West Bengal News Live: বাংলায় বাড়ছে করোনা, কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৪৮৪

West Bengal Breaking New Live Updates: জেনে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকেই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jan 2022 09:45 PM
WB News Live Updates: পানিহাটি পুর-এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলা জুড়েও লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। প্রশাসন সূত্রে খবর, জেলার গোবরডাঙা, পানিহাটি পুর-এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে মধ্যমগ্রামে বন্ধ করা হল বইমেলা।

West Bengal News Live: মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাওড়া জেলা প্রশাসন

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যার বিচারে কলকাতা, উত্তর ২৪ পরগনার পর তৃতীয় স্থানে হাওড়া। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাওড়া জেলা প্রশাসন। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন ব্যবসায়ীরা। বিক্ষোভকারীদের অনেককেই মাস্ক ছাড়া দেখা যায়।

WB News Live Updates: তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা

দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ‘বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে মার্কেট, বাজার, শপিং মল, মুদি দোকান, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, ওষুধের দোকান সহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হচ্ছে, এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ব্যবসা বন্ধ থাকবে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে। এই নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

West Bengal News Live: রাজ্যে একদিনে করোনায় ১৮ হাজার ২১৩ জন আক্রান্ত

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ১৮ হাজার পার! রাজ্যে একদিনে করোনায় ১৮ হাজার ২১৩ জন আক্রান্ত । রাজ্যে একদিনে করোনায় ১৮জনের মৃত্যু । গতকালের চেয়ে রাজ্যে ২ হাজার ৭৯২জন বেশি সংক্রমিত! কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৪৮৪, ৭ জনের মৃত্যু। 

WB News Live Updates: ফের বৃষ্টির ভ্রুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

ফের বৃষ্টির ভ্রুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল-বুধে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সেইসঙ্গে আগামী ৩-৪ দিনে তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal News Live: কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে করোনার হানা

কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগে করোনার হানা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ১৮৯জন করোনা আক্রান্ত। 

WB News Live Updates: এসএফআইয়ের ডেপুটেশন ও বিক্ষোভ ঘিরে উত্তেজনা

এসএফআইয়ের ডেপুটেশন ও বিক্ষোভ ঘিরে উত্তেজনা হাওড়ায়। জেলা শাসকের অফিসে যাওয়ার আগেই ব্যারিকেড করে এসএফএই সদস্যদের আটকায় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই উত্তেজনা ছড়ায়। এরপর রাস্তায় বসে পড়ে সদস্যরা। ছাত্র ছাত্রী শিক্ষকদের ভ্যাকসিন, স্কুল কলেজে ফি মুকুব সহ একগুচ্ছ দাবিতে আজ বিক্ষোভ দেখায় এসএফআই।

West Bengal News Live: জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ

কোভিড আবহে জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ। জরুরি ছাড়া সব ধরনের অস্ত্রোপচার বন্ধ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অনির্দিষ্টকাল বন্ধ থাকবে অস্ত্রোপচার, জানিয়েছে কর্তৃপক্ষ

WB News Live Updates: প্রধানমন্ত্রীর সামনে অভিযোগ মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সামনেই মেডিক্যালে আসন বাড়ানোর দাবি মমতার। কোভিড মোকাবিলায় ৪০ শতাংশ দ্বিতীয় ডোজ এখনও পায়নি রাজ্য। প্রধানমন্ত্রীর সামনে অভিযোগ মুখ্যমন্ত্রীর। আইএএস নিয়োগ বিতর্কেও রাজ্যপালকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live: বিদেশ ফেরতদের জন্য বিশেষ নির্দেশ কেন্দ্রের

বিদেশ থেকে ভারতে এলেই ৭দিনের হোম কোয়ারেন্টিন। ১১ জানুয়ারি থেকে বিদেশ ফেরতদের জন্য নির্দেশ কেন্দ্রের। বিদেশ থেকে এলেই যাত্রীদের করতে হবে করোনার পরীক্ষা। করোনার টেস্টে জন্য এয়ার সুবিধা পোর্টালে করা যাবে বুকিং। 

