West Bengal News Live: কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে সিবিআই, জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযুক্ত
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট
শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ক্যানাল থেকে উদ্ধার হল নিহত রেণুকা খাতুনের দু'টুকরো দেহ। বস্তাবন্দি মুণ্ডহীন দেহ ভেসে উঠতেই তা উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ফুলবাড়ি তিস্তা ক্যানাল থেকে উদ্ধার হয় রেণুকার কাটা মাথা।
কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে সিবিআই, জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযুক্ত। হাইকোর্টে জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কাঁথি পুরসভার ঠিকাদার। গ্রেফতারের পরে শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দেওয়ার অভিযোগ। শুভেন্দুর টাকা কোথায়? শুভেন্দুর নামে বাজে কথা বলতে চাপ তৈরির অভিযোগ। কাঁথি শ্মশান দুর্নীতিতে গ্রেফতারের পরে জামিন পেয়েই বিস্ফোরক পুরসভার ঠিকাদার।
টেবিলে রিভলভার রেখে শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দেওয়ার অভিযোগ। কিছু না বললে পুলিশের বিরুদ্ধে পরপর মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকির অভিযোগ। এরকম কিছু ঘটেনি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কাঁথির এসডিপিওর। কাঁথি কোর্টে এফআইআর দায়ের করেছে সিবিআই, দাবি ঠিকাদারের আইনজীবীর।
শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় সাক্ষ্যদান করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করেছেন তিনি। সূত্রের খবর, বৈশাখী আদালতে দাবি করেন, শোভনের চরিত্র হননের চেষ্টা করেছিলেন রত্না। এই ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।
মেঘালয়ে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৫২টিতে প্রার্থীদের নাম জানানো হল আজ। তাঁদের মধ্যে রয়েছেন ৮ জন বিধায়ক। খুব শীঘ্রই বাকি ৮টি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুকুল সাংমা। গত ডিসেম্বরে মেঘালয় সফরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসেও ফের মেঘালয়ে যাওয়ার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। তুরায় একটি জনসভা করার কথা রয়েছে তাঁর।
'আঠেরোর পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য করতে বলেছিলেন শুভেন্দুই'। ভোট লুঠের অভিযোগ কার্যত মেনে শুভেন্দুর ঘাড়েই দায় ঠেললেন তৃণমূল বিধায়ক। 'মনোনয়ন দিতে দেওয়া হয়নি, ভোট লুঠ, এজেন্টও বসতে দেওয়া হয়নি'। পাঁচলার সভা থেকে গতকাল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু। বিরোধীশূন্য ভোট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণে পাঁচলার তৃণমূল বিধায়ক। 'আগে শুভেন্দু যা বলেছিলেন, তাই করেছি, এখন অভিষেক বলছেন ভোট করতে দিতে হবে'। 'এখন আমরা ভোট করতে দেব, প্রার্থী দিতে দেব, সংগঠনের জোরেই ভোটে লড়ব'।
কীভাবে বিরোধীশূ্ন্য করতে বলেছিলেন শুভেন্দু, বুঝে নিন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের।
আবাস-দুর্নীতির অভিযোগে সন্দেশখালি বিডিও অফিস অভিযান বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে সমীক্ষায় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। পাকাবাড়ি সত্ত্বেও তালিকায় নাম, বঞ্চিত প্রকৃত প্রাপকরা, অভিযোগ বিজেপির। বিডিওর কাছে ডেপুটেশন জমা। যদিও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি ।
শহরে এবার বাড়তে চলেছে সম্পত্তি কর। ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়বে সম্পত্তি কর, কলকাতা পুরসভা সূত্রে খবর। সম্পত্তি কর অনুযায়ী কলকাতাকে ৭টি বিভাগে ভাগ করা হয়েছে। ২ থেকে ৮ টাকা পর্যন্ত কর বাড়তে চলেছে। 'বিলাসবহুল আবাসনের ক্ষেত্রে প্রযোজ্য সর্বোচ্চ সম্পত্তি কর'। 'স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না সর্বোচ্চ সম্পত্তি কর'। জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ২০১৭ সালের পর এবার বাড়তে চলেছে সম্পত্তি কর।
সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি,ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রায় ১০ কোটি কালো টাকা সাদা করা হয়েছে। অথচ যাঁদের নামে অ্য়াকাউন্ট তাঁরা জানেনই না। সিউড়ির হরিপুর গ্রামেরই বাসিন্দা মমতা মৃধার অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কেই। তাঁর দাবি, সিউড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফর্মে যে সই রয়েছে তার সঙ্গে হাতের লেখার কোনও মিলই নেই। মাসে ২ হাজার টাকা উপার্জন করেন তিনি। অথচ তার অ্য়াকাউন্ট থেকে লক্ষাধিক টাকার লেনদেন হয়েছে। তিনি তা জানেনই না বলে দাবি করেছেন।
টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচ, মালদার পরে এবার খড়দায় যকের ধন। এবার খড়দায় টাকার পাহাড়, ফ্ল্যাটে মিলল প্রায় ৩২ লক্ষ টাকা ।ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের অভিযান, নগদ ৩২ লক্ষের হদিশ। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কমিশনের টাকা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
গতকাল রাত থেকে খড়দায় পুলিশের ম্যারাথন তল্লাশি, টাকার পাহাড়ের হদিশ
রাজনৈতিক নেতাদের 'সফট টার্গেট' বিডিও? ফের বিডিওকে নিশানা শাসক-নেতার। 'ডেপুটেশনের নামে ব্লক অফিসে কেন ঢুকল বিজেপির কর্মী-সমর্থকরা?' প্রশ্ন তুলে গঙ্গাজলঘাটির বিডিও ও আইসি-কে হুঁশিয়ারি তৃণমূল নেতার। বিডিও ও আইসি-কে বিজেপির দালাল বলে আক্রমণ।
বিডিও অফিস ও থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি গঙ্গাজলঘাটির তৃণমূল ব্লক সভাপতির।
টাকার অভাবে মেলেনি শববাহী গাড়ি, মায়ের দেহ কাঁধে ছেলে। জলপাইগুড়িতে কালাহান্ডির ছায়া দেখে রাজ্যজুড়ে তোলপাড়। অবশেষে ঘুম ভাঙল স্বাস্থ্য দফতরের। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর। ৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ
মাদারিহাটে ভয়াবহ দুর্ঘটনা। আহত ২৫ জন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক ।মাদারিহাটে এশিয়ান হাইওয়েতে ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ। এদিন কামাক্ষাগুড়ি থেকে একটি বাস পিকনিক করতে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। মাদারিহাট এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এই ঘটনায় বাসে থাকা ২৫ জন আহত হন। তাদেরকে স্থানীয় বাসিন্দারা ও মাদারিহাট থানার পুলিশ উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যান। ছজনের অবস্থা আশঙ্কাজনক।
সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলায় কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। সিবিআই-এর কেস ডায়েরি চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশ একদিনও তদন্ত চালালে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে, তদন্ত বিপথে চালিত হবে। ময়নাতদন্তের রিপোর্ট দেখে এই আশঙ্কা আরও বাড়ছে। এদিন আদালতে অভিযোগ করে সিবিআই। এই আশঙ্কার কোনও কারণ নেই, সত্য কেউ লুকোতে পারবে না, বলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। ফোনে তার মেসেজও আসছে। অথচ অ্য়াকাউন্টের মালিক তার বিন্দুবিসর্গও জানেন না। পুরুলিয়ার সমবায় ব্যাঙ্কে এমনই অদ্ভুত কাণ্ড ঘটছে বলে অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি জেলা শাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন মানবাজার-১ নং ব্লকের ভালুবাসা সমবায় ব্যাঙ্কের গ্রাহকরা।
অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছে। ফোনে তার মেসেজও আসছে। অথচ অ্য়াকাউন্টের মালিক তার বিন্দুবিসর্গও জানেন না। পুরুলিয়ার সমবায় ব্যাঙ্কে এমনই অদ্ভুত কাণ্ড ঘটছে বলে অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের পাশাপাশি জেলা শাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন মানবাজার-১ নং ব্লকের ভালুবাসা সমবায় ব্যাঙ্কের গ্রাহকরা।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। তা খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিনিধি দল। আজ মালদার কালিয়াচকে যান প্রতিনিধি দলের সদস্যরা। আবাস যোজনায় যাঁরা বাড়ি পেয়েছেন, তাদের সঙ্গে কথা বলে, বাড়ি পাওয়ার জন্য কাউকে টাকা দিতে হয়েছে কিনা জানতে চান। গ্রামের কাঁচা বাড়িগুলোতেও যান প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিনা, নাম বাদ গিয়েছে কিনা জানতে চান।
কড়েয়ায় রাতে দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক বাড়ি ভাঙচুর। ভাঙা হয় বেশ কয়েকটা মোটরবাইকও। কড়েয়া থানা এলাকার লোহাপুলের ঘটনা। ঘটনার পর এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। মত্ত অবস্থায় লোহার রড নিয়ে ভাঙচুরের অভিযোগ। এলাকায় একের পর এক বাড়িতে ঢুকে হুমকির অভিযোগ। এখনও পর্যন্ত তাণ্ডবের ঘটনায় আটক ৩ জন।
কড়েয়ায় রাতে দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক বাড়ি ভাঙচুর। ভাঙা হয় বেশ কয়েকটা মোটরবাইকও। কড়েয়া থানা এলাকার লোহাপুলের ঘটনা। ঘটনার পর এলাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। মত্ত অবস্থায় লোহার রড নিয়ে ভাঙচুরের অভিযোগ। এলাকায় একের পর এক বাড়িতে ঢুকে হুমকির অভিযোগ। এখনও পর্যন্ত তাণ্ডবের ঘটনায় আটক ৩ জন।
বউবাজারে ভেঙে পড়ল বাজারের একাংশ। ভেঙে পড়ল বউবাজার মার্কেটের একাংশ। সকালের দিকে দুর্ঘটনা হওয়ায়, বড় বিপদ থেকে রক্ষা। মার্কেট ভেঙে পড়ায়, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা আতঙ্কিত। বিপজ্জনক অংশ ভেঙে ফেলা হবে, আশ্বাস স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-র। পুরসভার পক্ষ থেকে টিম এনে বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু।
আর আহমেদ ডেন্টাল কলেজে ইন্টার্নদের অবস্থান বিক্ষোভ ২৪ ঘণ্টা পার। ৩ তারিখ রাতে হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়। ৪৮ ঘণ্টার মধ্যে হস্টেল খালি না করলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ। কর্ম মেয়াদ শেষের পর সার্টিফিকেট দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ পড়ুয়াদের। প্রতিবাদে গতকাল সকাল থেকে অবস্থানে বসেছেন ডেন্টাল কলেজের ইন্টার্নরা। কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই।
'চুরিও করছে, নেতাদের বাঁচাতে বিক্ষোভও দেখাচ্ছে। নেতারা চুরি করলে গ্রেফতার করতে দেওয়া হয় না। চুরি করে মেনে নিচ্ছেন, কিন্তু নেতাদের বাঁচাতে চোখ রাঙাচ্ছেন। সারা দেশের কাছে বাংলা কলঙ্কিত হচ্ছে', আবাসে দুর্নীতি খুঁজতে আসা কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
৬৬৩ দিন আন্দোলনের পর অবশেষে এক চিলতে হাসি! অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। ৬৫ জনকে স্কুল বেছে নেওয়ার জন্য ডাকা হল কাউন্সেলিংয়ে। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী চাকরিপ্রার্থী। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এই কাউন্সেলিং।
অপেক্ষমান তালিকা থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু, খবর এসএসসি সূত্রে।
সিউড়ির সমবায় ব্যাঙ্কে '১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ'। প্রায় ১০ কোটি কালো টাকা সাদা করার অভিযোগ সিবিআইয়ের। 'তদন্তে ব্যাঙ্ক বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন সিবিআইয়ের, একাধিক ভুয়ো অ্যাকাউন্টে একই ব্যক্তির সই বলে সন্দেহ, পরীক্ষা করতে নেওয়া হচ্ছে হ্যান্ড রাইটিং এক্সপার্টের সাহায্য, খবর সূত্রের। সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় হাতির পালের তাণ্ডব। খড়কাটা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৪০টি হাতি। খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে হাতির পাল। প্রায় দেড়শো বিঘা জমির ফসল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। পাঁচটি মাটির বাড়ি ভেঙে গিয়েছে। হাতির হানায় গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। খবর দেওয়া হয়েছে, গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের।
ঠান্ডায় জবুথবু রাজ্য। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতায় পারদ দশের ঘরে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। পুরুলিয়ায় তাপমাত্রা সাতের নীচে।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল। গতকাল পূর্ব মেদিনীপুরে ভগবানপুর, খেজুরির বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। আজ রামনগরে যেতে পারেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা।
পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতাদের পচা পুকুরে চুবিয়ে রাখার দাওয়াই। বিজেপি নেতাদের পচা পুকুরে চুবিয়ে রাখার দাওয়াই তৃণমূল জেলা সভাপতির। 'একটা দল মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, বিভাজনের রাজনীতি করছে, 'ধাপ্পাবাজ নেতাদের চুবিয়ে রাখুন, চোখ খুললেই মমতা-অভিষেক দেখবে', গাজোলে বিজেপিকে হুঙ্কার তৃণমূল জেলা সভাপতি আব্দুল রহিম বক্সীর। মানুষই ওদের পচা পুকুরে চোবাবে সেই ভয়ে এসব বলছে, পাল্টা বিজেপি।
বাঁকুড়ার ঘুটগড়িয়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল। ঘেরাও করা হয় বিজেপির পঞ্চায়েত প্রধানকে। একই দিনে তৃণমূল পরিচালিত মেজিয়া পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজনপোষণের অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল জেলা সিপিএম নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে, বাংলায় এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের প্রতিনিধি দল। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে গিয়েই, ভগবানপুর ১ নম্বর ব্লকে, বিডিও অফিসের সামনে, বিক্ষোভের মুখে পড়লেন সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ! কোনওক্রমে ঘেরাওমুক্ত হওয়ার পরে, বিভিন্ন গ্রাম পরিদর্শন শুরু করে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি।
রাজ্যের যে কোনও জায়গায়, মহিলাদের বিরুদ্ধে যে কোনও অপরাধের অভিযোগকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে। তা না করলে, অবধারিতভাবে পুলিশ সুপার এবং কমিশনার পদমর্যাদার অফিসারদের বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। অবিলম্বে রাজ্য পুলিশের ডিজিকে এই মর্মে নির্দেশকা জারি করতে বলল কলকাতা হাইকোর্ট।
সিউড়ির সমবায় ব্যাঙ্কে ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ। সিবিআইয়ের দাবি, অ্যাকাউন্টগুলির মাধ্যমে ১০ কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে। কার নির্দেশে দিনের পর দিন এই এই কাজ হল? ১৭৭টি অ্যাকাউন্ট খুলল কারা? উত্তর খুঁজতে শুক্রবার নিজাম প্য়ালেসে ব্যাঙ্ক ম্যানেজারকে তলব করল সিবিআই।
প্রেক্ষাপট
ওড়িশার কালাহান্ডির লজ্জা এবার জলপাইগুড়িতে (Jalpaiguri)। হাসপাতালের সামনেই অ্যামবুল্যান্সের সারি, টাকা দিতে না পারায় কাঁধে মায়ের দেহ নিয়েই হাঁটল ছেলে!
আছে সরকারি প্রকল্প। তাও ফেরাল হাসপাতাল। জলপাইগুড়িতে মায়ের দেহ নিয়েই হাঁটল ছেলে! বিতর্কের মুখে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সুপারের।
দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া শিলিগুড়িতে (Siliguri)। স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো খালে ফেলে নিখোঁজ ডায়েরি করল স্বামী। জেরায় অপরাধ কবুল, দাবি পুলিশের।
আবাস-দুর্নীতির (Awas Yojana Scam) শিকড় খুঁজতে এসে ভগবানপুরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল। ১০০ দিনের টাকা বকেয়া থাকার অভিযোগ। চুরিতে বাধা, তাই আপত্তি, খোঁচা শুভেন্দুর।
আবাস-তদন্তে মালদা-পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) কেন্দ্রীয় দল। নেপথ্যে রাজনীতি, বাড়ি নিয়েছে বিজেপি নেতারাও, আক্রমণে মমতা। চুরি ধরা পড়ার ভয়, খোঁচা বিজেপির।
গরুপাচারের তদন্তে সিউড়ির সমবায় ব্যাঙ্কে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। বেনামি সন্দেহে ১৭৭টি অ্যাকাউন্ট, কোটি কোটি টাকার হদিশ। সমবায় ব্যাঙ্কে একের পর এক বেনামি অ্যাকাউন্ট খুলে কি গরুপাচারের কালো টাকা সাদা? অ্যাকাউন্টের সঙ্গে খাদ্য দফতরের কী যোগ? তদন্তে সিবিআই।
গরুপাচার মামলায় (Cow Smuggling Case) ফের জেল। হাইকোর্টে (High Court) ধাক্কা খাওয়ার পরে জামিনের আবেদনই করলেন না অনুব্রত। আসানসোল কোর্টে উধাও অনুগামীদের ভিড়।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ, সুবীরেশ, কল্যাণময়-সহ ৭জনের ফের জেল। কোন এজেন্ট মারফত অযোগ্যদের চাকরি? প্রকাশ্যে আনতে বলল হাইকোর্ট।
নম্বর-বিভ্রাটে চাকরি চেয়ে অনামিকার মামলা। অঙ্কিতার কাছ থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকা এফডি করতে ববিতাকে নির্দেশ হাইকোর্টের। সোমবার শুনানি।
চাকরির বৈধতা প্রমাণে ব্যর্থ। প্রাথমিকে আরও ৫৯ শিক্ষকের চাকরি বাতিল, বেতন বন্ধের নির্দেশ বহাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
চাকরিপ্রার্থীকে রহস্যজনক ফোন সম্ভবত নদিয়ার প্রাথমিক সংসদের চেয়ারম্যানের। কোর্টে দাবি সিবিআইয়ের (CBI)। জিজ্ঞাসাবাদের নির্দেশ বিচারপতির। ইতিমধ্যেই অপসারিত, জানাল রাজ্য।
আরও বাড়ল ডিএলএডে (DLed) ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ। এনসিটিই-র গাইডলাইন অমান্য করে কীভাবে ভর্তি, পিছনের দরজা দিয়ে ভর্তি নিচ্ছেন? পর্ষদকে ভর্তসনা, বিচারপতির।
প্রকাশিত হল ২০২৩-র চূড়ান্ত ভোটার তালিকা। বাংলায় নতুন ভোটার সাড়ে ১৩ লক্ষ। ১৮ থেকে ১৯ বছরের ভোটার ২ শতাংশেরও বেশি। ৪লক্ষের নাম বাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -