West Bengal News Live: জাতীয় শিক্ষা নীতি নয়, নিজস্ব শিক্ষানীতি আনছে রাজ্য

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 07 Apr 2022 11:33 PM
West Bengal News Live: ৫৮ সেকেন্ড ধরে জাতীয় সঙ্গীত, বিজেপির বিরুদ্ধে থানায় তৃণমূল

৫২ সেকেন্ডের জাতীয় সঙ্গীত ৫৮ সেকেন্ড ধরে গাওয়া হয়েছে। এই অভিযোগে শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ জানাল তৃণমূল। গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।

West Bengal News Live: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদে প্রতিবাদ তৃণমূলের

মানুষের দুর্ভোগ বাড়িয়ে হু হু করে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। আর এতেই অগ্নিমূল্য হচ্ছে বাজার। এই অবস্থায় কেন্দ্রকে বিঁধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। এই প্রেক্ষিতে রাজ্যকে তার কর কমানোর পরামর্শ দিয়েছে বিজেপি।

West Bengal News Live: প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক শিক্ষাবিদ

শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি বলেন, 'আগেও মনে হয়েছে, যেভাবে কেন্দ্রীয় সরকার তৈরি করেছে তা প্রধানত আমেরিকার অনুকরণ হয়েছে। যে পদ্ধতিতে তৈরি হয়েছে সেটা এই দেশে হয় না।'

West Bengal News Live: ২ মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিটি

২ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে কমিটিকে। রিপোর্টের ভিত্তিতে তৈরি হবে রাজ্যের শিক্ষানীতি। জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

West Bengal News Live: ১০ সদস্যের কমিটি গঠন রাজ্য সরকারের

১০ সদস্যের কমিটি গঠন সরকারের। কমিটিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। রয়েছেন সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহপ্রসাদ ভাদুড়িও

West Bengal News Live: দ্রুত ঘোষিত হবে রাজ্যের শিক্ষানীতি: শিক্ষামন্ত্রী

কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি রাজ্যের উপর চাপাতে চাইছে। কেন্দ্রের ফতোয়া মানি না, দ্রুত রাজ্যের শিক্ষানীতি ঘোষণা হবে। জানালেন শিক্ষামন্ত্রী।

West Bengal News Live: আসছে রাজ্যের নিজস্ব শিক্ষানীতি

জাতীয় শিক্ষা নীতি নয়, নিজস্ব শিক্ষানীতি আনছে রাজ্য। এবিপি আনন্দকে জানালেন শিক্ষামন্ত্রী।

West Bengal News Live: তদন্তের আওতায় আনা যাবে রাজনৈতিক নেতাকেও, এসএসসি মামলায় নির্দেশ হাইকোর্টের

উপদেষ্টা কমিটির অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা যাবে। রাজনৈতিক নেতাকে তদন্তের আওতায় আনতে বাধা নেই সিবিআইয়ের। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির।

West Bengal News Live: এসএসসি মামলায় সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের

এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সিবিআই-কে কালকের প্রাথমিক রিপোর্ট দিতে হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের।

West Bengal News Live: জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূল সাংসদদের

সংসদ ভবন চত্বরে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ধর্নায় সামিল হলেন তৃণমূল সাংসদরা।

West Bengal News Live: ঝালদাকাণ্ডে সিসিটিভি ফুটেজের খোঁজে সিবিআই

ঝালদা থানার সিসিটিভি ফুটেজ চাইল সিবিআই। কিন্তু সিসিটিভি ফুটেজ দিতে পারল না থানা। পুরুলিয়া এসপি অফিসে জমা সিসিটিভি ফুটেজ। বিশেষজ্ঞ দল নিয়ে গিয়ে সেই ফুটেজ নেবে সিবিআই।

West Bengal News Live: ঝালদা থানায় সিবিআইয়ের প্রতিনিধি দল

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে তপন কান্দুর বাড়িতে গেল সিবিআই। পরে যে জায়গায় খুন করা হয়েছিল তপন কান্দুকে সেই জায়গাতেও যায় সিবিআই। ঝালদা থানাতেও গিয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল।

West Bengal News Live: ঝালদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।

West Bengal News Live: বোমা-বন্দুক নিয়ে এলাকা গুঁড়িয়ে দেওয়ার হুমকি চোপড়ার তৃণমূল নেতার

বোমা বন্দুক নিয়ে ১০ মিনিটে এলাকা গুঁড়িয়ে দেব। হুমকি চোপড়ার তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও। হুমকি চোপড়ার হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকির আহমেদের।

West Bengal News Live: ঝালদাকাণ্ডের তদন্তে তৎপর সিবিআই

ঝালদাকাণ্ডের ঘটনাস্থলে সিবিআইয়ের গোয়েন্দারা।

West Bengal News Live: শিল্পতালুকের জমি জরিপ করতে গিয়ে বাধার মুখে প্রশাসন

মেখলিগঞ্জে তিস্তার চরে শিল্পতালুকের জমি জরিপ করতে গিয়ে বাধার মুখে প্রশাসন। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ।

West Bengal News Live: পাকড়াও এফআইআর-এ নাম থাকা দুজনের

ধৃত চার জনের মধ্যে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখ নামে দুজন। এফআইআরে রয়েছে বাপ্পা শেখ ও সাবু শেখের নাম।

West Bengal News Live: রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার চার

রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। ৪ জনকে মুম্বই থেকে গ্রেফতার করল সিবিআই।

West Bengal News Live: রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার চার

রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। ৪ জনকে মুম্বই থেকে গ্রেফতার করল সিবিআই।

West Bengal News Live: তপন কান্দুর বাড়িতে গেল সিবিআই

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে তপন কান্দুর বাড়িতে গেল সিবিআই।

West Bengal News Live: পরের নির্বাচনে আরও বেশি আসনে জেতার দাবি অভিষেকের

পরের নির্বাচনে ২৫০ আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল: অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live: তেলের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে হেনস্থা করছে কেন্দ্র: অভিষেক বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live: 'দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে', বিজেপিকে নিশানা অভিষেকের

'বাবুল জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় বাংলার রাজনীতিতে এসেছেন।' বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: বাবুলের সমর্থনে সভায় বক্তব্য অভিষেকের

বাবুল সুপ্রিয়র সমর্থনে মিছিলের পরে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: শুভেন্দুর বাড়ির দিকে তাক করে লাগানো ক্যামেরা খোলার নির্দেশ হাইকোর্টের

বাড়ির দিকে তাক করে লাগানো ক্যামেরা শুভেন্দুর ব্যক্তিগত নিরাপত্তাকে লঙ্ঘিত করছে। এই ২টি ক্যামেরা খুলে নেওয়া হোক। সিসিটিভি ক্যামেরা মামলায় নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার।

West Bengal News Live: ঝালদাকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের কপি জমা পড়ল আদালতে

ঝালদায় তপন কান্দু খুনের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। জেলা পুলিশের এফআইআরের ভিত্তিতেই করা হয়েছে এফআইআর। পুরুলিয়া আদালতে জানাল সিবিআই।

West Bengal News Live: ড্রোনের নজর মিছিলে

বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিকবাজার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো। ড্রোনে নজরদারি চলছে।

West Bengal News Live: বাবুল সুপ্রিয় সমর্থনে পদযাত্রা, উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বালিগঞ্জের বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় সমর্থনে পদযাত্রা। উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: মাছের দামেও নজর রাখার নির্দেশ

মাছের দাম লাগামে রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সুফল বাংলার মাধ্যমে ন্যায্যমূল্যে মাছ বিক্রির নির্দেশ।

West Bengal News Live: ফলের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফলের বাজারের দাম নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। রমজান মাসে ফলের দামে লাগামের রাখার নির্দেশ।

West Bengal News Live: সুফল বাংলার স্টলে তরমুজ, পেপের দাম কমানোর প্রস্তাব

‘তৃণমূল যা প্রতিশ্রুতি দিয়েছিল জেতার পরে করেছে’, এদিন নবান্নের বৈঠকে এমনটাই জানালেন মমতা। 

West Bengal News Live Updates: ‘প্রয়োজনে সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়াতে হবে’

‘রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারের সুফল বাংলা স্টল চালু আছে। বাজার দরের থেকে কম দামে বিক্রি হচ্ছে সুফল বাংলায়। রাজ্যে ৩৩২টি সুফল বাংলা স্টল বাংলাজুড়ে। ৩৩২টি থেকে বাড়িয়ে ৫০০ সুফল বাংলার স্টল তৈরির প্রস্তাব। প্রয়োজনে সুফল বাংলা স্টলের সংখ্যা বাড়াতে হবে’। 

West Bengal News Live: ‘দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে’

‘জিনিসের দাম এত বেড়েছে, যেন রান্নাঘরে আগুন জ্বলছে, হাতের থেকে সবকিছু যেন বেরিয়ে যাচ্ছে। রোগের কারণে আলুর উৎপাদন ২৫ শতাংশ কমতে পারে। দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে', জানালেন মমতা 

West Bengal News Live Updates: দুয়ারে সরকার নিয়ে ঘোষণা

‘৫ মে থেকে ৫ জুন দুয়ারে সরকার চলবে’, জানালেন মমতা

West Bengal News Live: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা

‘পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে’

West Bengal News Live Updates: মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী

‘মূল্যবৃদ্ধি কেন্দ্রের বিষয়, কিন্তু কেন্দ্র কিছু করছে না’

West Bengal News Live: বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো অভিষেকের

বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সমর্থনে রোড শো।  রোড শো-তে যোগ দিতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো বালিগঞ্জ থেকে যাবে মল্লিকবাজার পর্যন্ত। 

West Bengal News Live Updates: ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল

দলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে অপসারণে মদতের অভিযোগ  ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল। কোচবিহারের সিতাইয়ের ঘটনা। অপসারণের বিষয়ে জানেন না, দাবি তৃণমূলের ব্লক সভাপতির।  এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 

West Bengal News Live: পোশাক ফতোয়ার বিরোধিতায় পোস্টার জলপাইগুড়িতে

পোশাক ফতোয়ার বিরোধিতায় প্রাক্তনী সম্মিলনী মঞ্চের ব্যানারে মিছিল করে প্রাক্তনীরা। মিছিলে দাবি ছিল, সব স্কুলে এক রঙের ইউনিফর্ম, ঐতিহ্যনাশকারী এই সিদ্ধান্ত মানছি না।

West Bengal News Live Updates: তৃণমূল শ্রমিক সংগঠনেরই বাস ও অটো ইউনিয়নের সংঘর্ষ

উত্তর ২৪ পরগনার বনগাঁয় তৃণমূল শ্রমিক সংগঠনেরই বাস ও অটো ইউনিয়নের সংঘর্ষে ধুন্ধুমার। চলল দেদার ইটবৃষ্টি। দু’পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগ, অটো ইউনিয়নের কার্যালয়ের সামনে পাঁচিল তুলে দেওয়া হয় বাস ইউনিয়নের তরফে। এই নিয়ে অটো ইউনিয়নের সদস্যরা থানায় অভিযোগ জানাতে যাওয়ার সময় দুপক্ষে সংঘর্ষ বাধে।   

West Bengal News Live: অনুব্রতর শারীরিক অবস্থার তথ্য চেয়ে এসএসকেএমে সিবিআই আধিকারিক

কেমন আছেন অনুব্রত? তথ্য চেয়ে এসএসকেএমে সিবিআই।  অনুব্রতর শারীরিক অবস্থার তথ্য চেয়ে আবেদন সিবিআইয়ের। এসএসকেএমে সিবিআইয়ের আধিকারিক। তথ্য চাইলেন মেডিক্যাল সুপারের কাছে। 

West Bengal News Live Updates: ‘পেটে খিদে থাকলে পকেটে টাকা না থাকলে কেমন লাগে জানেন?’

নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

West Bengal News Live: নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ

নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।  নতুন FIR দায়ের করে তদন্ত করবে সিবিআই।

West Bengal News Live Updates: অনুব্রত কেমন আছেন?

আজও এসএসকেএমেই থাকছেন অনুব্রত। ‘অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার সামান্য উন্নতি, কমেছে অক্সিজেন নির্ভরতা, রয়েছে ধড়ফড়ানি। ‘স্লিপ অ্যাপনিয়া ও ধড়ফড়ানির কারণে রাতে ভাল ঘুম হয়নি’, নতুন করে আজ আর পরীক্ষার প্রয়োজন নেই’, কাল অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড। 

West Bengal News Live: সিবিআই তদন্তে কেন বাধা দিচ্ছে রাজ্য সরকার?

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তে কেন বাধা দিচ্ছে রাজ্য সরকার? বগটুইকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে রাজ্য সরকার তো কোনও বাধা দেয়নি।এই প্রশ্ন তুললেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। 

West Bengal News Live Updates: মাছের দামেও আগুন

হাওড়ার পাইকারি মাছের বাজারে দামে আগুন। ভিন রাজ্যে থেকে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫টি ট্রাক আসত।  কিন্তু জ্বালানির দাম বাড়ায় ট্রাকের সংখ্যা কমেছে। ফলে মাছের আমদানি কমেছে। মাছ ব্যবসায়ীদের বক্তব্য, সব ধরনের মাছের দাম গড়ে কেজিপ্রতি ৩০ শতাংশ বেড়েছে। 

West Bengal News Live: বন্ধ হয়ে গেল অশোক হল হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল

আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হল অশোক হল হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলও। 

West Bengal News Live Updates: রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট পেশ

রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্ট পেশ। ‘তদন্তভার নেওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে, ভাদু শেখের বাড়ি ও আশেপাশে মানুষ হাঁটাচলা করেছে। তথ্যপ্রমাণ বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, আদালত নির্দেশ দিলে আমরা তদন্তভার গ্রহণ করব’। 

West Bengal News Live: গবেষক শুভদীপ রায়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের গবেষক শুভদীপ রায়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। সোমবার হরিণঘাটা ক্যাম্পাসে ল্যাবের মধ্যে তাঁর অচৈতন্য দেহ মেলে। হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।  পুলিশ সূত্রে খবর, মৃতের কাছে একটি সুইসাইড নোট মিলেছে।  অভিযোগ, যাঁর অধীনে তিনি গবেষণা করছিলেন, সেই অধ্যাপক তাঁর সঙ্গে সহযোগিতা করছিলেন না। মানসিক চাপ সহ্য করতে গবেষক আত্মঘাতী হয়েছেন, এই অভিযোগও উঠেছে। দমদমের বাসিন্দা শুভদীপের মা থানায় অভিযোগ দায়ের করেছেন। 

West Bengal News Live Updates: তপন কান্দুর খুনের ঘটনায় ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই। এই উদ্দেশ্যে পুরুলিয়া কোর্টে আজ আবেদন জানাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

West Bengal News Live: কেমন আছেন অনুব্রত?

বিআই দফতরে না গিয়ে গতকালই এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ তাঁর চিকিত্‍সার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে মেডিক্যাল বোর্ড।  হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের অক্সিজেন নির্ভরশীলতা কিছুটা কমলেও প্যালপিটেশন কমেনি।  এই অবস্থায় বাড়িতে তাঁর চিকিত্‍সা সম্ভব, না কি, হাসপাতালে রেখে চিকিত্‍সা করতে হবে, সেই বিষয়টিও মেডিক্যাল বোর্ডে আলোচনা হবে বলে সূত্রের খবর।

West Bengal News Live Updates: অনুব্রত মণ্ডলকে নিয়ে করণীয় জানতে দিল্লির সদর দফতরের অপেক্ষা

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে করণীয় কী, তা জানতে এখন দিল্লির সদর দফতরের মতামতের অপেক্ষায় সিবিআই।  গতকালই সিবিআই দফতরে না গিয়ে এসএসকেএম-এ অসুস্থতার কারণে ভর্তি হন অনুব্রত।

West Bengal News Live: বন্ধ করে দেওয়া হল জিডি বিড়লা স্কুল

আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হল G D বিড়লা স্কুল। আজ সকালে নোটিস দিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দেয়, পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই স্কুলের সামনে অভিভাবকদের আন্দোলন চলছিল। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।  

West Bengal News Live Updates: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পূর্ণিমা কান্দু

ঝালদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে, এই খবর সামনে আসার পরই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পূর্ণিমা কান্দু। তাঁর প্রশ্ন, যেহেতু তাঁর স্বামী কংগ্রেস করতেন, তাই কি সরকারের এই পদক্ষেপ? ঘটনায় অভিযুক্তদের আড়াল করতেই কি সিবিআই তদন্তে বাধা দিচ্ছে সরকার, এই প্রশ্নও তুলেছেন তিনি।

West Bengal News Live: জ্বালানির দাম নিয়ে কংগ্রেসের প্রতিবাদ

জ্বালানি সহ জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ আন্দোলনের কর্মসূচি নিয়েছে কংগ্রেস।  

West Bengal News Live Updates: টানা বৃষ্টিতে কোচবিহার শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন

গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে কোচবিহার শহরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই কোচবিহারে বৃষ্টি হচ্ছে। জেলা কৃষি দফতরের আশঙ্কা, গত কয়েকদিনের বৃষ্টিতে ফসলেরও ক্ষতি হতে পারে। 

West Bengal News Live: সোনারপুরে মোবাইল ফোনের দোকানে চুরি

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়।  সোনারপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, সোনারপুর মোড়ে গত রবিবার ভোরে ওই চুরির ঘটনা ঘটে।  সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৫ দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে দোকানের সামনে জড়ো হয়। তারপর চাদর দিয়ে দু’জন দোকানের দরজা আড়াল করে। এরপর ৩টি ব্যাগ বোঝাই মোবাইল ফোন ও বিভিন্ন সামগ্রী নিয়ে দুষ্কৃতীরা বেমালুম বেরিয়েও যায় দোকান থেকে।  দোকান মালিকের দাবি, প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের সামগ্রী চুরি হয়েছে। সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।  

West Bengal News Live Updates: সিবিআই তদন্তে কেন বাধা দিচ্ছে রাজ্য সরকার?

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তে কেন বাধা দিচ্ছে রাজ্য সরকার? বগটুইকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে রাজ্য সরকার তো কোনও বাধা দেয়নি।এই প্রশ্ন তুললেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু। রাজ্য সরকার ঝালদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে, এই খবর সামনে আসার পরই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পূর্ণিমা কান্দু। তাঁর প্রশ্ন, যেহেতু তাঁর স্বামী কংগ্রেস করতেন, তাই কি ঘটনা ধামাচাপা দিতেই সরকারের এই পদক্ষেপ? ঘটনায় অভিযুক্তদের আড়াল করতেই কি সিবিআই তদন্তে বাধা দিচ্ছে সরকার, এই প্রশ্নও তুলেছেন তিনি।  পূর্ণিমা কান্দুর অভিযোগ, সিবিআই তদন্তে নেমে পরার পর ভয় পেয়েই সরকারের এমন আচরণ।  

West Bengal News Live: বড়সড় মাদক কারবারের পর্দাফাঁস

মালদায় কোটি কোটি টাকার বড়সড় মাদক কারবারের পর্দাফাঁস। ১২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হল এক দম্পতিকে। গতকাল রাতে মালদার ইংরেজবাজারের স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করার চেষ্টা হচ্ছিল। উদ্ধার হয়েছে আড়াই কেজি মাদক।  ধৃত দম্পতি মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা।  উত্তর পূর্ব ভারতে মাদক পাচারের ছক ছিল বলে অনুমান তদন্তকারীদের।   

West Bengal News Live Updates: নিষিদ্ধ ওষুধে নজর

কলকাতার এক ওষুধের দোকান ও গুদামে হানা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ ও ট্যাবলেট। দোকান মালিক সহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর। 

West Bengal News Live: সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।  আজই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানোর সম্ভাবনা। গত ৪ এপ্রিল সিবিআই-কে এই মামলার তদন্তভার দেয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ।  ঝালদাকাণ্ডে গতকালই FIR দায়ের করে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। আর গতকালই কংগ্রেস কাউন্সিলর খুনের প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে।  

West Bengal News Live Updates: শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন ব্রাত্য

রাজ্যে শিক্ষকদের শূন্য পদ নিয়ে তুঙ্গে উঠল শাসক-বিরোধী তরজা। শুভেন্দু অধিকারীকে জবাব দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইটারে লিখেছেন, বিধানসভায় বিরোধী দলনেতার অতিরিক্ত প্রশ্নের উত্তরে যে সংখ্যার কথা তিনি জানিয়েছিলেন, তা আসলে শূন্য পদ নয়, পূর্ণ পদ। যা মোটের ওপর ৩ লক্ষ ৫৮ হাজার। কিছু দিন আগে পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলনেতা ট্যুইট করেন, রাজ্যে শিক্ষকদের শূন্য পদ ৩ লক্ষ ৫৮ হাজার ৯২০।

West Bengal News Live: আনিসকাণ্ডে গোপন জবানবন্দি

আদালতে গোপন জবানবন্দি দিলেন মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা। সালেম খানের পাশাপাশি এদিন উলুবেড়িয়া আদালতে গোপন জবানবন্দি দেন আনিসের দাদা ও দুই খুড়তুতো ভাই। যদিও আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। আনিস কাণ্ড নিয়ে এদিনও বাগযুদ্ধে জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির।

West Bengal News Live Updates: বাংলা নিয়ে বিস্ফোরক শাহ

রাজ্যসভায় বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন অমিত শাহ। জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলায় গেলে প্রাণ চলে যাবে। পাল্টা হাথরস, উন্নাওয়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল।

প্রেক্ষাপট

কলকাতা: ঝালদার (Jhalda) কংগ্রেস (Congress) কাউন্সিলর তপন কান্দু হত্যার ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।  আজই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানোর সম্ভাবনা। গত ৪ এপ্রিল সিবিআই-কে এই মামলার তদন্তভার দেয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ।  ঝালদাকাণ্ডে গতকালই FIR দায়ের করে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। আর গতকালই কংগ্রেস কাউন্সিলর খুনের প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে।  


রাজ্যে শিক্ষকদের শূন্য পদ নিয়ে তুঙ্গে উঠল শাসক-বিরোধী তরজা। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) জবাব দিয়ে শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু ট্যুইটারে লিখেছেন, বিধানসভায় বিরোধী দলনেতার অতিরিক্ত প্রশ্নের উত্তরে যে সংখ্যার কথা তিনি জানিয়েছিলেন, তা আসলে শূন্য পদ নয়, পূর্ণ পদ। যা মোটের ওপর ৩ লক্ষ ৫৮ হাজার। কিছু দিন আগে পরিসংখ্যান তুলে ধরে বিরোধী দলনেতা ট্যুইট করেন, রাজ্যে শিক্ষকদের শূন্য পদ ৩ লক্ষ ৫৮ হাজার ৯২০।                                                                                                                                   


না শোধরালে ফাঁড়িতে বেঁধে রাখব, তালা মেরে রাখব। এবার প্রকাশ্য সভা থেকে চোপড়ার রামগঞ্জ ফাঁড়ির ওসিকে হুমকি স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের। কটাক্ষ বিজেপির।                                             


আদালতে গোপন জবানবন্দি দিলেন মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা। সালেম খানের পাশাপাশি এদিন উলুবেড়িয়া আদালতে গোপন জবানবন্দি দেন আনিসের দাদা ও দুই খুড়তুতো ভাই। যদিও আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। আনিস কাণ্ড নিয়ে এদিনও বাগযুদ্ধে জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির।                                                                                                


রাজ্যসভায় বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হলেন অমিত শাহ। জে পি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ টেনে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলায় গেলে প্রাণ চলে যাবে। পাল্টা হাথরস, উন্নাওয়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। আর কংগ্রেস কটাক্ষের সুরে বলছে, তৃণমূল-বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।                                                 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.