West Bengal News Live: পিএসির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী
West Bengal News Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
পিএসির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী। ভাঙছে পরম্পরা, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। অন্য দলে যোগের প্রমাণ নেই, পাল্টা অধ্যক্ষ।
মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কাঁথি থানায় দিলীপের বিরুদ্ধে মামলা। তীব্র আক্রমণ অভিষেকের। বিভ্রান্তির জন্য শাসকদলই দায়ী, পাল্টা সুকান্ত।
সৌগতর পর এবার রাজ্যপাল নিয়ে বিস্ফোরক দাবি সুদীপের
পাহাড় ছাড়িয়ে যে কোনও সময় সমতলেও প্রকোপ দেখা দিতে পারে নাইরোবি ফ্লাইয়ের। অনুমান পতঙ্গবিদদের। সতর্ক থাকার পাশাপাশি, রাতে মশারি টাঙানোর পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
শিক্ষক-দমকলের পরে এবার বিধানসভার কর্মী নিয়োগেও দুর্নীতি? বিধানসভার কর্মী নিয়োগে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। অষ্টম ও মাধ্যমিকের ভুয়ো মার্কশিট দিয়ে নিয়োগের অভিযোগ শুভেন্দুর। ভুয়ো মার্কশিট দিয়ে তৃণমূলের ক্যাডার নিয়োগের অভিযোগ বিরোধী দলনেতার।
কালীঘাটকাণ্ডের জের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হল বিবেক সহায়কে। বিবেক সহায়ের জায়গায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে আইপিএস পীযূষ পাণ্ডে। পীযূষ পাণ্ডের সঙ্গে সহযোগিতায় থাকবেন মনোজ বর্মা। রাজ্য পুলিশের নতুন ওএসডি মৃত্যুঞ্জয় কুমার সিংহ, দেওয়া হল ডিজি র্যাঙ্ক। ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হলেন অজয় ঠাকুর। সরানো হল চন্দননগরের সিপি অর্ণব ঘোষকে । চন্দননগরের নতুন পুলিশ কমিশনার অমিত জাভালগি।
কালীঘাট ছেড়ে এবার হাওড়ার ভোটার মুখ্যমন্ত্রীর ভাই বাবুন! ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ছেড়ে শিবপুরের ভোটার হলেন বাবুন।
করোনা আবহের মধ্যে যখন আতঙ্ক বাড়াচ্ছে নাইরোবি ফ্লাই, তখন শহরে ফের স্ক্রাব টাইপাসের হানা! পরিস্থিতি মোকাবিলায় তত্পর স্বাস্থ্য দফতর। রাজ্যের ৪৪টি ল্যাবে পাঠানো হচ্ছে বিশেষ কিট।
বেলাগাম ভোজ্য তেল (Edible Oil Price), লিটারে অন্তত ১০ টাকা দাম কমাতে বলল কেন্দ্র (Central Government)। এক সপ্তাহের মধ্যে লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত দাম কমাতে নির্দেশ। দেশজুড়ে একই ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম একই দাম রাখতে বলল কেন্দ্র।
যাত্রীদের নিয়ে দরজা খোলা রেখেই চলল মেট্রো! কুঁদঘাট থেকে কালীঘাট দরজা খোলা রেখেই চলল মেট্রো!
জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিজেপির তৈরি করা মঞ্চে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুরের নেপথ্যে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর হাত রয়েছে, অভিযোগ শুভেন্দু অধিকারীর। পাল্টা উত্তর দিয়েছেন উদয়ন গুহও!
কালী নিয়ে মহুয়া মৈত্রের মন্তব্যে তোলপাড়, বিজেপির পরপর অভিযোগ। কোচবিহার, বাঁকুড়া, পঃ বর্ধমান, আলিপুরদুয়ার, বালুরঘাটে অভিযোগ দায়ের। দিল্লি, মুম্বই, লখনউ, ভোপালে তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর। তৃণমূল সাংসদের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ।
রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজার পার। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৩৫২। রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, তারপরেই দুই ২৪ পরগনা। কলকাতায় একদিনে ৮২৫জন করোনা আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় একদিনে ৫৫২ জন করোনা আক্রান্ত।
এবার দার্জিলিঙেও নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক। সিকিমে ইতিমধ্যেই শতাধিক পড়ুয়া নাইরোবি ফ্লাইয়ে আক্রান্ত। কার্শিয়ং, শিলিগুড়িতে বেশ কয়েকজন ‘নাইরোবি ফ্লাই’ আক্রান্ত।
‘লুকিয়ে লুকিয়ে ফোন করেন রাজ্যপাল’ বিস্ফোরক দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
জিটিএ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সাক্ষাতে অনীত থাপা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রধান
৪৫টি-র মধ্যে ২৭ আসনে জয় অনীত থাপাদের
"গণতন্ত্রে বাক্স্বাধীনতা থাকলেও যা খুশি বলা যায় না। এমন কিছু বলা উচিত নয়, যা অন্যের ভাবাবেগে আঘাত করে।'' মন্তব্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের>
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার বনগাঁর চন্দনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি, চেক বাউন্স করারও অভিযোগ। বনগাঁর চন্দন বলে পরিচিত সুকান্ত ওরফে গোপাল মাহাতোর নামে বনগাঁ থানায় এই অভিযোগ জানিয়েছেন চাকরিপ্রার্থীর বাবা। শিমুলতলার বাসিন্দা প্রশান্ত কুণ্ডুর অভিযোগ, তাঁর মাধ্যমিক পাস মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে গতবছর ৬ লক্ষ টাকা নেন বনগাঁ হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী গোপাল মাহাতো। মুখ খুলতে চাননি অভিযুক্ত।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, শুধু চাকরি পাইয়ে দেওয়া নয়, বদলির নামেও টাকা নিয়েছেন গোপাল মাহাতো। বিচারাধীন বিষয়, আদালত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য এড়িয়েছে তৃণমূল।
বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনেও ‘রাজনীতি’। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে গরহাজির থাকার অভিযোগ অধ্যক্ষর। অধ্যক্ষ সম্মান জানানোর পরে বিধানসভায় গেলেন শুভেন্দু। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিরোধী দলনেতা।
মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, দিলীপকে তোপ অভিষেকের
শ্যামাপ্রসাদের জন্মদিনে ফের রাজ্যের গণতন্ত্র নিয়ে সরব রাজ্যপাল
কালী বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে এফআইআর দায়ের। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ভবানীপুরে শুভেন্দুর বিরুদ্ধে অখিল ভারতীয় হিন্দু মহাসভার বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ। বিজেপিকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। তৃণমূলের সাজানো বিক্ষোভ, দাবি শুভেন্দুর। বিজেপিতে গেলেই সবাই সাফ, পাল্টা অভিযোগ বিক্ষোভকারীদের
অর্জুন সিংহের জেড ক্যাটিগরির নিরাপত্তা তুলে নিল কেন্দ্রীয় সরকার। সাংসদের দাবি, না জানিয়ে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। কিছু হলে দায়ী থাকবে কেন্দ্র। হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল নেতা। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
নাইরোবি ফ্লাই কামড়ায় না বা হুল ফোটায় না। অসাবধানতাবশত পোকার গায়ে ঘষা লাগলে বা চাপ দিলে তার শরীর থেকে যে রাসায়নিক বের হয়, তা মানুষের ত্বকের সংস্পর্শে এসে পুড়িয়ে নষ্ট করে দেয়। বড় ফোসকা পড়ে। জ্বালা, ব্যথা দু’ই-ই থাকে। ওষুধ বা মলম নাগালে ৩-৪ দিনের মধ্যে নিরাময়ের সম্ভাবনা।
পয়গম্বরকে নিয়ে মন্তব্য বিতর্ক মামলায় হাজিরার জন্য নূপুর শর্মাকে আর সময় দিতে রাজি নয় কলকাতা পুলিশ। লুকআউট নোটিস জারির পরে গতকাল ফের নারকেলডাঙা থানায় চিঠি দিয়ে হাজিরার জন্য সময় চান নূপুর শর্মা। সূত্রের খবর, সেই আবেদন নাকচ করে নূপুরকে দ্রুত হাজিরা দিতে বলেছে কলকাতা পুলিশ।
মা কালী নিয়ে মহুয়া মৈত্রর মন্তব্যের প্রতিবাদ, বিক্ষোভ। বউবাজার থানায় ডেপুটেশন জমা দিলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। নেতৃত্বে ছিলেন রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। নিউমার্কেট থানার বাইরেও মহুয়া মৈত্রের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ বিজেপির।
এবার সিকিম ছাড়িয়ে পাহাড়েও নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক। পতঙ্গবিদদের আশঙ্কা, সমতলেও এই পোকার প্রকোপ দেখা দিতে পারে। বর্তমানে যে পরিবেশ, আবহাওয়া ও তাপমাত্রা রয়েছে, তা এই পোকার বেড়ে ওঠার পক্ষে অনুকূল। ঝোপঝাড়, আগাছার জঙ্গল-সহ বিভিন্ন জায়গায় নাইরোবি ফ্লাই থাকার সম্ভাবনা। বিশেষজ্ঞ চিকিত্সকরা বলছেন, কলকাতাতেও হানা দিয়েছে নাইরোবি ফ্লাই। আক্রান্ত রোগীরা চিকিত্সার জন্য আসছেন। বিশেষজ্ঞদের মত, বর্ষায় এই ধরনের পোকার উপদ্রব বাড়ে।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব সিপিএম। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ট্যুইট, সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মোদি সরকারের ক্ষমাহীন আক্রমণ। সরকারের ঘরে অর্থ তুলতে আমজনতার জীবন ধ্বংস না করে, ধনী ব্যক্তিদের ওপর কর চাপানো হোক। ট্যুইট সীতারাম ইয়েচুরির।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপি দফতরে অনুষ্ঠান। মুরলীধর সেন লেনে দলের রাজ্য দফতরে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিন্হার মতো নেতারা। এদিন রেড রোডেও পালিত হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে মামলায় নারকেলডাঙা থানায় তলব প্রসঙ্গে চিঠি লিখে ফের সময় চাইলেন সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রাণসংশয়ের কথা জানিয়ে সময় চেয়েছেন নূপুর।
জগদ্দল থানার ভাটপাড়ায় বোমাবাজি। গতকাল রাতে জগদ্দল থানার ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের 18 নম্বর গলিতে দুষ্কৃতীরা একটি বোমা ছোড়ে। বোমার আঘাতে কেউ হতাহত হয়নি। তবে বোমাবাজির ঘটনায় এলাকায় আতঙ্ক
কোচবিহারের দিনহাটায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানের আগে মঞ্চ ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা শহরের ১ নম্বর ওয়ার্ডে আজ বিজেপির তরফে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনের আয়োজন করা হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, সকালে মঞ্চ প্রস্তুত করে চলে যাওয়ার পর, অনুষ্ঠানস্থলে চড়াও হয় তৃণমূল কর্মীরা। ভেঙে দেওয়া হয় মঞ্চ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মহুয়া মৈত্রও একটি ট্যুইট করেন। তিনি লেখেন, সঙ্ঘীদের বলছি, মিথ্যা বলে খাঁটি হিন্দু হওয়া যায় না। আমি কোনও সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি। ধূমপান শব্দটিরও উল্লেখ করিনি। আপনাদের বলছি, তারাপীঠে গিয়ে দেখে আসুন, মা কালীকে ভোগ হিসেবে কী খাবার ও পানীয় দেওয়া হয়। জয় মা তারা।
মা কালী বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য ঘিরে বিতর্ক। যদিও এ প্রসঙ্গে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্য সমর্থন করে না। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ ধরনের মন্তব্যের কড়া নিন্দা করছে বলেও ট্যুইট বার্তায় জানিয়েছে শাসকদল।
মা কালী নিয়ে মহুয়া মৈত্রর মন্তব্যের প্রতিবাদ। আজ সকাল ১১টা নাগাদ বউবাজার থানায় ডেপুটেশন জমা দেবেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। নেতৃত্বে রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী।
ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে আজ প্রশাসনের সঙ্গে বৈঠক আন্দোলনকারীদের। সকাল ১১টা নাগাদ বারুইপুরে মহকুমা অফিসে বৈঠক। জেলাশাসক-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন আন্দোলনকারীরা। ভাঙড়ের জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, ২০১৮ সালে এলাকার উন্নয়ন ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার-সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়।কিন্তু সেই চুক্তি মেনে কাজ হচ্ছে না।
একুশে জুলাইয়ের দেওয়াল লিখন ঘিরে মালদার হরিশ্চন্দ্রপুরে রাজনৈতিক তরজা। বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে দেওয়াল লেখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, একুশে জুলাইয়ের নাম করে পঞ্চায়েত ভোটের আগে দেওয়াল দখল করছে তৃণমূল।
২০১৪ সালের টেটে, ২৭৩ জনকে বাড়তি এক নম্বর দেওয়া নিয়ে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ক্ষোভের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের উদ্দেশে বিচারপতি বলেন, পর্ষদ নিজেই নিজের অনিয়মের তদন্ত করবে, সেটা হতে পারেনা।
মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজনের ঢুকে পড়ার ঘটনায়, ক্ষোভ প্রকাশ করলেন তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। কীভাবে একজন ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী ওই সময় ঘর থেকে বেরোলে, মাত্র দশ ফুট দূরেই ছিলেন সন্দেহভাজন।
সুতিতে ভয়াবহ দুর্ঘটনা। গতকাল সুতি থানা এলাকার অজগরপাড়া মোড়ের কাছে একটি অটো ও বাইকে ধাক্কা মারে ১০ চাকার একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। পরে হাসপাতালে গুরুতর আহত আরও ২ জনের মৃত্যু হয়।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার বনগাঁর চন্দনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। বনগাঁর চন্দন বলে পরিচিত সুকান্ত ওরফে গোপাল মাহাতোর নামে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন চাকরিপ্রার্থীর বাবা। শিমুলতলার বাসিন্দা প্রশান্ত কুণ্ডুর অভিযোগ, তাঁর মাধ্যমিক পাস মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে গতবছর ৬ লক্ষ টাকা নেন বনগাঁ হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী গোপাল মাহাতো। মুখ খুলতে চাননি অভিযুক্ত।
গত দু’ মাসে ১০৩ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে ১৯ মে, ৩ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম ১ হাজার ২৯ টাকা হয়েছিল। তার আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮ টাকা কমে হয়েছে ২ হাজার ১৩২ টাকা।
আরও বাড়ল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। এর আগে ১৯ মে, ৩ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম ১ হাজার ২৯ টাকা হয়েছিল। তার আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম।
গত দু’দিন ধরে বেশ কয়েকটি রুটে দেখা মিলছে না সরকারি বাসের। রাজাবাজার, পার্ক সার্কাস, টালিগঞ্জ ট্রামডিপো থেকে সোম ও মঙ্গলবার বেরোয়নি সরকারি বাস। তেল সঙ্কটের জন্যই ওই সমস্ত ডিপোর সরকারি বাস এই দু’দিন রাস্তায় নামেনি বলে জানিয়েছেন বাস কর্মচারীরা। ফলে ভোগান্তি বেড়েছে আমজনতার। তবে গতকাল রাতে তেল আসায় আজ সকালে রাস্তায় নেমেছে কয়েকটি সরকারি বাস।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
- লেটারহেডে নাম লিখে শিক্ষকের চাকরির সুপারিশ করেছিলেন ৩ তৃণমূল বিধায়ক অখিল, অসীম, শুভ্রাংশু। ডিভিশন বেঞ্চে তালিকা দিয়ে মামলা।
- লেটারহেডে চাকরির সুপারিশ, হাইকোর্টে তালিকা দিয়ে মামলা। সইয়ের সত্যতা নিয়েই প্রশ্ন অখিল-শুভাংশুর। কিছু মনে নেই, দাবি অসীম মাজির।
- নিজেরাই নিজেদের অনিয়মের তদন্ত করবেন, তা হতে পারে না। নিয়োগে দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হাইকোর্টের ভর্ত্সনা।
- মনে হল কাউকে ১ নম্বর করে দেবেন, দিয়ে দিলেন! নিয়োগে দুর্নীতি মামলায় পর্ষদকে প্রশ্ন হাইকোর্টের। বক্তব্য লিখিতে আকারে না দেওয়ায় তিরস্কার।
- শিক্ষক নিয়োগে দুর্নীতি, ক্ষোভকে কাজে লাগাতে চায় বিজেপি। বঞ্চিতদের বুথ সভাপতি করার বার্তা শুভেন্দুর। কুৎসিত মনোভাব, পাল্টা কুণাল।
- লোকসভা ভোটের আগেই বাংলায় কার্যকর হবে সিএএ। ফের হুঙ্কার বিজেপির। বিভ্রান্তি ছড়িয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, অভিযোগ তৃণমূলের।
- সিবিআই জিজ্ঞাসাবাদের পর প্রথমবার সাংবাদিক বৈঠকের পরেই আশ্বাস অনুব্রতর।
- জামার আড়ালে রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ৭ ঘণ্টা! কীভাবে ঢুকল হাফিজুল, কাদের গাফিলতি? এবার তদন্তে সিট গঠন করল লালবাজার।
- মুখ্যমন্ত্রীর সুরক্ষায় আরও কড়াকড়ি। কালীঘাটের বাড়ি থেকে নবান্ন। পুলিশকর্মীদের মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা রিজার্ভ ফোর্সের।
- মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন, পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন ভাইয়ের। (বাইট-যেখানে মাছি গলার কথা নয়, সেখানে একটা মানুষ ৭/৮ ঘন্টা ধরে বসে রয়েছে!
- মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। দেখলেন উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাতের নিরাপত্তা ব্যবস্থা।
- ডোমকলে বোমা বাঁধতে গিয়ে দুষ্কৃতীর মৃত্যু, হাত উড়ল সঙ্গীর। এনআইএ চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর। নিজেরাই তো ঘটাচ্ছে, পাল্টা কুণাল।
- পাওয়ার গ্রিড নিয়ে ফের উত্তপ্ত ভাঙড়। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বিক্ষোভ। হঠকারিতা ঠিক নয়, বার্তা ফিরহাদের। আজ বৈঠকে এসডিও।
- এবার এক ছবিতে মিঠুন-দেব। সল্টলেকে শুরু প্রজাপতি-র শ্যুটিং। মৃগয়ার পর ৪৬ বছর বাদে একসঙ্গে দেখা যাবে মিঠুন-মমতাশঙ্করকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -