West Bengal News Live Updates: করোনা-গ্রাফ নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 May 2022 12:02 AM
WB News Live Updates: বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

দেশে চলছে বিভাজনের রাজনীতি। বাংলার ঐক্যে হিংসা করেন অনেকে। রেড রোডে ইদের নমাজে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিই দেশের বিভেদের রাজনীতি শুরু করেছেন। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

West Bengal News Live: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও উচ্ছেদের হুমকির অভিযোগ

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর ও উচ্ছেদের হুমকির অভিযোগ তুললেন প্রগতি ময়দান থানার বাসিন্দা এক মহিলা। অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও। মহিলার অভিযোগ, নার্সারি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে তাঁকে! যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, ঝুপড়ি তৈরির চেষ্টা করছিলেন ওই মহিলা।

WB News Live Updates: করোনা-গ্রাফ নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ

করোনা-গ্রাফ নিম্নমুখী হলেও রাজ্যের ৫ এলাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ড, রাজারহাট-নিউটাউন, লাভপুর, ব্যারাকপুর ও খড়গপুর পুর এলাকায় শেষ সপ্তাহে ১০ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। খড়গপুর পুর এলাকার সংক্রমিতদের ৯৫ শতাংশই আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা।

West Bengal News Live: ধনেখালিতে এক ব্যক্তিকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ

হুগলির ধনেখালিতে এক ব্যক্তিকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। কুয়ো থেকে উদ্ধার হয় বস্তাবন্দি মৃতদেহ। খুনের অভিযোগে মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: বহরমপুর হত্যাকাণ্ডে রাজনীতি

বহরমপুর হত্যাকাণ্ডের ঘটনায় চরমে উঠছে রাজনীতি। কখন ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠাচ্ছেন বহরমপুরে? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ট্যুইট শুভেন্দু অধিকারীর। পাল্টা, খুনে অভিযুক্তের সঙ্গে বিজেপি যোগের অভিযোগ তুলেছে তৃণমূল। অস্বীকার করেছে বিজেপি।

West Bengal News Live: সন্দেহের বশে তরুণীকে খুন

অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহেই গলা টিপে খুন করা হয় গড়ফার তরুণীকে। ধৃত পঙ্কজ দাস জেরায় এই কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে দাবি। ঘটনার দিন তরুণীর মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে দু’জনের তুমুল বচসা হয়। তারপরই ওই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে দাবি।

WB News Live Updates: দুর্গাপুরে তৃণমূলের এক কাউন্সিলর ও দলীয় নেতার গন্ডগোল প্রকাশ্যে

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তৃণমূলের এক কাউন্সিলর ও দলীয় নেতার গন্ডগোল প্রকাশ্যে। দু’পক্ষের গন্ডগোলের জেরে সরগরম দুর্গাপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড। ঘটনায় পুলিশ আটক করেছে ২ জনকে।

West Bengal News Live: ট্রাফিক ব্যবস্থার আধুনিকতার পথে হাঁটতে শুরু করল বারুইপুর পুলিশ জেলা

যানজট মুক্ত করতে বদলে ফেলা হচ্ছে গড়িয়া, ঢালাই ব্রিজ, কামালগাজি, বারুইপুর বাইপাস ও সোনারপুরের ট্রাফিক ব্যবস্থা। তারই প্রথম ধাপ হিসাবে বারুইপুরের সাহাপাড়ায় উদ্বোধন হল অত্যাধুনিক ট্রাফিক সিগনাল ও কিয়স্কের। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও বারুইপুর পুলিশ জেলার সুপার।

WB News Live Updates: পলাশিপাড়ার রানিনগরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন

নদিয়ার পলাশিপাড়ার রানিনগরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন। বাড়ি থেকে উদ্ধার হয় গৃহকর্তা ও তাঁর স্ত্রীর মৃতদেহ। রাস্তা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন মেয়ে। কোন আক্রোশে কে খুন করল? তদন্ত শুরু করেছে পুলিশ।

West Bengal News Live: জগদ্দলে তরুণের অস্বাভাবিক মৃত্যু

উত্তর ২৪ পরগনার জগদ্দলে তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য দানা বাঁধল। বন্ধুর বাড়ি নিমন্ত্রণে যাচ্ছেন বলে গতকাল সন্ধেয় বাড়ি থেকে বের হন। আজ সকালে এলাকার এক আমবাগানে মেলে ঝুলন্ত দেহ। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: আন্দোলনে নামার হুঁশিয়ারি অর্জুন সিংহের

ত্রিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কেন্দ্রীয় সরকারকে কার্যত আলটিমেটাম দিয়েছেন তিনি। বিজেপি সাংসদের ভবিষ্যত রাজনৈতিক পদক্ষেপ কী হয়, তা জানতে সবার নজর সোমবারের ত্রিপাক্ষিক বৈঠকের দিকে।

West Bengal News Live: মাহেশে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সূচনা হল মাহেশের রথযাত্রার

হুগলির মাহেশে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সূচনা হল মাহেশের রথযাত্রার। আজ চন্দন যাত্রার সূচনা হয়। মন্দির চত্বরে সেই চন্দনযাত্রা দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। আগামী ১ জুলাই মাহেশে রথযাত্রা উত্‍সব। 

WB News Live Updates: আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও তাপমাত্রা খুব একটা বাড়বে না। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। সেটি পরে নিম্নচাপে পরিণত হতে পারে।   

WB News Live Updates: মৃত্যুদণ্ডের শাস্তি পুনর্বিবেচনার আর্জি জানাতে কলকাতা হাইকোর্টে লস্কর জঙ্গি

শাস্তি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করল মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত লস্কর জঙ্গি। তিহাড় জেল থেকে কড়া নিরাপত্তায় আনা হল কলকাতায়। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করল লস্কর জঙ্গি! মামলার পরবর্তী শুনানি ১৭ মে। 

WB News Live Updates: মমতা চাইলে কালকেই বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক, মন্তব্য মদনের

‘মমতা চাইলে কালকেই বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক’, মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর। ‘২০২৪-এ মোদি হারলে নেতৃত্ব দেবেন মমতা। ২০২৬-এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক,’ মন্তব্য কামারহাটির বিধায়কের।

WB News Live Updates: বহরমপুরে কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

বহরমপুরে কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, কয়েকদিন ধরে সে বহরমপুর থাকছিল। অনুসরণ করছিল কলেজছাত্রীকে। গোরাবাজারের যে মেসে ওই ছাত্রী থাকতেন, সেখানে একাধিকবার রেকি করে। খুনের দিন মোটরবাইক অন্যত্র রেখে এসেছিল সুশান্ত। খুনের পর গোরাবাজারের পিছন দিকের রাস্তা ধরে সে। পুলিশকে এড়াতে দু’-দু’বার লাক্সারি ট্যাক্সি বদলায়। গাড়ির ভিতরেই বদলে নেয় রক্তমাখা পোশাক। এরপর সামশেরগঞ্জে রাস্তায় নাকা চেকিং দেখে ভয় পেয়ে ট্যাক্সি থেকে নেমে মিনিডোরের নীচে গিয়ে শুয়ে পড়ে সুশান্ত। তাতেও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত।

WB News Live Updates: রাজ্য বিজেপিতে বাড়ছে কোন্দল

রাজ্য বিজেপিতে বাড়ছে কোন্দল। বিজেপি যুব মোর্চার নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই কোন্দল। ফালাকাটার বিজেপি বিধায়ককে তোপ দলেরই নেতার! ‘জেলা বিজেপিকে শেষ করার জন্য কত টাকা নিয়েছেন বিধায়ক? পরিযায়ী পাখির মতো জেলায় এসে নাক গলাচ্ছেন দীপক বর্মন। বিজেপিকে পৈত্রিক সম্পত্তি ভাবছেন ফালাকাটার বিধায়ক’, ফেসবুক পোস্টে তোপ বিজেপির জেলা কমিটির সদস্য দেবকুমার শাহর। বিধায়ককে সেটিং মাস্টার বলে আক্রমণ বিজেপি নেতার। গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়ক দীপক বর্মন। দেবকুমার শাহকে জেলা কমিটি থেকে সরিয়ে দিল বিজেপি।

WB News Live Updates: জীবেশ সরকারকে জমি মাফিয়া বলে অভিযোগ করে থানায় নালিশ

সিপিএম নেতা জীবেশ সরকারকে জমি মাফিয়া বলে অভিযোগ করে থানায় নালিশ। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ অংশুমান বিশ্বাস নামে শিলিগুড়ির এক বাসিন্দার। আমাকে কালিমালিপ্ত করতেই এ ধরনের অভিযোগ, প্রতিক্রিয়া জীবেশ সরকারের। নবান্নের নির্দেশে বিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ, অভিযোগ বিজেপির। অংশুমান বিশ্বাসের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, মন্তব্য তৃণমূলের। জীবেশ সরকার ভাল লোক, প্রতিক্রিয়া তৃণমূলের জেলা চেয়ারম্যানের। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানিয়েছে পুলিশ। সঠিক তদন্তের দাবিতে শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি সিপিএমের।

WB News Live Updates: ভোট পরবর্তী হিংসা মামলায় খেজুরিতে গ্রেফতার বিজেপি নেতা

ভোট পরবর্তী হিংসা মামলায় খেজুরিতে গ্রেফতার বিজেপির কিষাণ মোর্চার নেতা শুভ্রাংশু দাস। তাঁকে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। শুভ্রাংশুর সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ, অভিযোগ বিজেপির। বিজেপির হয়ে কাজ করছে এনআইএ, পাল্টা অভিযোগ তৃণমূলের।

WB News Live Updates: উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ

উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ। ধর্মতলা চত্বরে একটি হোটেলের সামনে থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৫। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের টার্গেট ছিল বেকার যুবকরা। মোডাস অপারেন্ডি ছিল, উচ্চপদস্থ সেনা আধিকারিক পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতানো। গতকাল রাতে নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে সেনার পোশাক, ভুয়ো পরিচয়পত্র-সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।

WB News Live Updates: উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ

উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ। ধর্মতলা চত্বরে একটি হোটেলের সামনে থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৫। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের টার্গেট ছিল বেকার যুবকরা। মোডাস অপারেন্ডি ছিল, উচ্চপদস্থ সেনা আধিকারিক পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতানো। গতকাল রাতে নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে সেনার পোশাক, ভুয়ো পরিচয়পত্র-সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।

West Bengal News Live Updates: অক্ষয় তৃতীয়ায় কালীঘাটে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড়

অক্ষয় তৃতীয়া অর্থাত্‍ বৈশাখী শুক্লা তৃতীয়ার পুণ্যদিনে কালীঘাটে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড়। করোনার কারণে গত ২ বছর হাজির হতে না পারলেও, এবার হালখাতা নিয়ে মন্দিরে ভিড় জমিয়েছেন ব্যবসায়ীরা।

WB News Live Updates: এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে ‘কথা’ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে দাবি করলেন গাঁধীমূর্তির সামনে অবস্থানরত এসএসসি চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, রেড রোডে ইদের নমাজ অনুষ্ঠান সেরে ফেরার পথে ধর্না মঞ্চের দিকে হাত নাড়েন মুখ্যমন্ত্রী। এরপর ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার মাধ্যমে মোবাইল ফোনে এক বিক্ষোভকারীর সঙ্গে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, দাবি গাঁধীমূর্তির সামনে অবস্থানরত এসএসসি চাকরিপ্রার্থীদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পরেই শহিদ মিনারে আন্দোলনকারীদের ধর্না মঞ্চে পৌঁছে যান শিক্ষা দফতরের এক আধিকারিক। আন্দোলনকারীদের সঙ্গে ওই আধিকারিকের এক দফা আলোচনাও হয়।

West Bengal News Live Updates: ‘হবু বধূর সঙ্গে অন্য একজনের সম্পর্কের কথা জানতে পারে অভিযুক্ত পঙ্কজ’

গড়ফায় রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য। ‘হবু বধূর সঙ্গে অন্য একজনের সম্পর্কের কথা জানতে পারে অভিযুক্ত পঙ্কজ’। ‘হোয়াটস অ্যাপ চ্যাট দেখে সম্পর্কের বিষয়ে জানতে পারে গড়ফা-খুনে অভিযুক্ত পঙ্কজ’। জানতে পেরে ক্ষিপ্ত হয়ে যায় পঙ্কজ, খবর পুলিশসূত্রে। ঘরের মধ্যে বচসার পর গলা টিপে খুন, খবর পুলিশ সূত্রে। খুনের পর কাজ আছে বলে দরজা ভেজিয়ে বেরিয়ে পড়ে পঙ্কজ, খবর পুলিশ সূত্রে। অভিযুক্তকে জেরা করে মিলেছে তথ্য, দাবি পুলিশের>>

WB News Live Updates: ভোর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

ভোর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। মুর্শিদাবাদের সুতিতে বাজ পড়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। পাশাপাশি, মালদার হবিবপুরে কালবৈশাখীর তাণ্ডব। মালদা-নালাগোলা রাজ্য সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। আজ সকালে উত্তর ২৪ পরগনা, হুগলি, বীরভূম ও নদিয়া জেলার কয়েকটি জায়গাতেও মুষলধারে বৃষ্টি হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে সকালের দিকে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

WB News Live Updates: দলীয় অফিস আজ উদ্বোধন করলেন অভিষেক

ইএম বাইপাসের ক্যানাল সাউথ রোডে পাঁচতলা বাড়িতে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন। তপসিয়ার তৃণমূল ভবনে সংস্কারের কাজ চলছে। তাই এই অস্থায়ী অফিস থেকেই দলের কাজকর্ম চলবে। সেই দলীয় অফিস আজ উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates: তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন

ইএম বাইপাসের ক্যানাল সাউথ রোডে পাঁচতলা বাড়িতে তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন। তপসিয়ার তৃণমূল ভবনে সংস্কারের কাজ চলছে। তাই এই অস্থায়ী অফিস থেকেই দলের কাজকর্ম চলবে। সেই দলীয় অফিস আজ উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: ফের অর্জুন সিংহর গলায় মমতা-স্তুতি, পাটশিল্প নিয়ে দাবি না মিটলে আন্দোলনের হুঁশিয়ারি

ফের অর্জুন সিংহর গলায় মমতা-স্তুতি। পাটশিল্প নিয়ে দাবি না মিটলে ফের আন্দোলনের হুঁশিয়ারি । ‘৯ মে পর্যন্ত অপেক্ষা করব। ‘পাটশিল্প নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক ফলপ্রসূ না হলে আন্দোলন ঠেকানো যাবে না। হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর। পাটশিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠিরও প্রশংসায় অর্জুন।

West Bengal News Live Updates: সুতিতে বজ্রপাতে মৃত্যু মৎস্যজীবীর

মঙ্গলবার ভোর থেকে বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি মুর্শিদাবাদে। বজ্রপাতে মৃত্যু এক মৎস্যজীবীর। সুতি ১ নম্বর ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েতের আলুয়ানি গ্রামের ঘটনা। মৃতের নাম অনন্ত সরকার।

WB News Live Updates: মহিলারা কি কখনও নিজেদের সুরক্ষিত মনে করতে পারবেন ? বহরমপুরের ঘটনায় ট্যুইট-খোঁচা শুভেন্দুর

"পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবনতির চরম নিদর্শন। গর্হিত অপরাধ করার সময় বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নেই, আততায়ীদের মনে আস্থা রয়েছে। মহিলারা কি কখনও নিজেদের সুরক্ষিত মনে করতে পারবেন ? জানতে চাই মাননীয়া বহরমপুরে কখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন?"
ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live Updates: তিহাড় জেল থেকে কলকাতায় আনা হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত লস্কর জঙ্গিকে, পুনর্বিবেচনার আর্জি হাইকোর্টে

তিহাড় জেল থেকে কলকাতায় আনা হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত লস্কর জঙ্গিকে। মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি কলকাতা হাইকোর্টে। আদালতে নিজেই সওয়াল করে লস্কর জঙ্গি। পরবর্তী শুনানি পর্যন্ত ওই জঙ্গিকে কলকাতায় রাখার জন্য রাজ্য পুলিশের ডিজি ও ডিআইজি কারাকে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চের। পরবর্তী শুনানি ১৭ মে। 


