West Bengal News Live :বকেয়া ইস্যুতে এবার তৃণমূলের নতুন কর্মসূচি- 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো'

West Bengal Top News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 07 Oct 2023 11:30 PM
West Bengal News Live Updates : ১০০ দিনের কাজে, আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই কলকাতায় ঘুরে গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি

১০০ দিনের কাজে, আর্থিক বঞ্চনার অভিযোগে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই কলকাতায় ঘুরে গেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তাঁকে তৃণমূলের ধর্নামঞ্চে আহ্বান জানালেন শশী পাঁজা। এক সরকারের সঙ্গে আরেক সরকারের কথা হয় টেবিলে, ধর্নামঞ্চে নয়। পাল্টা বললেন কেন্দ্রীর প্রতিমন্ত্রী। পরে তাঁকে রাজভবনে বৈঠকের প্রস্তাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সাংবাদিক বৈঠক করেই শহর ছেড়েছেন সাধ্বী নিরঞ্জন।

WB News Live : নিম্নচাপ পাড়ি দিয়েছে ওপার বাংলায়

নিম্নচাপ পাড়ি দিয়েছে ওপার বাংলায়। তবে তার প্রভাবে এপার বাংলার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টি হতে পারে। বর্ষা বিদায়ের আগে আশ্বিনের ধারাপাতে ভাসছে বেশ কিছু জেলা। পুজোর আনন্দটাই মাটি হতে বসেছে বহু মানুষের।

West Bengal News Live Updates : বকেয়ার দাবিতে দার্জিলিং গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের

বকেয়ার দাবিতে দার্জিলিং গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের। বাংলার মানুষের স্বার্থে বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানাবেন রাজ্যপাল, খবর রাজভবন সূত্রে। 'রাজ্যের ১০০ দিনের বকেয়া নিয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন রাজ্যপাল, রাজ্যপাল বলেছেন দাবি মেটানোর চেষ্টা করবেন, রাজনৈতিক বাধা থাকলে কিছু করতে পারবেন না, দার্জিলিঙে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় তৃণমূলের ধর্না, দার্জিলিঙে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ৩ প্রতিনিধি। খুব তাড়াতাড়ি কলকাতায় আসবেন রাজ্যপাল, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল', বকেয়া ইস্যুতে দার্জিলিঙে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের ভবিষ্যৎ নেতা, বলেছেন রাজ্যপাল, দাবি কল্যাণের। 

WB News Live : নিম্নচাপের টানা বৃষ্টি আর দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকার কৃষিজমি

নিম্নচাপের টানা বৃষ্টি আর দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। মাঠেই নষ্ট হচ্ছে ফসল। পুজোর মুখে বাজারে জোগান কমে যাওয়ায়, চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার। 

West Bengal News Live Updates : বকেয়া ইস্যুতে এবার তৃণমূলের নতুন কর্মসূচি- 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো'

বকেয়া ইস্যুতে এবার তৃণমূলের নতুন কর্মসূচি- 'সুকান্তকে ফোনে বলো, ১০০ দিনের টাকা ফেলো'। রাজভবনের সামনে ধর্নামঞ্চ থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানের পরেই, বিজেপির রাজ্য সভাপতির কাছে কী ধরনের ফোন আসছে, তা বলে একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন  সুকান্ত মজুমদার। 

WB News Live : সিকিম থেকে তিস্তার জলে বাংলায় ভেসে এসেছে ৪২ টি দেহ

তিস্তার (Teesta River) জলে বাংলায় ভেসে এসেছে ৪২ টি দেহ। তার মধ্য়ে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় তিস্তায় ভেসে এসেছে ২৯ জনের দেহ। কোচবিহারে (CoochBehar) তিস্তায় ভেসে এসেছে ৯টি মৃতদেহ। আর শিলিগুড়িতে (Siliguri) তিস্তার জলে ভেসে এসেছে ৪ জনের মৃতদেহ। এখনও নিখোঁজ ১৪২ জন। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ৭ জন জওয়ান (Army)। সিকিম যেন মৃত্যুপুরী। 

West Bengal News Live Updates : স্যান্ডউইচ খেয়ে কুলার-এসি চালিয়ে যা হচ্ছে, সবাই জানে। তৃণমূলের রাজভবন ধর্না নিয়ে মন্তব্য শুভেন্দুর।

স্যান্ডউইচ খেয়ে কুলার-এসি চালিয়ে যা হচ্ছে, সবাই জানে। তৃণমূলের রাজভবন ধর্না নিয়ে মন্তব্য শুভেন্দুর।

Khejuri News: বিজেপির ঘরছাড়াদের ফেরানো নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত খেজুরি!

