West Bengal News Live : শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীর দুটি সভায় অনুমতি হাইকোর্টের
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় মান্দাসে। তবে এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে। বাংলায় প্রভাব না পড়লেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ কিছুটা কমবে। শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।
সস্ত্রীক রাশিদ খানকে পুলিশি হেনস্থার অভিযোগ। সস্ত্রীক রাশিদ খানকে পুলিশি হেনস্থা ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু পুলিশের। সন্ধেবেলায় রাশিদ খানের নাকতলার বাড়িতে পৌঁছয় পুলিশ। রাশিদ খানের স্ত্রী জয়িতা বসু খানের সঙ্গে কথা পুলিশের। কলকাতার পুলিশ কমিশনার ফোন করেন রাশিদ খানকে, দাবি রাশিদের পরিবারের।
এবার অভিনেতা জিতু কমল ও তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাসকে অসহযোগিতার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। গাড়িতে করে আসছিলেন দম্পতি। নিমতায় তাঁদের গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। তারপর পুলিশের সামনেই তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ অভিনেতা দম্পতির। পরে FIR দায়ের করতেও অস্বীকার করা হয়। পরে নিমতা থানা জানায় এফআইআর করে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
অভিযোগকারীদের এফআইআরের কপি দেওয়া হয়েছে। অভিনেতা দম্পতিকে অসহযোগিতার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
শিক্ষক নিয়োগে দুর্নীতি। মানিক ভট্টাচার্য ও ঘনিষ্ঠদের ৬১টি অ্যাকাউন্ট ফ্রিজ। প্রায় ৮ কোটির ব্যাঙ্ক ব্যালান্স-মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করল ইডি।
শুভেন্দু অধিকারীর দুটি সভায় অনুমতি হাইকোর্টের। ১২ ডিসেম্বর হাজরা ও ২১ ডিসেম্বর কাঁথির সভায় অনুমতি। ‘শান্তি বজায় রেখে শব্দ বিধি মেনে করতে হবে সভা, সভা শেষে সভাস্থল পরিষ্কার করতে হবে’, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।
বোমা-বিদ্ধ শৈশব। টিটাগড়ে বিস্ফোরণস্থলের ঢিল ছোড়া দূরত্বে গান্ধী বিদ্যালয়। পড়াশোনার পাশাপাশি, এবার স্কুলের শিক্ষিকারা প্রাথমিকের পড়ুয়াদের বোমা নিয়ে সাবধানতা অবলম্বনের শিক্ষা দিচ্ছেন। সন্দেহজনক কোনও কিছু ধরতে নিষেধ করা হচ্ছে পড়ুয়াদের। ঘরের মধ্যেই খেলা করার পরামর্শ দিচ্ছেন শিক্ষিকারা। অন্যদিকে আজ ঘটনাস্থলে যান ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।
নিক্কো পার্ক থেকে বাইপাসগামী বেপরোয়া গাড়ি। একের পর এক গাড়ি ও পথচারীকে ধাক্কা। ধাক্কায় ২ পুলিশকর্মী সহ জখম অন্তত ৮ জন। গাড়ি থামানোর চেষ্টা করার সময় পুলিশকর্মীকে ধাক্কা। পরে পথচারীকে ধাক্কা মেরে বাইপাসে ওঠার মুখে গার্ড রেলে ধাক্কা।
মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন। আমি কেন খারাপ কথা বলব? আমি তো বলেছি ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওঁরা আমাকে বলতে বাধ্য করেছে’, পর্ষদের আইনজীবীকে উদ্দেশে মন্তব্য বিচারপতির।
TMCP না করায়, সাউথ ক্যালকাটা ল’ কলেজের প্রথম বর্ষের পড়ুয়াকে র্যাগিং, বিধায়কের সামনেই মারধরের অভিযোগ উঠল। কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোয়, পড়ুয়ার মা-বাবাকেও হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে।
নিক্কো পার্ক থেকে বাইপাসগামী বেপরোয়া গাড়ি, আটক গাড়ির চালক
গুজরাতে ঐতিহাসিক ফলের পথে বিজেপি, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী
ফেসবুক পোস্টের পর, এবার দলের পুরনো কর্মীদের মান ভাঙাতে তাঁদের বাড়ি যাওয়ার উদ্যোগ নিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। দলের পুরনো কর্মীরা ভাল নেই বলে ২ দিন আগে তিনি ফেসবুকে পোস্ট করেন। যা নিয়ে কোচবিহারের জেলা রাজনীতিতে আদি-নব্যের বিবাদ ফের প্রকাশ্যে আসে। শুরু হয় জল্পনা। রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, পুরনো কর্মীদের অনেকেই বসে রয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে তাদের মাঠে নামাতেই এই উদ্যোগ। বিজেপির কটাক্ষ, দলে এখন ব্রাত্য রবীন্দ্রনাথ ঘোষ। তাই পুরনো কর্মীদের কথা মনে পড়েছে।
চিংড়িঘাটায় দুর্ঘটনা। গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। আহত হন ৮ জন। এক সিভিক ভলান্টিয়ার-সহ কয়েকজনের আঘাত গুরুতর। দুপুর ১টা নাগাদ নিক্কো পার্ক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে। আহত সিভিক ভলান্টিয়ার ও পথচারীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ির চালককে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
অমিত শাহ-সুকান্ত মজুমদারের বৈঠক আজ হচ্ছে না। ভোটের ফলাফল নিয়ে ব্যস্ত অমিত শা, তাই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক স্থগিত। আগামীকাল এই বৈঠক হতে পারে। খবর সূত্রের। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শা-কে রিপোর্ট দেওয়ার কথা ছিল সুকান্তর।
হাইকোর্টে বড় স্বস্তি শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ।
টিটাগড়ে বিস্ফোরণের পর আরও বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড। গতকাল সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। আশঙ্কাজনক অবস্থায় একজন এসএসকেএমে ভর্তি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্তের ছবি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। আজ সকাল থেকে বিস্ফোরণস্থল ও তার আশপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড।
ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য শুরু করলেন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। নির্বাচন ছাড়াও ডাক্তারি পড়ুয়াদের দাবি, ঘেরাও চলাকালীন রোগী পরিষেবা কাদের ষড়যন্ত্রে ব্যাহত হয়েছিল তা চিহ্নিত করতে হবে। পাশাপাশি, পড়ুয়াদের হেনস্থাকারী অধ্যাপকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মেডিক্যাল টিম গঠন করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা ভেবে হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ।
৬ মাসের মধ্যে দ্বিতীয়বার। পুরুলিয়ার রঘুনাথপুর ১ ব্লকের বেড়ো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ৭ পঞ্চায়েত সদস্য। বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের অভিযোগ, আলোচনা না করেই একার সিদ্ধান্তে পঞ্চায়েত পরিচালনা করছেন প্রধান মণিকা মণ্ডল। দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন না বলেই তাঁর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে, পাল্টা দলীয় সদস্যদের দিকেই আঙুল তুলেছেন তৃণমূলের প্রধান। বিজেপির কটাক্ষ, কাটমানির বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে সমস্যা হওয়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