পুলিশ সূত্রে খবর, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে লস্কর জঙ্গি শেখ আবদুল নইম। ২০০৭-এ উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। পরে ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। পরবর্তী কালে তদন্তভার নেয় সিআইডি। সূত্রের খবর, দেখা যায় গোটা দেশে বিভিন্ন রাজ্যে ওই জঙ্গির বিরুদ্ধে নাশকতামূলক ষড়যন্ত্র, লস্কর-ই-তৈবার জন্য অর্থ সংগ্রহ-সহ একাধিক অভিযোগ রয়েছে। ২০১৭ সালে বনগাঁর নিম্ন আদালত ওই লস্কর জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়। ওই জঙ্গির মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আজ কলকাতা হাইকোর্টে শুনানি হয়।

WB News Live Updates: কয়েকদিন ধরে বহরমপুরে থাকছিল অভিযুক্ত, কলেজছাত্রী-খুনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

বহরমপুরে কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, কয়েকদিন ধরে সে বহরমপুর থাকছিল। অনুসরণ করছিল কলেজছাত্রীকে। গোরাবাজারের যে মেসে ওই ছাত্রী থাকতেন, সেখানে একাধিকবার রেকি করে। খুনের দিন মোটরবাইক অন্যত্র রেখে এসেছিল সুশান্ত। খুনের পর গোরাবাজারের পিছন দিকের রাস্তা ধরে সে। পুলিশকে এড়াতে দু’-দু’বার লাক্সারি ট্যাক্সি বদলায়। গাড়ির ভিতরেই বদলে নেয় রক্তমাখা পোশাক। এরপর সামশেরগঞ্জে রাস্তায় নাকা চেকিং দেখে ভয় পেয়ে ট্যাক্সি থেকে নেমে মিনিডোরের নীচে গিয়ে শুয়ে পড়ে সুশান্ত। তাতেও শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত।

West Bengal News Live Updates: মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে দাবি গাঁধী মূর্তির সামনে অবস্থানরত এসএসসি চাকরিপ্রার্থীদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে দাবি করলেন গাঁধী মূর্তির সামনে অবস্থানরত এসএসসি চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, রেড রোডে ইদের নমাজ অনুষ্ঠান সেরে ফেরার পথে, ধর্না মঞ্চের দিকে হাত নাড়েন মুখ্যমন্ত্রী। এরপর ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার মাধ্যমে মোবাইল ফোনে এক বিক্ষোভকারীর সঙ্গে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাবি গান্ধী মূর্তির সামনে অবস্থানরত এসএসসি চাকরিপ্রার্থীদের।

WB News Live Updates: অক্ষয় তৃতীয়ার পুণ্যদিনে কালীঘাটে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড়

অক্ষয় তৃতীয়া অর্থাত্‍ বৈশাখী শুক্লা তৃতীয়ার পুণ্যদিনে কালীঘাটে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড়। করোনার কারণে গত ২ বছর হাজির হতে না পারলেও, এবার হালখাতা নিয়ে মন্দিরে ভিড় জমিয়েছেন ব্যবসায়ীরা।

West Bengal News Live Updates: ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন দিদি, ট্যুইট তৃণমূল সাংসদের

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ট্যুইট অপরূপা পোদ্দারের। তৃণমূল সাংসদ ট্যুইটে লিখেছেন, আমি চাই, আমাদের দিদি ২০২৪-এ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। আর এই বিজেপির গোবর্ধন জগদীপ ধনকড়ের থেকে বাংলায় ২০২৪-এ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়। ট্যুইট তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের।

WB News Live Updates: ইদের সকালে অভিষেককে নিয়ে রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা

ইদের সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা দাদা রুকবানুর রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে। রিজওয়ানুর রহমানের বাড়িতে ৩ বছর পর গেলেন মুখ্যমন্ত্রী। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে মিনিট পঁচিশ পর ফিরে যান মুখ্যমন্ত্রী।>