বিজেপির ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত খেজুরি! তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ও গাড়িতে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ, এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলই। 

WB Weather Updates: দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকার কৃষিজমি

নিম্নচাপের টানা বৃষ্টি আর দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। মাঠেই নষ্ট হচ্ছে ফসল। পুজোর মুখে বাজারে জোগান কমে যাওয়ায়, চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার। 

West Bengal News Live Updates : মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা গাড়ির, আহত গাড়িচালক

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা গাড়ির, আহত গাড়িচালক। বেপরোয়া গাড়ির ধাক্কায় ভেঙে গেল সিগন্যাল পোস্ট। দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে যানজট। ঘটনাস্থলে কলকাতা ট্রাফিক পুলিশ। 

WB News Live Updates : নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ

নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ। পার্টির পর ওই মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত ৩ জনই মহিলার সহকর্মী। ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে। 

West Bengal News Live Updates : বকেয়ার দাবিতে তৃতীয় দিনে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

বকেয়ার দাবিতে তৃতীয় দিনে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং গেলেন তৃণমূলের ৩ প্রতিনিধি। 'কলকাতায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করুন, পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রশাসন করছে, রাজ্যপাল দার্জিলিঙে কেন?' প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates : পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে ভেঙে গেছে স্লুইসগেট,  হু হু করে কংসাবতীর জল ঢুকছে মেদিনীপুর ক্যানালে

পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে ভেঙে গেছে স্লুইসগেট।  হু হু করে কংসাবতীর জল ঢুকছে মেদিনীপুর ক্যানালে। কংসাবতী নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজনকে নিরাপদ জায়গায় চলে যেতে অনুরোধ প্রশাসনের। যদিও প্রশাসনের তরফে থাকার কোনও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন অতিরিক্ত জেলাশাসক শৌভিক ভট্টাচার্য। এখনও স্লুইস গেট মেরামতির কাজ শুরু হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। 

West Bengal News Live Updates : কামদুনিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন CID আধিকারিকরা

কামদুনিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন CID আধিকারিকরা। হাইকোর্ট ৬ অভিযুক্তের মধ্যে ৪ জনকে মুক্তির নির্দেশ দেওয়ার পর রাতেই কামদুনিকাণ্ডের প্রতিবাদী মৌসুমী কয়ালের বাড়িতে যায় CID। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় নির্যাতিতার পরিবার। CBI তদন্তের দাবি তোলেন তাঁরা। 

WB News Live Updates : আজ ইডি দফতরে যাচ্ছেন না অভিষেকের বাবা, খবর সূত্রের

আজ ইডি দফতরে যাচ্ছেন না অভিষেকের বাবা, খবর সূত্রের। বিশেষ কারণে হাজিরা দিতে পারছেন না অভিষেকের বাবা, খবর সূত্রের। গতকাল ইডি দফতরে যাননি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। ইডি-র চাওয়া নথি জমা দিয়েছেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, খবর সূত্রের। প্রায় ১২০০ পাতার নথি জমা দেওয়া হয়েছে, খবর সূত্রের। গতকাল ইডি-র কাছে জমা দেওয়া হয়েছে, প্রায় হাজার পাতার নথি, খবর সূত্রের। 

West Bengal News Live Updates : কলকাতায় এসে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি

কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। সাংবাদিক বৈঠকে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। ১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী দেখা করেননি, অভিযোগ তৃণমূলের। সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলেই ফের তৃণমূলকে নিশানা করলেন নিরঞ্জন জ্যোতি।বকেয়ার দাবিতে রাজভবনের সামনে এখনও ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'সাক্ষাতের নামে বারবার টালবাহানা করেছে তৃণমূল', বাংলায় এসে তৃণমূলের অভিযোগ নস্যাৎ করে পাল্টা আক্রমণ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর। 

WB News Live Updates : ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৫ বছরের কিশোরের

রাজ্যে ফের ডেঙ্গির বলি (Dengue Death)। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৫ বছরের কিশোরের। ২ অক্টোবর বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ৪ অক্টোবর অবস্থা সঙ্কটজনক হওয়ায় বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। ৫ অক্টোবর মৃত্যু হয় নদিয়ার রনি দেবনাথের। 

West Bengal News Live Updates : ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস, রাজ্য প্রশাসনকে দায়ী করে ফের পথে কামদুনি

