West Bengal News Live Updates: মা ফ্লাইওভার থেকে ঝাঁপ ব্যক্তির

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 May 2022 11:41 PM
West Bengal News Live Updates: ২০১৪-র টেট দুর্নীতিতে এবার ইডি তদন্ত চেয়ে মামলা

২০১৪-র টেট দুর্নীতিতে এবার ইডি তদন্ত চেয়ে মামলা। তৃণমূল নেতার মন্তব্যকে হাতিয়ার করে ব্রাত্যকে নিশানা। দায়িত্বে ছিলাম না, দাবি শিক্ষামন্ত্রীর।

West Bengal News Live:"ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলাম, আর কিছু করার নেই'' দায় এড়ালেন রাজ্যপাল

"ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলাম, আর কিছু করার নেই'' দায় এড়ালেন রাজ্যপাল

West Bengal News Live Updates: পাটের দাম নিয়ে সল্টলেকে জুট কর্পোরেশনে আইএনটিটিইউসির বিক্ষোভ

রানি রাসমণি অ্যাভেনিউয়ে সন্ত্রাস নিয়ে দলীয় কর্মসূচিতে অর্জুন, পাটের দাম নিয়ে সল্টলেকে জুট কর্পোরেশনে আইএনটিটিইউসির বিক্ষোভ

West Bengal News Live: ডুয়ার্স থেকে শিলিগুড়ি ফেরার পথে তিস্তাতে পড়ে গেল গাড়ি

ডুয়ার্স থেকে শিলিগুড়ি ফেরার পথে তিস্তাতে পড়ে গেল গাড়ি। কালিম্পংয়ের মংপংয়ের কাছে দুর্ঘটনা। চলছে উদ্ধারকাজ। 

West Bengal News Live Updates: ভোটের পর প্রথমবার, ২দিনের সফরে কাল রাজ্যে অমিত শাহ

ভোটের পর প্রথমবার, ২দিনের সফরে কাল রাজ্যে অমিত শাহ। কালই যাবেন হিঙ্গলগঞ্জ, শিলিগুড়ি। পরশু কোচবিহার হয়ে ফিরবেন কলকাতায়। 

West Bengal News Live: মা ফ্লাইওভার থেকে ঝাঁপ ব্যক্তির

মা ফ্লাইওভার থেকে ঝাঁপ ব্যক্তির। মৃতের নাম অশোক ঘোষ, চেতলার বাসিন্দা। প্রগতি ময়দান থানার সামনে মা ফ্লাইওভার থেকে ঝাঁপ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live Updates: মেদিনীপুরের এক অঙ্গনওয়াড়ি কর্মীকে গালিগালাজ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আরবান সুপারভাইজারের বিরুদ্ধে

মেদিনীপুরের এক অঙ্গনওয়াড়ি কর্মীকে গালিগালাজ করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আরবান সুপারভাইজারের বিরুদ্ধে

West Bengal News Live: আগামীকাল রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আগামীকাল রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ওইদিন শিলিগুড়িতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবার যাবেন জলপাইগুড়িতে।

West Bengal News Live Updates:ময়নাগুড়ির নাবালিকার পরিবারকে দিতে হবে পর্যাপ্ত নিরাপত্তা, ডিজিকে নির্দেশ হাইকোর্টের

ময়নাগুড়ির নাবালিকার পরিবারকে দিতে হবে পর্যাপ্ত নিরাপত্তা। ডিজিকে নির্দেশ হাইকোর্টের। আইপিএস অফিসারের পর্যবেক্ষণে তদন্তের নির্দেশ। 

West Bengal News Live: কাল আসছেন অমিত শাহ, সন্ত্রাস নিয়ে পদক্ষেপ নেবে কেন্দ্র, আশা শুভেন্দুর

কাল আসছেন অমিত শাহ। সন্ত্রাস নিয়ে পদক্ষেপ নেবে কেন্দ্র, আশা শুভেন্দুর। পাহাড় সমস্যার সমাধান কবে? পাল্টা পোস্টার শিলিগুড়িতে। 

West Bengal News Live Updates: ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারের উপর হামলায় অভিযুক্ত তৃণমূল নেতা অন্য মামলায় গ্রেফতার

ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারের উপর হামলায় অভিযুক্ত তৃণমূল নেতা অন্য মামলায় গ্রেফতার। 

West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ফের পথে বিজেপি

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ফের পথে বিজেপি। নিহতদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ অভিযান। ধনীতম দল, শুধুই নাটক, খোঁচা তৃণমূলের। 

West Bengal News Live Updates: ফুলহার নদী থেকে মাটি পাচার, বিধায়কের অভিযোগ খারিজ তৃণমূল ব্লক সভাপতির

 ফুলহার নদী থেকে মাটি পাচার। বিধায়কের অভিযোগ খারিজ তৃণমূল ব্লক সভাপতির। প্রতিক্রিয়া মেলেনি আইসির। বখরার বিবাদ, খোঁচা বিজেপির। 

West Bengal News Live Updates: পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবিতে সল্টলেকে জুট কর্পোরেশনে আইএনটিটিইউসির বিক্ষোভ

পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবিতে সল্টলেকে জুট কর্পোরেশনে আইএনটিটিইউসির বিক্ষোভ

West Bengal News Live Updates: আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, শুক্রবারের মধ্যে তা পরিণত হবে নিম্নচাপে

আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে তা পরিণত হবে নিম্নচাপে। রবিবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। 

West Bengal News Live Updates: বহরমপুরে কলেজছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশি জেরার মুখেও নির্লিপ্ত অভিযুক্ত সুশান্ত চৌধুরী

বহরমপুরে কলেজছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশি জেরার মুখেও নির্লিপ্ত অভিযুক্ত সুশান্ত চৌধুরী

West Bengal News Live Updates: মগরাহাটে প্রকাশ্যে শ্যুটআউট, মৃত এক

মগরাহাটে প্রকাশ্যে শ্যুটআউট, মৃত এক

West Bengal News Live Updates: নদিয়ায় বাবা-মা-মেয়েকে নৃশংসভাবে খুন, প্রতিবেশী গ্রেফতার

নদিয়ায় বাবা-মা-মেয়েকে নৃশংসভাবে খুন, প্রতিবেশী গ্রেফতার। শুধু কি স্টোন চিপস ফেলা নিয়ে গন্ডগোলের জেরে খুন? কেউ কোনও আওয়াজ পেল না, খুনে কি আরও আততায়ী? শুধুই কি সামান্য বিবাদের জেরে এমন নৃশংসভাবে গলা কেটে খুন? পলাশিপাড়ায় ৩জনকে নৃশংসভাবে খুনের এখনও রহস্য

West Bengal News Live Updates: চিটফান্ডকাণ্ডে ধৃত সুরানা গ্রুপের কর্ণধারের ১৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের

চিটফান্ডকাণ্ডে ধৃত সুরানা গ্রুপের কর্ণধারের ১৯ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। ৯দিন পুলিশ হেফাজতের পর নতুন করে হেফাজতে চাইল না ডিরেক্টোরেট অফ ইকনমিক অফেন্স উইং। ২৯ এপ্রিল শেক্সপিয়র সরণি থানায় নতুন একটি অভিযোগ দায়ের হয় শান্তি সুরানার বিরুদ্ধে। 

West Bengal News Live Updates:বহরমপুরে কলেজছাত্রী খুনে চাঞ্চল্যকর তথ্য

বহরমপুরে কলেজছাত্রী খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের পর পালানোর পথ আগেই ঠিক করে রাখে সুশান্ত। পাঁচিল টপকে পালাতে বাঁকানো হয়েছিল পেরেক। যদিও হয়নি শেষরক্ষা।

West Bengal News Live Updates: হাইকোর্টে কংগ্রেসপন্থী আইনজীবীদেরই বিক্ষোভের মুখে চিদম্বরম

হাইকোর্টে কংগ্রেসপন্থী আইনজীবীদেরই বিক্ষোভের মুখে চিদম্বরম। কলকাতা হাইকোর্টে পি চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ। কংগ্রেস নেতা চিদম্বরমকে ঘিরে বিক্ষোভ কংগ্রেসপন্থী আইনজীবীদের। 

West Bengal News Live Updates: ভোটপরবর্তী সন্ত্রাসের বর্ষপূর্তিতে বিজেপির বিক্ষোভ অবস্থান

ভোটপরবর্তী সন্ত্রাসের বর্ষপূর্তিতে বিজেপির বিক্ষোভ অবস্থান। নিহতদের স্মরণে রানি রাসমণি অ্যাভিনিউতে অনশন অবস্থান। 

West Bengal News Live Updates: ঘাটালে পঞ্চায়েত এলাকার পর এবার পুর-এলাকায় পানীয় জলের সমস্যা

ঘাটালে পঞ্চায়েত এলাকার পর এবার পুর-এলাকায় পানীয় জলের সমস্যা। এই সমস্যাকে হাতিয়ার করেই তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার বিরুদ্ধে ময়দানে নেমেছে বামেরা। 

West Bengal News Live Updates: তপন খুনে ফের জেরা সিবিআইয়ের

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী দীপক কান্দুকে জেলে গিয়ে জেরা সিবিআইয়ের।

West Bengal News Live Updates: ভোটপরবর্তী সন্ত্রাসের অভিযোগ নিয়ে পথে বিজেপি

ভোটপরবর্তী সন্ত্রাসের বর্ষপূর্তিতে বিজেপির বিক্ষোভ অবস্থান। নিহতদের স্মরণে রানি রাসমণি অ্যাভিনিউতে অনশন অবস্থান।

West Bengal News Live Updates: পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবিতে পথে তৃণমূল

পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবিতে মিছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের। সল্টলেকের সিটি সেন্টার ওয়ান থেকে মিছিল।

West Bengal News Live Updates: আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ বোর্ড গঠন নিয়ে বিতর্ক

আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ বোর্ড গঠন নিয়ে বিতর্ক। রাজ্যপাল ও পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দেওয়ার পর এবার আসানসোল পুরসভাকে আইনি নোটিস পাঠালেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। মেয়র বিধান উপাধ্যায়কে পাঠানো আইনি নোটিসে ১০ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছেন বিজেপি নেত্রী। 

West Bengal News Live Updates: পলাশিপাড়ায় জেলা বিজেপির প্রতিনিধিদল

নদিয়ার পলাশিপাড়ার রানিনগরে তিনজনকে খুনের ঘটনায় ওই বাড়িতে গেল জেলা বিজেপির প্রতিনিধিদল। দলে ছিলেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস-সহ অন্য নেতারা।

West Bengal News Live Updates: স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ, স্বামীকে ধরে 'মারধর' স্থানীয়দের

সংসার চালাতে পেট্রোল পাম্পে কাজ স্ত্রী'র। সেখানে চড়াও হয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। উত্তেজনা কালনার পাণ্ডুয়া মোড় এলাকায়। অভিযুক্তকে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। স্ত্রীর অভিযোগ, নেশাগ্রস্ত স্বামী সংসারে টাকা দেন না। অভাব মেটাতে বাপের বাড়িতে ফিরে গিয়ে পেট্রোল পাম্পে কাজ শুরু করেন স্ত্রী। সেখানেই হামলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

West Bengal News Live Updates: টাকা না দেওয়ায় বাড়িতে হামলা! কাঠগড়ায় ক্লাব

ক্লাবের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটে। ব্যবসায়ীর অভিযোগ, স্থানীয় ক্লাবের পিকনিকের জন্য তাঁর কাছে ১৫ হাজার টাকা চাঁদা চাওয়া হয়। টাকা দিতে রাজি না হওয়ায় রাতে বাড়ি ভাঙচুর ক্লাব সদস্যদের। ভাঙচুরের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ অস্বীকার ক্লাব কর্তৃপক্ষের।

West Bengal News Live Updates: জমি বিবাদে কুপিয়ে খুনের অভিযোগ

জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। গুরুতর জখম হয়েছেন আরও একজন। উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাহিতলায়। 

West Bengal News Live Updates: মাটি পাচার নিয়ে তৃণমূল বিধায়কের নিশানায় দলেরই নেতা, কাঠগড়ায় পুলিশও

মাটি পাচারে মদত দিচ্ছেন দলের ব্লক সভাপতি। মাটি মাফিয়ার কাছ থেকে টাকা নিচ্ছেন থানার আইসি। ফুলহার নদী থেকে মাটি পাচার নিয়ে বিস্ফোরক রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। 

West Bengal News Live Updates: আগে থেকেই তৈরি ছিল পালানোর পথ

বহরমপুরে কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। সুতপাকে খুন করে পালানোর পথ আগেই তৈরি করে রেখেছিল সুশান্ত। এলাকার একটি বাড়ির পাঁচিলে লাগানো পেরেক বাঁকিয়ে রেখেছিল সে। খুনের পর ওই জায়গা দিয়েই পাঁচিল টপকে পালায় সুশান্ত। 

West Bengal News Live Updates: আগে থেকেই তৈরি ছিল পালানোর পথ

বহরমপুরে কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। সুতপাকে খুন করে পালানোর পথ আগেই তৈরি করে রেখেছিল সুশান্ত। এলাকার একটি বাড়ির পাঁচিলে লাগানো পেরেক বাঁকিয়ে রেখেছিল সে। খুনের পর ওই জায়গা দিয়েই পাঁচিল টপকে পালায় সুশান্ত। 

West Bengal News Live Updates: পুলিশি জেরার মুখেও নির্লিপ্ত বহরমপুরকাণ্ডে অভিযুক্ত

বহরমপুরে কলেজছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশি জেরার মুখেও নির্লিপ্ত অভিযুক্ত সুশান্ত চৌধুরী। পুলিশ সূত্রের খবর, জেরা চলাকালীন হাসতেই হাসতেই ওই যুবক জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই কলেজছাত্রী সুতপা চৌধুরীকে খুনের ছক কষে। 

West Bengal News Live Updates: একই পরিবারের তিনজন খুন, গ্রেফতার প্রতিবেশী

নদিয়ার পলাশিপাড়ার রানিনগরে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় প্রতিবেশীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, বাড়ির সামনে পাথর ফেলা নিয়ে ধৃত কৃষ্ণ মণ্ডলের সঙ্গে মাসখানেক আগে গন্ডগোল হয় রাজোয়ার পরিবারের। 

West Bengal News Live Updates: প্রতারণা ও মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা গ্রেফতার

প্রতারণা ও মারধরে অভিযুক্ত তৃণমূল নেতাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার পুলিশের। ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ওই ব্যক্তি। ধৃত ব্যক্তি এক মাছ ব্যবসায়ীকে প্রতারণা ও মারধরে অভিযুক্ত।

West Bengal News Live Updates: ঘূর্ণাবর্ত ঘিরে মৎস্যজীবীদের সতর্কবার্তা প্রশাসনের

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেখানে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। সতর্কতা হিসেবে মত্স্যজীবীদের আগামীকালের মধ্যে উপকূলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

West Bengal News Live Updates: বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

West Bengal News Live Updates: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে রাতভর হাতির তাণ্ডব

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে রাতভর হাতির তাণ্ডব। গতকাল রাতে দলছুট একটি দাঁতাল ঢুকে পড়ে গঙ্গাজলঘাটির সবজি বাজারে। ভেঙে দেয় একটি বাড়ির পাঁচিলও। হাতিটিকে বাগে এনে গঙ্গাজলঘাঁটিতে ছেড়ে দেওয়া হয়। 

West Bengal News Live Updates: জমি বিতর্কে নাম সিপিএম নেতার, পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা

সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকারকে জমি মাফিয়া বলে উল্লেখ করে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের। ঘটনার নিন্দায় তৃণমূল ও বিজেপিও।

West Bengal News Live Updates: এবার আলিপুরদুয়ারে প্রকাশ্যে গেরুয়া শিবিরের কোন্দল

বিজেপি যুবমোর্চার জেলা সভাপতির নাম ঘোষণা হতেই প্রকাশ্যে আলিপুরদুয়ারে গেরুয়া শিবিরের কোন্দল। দলের বিধায়ককে তীব্র আক্রমণ বিজেপি নেতার। বিক্ষুব্ধ নেতাকে জেলা কমিটি থেকে সরিয়ে দিল বিজেপি। 

West Bengal News Live Updates: ফের বিতর্কে নির্মল মাজি

মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় কলকাতা মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকির নালিশ। সার্ভিস ডক্টরস ফোরামের নিশানায় তৃণমূলের চিকিৎসক-বিধায়ক নির্মল মাজি। অভিযোগ অস্বীকার নির্মলের। 

West Bengal News Live Updates: অমিত শাহর বঙ্গ সফরের পরই কি রাজ্যে মোদি ও নাড্ডা?

অমিত শাহর বঙ্গ সফরের পরই কি রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদি এবং জে পি নাড্ডা? তেমনই জল্পনা দিলীপ ঘোষের। বৃহস্পতিবার রাজ্যে আসছেন অমিত শাহ। বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। 

প্রেক্ষাপট

কলকাতা: বিধানসভা নির্বাচনে হারের পর এই প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও শিলিগুড়িতে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। 


রাজ্যে 'ড্যামেজ কন্ট্রোলে' শাহ!


২১-এর বিধানসভা ভোটে ‘মিশন টু-হান্ড্রেড’ ব্যর্থ হয়েছে বিজেপি-র (BJP)। কলকাতা পুরসভায় ব্যর্থতা, রাজ্যজুড়ে ১০৭টি পুরসভার ভোটে পরাজয়, উপ নির্বাচনে জেতা আসন শান্তিপুরথেকে দিনহাটা এমনকি আসানসোল লোকসভাও হাতছাড়া হয়েছে। দলের মধ্যেই একের পর এক নেতা, রাজ্য নেতৃত্বেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অভিজ্ঞতা নিয়ে কথার লড়াই চলছে খোদ প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে। 


সব মিলিয়ে বঙ্গ বিজেপিতে (West Bengal BJP) ডামাডোল। আর সেই আবহেই বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর পর, প্রথমবার বাংলায় আসছেন সভাপতি অমিত শাহ। একাধিক সরকারি অনুষ্ঠানের পাশাপাশি, দলীয় বৈঠকও করবেন তিনি, যা দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি বঙ্গ বিজেপির ডামাডোল সামাল দিতেই আসছেন অমিত শাহ? ড্যামেজ কন্ট্রোল করবেন বিজেপির চাণক্য? আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছাতে ভোকাল টনিক দেবেন?


বিজেপি সূত্রে জানা গিয়েছে, ৪ মে রাতে কলকাতায় আসবেন অমিত শাহ। পরের দিন সকালে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে যাবেন, BSF-এর অনুষ্ঠানে যোগ দিতে। ওই দিনই শিলিগুড়ি চলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলে রেলওয়ে ইনস্টিটিউটের মাঠে মাঠে করবেন জনসভা। রাতে পাহাড়ের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে ডাকা হতে পারে সুবাস ঘিসিংয়ের দল GNLF-কেও। 


অমিতের আগমন নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অমিত শাহ দলের নেতাদের সঙ্গে মিটিং করতেই পারেন। এটা দলের ব্যাপার। কিন্তু, উনি কি আদি বিজেপি, পরিযায়ী বিজেপি আর তৎকাল বিজেপি সম্পর্কে কিছু জানেন? আসানসোলে হেরেছেন। বালিগঞ্জে জামানাত বাজেয়াপ্ত। দিলীপ বিজেপি আর সুকান্ত বিজেপির কজন দেখা করবে, তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে।"


রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক


বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "উনি আসবেন, বৈঠক করবেন। তৃণমূল আগাম অনেক কিছু ভাবে। ঠাকুরঘরে কে, আমি কলা খাইনি।"


এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৬ মে সকালে কোচবিহারের তিন বিঘায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ।  ওই দিনই কলকাতায় ফিরে এসে, রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। রাতে ফিরে যাবেন দিল্লি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.