দুর্গাপুরের মায়াবাজার এলাকায় পরিবহণ সংস্থার অফিস ও দোকানে ভাঙচুর। ভাঙা হয় মোটরবাইক। সিসি ক্যামেরায় ধরা পড়েছে তাণ্ডবের ছবি। হামলাকারীদের অভিযোগ, দুর্গাপুরের ওই পরিবহণ সংস্থার অফিসে বালি-লোহার বেআইনি কারবার চলে। বারবার নিষেধ করা সত্ত্বেও তা বন্ধ হয়নি। হামলাকারীরা তৃণমূলের সঙ্গে যুক্ত ও তারাই অসামাজিক কাজকর্মে জড়িত বলে পরিবহণ সংস্থার তরফে পাল্টা অভিযোগ উঠেছে। রাতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনায় উভয়পক্ষের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তারাতলা মোড়ে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল বেপরোয়া গাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে তারাতলা থানার পুলিশ।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় মান্দাসে। তবে এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হয়েছে। বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েকদিন রাজ্যে শীতের আমেজ কিছুটা কমবে। শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় সকালের দিকে হালকা ধোঁয়াশা। আজ পারদ আরও কিছুটা নেমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম বুল্টি দাস। স্থানীয়দের দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন স্বামী। এই নিয়ে বিবাদ লেগেই ছিল। অভিযোগ, গতকাল বচসা চলাকালীন স্ত্রীর মাথায় লাঠির বাড়ি মারেন স্বামী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ।
আজ শাহি দরবারে সুকান্ত। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাবেন অভিযোগ। ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রীর সঙ্গে শুভেন্দু-সুকান্ত সাক্ষাৎ।
পঞ্চায়েতের আগে ফের বোমা-বারুদের গন্ধ। তৃণমূল নেতার বাড়িতে গুলিবৃষ্টি। অভিযুক্ত দলেরই ব্লক সভাপতি। গট আপ গেম। পাল্টা তদন্তের চ্যালেঞ্জ কাইজারের।
ফের জেল হেফাজতে মানিক। তাপস মণ্ডলের তোলা টাকা নিয়োগ দুর্নীতির কিংপিন, মানিকের মাধ্যমেই পৌঁছত ওপরমহলে। আদালতে বিস্ফোরক দাবি ইডির।
<বোমা ফেটে বিস্ফোরণ? নাকি গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা? বসিরহাটে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণের কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। বোমা মজুত রাখা ছিল বলে অভিযোগ তুলেছেন, তৃণমূলেরই এক নেতা। বিস্ফোরণের কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা করা হবে।
পঞ্চায়েত ভোটের মুখে ভাঙড়ে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতে গুলিবৃষ্টি। বাড়ির বাইরে মিলল তাজা বোমা। হামলার পিছনে দলেরই ব্লক সভাপতি কাইজার আহমেদের হাত রয়েছে অভিযোগ করেছেন তৃণমূল নেতা। গটআপ, পাল্টা দাবি কাইজারের।
ভাঙড় আছে ভাঙড়েই। এবার তৃণমূলেরই প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি। খাটের নীচে লুকিয়ে কোনওক্রমে রক্ষা।
মত্ত অবস্থায় গাড়িচালানোর অভিযোগে আটক চালক। ছাড়াতে গেলে প্রগতি ময়দান থানায় সস্ত্রীক রাশিদ খানকে হেনস্থার অভিযোগ। রাশিদ-পত্নীর বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের।
প্রেক্ষাপট
কার দখলে গুজরাত (Gujarat Election Results 2022)? বিজেপি 9BJP) কি করতে পারবে সাতে সাত? কী হবে হিমাচল প্রদেশে (Himachal Election Results 2022)? আজ দুই রাজ্যে বিধানসভা ভোটের গণনা।
আজ ২ রাজ্যের ফল
১৫ বছর পর বিজেপির হাতছাড়া দিল্লি (Delhi) পুরসভা। একক সংখ্যা গরিষ্ঠ কেজরিওয়ালের দল। ১৩৪ আসনে জয় আম আদমি পার্টির। বিজেপির ঝুলিতে ১০৪। কংগ্রেস ৯। অন্যান্য ৩।
মত্ত অবস্থায় গাড়িচালানোর অভিযোগে আটক চালক। ছাড়াতে গেলে প্রগতি ময়দান থানায় সস্ত্রীক রাশিদ খানকে (Ustad Rashid Khan) হেনস্থার অভিযোগ। রাশিদ-পত্নীর বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের।
গাড়িচালকের মেডিক্যাল রিপোর্টে মিলেছে মত্ত থাকার প্রমাণ, দাবি পুলিশের। মেডিক্যাল টেস্ট না করেই টিপছাপ, পাল্টা দাবি রাশিদ-কন্যার।
ফের রক্তাক্ত শৈশব। টিটাগড়ে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। জখম ২ নাবালক। আশঙ্কাজনক ১। খেলার মাঠে কীভাবে বোমা? তদন্তে পুলিশ। উদ্ধার তাজা বোমা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -