West Bengal News Live Updates: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 05 Sep 2022 11:35 PM
West Bengal News Live : উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। ইতিমধ্যেই কলকাতা ও হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৪ জনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ডেঙ্গি চিকিৎসার আদর্শ চিকিৎসা বিধি সম্পর্কে সরকারি চিকিৎসকদের ওয়াকিবহাল করা হয়েছে।

West Bengal News Live Updates : ‘সিভিক ভলান্টিয়ারের মধ্যে রাখা হবে সিভিক মুখ্যমন্ত্রী’

‘সিভিক ভলান্টিয়ারের মধ্যে রাখা হবে সিভিক মুখ্যমন্ত্রী, আমাদের এরকম মুখ্যমন্ত্রী আর দরকার নেই। পুলিশের কাজ সিভিক ভলান্টিয়ার করতে পারলে, সিভিক মুখ্যমন্ত্রী চাই’, মন্তব্য সুকান্তর। নারী বিদ্বেষী বিজেপি, এটাই ওদের সংস্কৃতি, পাল্টা আক্রমণে শান্তনু সেন।

West Bengal News Live Updates : পাল্টা জবাব দিতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে, সিপিএম যখন আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে, তখন পাল্টা জবাব দিতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রসঙ্গ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়ে জবাব দিয়েছে সিপিএম-ও। সিপিএমের আমলের দুর্নীতির অভিযোগ নিয়ে বলতে গিয়ে, অশোক গঙ্গোপাধ্যায়ের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে মুখ খুলেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি।

West Bengal News Live : সেনা পরিচয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার কালনার যুবক

সেনা পরিচয়ে ফোর্ট উইলিয়ামে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার কালনার যুবক। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় সেনার ভুয়ো আই কার্ড। কী উদ্দেশ্যে সেনার দফতরে ঢোকার চেষ্টা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।

West Bengal News Live Updates : দক্ষিণ দমদমে মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে মারধরের অভিযোগ

দক্ষিণ দমদমে মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে মারধরের অভিযোগ। প্রতিবাদে এলাকায় মিছিল করলেন তৃণমূল সমর্থকরা। পালটা মারের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কাউন্সিলর। দলীয় কোন্দলের জেরে মারধর বলে পাল্টা দাবি বিজেপির।

West Bengal News Live :ভোটের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই মজুত করা হয়েছিল বিস্ফোরক, দাবি করল NIA

ভোটের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই মজুত করা হয়েছিল বিস্ফোরক। বীরভূমের লোকপুরে তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায়, চার্জশিটে এমনই চাঞ্চল্যকর দাবি করল NIA। যা নিয়ে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। জবাব দিয়েছে শাসকদল।

West Bengal News Live Updates : মমতা-অভিষেক ছাড়া মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নোটিস বিজেপি আইনজীবী-নেতার

মমতা-অভিষেক ছাড়া মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নোটিস। সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলায় নোটিস বিজেপি আইনজীবী-নেতার। সাক্ষী হিসেবে কুণাল ঘোষকেও পার্টি করে নোটিস বিজেপি নেতার।

West Bengal News Live : চাকরির টোপ দিয়ে টাকা তোলা, লাগাতার ধর্ষণ, পেটে লাথি মেরে গর্ভস্থ শিশুকে মেরে ফেলার অভিযোগ মঙ্গলকোটের তৃণমূল নেতার

চাকরির জন্য এবার প্রথমে টাকা, পরে ধর্ষণের অভিযোগ! মঙ্গলকোটের তৃণমূল নেতার বিরুদ্ধে হাইকোর্টে চাঞ্চল্যকর অভিযোগ, ১০ লক্ষ টাকা দিয়েও সরকারি চাকরি না পাওয়ার অভিযোগ, টাকা নেওয়ার পরেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, পেটে লাথি মেরে গর্ভস্থ শিশুকে মেরে ফেলার অভিযোগ নেতার বিরুদ্ধে, রাজ্য পুলিশের ডিজিকে পদক্ষেপের নির্দেশ দেওয়ার আবেদন মামলাকারীর।

West Bengal News Live Updates : দলের অস্বস্তি আরও বাড়ালেন তাপস রায়

‘আমি যখন ছাত্রনেতা, তখন কলেজের অনুষ্ঠানে ব্লেজার পরতে না চাওয়ায় অধ্যক্ষ চড় মেরেছিলেন’, দলের অস্বস্তি আরও বাড়ালেন তাপস রায়।

West Bengal News Live : শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ইস্যুতে বামেদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ইস্যুতে বামেদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘আমাদের আমলে কাগজ আছে, তাই ভুল ধরা পড়ে’, ‘বামেদের আমলে কোনও কাগজ নেই, আমরা খুঁজে পাইনি’, আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live Updates : ২৩দিনের মধ্যে ২৩জন টেট উত্তীর্ণকে চাকরির নির্দেশ হাইকোর্টের

২৩দিনের মধ্যে ২৩জন টেট উত্তীর্ণকে চাকরির নির্দেশ হাইকোর্টের। পর্ষদের ভুল, শোধরাতে হবে পর্ষদকেই, জানিয়ে দিল হাইকোর্ট। ২৩ সেপ্টেম্বরের মধ্যে ২৩জনকে চাকরি দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

West Bengal News Live : ‘কাজ করতে করতে একটা দুটো ভুল হতেই হতেই পারে’ শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘কাজ করতে করতে একটা দুটো ভুল হতেই হতেই পারে’, ‘নীচুতলার কেউ কিছু করলে, দোষটা আসে ওপর তলায়’, শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates : নিষ্ক্রিয় থাকার পরে ফের কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মুকুল?

পঞ্চায়েত ভোটের আগে ফের সক্রিয় রাজনীতিতে মুকুল? ‘কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, কারও রাজনৈতিক ফায়দা হবে না’, ‘ভোটে কোনও প্রভাব পড়বে না কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা’, বেশ কিছুদিন পরে তৃণমূল ভবনে এসে দাবি মুকুল রায়ের । তৃণমূল ভবনে এসে সুব্রত বক্সীর সঙ্গে কথা বললেন মুকুল রায়
৮ সেপ্টেম্বর মুকুল যোগ দেবেন তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে। নিষ্ক্রিয় থাকার পরে ফের কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মুকুল?

West Bengal News Live : ‘সন্ত্রাস তৈরি করতেই লোকপুরে তৃণমূলকর্মীর বাড়িতে বোমা মজুত’, কোর্টে দাবি এনআইএ-র 

‘সন্ত্রাস তৈরি করতেই লোকপুরে তৃণমূলকর্মীর বাড়িতে বোমা মজুত’, বীরভূমের লোকপুরে বিস্ফোরণ মামলায় কোর্টে দাবি এনআইএ-র।  ‘পঞ্চায়েত ভোটের সময় সন্ত্রাস তৈরি করতেই বোমা মজুত’, লোকপুরে তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ-মামলায় দাবি এনআইএ-র। ২০১৯-এ বিস্ফোরণ, ১ অভিযুক্ত গ্রেফতার, ফেরার ২: এনআইএ। হাইকোর্টের নির্দেশে সিআইডির কাছ থেকে মামলা যায় এনআইএ-র কাছে ।

West Bengal News Live Updates: 'কাগজ আছে বলেই ভুলটা ধরতে পারছেন', চাকরি ইস্যুতে মন্তব্য মমতার

এদিন মমতা বলেন, 'সিপিএম চলে গেলেও যে, অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারও চাকরি খাইনি। সিপিএম আমলের একটা খুঁজে পানতো আলমারিতে, একটা কাজও পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। আমাদের আমলে কাগজ আছে।' এরপরেই মুখ্যন্ত্রী হাত মুঠো করে অগ্নিশর্মা হয়ে বলেন,' ওদের আমলে কাগজ একটাও নেই।আমরা খুঁজে পাইনি,আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পায়নি।'

West Bengal News Live Updates: চাকরি ইস্যুতে মমতাকে পাল্টা সিপিএম নেতা শমীক লাহিড়ির

 একুশের জুলাইয়ের পর গত মাসের শেষে তৃণমূলের বিরাট সমাবেশে দাঁড়িয়ে বাংলার চাকরি নিয়োগ দুর্নীতি ইস্যু প্রকাশ্যে আসতেই, বামেদের প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছিলেন তৃণমূল সুপ্রিমো ।  কত চাকরি হয়েছে বাম আমলে ? কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে ? স্টেজে উঠেই অগ্নিশর্মা হয়ে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেদিন হাতে এনেছিলেন তাঁর সরকারের আমলে ঠিক কত চাকরি হয়েছে, সেই পরিসংখ্যান। উল্লেখ্য, একদিকে 'পাশ করেও চাকরি নেই', অন্যদিকে 'পরীক্ষা না দিয়েও চাকরি' , এমন অভিযোগে যখন ঝাঁঝরা শাসকদল, ঠিক তখনই আজ শিক্ষক দিবসের দিনেও বামেদের প্রশ্নবাণ নিক্ষেপ করলেন তিনি।  'চাকরির বিনিময়ে টাকা নিয়ে, কোটিকোটি টাকা ধরা পড়বার পর এই কথাটা ওনার মনে পড়ল, চাকরি ইস্যুতে মমতার পাল্টা আক্রমণ করলেন সিপিএম নেতা শমীক লাহিড়ি।

West Bengal News Live Updates: শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে মমতা

আজ ৫ সেপ্টম্বর শিক্ষক দিবসের দিনে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিশ্ববাংলা মেলাপ্রাঙ্গণে দাঁড়িয়ে এদিন বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো । তিনি বলেন,' আমরা কারও চাকরি খাইনি।'

West Bengal News Live Updates: বাংলা একদিন মেধায় বিশ্বের দখল নেবে: মমতা

‘আমাদের দেশের ইতিহাস, ধর্ম নিরপেক্ষতাকে জানতে হবে। বাংলা একদিন মেধায় বিশ্বের দখল নেবে। শিক্ষকরা আমাদের গর্ব। বাইরে লেখাপড়া করে, সবাই এখানে ফিরে আসুক’, বিশ্ববাংলা মেলাপ্রাঙ্গণে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: রাস্তা ধুয়ে ধিক্কার মিছিল তৃণমূলের

হুগলির উত্তরপাড়ায় পাপ্পু পোস্টার নিয়ে সাতসকালে আজ তৃণমূলের মিছিল। 'শুভেন্দু অধিকারী আসাতে অপবিত্র হয়েছে, তাই গঙ্গাজল দিয়ে রাস্তা ধুয়ে ধিক্কার মিছিল' কর্মসূচি পালন করল তৃণমূল।

West Bengal News Live Updates: 'অভিষেকের বিদেশযাত্রায় আর বাধা নয়'

কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বিদেশযাত্রায় কোনওরকম বাধা দেওয়া যাবে না। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। ইডি-র আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। 

WB News Live Updates: রাজ্য পুলিশের এসটিএফ-র জালে সীমান্ত থেকে ২ অস্ত্র পাচারকারি

বাংলা ঝাড়খন্ড সীমান্ত থেকে দুই অস্ত্র পাচারকারিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ । ধৃতদের কাছ থেকে 12 টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । এরা কোথা থেকে কোথায় আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে যাচ্ছিলো তা জানতে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ।

West Bengal News Live Updates: চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার শিক্ষক

ফের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। এবার অভিযোগ উঠল কোচবিহারে। আর সেই অভিযোগ উঠল খোদ এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাস্থল কোচবিহারের হলদিবাড়ি। প্রভাবশালী পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রায় ১ কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।   

WB News Live Updates: মালদা টাকা উদ্ধারকাণ্ডে আরও ৩ জনের নাম জানতে পেরেছে সিআইডি

মালদার গাজোলের মাছ ব্যবসায়ী জয় প্রকাশ সাহাকে আজ মালদা জেলা আদালতে পেশ করবে সিআইডি। সিআইডি সূত্রে খবর, ৭ দিনের হেফাজত চাওয়া হবে। বিপুল টাকা উদ্ধারের ঘটনায় আরো তিনজনের নাম জানতে পেরেছে তদন্তকারী আধিকারিকেরা, সিআইডি সূত্রে খবর। এমনকি জয়প্রকাশ সাহার বাড়ির পাশে এক গ্রামীণ চিকিৎসকের ওষুধের দোকান রয়েছে। মাধব পাচারে তার ভূমিকাও তদন্ত করে দেখছেন সিআইডি আধিকারিকেরা।

West Bengal News Live Updates: অনুব্রতকাণ্ডে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৪ আধিকারিককে তলব


অনুব্রতকাণ্ডে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৪ আধিকারিককে তলব। বোলপুর ও সিউড়ির ৪ ব্যাঙ্ক আধিকারিককে সমন পাঠাল সিবিআই। গরুপাচার মামলায় অনুব্রত এবং তাঁর সঙ্গীদের সম্পত্তি ও বিনিয়োগ সম্পর্কে খবর নিতে তলব।

WB News Live Updates: সাতসকালে শহরে সিবিআই হানা

সাতসকালে শহরে সিবিআই হানা। রানিকুঠিতে ব্যবসায়ী রামপ্রসাদ আগরওয়ালের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, ব্যবসায়ীর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে। ২০২০ সালে মামলা রুজু হয়। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে রানিকুঠিতে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই। একই মামলায় এর আগে ইডি ব্যবসায়ীর সংস্থার ১০৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে।

West Bengal News Live Updates: নিলামে গরু কিনে মৃত বা নিখোঁজ দেখিয়ে পাচারের অভিযোগ

 গরুপাচারকাণ্ডে সিআইডি-র হাতে জঙ্গিপুর থেকে গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ী। ধৃতের সিআইডি হেফাজত। নিলামে গরু কিনে মৃত বা নিখোঁজ দেখিয়ে বাংলাদেশে পাচারের অভিযোগ।

WB News Live Updates: কোটি টাকার পাহাড় মালদায় !

মালদার গাজোলে ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়ের হদিশ। উদ্ধার ১ কোটি ৩৯ লক্ষ টাকা। মাদক মামলায় সিআইডির হাতে গ্রেফতার মাছ ব্যবসায়ী।

West Bengal News Live Updates: বিজেপির নবান্ন অভিযানের আগে ইঙ্গিতপূর্ণ ট্যুইট তথাগত রায়ের

বিজেপির নবান্ন অভিযানের আগে ইঙ্গিতপূর্ণ ট্যুইট তথাগত রায়ের।টুইটে তিনি বলেন, 'ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে পারবে তখনই, যখন, তাঁরা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটি ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশেহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা।'

WB News Live Updates: রেডারে আরেক পুরপ্রধান

সিবিআই নজরে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান। বীজপুরের বিধায়কের ভাই কমল অধিকারীর বাড়িতেও তল্লাশি। রাজুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও চিটফান্ডকাণ্ডে যোগ নেই বলে দাবি।

West Bengal News Live Updates: তৃণমূল বিধায়কের বাড়ি ও ফ্ল্যাটে সিবিআই হানা

চিটফান্ডকান্ডে ধৃত রাজু সাহানি ঘনিষ্ঠ বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়ি ও ফ্ল্যাটে সিবিআই হানা। হালিশহরের বাড়ি ছাড়াও কলকাতার ৪টি ফ্ল্যাটে তল্লাশি। সহায়কের বাড়িতেও হানা।

WB News Live Updates: রাজনীতি ছাড়তে চান তাপস রায়

দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যে দলের পাশেই ছিলেন। এমনকি সাংসদ জহর সরকারকেও দু'কথা শুনিয়ে ছাড়েন। তার পরই অন্য সুর বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের গলায়। রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। রাজনীতি, সামাজিক কাজ, সব থেকেই অবসর নিতে চান বলে জানালেন তিনি। 

West Bengal News Live Updates: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার

আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপি-র নবান্ন অভিযান রয়েছে। শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের ভিত্তিতে অভিযানের নাম রাখা হয়েছে 'চোর ধরো, জেল ভরো'।  তার আগে ১১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে প্রচারে নেমেছে বিজেপি। সেই সংক্রান্ত একটি সভাতেই যোগ দেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তাঁর সামনেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তপনকে। 

প্রেক্ষাপট

কলকাতা: পরিবেশের (Environmental Compensation) ক্ষতি করার অভিযোগে জাতীয় পরিবেশ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে (West Bengal Govt) সাড়ে ৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে। সূত্রের খবর, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য এই ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। বিচারপতি আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ গত পয়লা সেপ্টেম্বর এই নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, বেশ কয়েকবছর ধরে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার যথোপযুক্ত কাজ হয়নি। তার জেরে ক্ষতি হয়েছে পরিবেশের। সেইসঙ্গে জাতীয় পরিবেশ আদালত বলেছে, আগামী ২ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে ক্ষতিপূরণের এই টাকা আলাদা একটি তহবিলে জমা রাখতে হবে। তারপর সেই টাকা খরচ করতে হবে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে।           


এক নজরে অন্যান্য খবরগুলি- 


 পথ দুর্ঘটনায় মৃত্যু টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। আমদাবাদ থেকে মুম্বই আসার পথে ঘটনাস্থলেই মৃত্যু সাইরাস ও গাড়ির আরও এক আরোহীর।
 


 ভারতের অর্থনীতির উন্নতিতে অগ্রণী ছিলেন সাইরাস। ট্যুইট প্রধানমন্ত্রীর। ভারতের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা, ট্যুইট রাহুল গাঁধীর। অপূরণীয় ক্ষতি, পরিবারের প্রতি সমবেদনা, ট্যুইট মমতার।
 


 চিটফান্ডকান্ডে ধৃত রাজু সাহানি ঘনিষ্ঠ বীজপুরের তৃণমূল বিধায়কের বাড়ি ও ফ্ল্যাটে সিবিআই হানা। হালিশহরের বাড়ি ছাড়াও কলকাতার ৪টি ফ্ল্যাটে তল্লাশি। সহায়কের বাড়িতেও হানা।
 


 সিবিআই নজরে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান। বীজপুরের বিধায়কের ভাই কমল অধিকারীর বাড়িতেও তল্লাশি। রাজুর সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও চিটফান্ডকাণ্ডে যোগ নেই বলে দাবি।
 


  তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে রাজনৈতিক প্রতিহিংসা কেন্দ্রের। আক্রমণ তৃণমূলের। আদালতের নির্দেশে তল্লাশি সিবিআইয়ের, পাল্টা বিজেপি।
 


  মালদার গাজোলে ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়ের হদিশ। উদ্ধার ১ কোটি ৩৯ লক্ষ টাকা। মাদক মামলায় সিআইডির হাতে গ্রেফতার মাছ ব্যবসায়ী।
কোটি টাকার পাহাড় !


 গরুপাচারকাণ্ডে সিআইডি-র হাতে জঙ্গিপুর থেকে গ্রেফতার এনামুল ঘনিষ্ঠ ব্যবসায়ী। ধৃতের সিআইডি হেফাজত। নিলামে গরু কিনে মৃত বা নিখোঁজ দেখিয়ে বাংলাদেশে পাচারের অভিযোগ।
 


  গরুপাচার বন্ধ হওয়া উচিত। ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে, ধৈর্য ধরতে হবে। ভারতীয় গরুর ওপর বাংলাদেশ খুব বেশি ভরসা করে না। মন্তব্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর। 


(অ্যাম্বিঃ আর কয়েকটা বছর বা হয়তো, বেশিদিন সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী থাকার ইচ্ছাও নেই, থাকবও না। সেটা আমি গত নির্বাচনে যখন দাঁড়িয়েছিলাম তখনই বলেছি। এবার দলকে জানানোর কথা শুধু। আমাকে ধরে রাখা খুব কঠিন।) বরানগরের তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে জল্পনা।


  দিলীপ ঘোষকে বেলাগাম আক্রমণ মদন মিত্রর। (বাইট-পাগলা মানে দিলীপ, দিলীপদের উল্টোপাল্টা কথায় বিজেপি কর্মীদের পিঠে তাল পড়বে)।


 বিতর্কের মধ্যেই তৃণমূলের কাছাকাছি জহর সরকার ? ট্যুইটে অমিত শাহকে আসল পাপ্পু বলে কটাক্ষ। ট্যাগ করলেন তৃণমূল কংগ্রেস ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।


 ডেবরায় চাকরি-বিক্রির অভিযোগে নাম জড়াল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার। মারধরের ঘটনায় থানায় অভিযোগ।


 পুজোর মুখে রাজ্যে ডেঙ্গির দাপট। শেষ দু’সপ্তাহে নতুন করে আক্রান্ত ২ হাজার ২৪০ জন। মোট আক্রান্ত প্রায় সাড়ে ৬ হাজার। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.