কামদুনির ছাত্রীকে গণধর্ষণ-খুনে ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস, মৃত্যুদণ্ড বদলে ২জনের যাবজ্জীবন। রাজ্য প্রশাসনকে দায়ী করে ফের পথে কামদুনি। কামদুনিতে গেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী। হাইকোর্টের কামদুনির রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। ১০ বছরে কেন ১৪ বার আইনজীবী বদল হল, প্রশ্ন নির্যাতিতার পরিবারের। রায় ঘোষণার পর রাতে কামদুনিতে সিআই়ডি। ১০ বছর আগে কেন তৎপরতা দেখাল না সিআইডি, প্রশ্ন কামদুনির বাসিন্দাদের। কামদুনি গিয়ে রাজ্য সরকারকে নিশানা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর। 

WB Rain Update : মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে বাড়ছে মৃতের সংখ্যা

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে বাড়ছে মৃতের সংখ্যা। তিস্তায় ভেসে এল ৭ জওয়ান সহ আরও ২৬টি দেহ। নিখোঁজ শতাধি। আটকে প্রায় ৭ হাজার পর্যটক।

West Bengal Dengue Situation : আরও বেলাগাম ডেঙ্গি, একদিনে ৩জনের মৃত্যু

আরও বেলাগাম ডেঙ্গি, একদিনে ৩জনের মৃত্যু। বেলেঘাটা আইডিতে ভাঙড়ের ২ বাসিন্দার মৃত্যু। ২০দিন ভেন্টিলেশনে থাকা বনগাঁর মহিলার মৃত্যু সল্টলেক আমরিতে।

WB News Live : নদিয়ার শান্তিপুরে ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে চলল গুলি

তোলা না দেওয়ায় নদিয়ার শান্তিপুরে ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে চলল গুলি। লুঠপাট, ছিনতাইয়ের অভিযোগ। দুষ্কৃতীরা এখনও অধরা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live : পুজোর মুখে ফের রোদ ঝলমলে বাংলা

নিম্নচাপ পাড়ি দিয়েছে বাংলাদেশে। পুজোর মুখে ফের রোদ ঝলমলে বাংলা। আগামী কয়েকদিনের মধ্যে বিদায় নেবে বর্ষাও। তবে নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ লাগোয়া জেলা নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। 

WB News Live : ধর্নামঞ্চে এসে বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী? প্রশ্ন তৃণমূলের

বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক। কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। ধর্নামঞ্চে এসে বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন? প্রশ্ন তৃণমূলের।

Kamduni Case : এক দশকে ১৪ বার আইনজীবী বদল, প্রশাসনকেই দায়ি করছে কামদুনি

এক দশকে ১৪ বার আইনজীবী বদল। প্রশাসনকেই দায়ি করছে কামদুনি। সিবিআই দাবি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। মুখরক্ষার চেষ্টা, কটাক্ষ শুভেন্দুর।

Bengal Acid Attack : হুগলিতে মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলল জাতীয় মহিলা কমিশন

হুগলিতে মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলল জাতীয় মহিলা কমিশন। ১৬ অক্টোবর তলব করা হয়েছে হুগলি গ্রামীণের SP, DSP ও এই মামলার তদন্তকারী অফিসারকে। সম্প্রতি হুগলিতে বিজেপির এক মহিলা কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জাতীয় মহিলা কমিশনের অভিযোগ, এই ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে। ঘটনার ৪ ঘণ্টা পর পুলিশ পৌঁছয়। এমনকী, জাতীয় মহিলা কমিশনের তদন্তেও বাধা সৃষ্টি করছে পুলিশ। তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। রাজ্যেরও সহযোগিতা মেলেনি বলে জাতীয় মহিলা কমিশনের অভিযোগ।

WB News Live : পুর নিয়োগ দুর্নীতিতে এবার উপপুরপ্রধানদের নামের তালিকা চাইল সিবিআই

পুর নিয়োগ দুর্নীতিতে এবার উপপুরপ্রধানদের নামের তালিকা চাইল সিবিআই । পুরপ্রধানদের জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টার মধ্যেই উপপুরপ্রধানদের নামের তালিকা চেয়ে নোটিস।  ব্যারাকপুর পুরসভাকে নোটিস দিল সিবিআই।  ২০১২ সাল থেকে যাঁরা উপপুরপ্রধান হয়েছেন তাঁদের নামের তাবিকা চাইল সিবিআই। 

WB News Live : আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতিতে সিবিআই হানার দিনই সামনে এল বিস্ফোরক অভিযোগ

আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতিতে সিবিআই হানার দিনই সামনে এল বিস্ফোরক অভিযোগ। মহিলা আমানতকারীর অভিযোগ, টাকা চাইতে গেলে কুকুর লেলিয়ে দেন সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী। দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছিলেন আমানতকারীদের। চালাঘর থেকে রাতারাতি দোতলা বাড়ি। সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর ভোলবদলে অবাক হন প্রতিবেশীরাও। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেই এই বাড়বাড়ন্ত বলে তাঁদের অনুমান।

West Bengal News Update : কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি

বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। 

TMC Dharna Update : দার্জিলিং-এ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল

সংঘাতের আবহেই শনিবার দার্জিলিং-এ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। যদিও, রাজ্যপাল রাজভবনে এসে দেখা না করা পর্যন্ত ধর্না ছেড়ে উঠবেন না বলে শুক্রবার ফের সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সপরিবারে ডাক পেয়েছে। নিজে বাঁচতে এসব করছে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। 

WB News Live : রাজ্যপাল দার্জিলিঙে কেন? প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর

দু'রাত পার, রাজভবনের সামনে ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি। 'কলকাতায় এসে ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করুন। পাহাড়ের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রশাসন করছে, রাজ্যপাল দার্জিলিঙে কেন?' প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর

WB News Live : কলকাতায় ধর্নামঞ্চে অনড় অভিষেক

রাজভবনের সামনে ধর্না। ১৪৪ ধারার মধ্যেও কীভাবে অবস্থান? প্রশ্ন শুভেন্দুর। জনতার জন্যেই আন্দোলন, অসুবিধে হলে ক্ষমাপ্রার্থী, বললেন অভিষেক। 

WB News : রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ে যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি

রাজ্যপালের সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ে যাচ্ছেন তৃণমূলের ৩ প্রতিনিধি। কলকাতায় ধর্নামঞ্চে অনড় অভিষেক। সপরিবারে ইডির তলব থেকে বাঁচার চেষ্টা, খোঁচা শুভেন্দুর।

Sikkim Flash Flood : সিকিমের বারদাংয়ে বিশ্রাম নিচ্ছিলেন, আচমকা হড়পা বানে সব শেষ

কালচিনির বাড়িতে ফিরল সিকিমে বিপর্যয়ে মৃত জওয়ানের কফিনবন্দি দেহ। জুলু থেকে ফেরার পথে সিকিমের বারদাংয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তখনই আচমকা হড়পা বানে সব শেষ। শুক্রবার বাড়িতে ফিরল সেনা জওয়ানের নিথর দেহ। গান স্যালুটের মাধ্যমে জানানো হল শেষ শ্রদ্ধা। 

WB News Live : সিকিমের বিপর্যয়ে মৃত্যু হল বীরভূমের বাসিন্দা এক জওয়ানের

সিকিমের বিপর্যয়ে মৃত্যু হল বীরভূমের বাসিন্দা এক জওয়ানের। সিকিমের হরভজন সিং মন্দিরে কাজ সেরে বিন্নাগুড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান ময়ূরেশ্বরের বাসিন্দা গোপাল মাড্ডি। বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। 

WB News Live : তিস্তায় ভেসে আসা বাক্সভর্তি শেল বাড়িতে এনে বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর

তিস্তায় ভেসে আসা বাক্সভর্তি শেল বাড়িতে এনে বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়ির ক্রান্তিতে। গুরুতর জখম একই পরিবারের আরও ৬ জন

ঐ াৈে ছ  কামদুনিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন CID আধিকারিকরা

 কামদুনিতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন CID আধিকারিকরা। হাইকোর্ট ৬ অভিযুক্তের মধ্যে ৪ জনকে মুক্তির নির্দেশ দেওয়ার পর রাতেই কামদুনিকাণ্ডের প্রতিবাদী মৌসুমী কয়ালের বাড়িতে যায় CID। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেয় নির্যাতিতার পরিবার। 

Kamduni Case : কামদুনিকাণ্ডে ৩ আসামীর ফাঁসির সাজা মকুব, ২জনের যাবজ্জীবন কারাদণ্ড

কামদুনিকাণ্ডে ৩ আসামীর ফাঁসির সাজা মকুব, ২জনের যাবজ্জীবন কারাদণ্ড। ফাঁসির বদলে দোষী সাব্যস্ত আনসার আলি মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড। ফাঁসির বদলে দোষী সাব্যস্ত সইফুল আলি মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড। ফাঁসির সাজাপ্রাপ্ত আমিন আলিকে বেকসুর খালাসের নির্দেশ হাইকোর্টের। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ৩ জনকেও মুক্তির নির্দেশ। 