West Bengal News Live Updates: বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ নিয়ে কাটল না জটিলতা

বাবুল সুপ্রিয়র শপথগ্রহণ নিয়ে কাটল না জটিলতা। স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়। ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই ফের রাজ্যপালকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেবে সরকার। ‘পুরোটাই রাজ্যপালের বিষয়’। ‘উনি সংবিধানের কথা বলছেন, সহানুভূতির সঙ্গে ভাবলেই জটিলতা কাটে’। প্রতিক্রিয়া বাবুল সুপ্রিয়র।

WB News Live Updates: চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ, ধর্মতলা থেকে গ্রেফতার ৫

উচ্চপদস্থ সেনা অফিসার পরিচয়ে চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ। ধর্মতলা চত্বরে একটি হোটেলের সামনে থেকে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গ্রেফতার ৫। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের টার্গেট ছিল বেকার যুবকরা। মোডাস অপারেন্ডি ছিল, উচ্চপদস্থ সেনা আধিকারিক পরিচয়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতানো। গতকাল রাতে নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে থেকে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে সেনার পোশাক, ভুয়ো পরিচয়পত্র-সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। 

West Bengal News Live Updates: ভোররাতে মালদার হবিবপুরে কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি

ভোররাতে মালদার হবিবপুরে কালবৈশাখীর তাণ্ডব। মালদা-নালাগোলা রাজ্য সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। সকাল থেকে উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলার কয়েকটি জায়গাতেও মুষলধারে বৃষ্টি হয়। বর্ধমান জেলারও কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভোর থেকে মুর্শিদাবাদ ও বীরভূমেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে সকালের দিকে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

WB News Live Updates: খবরের জেরে আহ্বায়কের জায়গায় সমাজসেবী হলেন শ্রেয়া পাণ্ডে

খবরের জেরে আহ্বায়কের জায়গায় সমাজসেবী হলেন শ্রেয়া পাণ্ডে। রাস্তার নামকরণের ফলকে রাজ্যের প্রয়াত মন্ত্রীর মেয়ের নাম থাকায় বিতর্ক।
বাগমারি রোডের একাংশের নাম বিপ্লবী প্রফুল্ল চাকীর নামে করা হয়। সেই ফলকের নিচে আহ্বায়ক হিসেবে নাম ছিল শ্রেয়া পাণ্ডের। ‘দলের পদাধিকারীদের নাম কেন থাকবে ফলকে ?’ প্রশ্ন তোলে বিজেপি। ‘ভুলবশত শ্রেয়া পাণ্ডের নাম ফলকে’, জানিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

West Bengal News Live Updates: সম্পর্কে চিড় ধরায় প্রেমিকাকে নারকীয়ভাবে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত যুবক

প্রেমের সম্পর্কে চিড় ধরায়, প্রেমিকাকে নারকীয়ভাবে কুপিয়ে খুন। গ্রেফতার অভিযুক্ত যুবক। গতকাল ভরসন্ধেয় এই ঘটনা ঘটেছে বহরমপুরের গোরাবাজারের একটি মেসের সামনে। সেখানেই থাকতেন বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরী। পুলিশ সূত্রে খবর, আদতে মালদার ইংরেজবাজারের বাসিন্দা সুতপার সঙ্গে পুখুরিয়ার বাসিন্দা সুশান্ত চৌধুরীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক কীভাবে বদলে গেল চূড়ান্ত আক্রোশে? কারণ খতিয়ে দেখছে পুলিশ। 


অন্যদিকে, এই নারকীয় হত্যাকাণ্ডের পর আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে, মেস ছাড়তে শুরু করেছেন ছাত্রীরা। 

WB News Live Updates: পলাশিপাড়ার রানিনগরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে খুন

নদিয়ার পলাশিপাড়ার রানিনগরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন। গতকাল রাতে বাড়ি থেকে উদ্ধার হয় গৃহকর্তা দমন রাজোয়ার, তাঁর স্ত্রী সুমিত্রা ও মেয়ে মালার ক্ষতবিক্ষত মৃতদেহ। প্রণয়ঘটিত কারণেই গোটা পরিবারকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

West Bengal News Live Updates: আজ খুশির ইদ, রেড রোডে নমাজে অংশ নেবেন মুখ্যমন্ত্রী

আজ খুশির ইদ। পবিত্র রমজান মাসের শেষে পরিজন, আত্মীয় ও বন্ধুদের সঙ্গে উত্সবের আনন্দে মেতে ওঠার দিন৷ সকাল থেকে মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময়৷ ইদ উপলক্ষে সকালে রেড রোডে আয়োজন করা হয়েছে বিশেষ নমাজের৷ অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

WB News Live Updates: গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে গ্রেফতার হবু স্বামী

দশ বছরের পুরনো সম্পর্ক। পাকা দেখা, বিয়ের শাড়ি কেনার পর গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু। খুনের অভিযোগে গ্রেফতার হবু স্বামী। অভিযুক্তের ৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। 

West Bengal News Live Updates: ফেসবুক পোস্টে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উদয়ন গুহ

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর, দিনহাটায় আক্রান্ত হয়েছিলেন উদয়ন গুহ। বছর ঘুরতে চললেও, এখনও তার চার্জশিট না হওয়ায়, ফেসবুক পোস্টে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক। দিনহাটা পুলিশ সূত্রে দাবি, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।

WB News Live Updates: হাঁসখালির ঘটনায় অভিযুক্তদের পাশে দাঁড়াল না পরিবারই

হাঁসখালিতে গণধর্ষণের পর খুনের অভিযোগ। অভিযুক্তদের পাশে দাঁড়াল না পরিবারই।

West Bengal News Live Updates: বহরমপুরের গোরাবাজারে মেসের সামনে ছাত্রীকে কুপিয়ে খুন!

বহরমপুরের গোরাবাজারে মেসের সামনে ছাত্রীকে কুপিয়ে খুন! যুবকের হাতে অস্ত্র দেখে কাছে ঘেঁষতে সাহস পেলেন না কেউ! ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে গ্রেফতার যুবক! প্রেমের সম্পর্কের অবনতির কারণেই খুন! ধৃতকে জেরা করে এমনটাই জানা গেছে বলে জানিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ!

প্রেক্ষাপট

কলকাতা : পাটের দাম নিয়ে ফের সুর চড়ালেন অর্জুন সিংহ (Arjun Singh)। কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গে বৈঠকের পরে হুঁশিয়ারি বিজেপি সাংসদের (BJP MP)। তিনি বললেন, ''৯ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। চূড়ান্ত সিদ্ধান্ত না হলে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। ললিপপের রাজনীতিতে বিশ্বাস করি না।'' হুঁশিয়ারি ব্যারাকপুরের (Barrackpore) বিজেপি সাংসদের আগামী ৯ মে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য সরকার, বস্ত্রমন্ত্রক, পাটশিল্পের প্রতিনিধিরা। অর্জুনের সঙ্গে বস্ত্রসচিবের বৈঠকের বিষয়ে ফোনে জানতে চাইলেন জে পি নাড্ডা।


অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee) এখন অনেকটাই সুস্থ। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তাঁকে ছাড়ার সম্ভাবনা রয়েছে। বয়সজনিত সমস্যার জন্য আরও কিছু পরীক্ষা করা হবে। দেওয়া হবে প্রয়োজনীয় চিকিত্‍সা সংক্রান্ত পরামর্শও। তারপরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে সূত্রের খবর। গত শুক্রবার শারীরিক দুর্বলতা ও অন্য কিছু সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী।


তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন ও রামপুরহাট হত্যাকাণ্ডে গতকাল কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। ইতিমধ্যেই রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত ২ নাবালক জুভেনাইল কোর্ট থেকে জামিন পেয়েছে। সেই ঘটনার উল্লেখ করে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, কেস ডায়েরি না দেখে, সিবিআইয়ের মতামত না নিয়ে ২ নাবালককে জামিন দেওয়া হয়েছে। ওই ২ নাবালকের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। নাবালকদের জামিন খারিজের আবেদন জানানো হয়। এরপর আদালত সিবিআইকে কেস ডায়েরি জমা দিতে বলে। আগামী ৯ মে পরবর্তী শুনানি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.