West Bengal News Live: GTA জয়ের পর আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনীত থাপা

Get the latest West Bengal News and Live Updates: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Jul 2022 01:12 AM
West Bengal News Live: GTA জয়ের পর আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনীত থাপা

কলকাতায় অনীত থাপা। আজ বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান নিজেই জানিয়েছেন একথা। রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে পাহাড়ে জিটিএ পরিচালনার বার্তা দিয়েছেন তিনি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

West Bengal News Live: অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ

অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ। কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। প্রতিক্রিয়া দিতে চাননি তৎকালীন পরিচালন সমিতির সভাপতি দিব্যেন্দু অধিকারী

West Bengal News Live: অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ

অতিথি অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ। কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। প্রতিক্রিয়া দিতে চাননি তৎকালীন পরিচালন সমিতির সভাপতি দিব্যেন্দু অধিকারী।

WB News Live: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কিন্তু, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এই ইস্যুতে এবার হাইকোর্টে যাওয়ার ভাবনা বিজেপির।

West Bengal News Live: শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা

শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা। কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। শনিবার রাত ১টা ২০ নাগাদ গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিল কনফারেন্স রুমের পিছনে। সকালে তাকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। সেখানে হাই প্রোফাইল সিকিওরিটি জোনে, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে কীভাবে অভিযুক্ত ঢুকে পড়ল? তাহলে কি নিরাপত্তায় বড়সড় কোনও গলদ ছিল? উঠছে প্রশ্ন।

WB News Live: কুণাল ঘোষের সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে জল্পনা

বিভিন্ন ইস্যুতে তৃণমূল-বিজেপির সংঘাতের আবহে, কুণাল ঘোষের সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে তৈরি হল জল্পনা। রবিবার এক নৈশভোজে দু’জনের দেখা হয়। রাজ্য রাজনীতি নিয়ে কথা হয়েছে বলেও সূত্রের খবর। দু’জনই অবশ্য একে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন।

West Bengal News Live: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প ঘিরে ফের অশান্তি

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প ঘিরে ফের অশান্তি। প্রকল্প এলাকায় গেটে তালা ঝোলাল জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন কমিটির সদস্যরা। জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, ২০১৮ সালে এলাকার উন্নয়ন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার-সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়। সেই চুক্তি মেনে কাজ হচ্ছে না বলে দাবি করে এদিন পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে দেন জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। 

WB News Live: রাজ্যে একদিনে করোনার সংক্রমণ ২ হাজার ছুঁইছুঁই

রাজ্যে একদিনে করোনার সংক্রমণ ২ হাজার ছুঁইছুঁই! রাজ্যে একদিনে ১ হাজার ৯৭৩জন করোনা আক্রান্ত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩জনের মৃত্যু। রাজ্যে করোনার পজিটিভিটি রেট বেড়ে ১৬ শতাংশের কাছে। শুধু কলকাতাতেই একদিনে করোনায় ৭১৭জন আক্রান্ত। 
উঃ ২৪ পরগনায় একদিনে ৪৮২জন, দঃ ২৪ পরগনায় ১৩৮জন সংক্রমিত। জুলাইয়ের প্রথম ৫দিনেই রাজ্যে ৮ হাজারের উপরে করোনার সংক্রমণ

West Bengal News Live: মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।

মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন আরও একজন। জমি দখল করার জন্য বোমা বাঁধা হচ্ছিল। স্বীকার করছেন মৃত যুবকের বাবা।ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। 

WB News Live: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি ‍শুভেন্দু অধিকারীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি ‍শুভেন্দু অধিকারীর। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি বিরোধী দলনেতার
এনআইএ তদন্ত চেয়ে চিঠি শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু।

West Bengal News Live: কাটমানি নেওয়ার ভিডিও ভাইরাল

বাংলা আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি! ৩০ হাজার টাকা কাটমানি নেওয়ার ভিডিও ভাইরাল। চাকলায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধানের। ‘অনেকদিন ধরেই দুর্নীতিগ্রস্ত, অপসারণের দাবি জানিয়েছি’ গ্রাম পঞ্চায়েত প্রধানের অপসারণের দাবি দলেরই পঞ্চায়েত সদস্যের। ‘জেলাস্তরে আলোচনা চলছে, জেলা নেতৃত্ব যা বলার বলবে’ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতির।

WB News Live: কৃষ্ণ কল্যাণীকে পিএসি চেয়ারম্যান করায় কী প্রতিক্রিয়া শুভেন্দুর?

‘পাবলিক অ্যাকাউন্টস কমিটির গরিমা নষ্ট করা হচ্ছে। কপি না দেওয়ায় কোর্টে যাব। বৃহস্পতিবার পাঁচটা পর্যন্ত অপেক্ষা করব। কপি দিলেই কোর্টে যাব’
কৃষ্ণ কল্যাণীকে পিএসি চেয়ারম্যান করায় প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।

West Bengal News Live: জুলাই মাসের শেষে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার ফল বেরনোর সম্ভাবনা

জুলাই মাসের শেষে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার ফল বেরনোর সম্ভাবনা। ‘বোর্ডের পরীক্ষার ফল বেরোতে দেরি হবে না, বেরোবে নির্ধারিত সময়েই’ এএনআইকে জানালেন ‍সিবিএসই-র এক শীর্ষ কর্তা। ৩৪ লক্ষের বেশি পড়ুয়া সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা দিয়েছে। এই বছরেই সিবিএসই-তে দুটি সিমেস্টারে পরীক্ষা হয়েছে। ১৮ জুলাই থেকে রাজ্যে স্নাতকে অনলাইনে আবেদন শুরু।

WB News Live: বীরভূমের লাভপুরে গ্রামীণ মেলায় চলন্ত অবস্থায় ভেঙে পড়ল নাগরদোলা

বীরভূমের লাভপুরে গ্রামীণ মেলায় চলন্ত অবস্থায় ভেঙে পড়ল নাগরদোলা। দুর্ঘটনায় গুরুতর আহত ৫ কিশোরীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৈধ অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার পর লাভপুর থানার নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে মেলা।

West Bengal News Live: 'পঞ্চায়েত নির্বাচনে সব দল প্রার্থী দিক, আমরা লড়তে চাই’ মন্তব্য অনুব্রতর

‘পঞ্চায়েত নির্বাচনে সবাই ভোট দিক। পঞ্চায়েত নির্বাচনে সব দল প্রার্থী দিক। আমরা লড়তে চাই।’ বললেন ‍বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল

WB News Live: নিউটাউনে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ

নিউটাউনে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ। লেকটাউন থেকে গ্রেফতার এক মহিলা-সহ ৩ প্রোমোটার। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

West Bengal News Live: কলকাতার বেশিরভাগ বাজারে এখন এক পিস মুরগির ডিমের দাম ৭ টাকা

কলকাতার বেশিরভাগ বাজারে এখন এক পিস মুরগির ডিমের দাম ৭ টাকা। পরিবহণ খরচ ও মুরগির খাবারের দাম বৃদ্ধির কারণেই ডিমের দামও বেড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। কারণ যাই হোক, ডিমের দাম ৭ টাকা হওয়ায় পকেটে টান ক্রেতাদের। 

WB News Live: ভগ্নিপতিকে বেধড়ক মারধরের অভিযোগে শ্যালককে গ্রেফতার করল পুলিশ

ভগ্নিপতিকে বেধড়ক মারধরের অভিযোগে শ্যালককে গ্রেফতার করল পুলিশ। ঘটনা ঘটেছে বেলেঘাটা থানা এলাকার চাউলপট্টিতে। আহত ভগ্নিপতি ভর্তি নার্সিংহোমে। 

West Bengal News Live : ট্যাংরার গোবিন্দ খটিক রোডে মৃত্যু এক দোকান মালিকের

কলকাতায় ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু। এবার ট্যাংরার গোবিন্দ খটিক রোডে মৃত্যু হল এক দোকান মালিকের। মৃতের নাম বান্টি হালদার। মৃতের স্ত্রীর অভিযোগ, সকাল ৯টা নাগাদ রাস্তার বাতিস্তম্ভে লাগানো মিটার বক্স থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। সেখান থেকে বান্টির কচুরির দোকানে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে দোকান থেকে বেরিয়ে বাতিস্তম্ভে হাত লেগে বিদ্যুত্স্পৃষ্ট হন বছর পঁয়ত্রিশের বান্টি। এনআরএস হাসপাতালে নিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। 

WB News Live : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প ঘিরে ফের অশান্তি

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প ঘিরে ফের অশান্তি। প্রকল্প এলাকায় গেটে তালা ঝোলাল জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন কমিটির সদস্যরা। জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, ২০১৮ সালে এলাকার উন্নয়ন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার-সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়। সেই চুক্তি মেনে কাজ হচ্ছে না বলে দাবি করে এদিন পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে দেন জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। 

West Bengal News Live : কাঁথি দেশপ্রাণ শাসমল মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

কাঁথি দেশপ্রাণ শাসমল মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে টিএমসিপি-র বিক্ষোভ। প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ টিএমসিপি-র। ২০১৬ থেকে গেস্ট টিচার নিয়োগ নিয়ে প্যানেলে দুর্নীতির অভিযোগ। প্রিন্সিপাল এবং তৎকালীন কলেজ পরিচালন সমিতির সভাপতি দিব্যেন্দু অধিকারির বিরুদ্ধে অভিযোগ। এই ব্যাপারে কোনও মন্তব্য করব না, জানালেন দিব্যেন্দু অধিকারী।

WB News Live : লিন্ডসে স্ট্রিটের আগুন নিয়ন্ত্রণে

লিন্ডসে স্ট্রিটের আর্চি’স গ্যালারিতে আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। দোকানের ভিতরে ধোঁয়া, আতঙ্ক। দোকানের ভিতর বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিট থেকে ধোঁয়া, দাবি প্রত্যক্ষদর্শীদের। আপাতত দোকানের আগুন নিয়ন্ত্রণে । 

TET recruitment scam Update : আপনারা কি মনে করছেন অনুসন্ধানের প্রয়োজন নেই? পর্ষদকে প্রশ্ন হাইকোর্টের

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। এটা নিয়োগ প্রক্রিয়া, মনে হল কয়েকজনকে ১ নম্বর দেবেন, দিয়ে দিলেন! ক্ষোভপ্রকাশ হাইকোর্টের। প্রশ্ন ভুলে বাড়তি নম্বর মামলায় পর্ষদের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। ‘এটা একটা নিয়োগ প্রক্রিয়া, মনে হল কিছু ব্যক্তিকে ১ নম্বর করে দেবেন, দিয়ে দিলেন!’

West Bengal News Live : মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে কর্তব্যরত পুলিশকর্মীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

 মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে  কর্তব্যরত পুলিশকর্মীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ । সব ধরনের মোবাইল ফোন জমা রেখে কাজে যেতে হবে তাঁদের। 

WB News Live : লিন্ডসে স্ট্রিটে বড় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

লিন্ডসে স্ট্রিটের আর্চি’স গ্যালারিতে আগুন । ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। 

WB News Live : বাইরের পোস্টে হাত রেখে বিদ্যুত্স্পৃষ্ট, অভিযোগ মৃতের স্ত্রী-র

ট্যাংরার ঘটনায় মিটার বক্স থেকে আগুন দোকানে। বাইরের পোস্টে হাত রেখে বিদ্যুত্স্পৃষ্ট, অভিযোগ মৃতের স্ত্রী-র। গ্যাস লিক করে আগুন, দোকানের শাটারে বিদ্যুত্স্পৃষ্ট ওই ব্যক্তি, দাবি পুলিশের।

West Bengal News Live : এক ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেব

এক ছবিতে মিঠুন চক্রবর্তী এবং দেব। আজ থেকে সল্ট লেকের আইএ ব্লকে শুরু হল অভিজিৎ সেনের ছবি ‘প্রজাপতি’-র শ্যুটিং। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেব ছাড়াও অভিনয় করছেন মমতা শঙ্কর। মৃণাল সেনের ছবি মৃগয়ার পর ৪৬ বছর বাদে আবার একসঙ্গে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। গতকাল বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকের পর আজ সম্পূর্ণ ভিন্ন মেজাজে মিঠুন চক্রবর্তী।  তাঁর সঙ্গে কথা বলেছেন এবিপি আনন্দর প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। 

West Bengal Live : কলকাতায় ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু

কলকাতায় ফের বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু। লোহার শাটারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এবার ট্যাংরায় মৃত্যু হল এক দোকান মালিকের। মৃতের নাম বান্টি হালদার। পুলিশ সূত্রে খবর, সকাল ৯টা নাগাদ গোবিন্দ খটিক রোডে কচুরির দোকানে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আশপাশের লোকজন যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন, সেইসময় দোকানের শাটারে হাত লেগে বিদ্যুত্স্পৃষ্ট হন বছর পঁয়ত্রিশের বান্টি। 

WB News Live : ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প ঘিরে ফের অশান্তি, গেটে তালা

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্প ঘিরে ফের অশান্তি। প্রকল্প এলাকায় গেটে তালা ঝোলাল জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন কমিটির সদস্যরা। জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, ২০১৮ সালে এলাকার উন্নয়ন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার-সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়। সেই চুক্তি মেনে কাজ হচ্ছে না বলে দাবি করে এদিন পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে দেন জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Update : জামায় লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল !

শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নীচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা। কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। শনিবার রাত ১টা ২০ নাগাদ গার্ড রেল টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে ওই সন্দেহভাজন। ৭ ঘণ্টা লুকিয়েছিল কনফারেন্স রুমের পিছনে। সকালে তাকে দেখতে পান নিরাপত্তা রক্ষীরা। 

WB News Live : এয়ারপোর্টে বিদেশ ফেরত দুই যাত্রীর থেকে প্রায় ৫০ লক্ষ টাকার সোনা উদ্ধার

কলকাতা বিমানবন্দরের গ্রিন চ্যানেলে বিদেশ ফেরত দুই যাত্রীর থেকে প্রায় ৫০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল শুল্ক দফতর। সূত্রের খবর, দুবাই ফেরত ভারতীয় যাত্রীর কাছ থেকে মেলে ১০ লক্ষ ৭৮ হাজার ১২৮ টাকা মূল্যের সোনা। এরপর বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪০ লক্ষ ৩২ টাকা দামের সোনা উদ্ধার করে শুল্ক দফতর। দুই যাত্রীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। 

WB News Live : রেস্তোরাঁ বা হোটেলে গ্রাহকদের থেকে জোর করে সার্ভিস চার্জ নেওয়া যাবে না

রেস্তোরাঁ বা হোটেলে গ্রাহকদের থেকে জোর করে সার্ভিস চার্জ নেওয়া যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করল সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি, CCPA। নির্দেশিকায় বলা হয়েছে, হোটেল বা রেস্তোঁরার বিলে স্বয়ংক্রিয়ভাবে বা ডিফল্ট হিসেবে পরিষেবা চার্জ যোগ করা যাবে না। 

WB News Live : ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু

মুর্শিদাবাদের ডোমকলে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষ্কৃতীর। গুরুতর জখম আরও এক। তার দুটি হাতই উড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি। গতকাল রাতে ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনা মণ্ডলপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পাট খেতে বসে বোমা বাঁধছিল কয়েকজন দুষ্কৃতী। তখনই বিকট শব্দে বিস্ফোরণ হয়।

WB News Live Update : দিদির সঙ্গে ঝামেলা, জামাইবাবুকে বেধড়ক মার শ্যালকের

দিদির সঙ্গে জামাইবাবুর ঝামেলা, তাতে হাত কাটেন দিদি।ঘটনার কথা জানতে মীমাংসার প্রস্তাব দিয়ে ডেকে পাঠিয়ে জামাইবাবুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শ্যালকের। বাধা দেওয়ায় জামাইবাবুর ভাইয়ের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটে বেলেঘাটার চাউলপট্টি রোডে।

WB News Live : বিপত্তারিণী পুজো উপলক্ষে আজও কালীঘাটে পুণ্যার্থীদের ঢল

বিপত্তারিণী পুজো উপলক্ষে আজও কালীঘাটে পুণ্যার্থীদের ঢল। দূরদূরান্ত থেকে পুজো দিতে আসছেন ভক্তরা। রাজ্যে ফের করোনা সংক্রমণ বাড়লেও কালীঘাটে দূরত্ব বিধি শিকেয়। ভিড় সামলাতে তত্পর পুলিশ। রথ ও উল্টোরথের মাঝে মঙ্গল ও শনিবার বিপত্তারিণী পুজো হয়। 

WB News Live : স্তন ক্যানসার নিরাময়ে রাজ্যে নতুন দিশা

শুরু থেকে চিকিৎসা করালে নিরাময় সম্ভব। প্রথম থেকে চিকিৎসকদের পরামর্শ নিলে প্রাণঘাতী হবে না স্তন কান্সার। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের এভাবেই সচেতন করবেন আশাকর্মীরা। রোগ শনাক্ত হলে, শুরু হবে চিকিত্‍সাও। ক্যান্সার নিরাময়ে নতুন উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর।

WB News Live : শিঙাড়ার মধ্যে ফাঙ্গাস থাকার অভিযোগ মালদায়, দোকানে তুলকালাম

শিঙাড়ার মধ্যে ফাঙ্গাস থাকার অভিযোগ ঘিরে মালদার গাজোলে মিষ্টির দোকানে তুলকালাম। মিষ্টি ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের। বন্ধ করে দেওয়া হয় দোকান। 

West Bengal News Live: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রানি রাসমণির তুলনা তৃণমূল বিধায়কের

তৃণমূল বিধায়ক নির্মল মাজির পর, এবার বাগদার বিধায়ক বিশ্বজিত দাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রানি রাসমণির তুলনা! বাগদার বিধায়ক  বিশ্বজিৎ দাস বললেন, ' আগামী ১০০ বছরেও মানুষের মনের মণিকোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। রানি রাসমণি যেভাবে রয়েছেন। ' 

প্রেক্ষাপট

 এক নজরে আজকের শিরোনাম ( Headlines )


- নবান্নের  ( Nabanna ) পর এবার কালীঘাট (Kalighat ) । মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া হাসনাবাদের হাফিজুলের পুলিশ হেফাজত। কী উদ্দেশ্যে প্রবেশ? জানতে চায় পুলিশ। 


- জেড প্লাসের ( Z plus)  ঘেরাটোপ এড়িয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে গা ঢাকা দিয়ে ৭ ঘণ্টা ধরে নজরদারি? সুরক্ষায় প্রশ্ন ওঠার পরেই বাড়ল পুলিশি কড়াকড়ি।


-বিজয়ওয়াড়ায় ( Vijayawada )মাঝআকাশে প্রধানমন্ত্রীর কপ্টারের কাছে হঠাৎ কালো বেলুন! ৫ কংগ্রেস কর্মী গ্রেফতার। বিঘ্নিত হয়নি সুরক্ষা, দাবি পুলিশের। 


- ভোটের পর থেকে নিষ্ক্রিয়, বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন মিঠুন। বিজেপি দফতরে সুকান্তর সঙ্গে বৈঠক।


- পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করতে ফের বিজেপির (BJP )  হাতিয়ার মহাগুরু। মিঠুনকে পরমাণু বোমা বলে ব্যাখ্যা সুকান্তর। লাভ নেই, পাল্টা তৃণমূলের। 


- মুকুলের ইস্তফার পর এবার পিএসির চেয়ারম্যান রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়ককে কেন? প্রশ্ন বিজেপির।


- নির্মলের পর এবার বাগদার বিধায়ক বিশ্বজিত। মমতার সঙ্গে রানি রাসমণির সঙ্গে তুলনা।

- বালির তৃণমূল নেতা তপন দত্তর খুনের মামলায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে মামলা রুজু।


- এসএসসির পরে এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ। 


- বাংলা চলচ্চিত্রে যুগের অবসান। প্রয়াত দাদার কীর্তি, বালিকা বধূর স্রষ্টা তরুণ মজুমদার। শেষ ইচ্ছে অনুযায়ী নিঃশব্দে এসএসকেএমে দেহদান। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.