WB News Live Updates: ওমিক্রনের জন্যেই রাজ্যের বেলাগাম করোনা

রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন! ২ সপ্তাহের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে ৭০ শতাংশই ওমিক্রন! আক্রান্তদের বাকি নমুনায় মিলল ডেল্টা, ডেল্টা প্লাস। ওমিক্রন-উদ্বেগ বাড়িয়ে স্বাস্থ্য মন্ত্রক-ইনসাকগের রিপোর্ট। ওমিক্রনের জন্যেই রাজ্যের বেলাগাম করোনা, অনুমান রিপোর্টে। 

West Bengal News Live: শুভেন্দুকে নেতাইয়ে ঢুকতে বাধা

নেতাই যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। প্রায় ২৫ মিনিট পুলিশের সঙ্গে শুভেন্দুর বাগবিতণ্ডা চলে। ‘হাইকোর্টের আদেশ নিয়েই এখানে এসেছিলাম, পুলিশ বাধা দিয়েছে, একাই নেতাইয়ে ঢুকতে চেয়েছিলাম, পুলিশ অনুমতি দেয়নি', জানিয়েছেন শুভেন্দু আধিকারী। 

WB News Live Updates: করোনার থাবা রামপুরহাট থানায়

করোনার থাবা এবার বীরভূমের রামপুরহাট থানায়। আক্রান্ত আইসি ত্রিদিব প্রামাণিক-সহ আরও এক পুলিশ অফিসার। পুলিশ সূত্রে খবর, ২ দিন ধরে জ্বরে ভুগছিলেন দুই পুলিশ অফিসার। আজ সকালে থানা চত্বর স্যানিটাইজ করা হয়। এর পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন করতে রামপুরহাট থানার তরফে চলছে মাইকে প্রচার। সকলকে মাস্ক পরতে অনুরোধ করা হচ্ছে।

West Bengal News Live: গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিড় জমতে শুরু করেছে আউট্রাম ঘাটে

গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিড় জমতে শুরু করেছে আউট্রাম ঘাটে। ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীদের অধিকাংশেরই মুখে মাস্ক নেই। ক্যামেরার সামনে চাদর দিয়ে মুখ ঢাকার চেষ্টা। কারও যুক্তি, গঙ্গাসাগরে পুণ্য করতে যাচ্ছেন। করোনার পাপ তাঁদের স্পর্শ করবে না। সকালে দেখা মেলেনি পুলিশের। তবে বেলা বাড়তেই বাবুঘাটে মাস্ক বিলি করতে শুরু করে পুলিশ। আগামীকাল থেকে পুলিশ কিয়স্কেই হবে করোনা পরীক্ষা। তার প্রস্তুতিও শুরু হয়েছে।  

West Bengal News Live: করোনাকালে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা

করোনাকালে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা। শতাধিক দলীয়-কর্মী সমর্থককে নিয়ে মিছিল করে চন্দননগরের ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে প্রচার করলেন বিজেপি প্রার্থীরা। ছিলেন পুরশুড়ার বিজেপি বিধায়কও। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live Updates: গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট

গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট। 

West Bengal News Live: ক্যাম্পাস তৈরিতে যা খরচ হয়েছে, তার ২৫ শতাংশ রাজ্য দিয়েছে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

ক্যাম্পাস তৈরিতে যা খরচ হয়েছে, তার ২৫ শতাংশ রাজ্য দিয়েছে। হাসপাতালের জন্য ১১ একর জমিও দিয়েছে রাজ্য। এই ক্যাম্পাসের আগেই উদ্বোধন হয়েছে। চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: "বাংলা-সমেত রাজ্যে রাজ্যে ৮ হাজার জন ওষধি কেন্দ্র গড়ে তোলা হয়েছে'' জানালেন প্রধানমন্ত্রী

বাংলাকে ১১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। বাংলাকে দেওয়া হয়েছে দেড় হাজার ভেন্টিলেটর। বাংলা-সমেত রাজ্যে রাজ্যে ৮ হাজার জন ওষধি কেন্দ্র গড়ে তোলা হয়েছে’

West Bengal News Live: বর্ষীয়ানদের ৯০ শতাংশ পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ, জানালেন প্রধানমন্ত্রী

বর্ষীয়ানদের ৯০ শতাংশ পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ। ইতিমধ্যে দেড় কোটি ১৫ ঊর্ধ্ব পেয়ছে ভ্যাকসিন। জানালেন নরেন্দ্র মোদি। 

WB News Live Updates: আধুনিক ক্যানসার চিকিত্সার সুবিধা কলকাতার এই কেন্দ্র থেকে পাবে দেশ, বললেন মোদি

আধুনিক ক্যানসার চিকিত্সার সুবিধা কলকাতার এই কেন্দ্র থেকে পাবে দেশ, বললেন মোদি। 

West Bengal News Live: 'কোভিড মোকাবিলায় ৪০ শতাংশ দ্বিতীয় ডোজ এখনও পায়নি রাজ্য’ প্রধানমন্ত্রীর সামনে অভিযোগ মুখ্যমন্ত্রীর

'কোভিড মোকাবিলায় ৪০ শতাংশ দ্বিতীয় ডোজ এখনও পায়নি রাজ্য’ প্রধানমন্ত্রীর সামনে অভিযোগ মুখ্যমন্ত্রীর। 

WB News Live Updates: সিএনসিআই-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন। ভার্চুয়ালি  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীও রয়েছেন। ভার্চুয়ালি উদ্বোধন  চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসের

West Bengal News Live: "পুরসভা ভোট অন্তত একমাস পিছিয়ে দেওয়া উচিত,'' মত শমীকের

পুরসভা ভোট অন্তত একমাস পিছিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ভোট করানো যায় না, মত রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।

WB News Live Updates: দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন মুখ্যমন্ত্রীও। ভার্চুয়ালি উদ্বোধন হবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসের। 

West Bengal News Live: চার পুরভোট পিছনো নিয়ে কমিশনের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

চার পুরভোট পিছনো নিয়ে কমিশনের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। আগামী সোমবারের মধ্যে হলফনামা তলব। মামলার শুনানি আগামী মঙ্গলবার। 

WB News Live Updates: সমস্ত কর্মী করোনা আক্রান্ত, হাওড়ার বালিতে বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

সমস্ত কর্মী করোনা আক্রান্ত। হাওড়ার বালিতে বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গতকাল থেকেই কানাড়া ব্যাঙ্কের বালি বাজার শাখায় গ্রাহক পরিষেবা ব্যাহত। সদর দফতরে বিষয়টি জানিয়ে অন্য শাখা থেকে কর্মী এনে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। 

West Bengal News Live: নন্দীগ্রামের অত্যাচারের নায়ক ছিলেন লক্ষ্ণণ শেঠ, কটাক্ষ শুভেন্দুর

নন্দীগ্রামের অত্যাচারের নায়ক ছিলেন লক্ষ্ণণ শেঠ। তিনি এখন তৃণমূলের হয়ে কথা বলেন। অপেক্ষায় রয়েছি কবে লক্ষ্ণণ শেঠকে মালা পরিয়ে ওরা বরণ করে নেয়। নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসের অনুষ্ঠানে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। লক্ষ্ণণ শেঠের সঙ্গে আপস শুভেন্দু অধিকারীর, পাল্টা কটাক্ষ তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, দলের তরফে এখনও কোনও বার্তা পাইনি, প্রতিক্রিয়া লক্ষ্ণণ শেঠের।

WB News Live Updates: কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বাগুইআটি বাজারে বিনা মাস্কে ঘোরাঘুরি

কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বাগুইআটি বাজারে বিনা মাস্কে ঘোরাঘুরি। কারও আবার থুতনির নীচে মাস্ক। দেখা মেলেনি পুলিশের। 

West Bengal News Live: গঙ্গাসাগর মেলার জন্য দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ঢুকছেন শহরে

রাজ্যে ১৫ হাজার ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। কলকাতায় একদিনে আক্রান্ত সাড়ে ৬ হাজারের বেশি! তার মধ্যেই গঙ্গাসাগর মেলার জন্য দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ঢুকছেন শহরে। তাঁদের সিংহভাগের মুখেই মাস্ক নেই।

WB News Live Updates: শিয়ালদা কোলে মার্কেটে কোভিড বিধি শিকেয়, থিকথিকে ভিড়ের মধ্যে অনেকেরই মুখে নেই মাস্ক

শিয়ালদা কোলে মার্কেটে কোভিড বিধি শিকেয়। থিকথিকে ভিড়ের মধ্যে অনেকেরই মুখে নেই মাস্ক। কারও আবার থুতনিতে ঝুলছে মাস্ক। গা ঘেঁষাঘেঁষি করে চলছে বেচাকেনা। চোখে পড়েনি পুলিশি নজরদারি। 

West Bengal News Live: প্রয়াত তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত তৃণমূল নেতৃত্ব

প্রয়াত তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত তৃণমূল নেতৃত্ব। জল্পনা উসকে মৃত তৃণমূল নেতার বাড়িতে হাজির বিজেপির দুই বিধায়কও।

WB News Live Updates: নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে বাড়ছে করোনা সংক্রমণ

নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২০ জন। এদের মধ্যে ৬ জন ডাক্তারি পড়ুয়া, ৫ জন চিকিত্সক, ৫ জন নার্স ও ৪ জন স্বাস্থ্যকর্মী। এই নিয়ে কল্যাণীর জেএনএম হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৭।

West Bengal News Live: করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে টানা চারদিন বন্ধ থাকবে ক্যানিং বাজার

করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে টানা চারদিন বন্ধ থাকবে ক্যানিং বাজার। এই নির্দেশের পরেও ভ্রুক্ষেপ নেই ক্যানিংবাসীর। আজ সকালে দেখা গেল চেনা ছবি। মাস্ক ছাড়াই চলছে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতা অধিকাংশেরই মুখে নেই মাস্ক। গতকাল সচেতনতা প্রচারে পথে নামেন মহকুমা শাসক আজহার জিয়া-সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। মাস্ক ছাড়া বাজারে বেচাকেনা বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে গ্রেফতারির হুঁশিয়ারি দেয় পুলিশ। এরপরও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের। 

WB News Live Updates: কলকাতার ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে চালু হওয়া একটি সেফ হোম ঘিরে দানা বাঁধে বিতর্ক

বৃহস্পতিবার কলকাতার ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে চালু হওয়া একটি সেফ হোম ঘিরে দানা বাঁধে বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: মাস্ক না পরে বেরোলেই করোনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট!

মাস্ক না পরে বেরোলেই করোনার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট! জলপাইগুড়ি শহরের পর এবার ক্রান্তি ব্লকেও ধরা পড়ল এক ছবি! এক সপ্তাহে এই জেলায় ৫ গুণ সংক্রমণ বেড়েছে। মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে প্রশাসন।

WB News Live Updates: রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ, সচেতনতা প্রচারে পথে নামলেন তৃণমূলের দুই বিধায়ক

রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ। লাগাম টানতে পুর এলাকায় চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত। সচেতনতা প্রচারে দ্বিতীয় দিন পথে নামলেন তৃণমূলের দুই বিধায়ক। এদিন রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন বাজার স্যানিটাইজ করা হয়। পরিদর্শনে যান সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ও সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম। পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিলি করেন দুই বিধায়ক।

West Bengal News Live: করোনার দাপট বাড়ায় কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনার দাপট বাড়ায় কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা। ১১-২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে খোলা থাকবে কালীঘাট মন্দির। বাইরে থেকে দর্শনের ব্যবস্থা থাকছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো কালীঘাট মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।

WB News Live Updates: নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস উপলক্ষে তৃণমূল ও বিজেপির পৃথক অনুষ্ঠান, উধাও দূরত্ব বিধি

নন্দীগ্রামে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস উপলক্ষে তৃণমূল ও বিজেপির পৃথক অনুষ্ঠান। উধাও দূরত্ব বিধি। অনেকেরই মুখে নেই মাস্ক। করোনা আবহে দুটি অনুষ্ঠান ঘিরেই উঠল বিধিভঙ্গের অভিযোগ। ২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে আজকের দিনটি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালিত হচ্ছে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর, নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির তরফে এই দিনটি আলাদাভাবে পালন করা হয়। এদিন ভাঙাবেড়া শহিদ মিনারে সভা করেন শুভেন্দু অধিকারী। তার থেকে ৫০ মিটার দূরত্বে ভাঙাবেড়া ব্রিজের কাছে তৃণমূলের তরফে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

West Bengal News Live: পরপর আক্রান্ত হচ্ছেন করোনা যোদ্ধারা

পরপর আক্রান্ত হচ্ছেন করোনা যোদ্ধারা। উদ্বেগের একই ছবি নদিয়া, মুর্শিদাবাদ থেকে মালদায়। স্বাস্থ্য পরিষেবা বেহাল হওয়ার আশঙ্কা জেলায় জেলায়। 

WB News Live Updates: রবিবার রাজ্যজুড়ে অধ্যাপক নিয়োগের SET

রবিবার রাজ্যজুড়ে অধ্যাপক নিয়োগের SET। পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি দিল সরকারি কলেজ শিক্ষক সমিতি। রবিবারই হবে পরীক্ষা, জানাল CSC। পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস শিক্ষামন্ত্রীর। অন্যদিকে, স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত। 

West Bengal News Live: অনেকে মাস্ক পরে থাকলেও, তা মুখে নেই, ঝুলছে থুতনিতে, বাড়ছে উদ্বেগ

অনেকে মাস্ক পরে থাকলেও, তা মুখে নেই, ঝুলছে থুতনিতে। কেউ কেউ ক্যামেরা দেখে মাস্ক পরলেও ভ্রুক্ষেপ নেই অনেকের। ট্রেন, বাসের পাশাপাশি জলপথেও বাড়ছে ভিড়। করোনা আবহে বাড়ছে উদ্বেগ।

WB News Live Updates: কলকাতা পুরসভার পাঁচ নম্বর বরো চেয়ারম্যান নির্বাচনে অনুপস্থিত থাকল কংগ্রেস ও বিজেপি

কলকাতা পুরসভার পাঁচ নম্বর বরো চেয়ারম্যান নির্বাচনে অনুপস্থিত থাকল কংগ্রেস ও বিজেপি। তৃণমূলের চেয়ারম্যানকে সমর্থন জানালেন নির্দল কাউন্সিলর। বারো নম্বর বরো এবার বিরোধী শূন্য। চেয়ারম্যান নির্বাচনে ছিলেন না তিন তৃণমূল কাউন্সিলর।

West Bengal News Live:নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি, বেশিরভাগ চালের দামেও আগুন

নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি, বেশিরভাগ চালের দামেও আগুন। মিনিকেট থেকে গোবিন্দভোগ - বিভিন্ন চালের দাম গত একমাসে অনেকটা বেড়েছে। মাথায় হাত ক্রেতাদের। আগামী দু’তিন মাসে দাম কমবে, ভরসা দিতে পারছেন না বিক্রেতারাও।

WB News Live Updates: লাফিয়ে বাড়ছে করোনা, নিয়ন্ত্রণে না এলে আরও কড়া বিধিনিষেধের ভাবনা মুখ্যমন্ত্রীর

লাফিয়ে বাড়ছে করোনা। নিয়ন্ত্রণে না এলে আরও কড়া বিধিনিষেধের ভাবনা মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: কলকাতা, উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি

 কলকাতা, উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি। হাওড়া, হুগলি, দঃ ২৪ পরগনাতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। 

WB News Live Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত সাড়ে ১৫ হাজারের কাছে, মৃত্যু বেড়ে ১৯

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত সাড়ে ১৫ হাজারের কাছে, মৃত্যু বেড়ে ১৯

প্রেক্ষাপট

রাজ্যে (West Bengal) একদিনে করোনা (Corona) আক্রান্ত সাড়ে ১৫ হাজারের কাছে। মৃত্যু বেড়ে ১৯। দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক কলকাতায় (Kolkata)। মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana)।


কলকাতা, উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri)। হাওড়া, হুগলি, দঃ ২৪ পরগনাতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। 


 লাফিয়ে বাড়ছে করোনা। নিয়ন্ত্রণে না এলে আরও কড়া বিধিনিষেধের ভাবনা মুখ্যমন্ত্রীর।


রাজ্যে কনটেনমেন্ট জোন বেড়ে ৪০৩। আন্তঃরাজ্য সীমানায় বাধ্যতামূলক আরটিপিসিআর। 


ন্যাশনাল মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল। রাজ্য জুড়ে হাসপাতালে ছড়াচ্ছে সংক্রমণ। কার্যত বন্ধ কেসিপির আউটডোর। 


ফের বেলাগাম করোনা। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক। রাত ১০টার পরেও হোম ডেলিভারিতে ছাড়। বাজারে ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে অনুরোধ পুরসভার। 


বিধি মেনে গঙ্গাসাগর মেলা চায় রাজ্য। হাইকোর্টে জানালেন এজি।  চলচ্চিত্র উৎসব বাতিল হলে মেলায় কেন দ্বিচারিতা? পাল্টা মামলাকারী। 


১৪ তারিখ থেকে গঙ্গাসাগর মেলা। উদ্বেগ বাড়িয়ে কলকাতায় পুণ্যার্থীদের ভিড়। নজরদারি ক্যাম্প শুরু করছে পুরসভা। ভ্যাকসিনেশনের ব্যবস্থা। 


কড়া বিধিই সার! ফের আসানসোলে দলবল নিয়ে ভোটের প্রচার। করোনা আবহে ভোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বামেদের। কমিশনকে চিঠি। 


ওমিক্রনকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক। হাসপাতালে উপচে পড়বে রোগী। সাবধান। ট্যুইটে সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল প্রধানের।


করোনা আক্রান্ত কলকাতার সিপি। ডবল ডোজ নিয়েও তৃতীয়বার সংক্রমিত বিজেপির অগ্নিমিত্রা। দ্বিতীয়বার সংক্রমিত তৃণমূল বিধায়ক সোহম। 


করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত। রবিবারই হবে অধ্যাপক নিয়োগের পরীক্ষা, জানাল কমিশন। 


লেবুতলা পার্কে বিজেপি কাউন্সিলরের সেফ হোম ঘিরে বিতর্ক। অনুমতি না থাকায় বন্ধের নির্দেশ পুরসভার। নথি না থাকায় ফিরে আসে পুলিশ, দাবি সজলের। 


আজ চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ইউনিটের উদ্বোধনে প্রধানমন্ত্রী। করোনা আবহে ভার্চুয়ালি থাকবেন মুখ্যমন্ত্রী। 


প্রধানমন্ত্রীর বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাজিরা বির্তক। দিল্লিতে মামলা স্থানান্তর না করার হাইকোর্টের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। শুনানি হবে দিল্লিতেই।


মোদির কনভয় বিতর্কে তদন্ত কমিটি গড়ল পাঞ্জাব সরকার। ৩ সদস্যের তদন্ত কমিটি স্বরাষ্ট্রমন্ত্রকেরও। কেন তথ্য ছিল না আইবির কাছে? পাল্টা কংগ্রেস। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.