WB News : তিস্তার জলে বাংলায় ভেসে এল আরও ২৬টি মৃতদেহ

সিকিমে মেঘভাঙা বৃষ্টি-বিপর্যয়ে মৃতের সংখ্যা বাড়ছে। তিস্তার জলে বাংলায় ভেসে এল আরও ২৬টি মৃতদেহ। এঁদের মধ্যে ৭ জওয়ানও রয়েছেন। নিখোঁজ শতাধিক। আটকে রয়েছেন প্রায় ৭ হাজার পর্যটক। সবথেকে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের সিংথাম। ভয়াল তিস্তা গিলে খেয়েছে সেতু। সিংথামে ইস্ট পয়েন্ট হাইস্কুলের নীচের তলার পুরোটা কাদায় ডুবে গেছে।

প্রেক্ষাপট

মৃত্য়ুদণ্ড বদলে যাবজ্জীবন


কামদুনির ছাত্রীকে গণধর্ষণ-খুন, হাইকোর্টে মৃত্যুদণ্ড বদলে ২জনের যাবজ্জীবন, প্রমাণের অভাবে একজন বেকসুর খালাস। সাজার মেয়াদ কমিয়ে আরও ৩ অভিযুক্তকে ছাড়ার নির্দেশ ডিভিশন বেঞ্চের। তদন্তে গাফিলতির জেরেই কি গুরু পাপে লঘু দণ্ড? তেমনটাই মনে করছেন নির্যাতিতার পরিবার-পরিজনরা। এদিকে, এর মধ্যেই রাতে সিআইডির টিম কামদুনিতে প্রতিবাদী মৌসুমী কয়ালের বাড়ি গিয়ে মৃতার পরিবারের সঙ্গে কথা বলে। সেই সময় তদন্তে গাফিলতির অভিযোগ তুলে সিআইডি অফিসারদের সামনে ক্ষোভ উগরে দেয় নির্যাতিতার পরিবার। 


'আদালত আশা করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই ডাকা হবে তখনই তিনি হাজিরা দেবেন।'


সমস্ত নথি খতিয়ে দেখে ED যদি মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) হাজিরার প্রয়োজন রয়েছে, তাহলে ৪৮ ঘণ্টার আগাম নোটিস দিয়ে তাঁকে সমন পাঠাতে হবে। নিয়োগ দুর্নীতি মামলার নির্দেশনামায় এমনটাই জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার নির্দেশনামায় বলা হয়েছে, আদালত আশা করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই ডাকা হবে তখনই তিনি হাজিরা দেবেন।


রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল


সংঘাতের আবহেই শনিবার দার্জিলিং-এ ( Darjeeling )  রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল। যদিও, রাজ্যপাল রাজভবনে এসে দেখা না করা পর্যন্ত ধর্না ছেড়ে উঠবেন না বলে শুক্রবার ফের সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সপরিবারে ডাক পেয়েছে। নিজে বাঁচতে এসব করছে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । 


পুজোয় সারারাত মেট্রো


সপ্তমী, অষ্টমী, নবমী। এবার পুজোয় তিনদিন দুপুর থেকে সারারাত চলবে মেট্রো ( Kolkata Metro Railway ) । মিলবে ৬-৭ মিনিট অন্তর। পঞ্চমী-ষষ্ঠীতেও রাতে বাড়ানো হল পরিষেবার সময়। 


ল কলেজে অনিয়মের অভিযোগ!


যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে অনিয়মের অভিযোগ! যার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, প্রয়োজনে এর তদন্তভার তিনি সিবিআইকে দিতে পারেন। আদালতে জমা পড়া শিক্ষা দফতরের রিপোর্টেও অনিয়মের একাধিক অভিযোগ তোলা হয়েছে।  


পথে এসএলএসটি চাকরিপ্রার্থীরা


পাওনা আদায়ের দাবিতে পথে এসএলএসটি চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে হাজরায় ধুন্ধুমার। এদিকে, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ধর্মতলা চত্বর।  


উপাচার্য নিয়োগে 'সুপ্রিম'-নির্দেশ


অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের বক্তব্য জানতে চেয়ে নোটিস দিল সুপ্রিম কোর্ট। ১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আদালতে জানাতে হবে তাঁর বক্তব্য। পাশাপাশি আদালত জানিয়ে দিল,একাধিক সুযোগ সুবিধা পাবেন না রাজ্যপালের নিয়োগ করা অন্তর্বর্তী উপাচার্যরা । সমস্যা সমাধানে কফির টেবিলে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বসার পরামর্শ দিলেন বিচারপতি।  


জলের তলায়...


বাঁকুড়া থেকে হুগলি, দুই মেদিনীপুর। নদীর জলস্তর বেড়ে প্লাবিত একাধিক এলাকা। জলের তলায় চলে গেছে রাস্তা-বাড়ি-ঘর। পুজোর মুখে এই পরিস্থিতিতে চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ।           

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.