West Bengal News Live: বারুদের স্তূপে টিটাগড়, ফের বিস্ফোরণ, জখম ২ নাবালক
West Bengal News Live : জেলা জেলা থেকে আসা খবর সবার আগে এই লিঙ্কে ক্লিক করে জানুন ।
আশঙ্কাজনক অবস্থায় একজনকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়। কে, কখন, কী উদ্দেশ্যে মাঠে বোমা রেখে গেছে, তদন্তে পুলিশ। এর আগে বিশ্বকর্মা পুজোর দিন একটি স্কুলে বিস্ফোরণ হয়। যেখানে সেখানে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
বারুদের স্তূপে টিটাগড়, ফের বিস্ফোরণ, জখম ২ নাবালক। টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। সিসি ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্তের ছবি। ঘটনাস্থল থেকে উদ্ধার একটি তাজা বোমা।
খড়গপুর স্টেশনে তড়িদাহত হলেন এক টিকিট পরীক্ষক। অন্য এক টিকিট পরীক্ষকের সঙ্গে তিনি চার নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় একটি বিদ্যুতবাহী তার গায়ে পড়ে এবং তিনি ছিটকে রেল লাইনে পড়ে যান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই চাঞ্চল্য ছড়ায়। জখম ওই টিকিট পরীক্ষককে আরপিএফ ও রেলকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন ভালো আছেন।
পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে গোষ্ঠীবিবাদের জেরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ‘গুলি’। বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। প্রায় ১২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা।
পুলিশের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই আটক। মেডিক্যাল পরীক্ষায় মত্ত থাকার প্রমাণ মিলেছে, দাবি পুলিশের। পুলিশের পাল্টা দাবি রাশিদ খানের স্ত্রী থানায় দুর্ব্যবহার করেন।
সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের গাড়ির চালককে আটক। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক। থানায় সস্ত্রীক রাশিদ খানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।
‘আমাকে মেরে ফেলো, কিন্তু স্ত্রী ও ছেলেকে জড়িও না’, আদালতে দাঁড়িয়ে কাতর আবেদন মানিক ভট্টাচার্যর। তাপস মণ্ডল টাকা তুলে মানিকের কাছে পাঠাতেন, আদালতে দাবি ইডির। সেই টাকা মানিকের হাত ঘুরে যেত ওপর মহলে, বিস্ফোরক দাবি ইডির।
‘সংসদে বেশ কিছু বিপজ্জনক বিল আনছে সরকার। কেন্দ্র জোর করে বিল পাস করাতে চায় সংসদে। শাসক দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় জোর করে বিল পাস করাতে চায়। জোর খাটিয়ে কেন্দ্রের শাসক দল এটা করতে পারে না,’ সংসদীয় দলের বৈঠকের পর বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর।
‘নিয়োগ দুর্নীতিতে কীভাবে জড়িত ছিলেন মানিক? কীভাবে রেজিস্ট্রেশনের নামে বেসরকারি ডিএলএড কলেজ থেকে টাকা নেওয়া হত? মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিকের সংস্থা কীভাবে লাভবান হয়েছে?’ উল্লেখ রয়েছে ১৫০ পাতার চার্জশিটে, খবর সূত্রের।
গ্রেফতারির ৫৮ দিনের মাথায় মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট ইডির। ‘নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতির বিরুদ্ধে চার্জশিট’, আদালতে ১৫০ পৃষ্ঠার চার্জশিট পেশ ইডির। চার্জশিটে নাম রয়েছে মানিকের স্ত্রী ও পুত্রেরও, খবর সূত্রের।
বারুইপুরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোরদায় শ্যুটআউট। কাকা-সহ ২ জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। মূল অভিযুক্ত ফেরার। অভিযুক্তের দাদাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।
আগামী শুক্রবার মোদি-মমতা ভার্চুয়াল বৈঠক। বিকেল ৫টায় হবে এই ভার্চুয়াল বৈঠক। থাকবেন দেশের সবকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে হাজির থাকবেন মমতা। জি টোয়েন্টি সম্মেলন সফল করতে আলোচনা মোদির। এর আগেই এ নিয়ে একদফা বৈঠক করেছেন নরেন্দ্র মোদি।
কলকাতা মেডিক্যাল কলেজে জটিলতা অব্যাহত।
নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারী পড়ুয়ারা।
দুপুরে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের বৈঠক ।
‘গ্রেফতারির ৫৮ দিনের মাথায় মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির’
‘নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতির বিরুদ্ধে চার্জশিট’
আদালতে ১৫০ পৃষ্ঠার চার্জশিট পেশ করতে চলেছে ইডি: সূত্র
চার্জশিটে নাম রয়েছে মানিকের স্ত্রী ও পুত্রেরও
‘নিয়োগ দুর্নীতিতে কীভাবে জড়িত ছিলেন মানিক?’
‘কীভাবে অফলাইনে রেজিস্ট্রেশনের নামে বেসরকারি ডিএলএড কলেজ থেকে টাকা নেওয়া হত?’
‘মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিকের সংস্থা কীভাবে লাভবান হয়েছে?’
উল্লেখ রয়েছে ১৫০ পাতার চার্জশিটে, খবর সূত্রের
ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা।
‘ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায় খুনের চক্রান্ত’।
অভিযোগ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন আক্রান্ত নেতা।
গরুপাচার মামলায় দিল্লি হাইকোর্টে ফের পিছোল অনুব্রতর আবেদন-মামলার শুনানি। পরবর্তী শুনানি ১২ তারিখ। আপাতত কেষ্টকে দিল্লি নিতে পারছে না ইডি।
১৪ দিনের জেল হেফাজত শেষে মানিক ভট্টাচাৰ্যকে আজ ফের আদালতে পেশ করল ইডি। ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ। বাড়তে পারে আরও। আদালতে আগেই দাবি ইডি-র।
বারুইপুরে শ্যুটআউট। কাকা-সহ ২ জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। মূল অভিযুক্ত ফেরার। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন উত্তেজিত জনতার।
বিরোধীদের চক্রান্ত, দাবি সওকত মোল্লার। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কুণালের। বখরা নিয়ে গন্ডগোলের জের, প্রতিক্রিয়া সিপিএমের শমীক লাহিড়ির।
কাইজার আহমেদের বিরুদ্ধে মুখ খোলায় হামলার অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার। মমতা-অভিষেকের কাছে চাইলেন বিচার। হাস্যকর, গট আপ গেম। তদন্তের চ্যালেঞ্জ কাইজারের।
ভাঙড়ে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ির লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি। তাজা বোমা পড়ে রয়েছে এলাকায়। ঘরের মধ্যে গুলির দাগ, পড়ে রয়েছে গুলির খোল।
ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী কয়েকদিন। বজায় থাকবে শীতের আমেজ। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার ডোমকলে। গোপন সূত্রে খবর পেয়ে মাঝরাতে ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। ৭ ডিসেম্বর মাঝরাতে ডোমকলের দক্ষিণ গরীবপুর রেজালপাড়ায় সাবেদ আলি মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় একটি দেশী বন্দুক, এক রাউন্ড গুলি।
বারুইপুরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোরদায় শ্যুটআউট। কাকা-সহ ২ জনকে গুলি করে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। মূল অভিযুক্ত ফেরার। অভিযুক্তের দাদাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার পরই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
প্রায় সাড়ে ৩৪ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ-সহ বিভাগীয় প্রধানরা। তবে ঘেরাও উঠলেও, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় চিকিৎসক পড়ুয়ারা। আজ দুপুর ২টো পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা।
পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে গোষ্ঠীবিবাদের জেরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। ঘটনাস্থলে মিলেছে একটি তাজা বোমাও। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, গতকাল গভীর রাতে বড়ালি গ্রামে তাঁর বাড়ি লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চলে।
১৪ দিনের জেল হেফাজত শেষে মানিক ভট্টাচাৰ্যকে আজ ফের আদালতে পেশ করবে ইডি। এর আগে আদালতে ইডি-র আইনজীবী দাবি করেন, মানিক ভট্টাচার্যর ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে।
১৪ দিনের জেল হেফাজত শেষে মানিক ভট্টাচাৰ্যকে আজ ফের আদালতে পেশ করবে ইডি। এর আগে আদালতে ইডি-র আইনজীবী দাবি করেন, মানিক ভট্টাচার্যর ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। যা পরবর্তীতে আরও বাড়তে পারে। এছাড়া, ২০১৪-র টেট পাস করানোর প্রতিশ্রুতি দিয়ে ৩২৫ জন প্রার্থীর কাছ থেকে মানিক ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেন। ছেলে সৌভিক ভট্টাচাৰ্যর সংস্থাকে বেসরকারি ডিএলএড কলেজ পিছু ৫০ হাজার টাকার চেক পাইয়ে দিয়েছিলেন মানিক। আদালতে দাবি
ভাঙড়ে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ির লক্ষ্য করে ‘গুলিবৃষ্টি’ ।
অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
গুলির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
প্রায় ১২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এখনও তাজা বোমা পড়ে আছে এলাকায়।
নিউটাউনে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ মিলল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করল ইকো পার্ক থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসে প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত, খতিয়ে দেখছে ইকো পার্ক থানার পুলিশ।
প্রায় সাড়ে ৩৪ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ-সহ বিভাগীয় প্রধানরা। তবে ঘেরাও উঠলেও, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় চিকিৎসক পড়ুয়ারা। আজ দুপুর ২টো পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা।
অবশেষে ঘেরাওমুক্ত কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বিভাগীয় প্রধানরা
ফের নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী কয়েকদিন। বজায় থাকবে শীতের আমেজ।
প্রেক্ষাপট
সকালের শিরোনাম
১। ৩৪ ঘণ্টা পর উঠল ঘেরাও। দুপুর ২টো মধ্যে নির্বাচন সহ দাবি না মানলে আমরণ অনশনের পথ যাওয়ার হুঁশিয়ারি।
মেডিক্যাল কলেজে আপাতত কাটল অচলাবস্থা।
২। আন্দোলন-বিক্ষোভে উত্তাল মেডিক্যাল কলেজ। হাইকোর্টে মামলা, আজ শুনানির সম্ভাবনা। পরিষেবায় সমস্যা নেই, দাবি আন্দোলনকারীদের।
৩। ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব। টেট-মামলায় কড়া মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬-র সাড়ে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি।
৪। ওএমআরে শূন্য, সার্ভারে ৫৩! ১৮৩-র পর আরও ৪০ অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ এসএসসি-র। ভূত নয়, কমিশনের কর্মীরাই দুর্নীতি করেছেন, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
৫। মহম্মদবাজার শ্যুটআউটকাণ্ডে মৃত আরও এক। খাদানকর্মীর পর বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি প্রাথমিক শিক্ষকের মৃত্যু। এখনও অধরা দুষ্কৃতী।
৬। পঞ্চায়েত ভোটে অভিষেকের নির্দেশ মানার কথা বলেও নিজের মন্তব্যে অনড় মদন মিত্র।
ফের মদনের হুঁশিয়ারি
৭। বসিরহাটের রামনগরে বাড়িতে বিস্ফোরণ। গুরুতর জখম শিশু-মহিলা। বিস্ফোরণের কারণ ঘিরে ঘনীভূত রহস্য। তদন্তে পুলিশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -