি কোনও মৌলিক অধিকার, জানিয়ে দিল আদালত। যে কোনও শর্তে জামিনের আবেদন পার্থর, খারিজ আদালতের। ‘আমার মক্কেলের শারীরিকভাবে হাজিরা দেওয়ার মৌলিক অধিকার রয়েছে’, ভার্চুয়াল হাজিরার বিরোধিতা পার্থ-অর্পিতার আইনজীবীর। ভার্চুয়ালিই শুনানি হবে পার্থ-অর্পিতার, আর্জি খারিজ করে জানাল আদালত।
বামেদের আইন অমান্য আন্দোলন ঘিরে রণক্ষেত্র বর্ধমান। মিছিল আটকালে পুলিশের সঙ্গে বাম নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। কার্জন গেটের সামনে থেকে ভেঙে ফেলা হল বিশ্ব বাংলার লোগো। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামান পুলিশের।
ব্ল্যাকমেলের রাজনীতি চলছে। এরকম নোংরা রাজনীতি দেখলে আগেই রাজনীতি ছেড়ে দিতাম। সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে, মা কালীর কাছে যাচ্ছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার হয়ে আসছে গরু। গরু, কয়লা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। জেনেশুনে কোনও অন্যায় করিনি। মৃতদেহও দেখতে যাই না, ভয় পাই। প্রমাণ না নিয়ে কেন অমর্যাদাকর কথা বলছেন? নবান্ন থেকে মমতা।
কাল পুলিশ ডে, সকল পুলিশকে ধন্যবাদ। পুলিশ কনস্টেবল নিয়োগের বয়সসীমা বাড়ল। ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হল, ঘোষণা মমতার।
অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারির বাড়িতে উদ্ধার ৭টি সম্পত্তির নথি, খবর সূত্রের। কার টাকায় কেনা হয়েছে এই সম্পত্তি? তদন্তে সিবিআই। অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, তল্লাশি। প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ মণীশ কোঠারিকে। মণীশের বাড়ি থেকে বেরিয়ে তাঁর অফিসেও তল্লাশি সিবিআইয়ের। মণীশের উপস্থিতিতেই তাঁর অফিসে তল্লাশি। গরুপাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি। আয়-ব্যয় সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হয় কনসালট্যান্টের অফিসে। বাড়ি ফিরে ফের জিজ্ঞাসাবাদ কাউন্সিলরকে। বিশ্বজ্যোতির বাড়ি থেকে বেরিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসে যায় সিবিআই টিম।
স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। বাঁকুড়ার সোনামুখীতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষককে বেধড়ক মার। একের পর এক চড়, কিল, ঘুসি। মারধরের পর অভিযুক্ত শিক্ষককে তুলে দেওয়া হল পুলিশের হাতে। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষক।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের পাশাপাশি সিবিআইয়ের নজরে অনুব্রতর ঘনিষ্ঠদেরও সম্পত্তি। বোলপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি, অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের মহিষবাথানের ফ্ল্যাটে তল্লাশি।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের পাশাপাশি সিবিআইয়ের নজরে অনুব্রতর ঘনিষ্ঠদেরও সম্পত্তি। বোলপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি, অনুব্রত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের মহিষবাথানের ফ্ল্যাটে তল্লাশি
পার্থর নতুন আরও ৩০টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। সেই সব অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা প্রয়োজন। পার্থকে জেল হেফাজতে রেখে জেলার জন্য সওয়াল ইডির।
এবার সল্টলেকের মহিষবাথানে SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের আরও সম্পত্তির হদিশ পেল সিবিআই।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, মহিষবাথানের বিলাসবহুল আবাসন মার্লিন অ্যাভিনিউয়ের টাওয়ার ফাইভে 3A ফ্ল্যাটের মালিক প্রসন্ন রায়। এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ওই আবাসনে যান সিবিআই আধিকারিকরা।
মীনাক্ষির দাবি, স্বামী খুনে অভিযুক্ত বাপি পণ্ডিত হাইকোর্টে গিয়েছে সেটাই জানা ছিল না।গতকালও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন তৃণমূল কাউন্সিলর।
পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনে অভিযুক্তের জামিন। ব্যারাকপুরের সিপির সঙ্গে সাক্ষাৎ অনুপম-পত্নী মীনাক্ষীর। ব্যারাকপুরের সিপি অজয় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করলেন মীনাক্ষী। নিরাপত্তা বাড়ানো হল অনুপম দত্তর পরিবারের।
ক্যানিংয়ের গোপালপুরে তিন তৃণমূল নেতাকে খুনের ঘটনায় মূল অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। ২ দিন আগে কেরলের কোঝিকোড় থেকে গ্রেফতার হয় মূল অভিযুক্ত রফিকুল সর্দার। আজ তাকে নিয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। খুনের ঘটনার পুনর্নির্মাণ করা হবে। গত ৭ জুলাই, ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনে-দুপুরে গুলি করে-কুপিয়ে খুন করা হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাজি, বুথ সভাপতি ভূতনাথ প্রামাণিক ও যুব তৃণমূলের বুথ সভাপতি ঝন্টু হালদারকে।
স্বামী খুনে মূল অভিযুক্ত জামিন পাওয়ায় নিরাপত্তা নিয়ে ফের বিস্ফোরক পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী দত্ত। মূল অভিযুক্তের জামিন পাওয়ার খবরে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আত্মহত্যার চেষ্টা করি। তবে এবার আর্থিক সঙ্কটের মধ্যেই লড়াই করব সুপ্রিম কোর্টে। জানান তৃণমূল কাউন্সিলর মীনাক্ষী দত্ত।
ফের ভাটপাড়ায় শ্যুটআউট। বন্ধুর গুলিতে জখম যুবক। আশঙ্কাজনক অবস্থায় তিনি এসএসকেএমে ভর্তি। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা। অভিযুক্ত যুবক পলাতক।
SSC দুর্নীতিকাণ্ডে আজ নগর দায়রা আদালতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে হাজির থাকবেন পার্থ-অর্পিতা। প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠের জামিন-আবেদনের বিরোধিতা করা হবে। খবর ইডি সূত্রে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ NCRB-র রিপোর্টকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত মালব্যর। বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষকের ট্যুইট, NCRB জানিয়েছে, মহিলাদের বিরুদ্ধে অপরাধে দেশের ৫টি শীর্ষস্থানীয় রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। পণের দাবিতে হত্যার পাশাপাশি, গার্হস্থ্য হিংসা ও অ্যাসিড হামলার মতো অপরাধের ক্ষেত্রে ভয়াবহ পরিসংখ্যান।
পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার শাশুড়ির।
মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে ঘিরে নতুন বিতর্ক। দলের সাংসদ-বিধায়কদের আক্রমণের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার শালবনিতে মন্ত্রীর বাড়িতে মোবাইল ফোন নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা জারি। গেটে সাঁটা সাদা কাগজ। সেখানে লেখা, মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। দলের একঝাঁক বিধায়ক, সাংসদকে আক্রমণের ভিডিও ভাইরাল হওয়ার পর মন্ত্রীকে শো কজ ও তাঁর নিরাপত্তা কমানো হয়েছে।
বোলপুরে একযোগে ৪ জায়গায় সিবিআই। কাউন্সিলরের বাড়ি ছাড়াও এক তৃণমূল কর্মী ও আরও এক অনুব্রত-ঘনিষ্ঠর বাড়িতে তল্লাশি। অনুব্রতর চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকেও জিজ্ঞাসাবাদ।
তৃণমূলে গণতন্ত্র নেই, মুখ খোলায় নিরাপত্তা কমেছে শ্রীকান্তর, কটাক্ষ বিজেপির। তৃণমূলে একটাই পোস্ট, খোঁচা সিপিএমের। মুখ্যমন্ত্রীর নির্দেশেই সব মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার, পাল্টা তৃণমূল।
মিমি, নুসরত, জুন মালিয়া-সহ দলের একঝাঁক বিধায়ক, সাংসদকে আক্রমণের পর, নিরাপত্তা কমানো হল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। ২৪ ঘণ্টা মাত্র একজন নিরাপত্তা রক্ষী পাবেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী। থাকছে না হাউস গার্ড ও এসকর্ট গাড়ি। গতকাল রাজ্যের ডিরেক্টরেট অফ সিকিউরিটি থেকে এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। নিরাপত্তা কমানোর বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন মন্ত্রী।
তল্লাশি চলছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির বোলপুরের বাড়িতে। এর আগে ১৭ অগাস্ট পূর্ব পল্লির অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডেকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় মণীশকে।
তল্লাশি চলছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির বোলপুরের বাড়িতে। এর আগে ১৭ অগাস্ট পূর্ব পল্লির অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডেকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় মণীশকে।
অনুব্রতর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বোলপুরের শুঁড়িপাড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি ছাড়াও তৃণমূল কর্মী সুদীপ রায় ও বোলপুরের উকিল পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ সুজিত দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই অভিযান।
অনুব্রতর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে বোলপুরের শুঁড়িপাড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি ছাড়াও তৃণমূল কর্মী সুদীপ রায় ও বোলপুরের উকিল পট্টিতে অনুব্রত ঘনিষ্ঠ সুজিত দে-র বাড়িতেও চলছে সিবিআই অভিযান। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার মামলার তদন্তে উঠে এসেছে অনুব্রত-ঘনিষ্ঠ এই তিনজনের নাম। সেই কারণেই অভিযান।
পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার শাশুড়ির। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় রান্না করার সময় তৃণমূলের প্রাক্তন প্রধান বনমালি ঘোড়ুইয়ের বাড়িতে আগুন লাগে। বাকিরা বাইরে বেরিয়ে এলেও দোতলা থেকে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হন তৃণমূল নেতার শাশুড়ি ৭৫ বছরের জ্যোত্স্না মাইতি।
গরুপাচারকাণ্ডে ফের সিবিআই তত্পরতা। বোলপুরে একযোগে তৃণমূল কাউন্সিলর-সহ তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে হানা সিবিআইয়ের। আজ সকাল সাড়ে ৭টা নাগাদ বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে বোলপুরের শুঁড়িপাড়ায় ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান চার সিবিআই অফিসার।
কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব ইডির । শুক্রবার সিজিও কমপ্লেক্সে অভিষেককে তলব ইডির । টিএমসিপি-র সভা থেকে তৃণমূল নেত্রীর ‘ভবিষ্যদ্বাণী’র পরই নোটিস? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয় ২৮ তারিখ, দাবি ইডি সূত্রের।
১৯টি বড় শহরের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতা। তৃণমূলের হাতিয়ার এনসিআরবি রিপোর্ট। তথ্য চাপার পাল্টা অভিযোগ বিজেপির।
পাঁচতারা রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির। দলের অস্বস্তি বাড়িয়ে ২ সাংসদ, ৩ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই গরহাজির! কারণ জানতে চাইল কেন্দ্রীয় নেতৃত্ব।
গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করতে প্রথমবার আসানসোল জেলে সিবিআই। প্রথমে জেরা দেহরক্ষী সায়গলকে। পরে জেরা অনুব্রতকে।
ইস্তফা দিয়ে একনিষ্ঠ দলীয় কর্মীর জন্য জায়গা ছাড়ুন। সৌগতর সুরে এবার জহরকে নিশানা বিশ্বজিৎ দেবের। সুবিধেভোগী আমলা বলে তীব্র কটাক্ষ।
দিল্লি নয়, কয়লাপাচারকাণ্ডে কলকাতাতেই অভিষেককে ইডির নোটিস। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। সোমবার সমন শ্যালিকা মেনকাকে।
প্রেক্ষাপট
আজকের শিরোনাম ( Headlines )
১। দিল্লি নয়, কয়লাপাচারকাণ্ডে কলকাতাতেই অভিষেককে ইডির নোটিস। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। সোমবার সমন শ্যালিকা মেনকাকে।
২। ২৮ অগাস্ট অভিষেককে, ১২ অগাস্ট মেনকাকে সমন। ইডিকে পুতুলের মতো না নাচিয়ে বাংলার সুশাসন থেকে শিক্ষা নিন, আক্রমণে অভিষেক।
৩। অনুপম-খুনে মূল অভিযুক্তের জামিন, আতঙ্কে খোদ তৃণমূল কাউন্সিলর। বললেন, ‘কী ধারা দেওয়া হয়েছে? বাড়ির সামনে খুন করে ৪ মাসে জামিন পেলে কারও নিরাপত্তা নেই’।
৪। খুনের ৪ মাসেই কী করে মূল অভিযুক্তের জামিন? পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন অনুপম দত্তের স্ত্রীর। এত সাক্ষী, হাতে ফুটেজ! চার্জশিট নিয়ে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ পানিহাটির নিহত কাউন্সিলর ভাইয়ের।
৫। চাপের মুখে জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে পুলিশ। পরিবারকে ভুল বোঝানোর অভিযোগ শুভেন্দুর। প্রশাসনে আস্থা মীনাক্ষীর, পাল্টা তৃণমূল।
৬। ইস্তফা দিয়ে একনিষ্ঠ দলীয় কর্মীর জন্য জায়গা ছাড়ুন। সৌগতর সুরে এবার জহরকে নিশানা বিশ্বজিৎ দেবের। সুবিধেভোগী আমলা বলে তীব্র কটাক্ষ।
৭। দুর্নীতিতে সরব জহর সরকার, পরিবারও চায় চোর পার্টি ছাড়ুন, ট্যুইট অমিত মালব্যর। সব দলের দুর্নীতির কথা বলেছিলাম, বিজেপির কেউ পারবে? পাল্টা জহর।
৮। গরুপাচার মামলায় অনুব্রতকে জেরা করতে প্রথমবার আসানসোল জেলে সিবিআই। প্রথমে জেরা দেহরক্ষী সায়গলকে। পরে জেরা অনুব্রতকে।
৯। তৃণমূল জমানায় কবে, কাকে, কোন স্কুলে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ? জানতে চায় ইডি। জেলা থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে তথ্য চাইল পর্ষদ।
১০। পাঁচতারা রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির। দলের অস্বস্তি বাড়িয়ে ২ সাংসদ, ৩ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই গরহাজির! কারণ জানতে চাইল কেন্দ্রীয় নেতৃত্ব।
১১ । সুকন্যার হাজিরার সময় ভিড় থেকে পেপারওয়েট ছুড়ে মারার আশঙ্কাতেই ভিডিও রেকর্ডিং। আইনজীবীদের একাংশের অভিযোগের জবাব বিচারপতি গঙ্গোপাধ্যায়।
১২ । ভাল করছেন, চালিয়ে যান, বলেছেন মুখ্যমন্ত্রী। মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মাতামাতির অভিযোগ খারিজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -