West Bengal News Live: ভোটের সময় আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতার আরাবুল

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 08 Feb 2024 10:41 PM
WB News Live: পিকনিক করতে গিয়ে দাসপুরের কাছে নৌকাডুবি, ৫ জন নিখোঁজ

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পিকনিক করে বাগনান ফেরার সময় দুর্ঘটনা। ১৮জনকে নিয়ে নৌকাডুবি, ১৩জন উদ্ধার, এখনও ৫জন নিখোঁজ।

WB News Live Update: পিকনিক করতে গিয়ে দাসপুরের কাছে নৌকাডুবি, ৫ জন নিখোঁজ

পিকনিক করতে গিয়ে দাসপুরের কাছে নৌকাডুবি, ৫ জন নিখোঁজ। বেলগাছিয়া থেকে দাসপুরে পিকনিক করতে গিয়ে নৌকাডুবি। রূপনারায়ণ নদীতে নৌকাডুবি, ২ শিশু-সহ ৫ জন নিখোঁজ।

WB News Live: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলরকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। সিবিআইয়ের পর, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবার ইডি-র জিজ্ঞাসাবাদ।

WB News Live Update: এখনও বেপাত্তা শেখ শাহজাহান, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি

এখনও বেপাত্তা শেখ শাহজাহান, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। ব্যুমেরাং হয়ে ফিরে এল তৃণমূলের সেই জনরোষের তত্ত্ব! শেখ শাহজাহানের দলবলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। শেখ শাহজাহান-সহ ৩ তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবিতে ক্ষোভ। 

WB News Live: মহিউদ্দিন মোল্লাকে খুনের অভিযোগে এফআইআরে নাম ছিল আরাবুলের

মহিউদ্দিন মোল্লাকে খুনের অভিযোগে এফআইআরে নাম ছিল আরাবুলের। ১৫ জুন পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে সংঘর্ষে খুন হন আইএসএফের মহিউদ্দিন। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে খুন হন আইএসএফের মহিউদ্দিন। আরাবুল ও তাঁর পুত্র হাকিমুল-সহ ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের। 

WB News Live Update: ভোটের সময় আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতার আরাবুল

ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার। খুনের অভিযোগে আরাবুল ইসলাম গ্রেফতার। ভাঙড় থেকেই তৃণমূল নেতা আরাবুল গ্রেফতার। ভোটের সময় আইএসএফ কর্মী খুনের অভিযোগে গ্রেফতার। 

WB News Live: তোলাবাজির অভিযোগে আরাবুল ইসলাম গ্রেফতার

আরাবুল ইসলাম গ্রেফতার। তোলাবাজির অভিযোগে আরাবুল ইসলাম গ্রেফতার। ভাঙড় থেকেই তৃণমূল আরাবুল গ্রেফতার। 

WB News Live Update: বিধানসভায় বাজেট পেশের সময় সংঘাত! বাইরেও উঠল চোর স্লোগান

বিধানসভায় বাজেট পেশের সময় সংঘাত! বাইরেও উঠল চোর স্লোগান। মুখ্যমন্ত্রীর কনভয় বিধানসভা থেকে বেরোনোর সময় পুলিশের বিরুদ্ধে অগ্নিমিত্রার গাড়ি আটকানোর অভিযোগ বিজেপির। 

WB News Live: সারদা কর্মীদের দায়ের করা মামলায় কুণাল ঘোষকে অব্যাহতি

সারদা কর্মীদের দায়ের করা মামলায় কুণাল ঘোষকে অব্যাহতি। কুণাল ঘোষকে অব্যাহতি দিল বিধাননগরের এমপি-এমএলএ কোর্ট। বেতন ও পিএফ না পাওয়ার অভিযোগে পার্ক স্ট্রিট থানায় মামলা করেন সারদা কর্মীরা। তদন্ত করে সুদীপ্ত সেন, কুণাল ঘোষের নামে চার্জশিট দেয় পুলিশ।

WB News Live Update: বাজেট পেশের দিনও বিধানসভা চত্বরে উঠল চোর স্লোগান

বাজেট পেশের দিনও বিধানসভা চত্বরে উঠল চোর স্লোগান। অধিবেশন কক্ষ থেকে বেরোনোর পর চোর স্লোগান দেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা। অন্যদিকে, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দেন তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মীরা। 

WB News Live: মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় নিমতায় গাড়িতে হামলা

মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় নিমতায় গাড়িতে হামলা। নিমতার মাঝেরহাটিতে পুলিশকে মারধর, গাড়ির চাবি নিয়ে পালাল দুষ্কৃতীরা। বাইকের সঙ্গে ধাক্কার পর পুলিশকে মার, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার গাড়ির চাবি, মোবাইল ফোন। 

WB News Live Update: 'ঘাটাল কলেজের সভাপতি হওয়ার পর ছাত্রী ভর্তির সংখ্যা বাড়ে'

দুর্নীতি-অভিযোগে নিশানা বিজেপির, পাল্টা দেব। 'ঘাটাল কলেজের সভাপতি হওয়ার পর ছাত্রী ভর্তির সংখ্যা বাড়ে। ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদে যোগ দেওয়ার পর অক্সিজেন প্ল্যান্ট বসেছে। এটা যদি দুর্নীতি হয়, তাহলে আমি দুর্নীতি করেছি', মন্তব্য দেবের। 

WB News Live: সংসদে আজ আমার শেষ দিন, জল্পনা বাড়িয়ে পোস্ট দেবের

সংসদে আজ আমার শেষ দিন, জল্পনা বাড়িয়ে পোস্ট দেবের। 'ধন্যবাদ দিদি, ঘাটাল লোকসভায় সবাইকে ধন্যবাদ', জল্পনা বাড়িয়ে পোস্ট ঘাটালের তৃণমূল সাংসদ দেবের।

WB News Live Update: লোকসভা ভোটের মুখে আরও ৪ শতাংশ ডিএ বাড়াল রাজ্য সরকার

লোকসভা ভোটের মুখে আরও ৪ শতাংশ ডিএ বাড়াল রাজ্য সরকার। আরও ৪% ডিএ, কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও ৩২ শতাংশ। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে মহার্ঘ ভাতা। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বাড়ল হাজার টাকা। 

WB News Live: রাজ্য বাজেটে নিউটাউনে ৭ কিমি দীর্ঘ উড়ালপুলের ঘোষণা

ভোটের মুখে কেন্দ্রের মনরেগার পাল্টা রাজ্যের কর্মশ্রী। রাজ্য বাজেটে নিউটাউনে ৭ কিমি দীর্ঘ উড়ালপুলের ঘোষণা। 

WB News Live Update: বিধানসভায় বাজেট পেশ করার সময় বিজেপির তীব্র প্রতিবাদ

বিধানসভায় বাজেট পেশ করার সময় বিজেপির তীব্র প্রতিবাদ। 'এটা পার্টি অফিস নয়, এটা বিধানসভা', বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। 

WB News Live:পূর্ব বর্ধমানের খন্ডঘোষে নাবালিকা নিখোঁজ মামলার তদন্তে সিবিআই

রাজ্যে আরও এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। পূর্ব বর্ধমানের খন্ডঘোষে নাবালিকা নিখোঁজ মামলার তদন্তে সিবিআই। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর

WB News Live Update:তোলা চেয়ে বালিগঞ্জে প্রবাসী বাঙালিকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত প্রোমোটার-সহ ২

তোলা চেয়ে বালিগঞ্জে প্রবাসী বাঙালিকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত প্রোমোটার-সহ ২

WB News Live:সন্দেশখালিতে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পুলিশ

সন্দেশখালিতে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পুলিশ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শাসক নেতা উত্তম সর্দার, শিবু হাজরাদের গ্রেফতারের দাবিতে মিছিল। লাঠি হাতে থানার সামনে মহিলাদের বিক্ষোভ 

WB News Live Update:ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা উদ্ধার

ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা উদ্ধার হল। আজ সকালে ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ এসে দুটি বোমা উদ্ধার করে। জনবহুল এলাকায় কে বা কারা বোমা রেখে গেল, খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ।

WB News Live:আউসগ্রাম ২ নম্বর ব্লকে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা

আউসগ্রাম ২ নম্বর ব্লকে তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। প্রাক্তন ব্লক সভাপতি ও বর্তমান ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে দ্বন্দ্বের জেরে বুদবুদে ধুন্ধুমার। বহিরাগতদের এনে শিল্পতালুকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ এক গোষ্ঠীর। পাল্টা অভিযোগ করেছে অপর গোষ্ঠী। 

WB News Live Update:সন্ত্রস্ত্র সন্দেশখালিতে প্রতিরোধের আগুন!

সন্ত্রস্ত্র সন্দেশখালিতে প্রতিরোধের আগুন! ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি, পুলিশের সঙ্গে তুমুল বচসা স্থানীয়দের একাংশের

WB News Live:রেশন বণ্টনে কারচুপির অভিযোগে সবংয়ে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ

রেশন বণ্টনে কারচুপির অভিযোগে সবংয়ে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

WB News Live Update:আদিবাসীদের জমি দখলের নামে বিজেপি-সিপিএম প্ররোচনা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, অভিযোগ তৃণমূল বিধায়কের

আদিবাসীদের জমি দখলের নামে বিজেপি-সিপিএম প্ররোচনা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। গন্ডগোলের পর তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে বেধড়ক মারধর করা হয়। এমনকী,  তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। শেখ শাহজাহানের গড়ে তৃণমূলের ওপর স্বতঃস্ফূর্ত গণরোষের দায় বিরোধীদের ঘাড়েই চাপিয়েছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। পুলিশ আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

WB News Live:শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে আটকে রেখে মারধরের অভিযোগ

শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে আটকে রেখে মারধরের অভিযোগ। হাসপাতালে নিয়ে যেতেও বাধা, দাবি তৃণমূল বিধায়কের

WB News Live Update:সন্দেশখালিতে তৃণমূলের ওপর জনরোষ আছড়ে পড়ার নেপথ্যে রয়েছে নির্যাতন ও বঞ্চনার অভিযোগ

সন্দেশখালিতে তৃণমূলের ওপর জনরোষ আছড়ে পড়ার নেপথ্যে রয়েছে নির্যাতন ও বঞ্চনার অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, গত ২-৩ বছর ধরে তাঁদের চাষের জমি, সেচ খাল দখল করে একের পর এক ভেড়ি বানানো হয়েছে। পিছনে রয়েছেন শেখ শাহজাহানের ডানহাত শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশখালির তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার, অভিযোগ স্থানীয়দের। জমি হাতছাড়া হলেও, ক্ষতিপূরণ মেলেনি বলেও অভিযোগ। এতদিন শেখ শাহজাহানের ভয়ে মুখ খুলতে পারেননি গ্রামবাসীরা, তৃণমূল নেতা বেপাত্তা হতেই ক্ষোভ উগরোয়, খবর সূত্রের

WB News Live:পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কাঁথিতে কয়েক লক্ষ ভোটে তৃণমূলকে হারানোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী

পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কাঁথিতে কয়েক লক্ষ ভোটে তৃণমূলকে হারানোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা কুণাল ঘোষ বলেছেন, ক্ষমতা থাকলে হারিয়ে দেখান। পাশাপাশি, ভগবানপুরের জুখিয়াতে বিজেপি কর্মীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগে, নন্দীগ্রামের কায়দায় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। 

WB News Live Update:শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসীদের একাংশ।

৩৩ দিনেই শেখ শাহজাহানের গড় সন্দেশখালিতে উলটপুরাণ। দফায় দফায় অগ্নিগর্ভ এলাকা। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসীদের একাংশ। বাঁশ লাঠি হাতে মারমুখী গ্রামবাসীদের তাড়ায় পালাতে হল তৃণমূল কর্মী-সমর্থকদের। ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় বঞ্চনা-সহ বিভিন্ন অভিযোগে সংগঠিত তৃণমূলের মিছিল ঘিরে। গতকাল সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শাসক দলের মিছিলের সময় পাল্টা মিছিলে নামেন গ্রামবাসীদের একাংশ! অনেকের হাতেই দেখা যায় লাঠি, বাঁশ, রড। দিনের গন্ডগোল থামেনি রাতেও। রাতে তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সদস্য় শিবপ্রসাদ হাজরার ভেড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে আটকে রাখে গ্রামবাসীদের একাংশ। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

WB News Live:লোকসভা ভোটের মুখে, তিনটি সরকারি কমিটি থেকে দেবের পদত্য়াগ, নানা জল্পনা উস্কে দিয়েছে

লোকসভা ভোটের মুখে, তিনটি সরকারি কমিটি থেকে দেবের পদত্য়াগ, নানা জল্পনা উস্কে দিয়েছে। তার মধ্য়েই বুধবার, সোশাল মিডিয়ায় লোকসভার ছবি দিয়ে, দেব লেখেন, আর মাত্র কয়েকঘণ্টা। এটা কি বিশেষ কোনও ইঙ্গিত? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। 

WB News Live Update:সন্দেশখালির ঘটনায় SIT গঠনের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রধান বিচারপতির

৩৩ দিন কেটে গেলেও এখনও টিকি পাওয়া যায়নি শেখ শাহজাহানের। ইডি দু'বার হাজিরার নোটিস পাঠালেও, হাজির হননি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। আর এই প্রেক্ষাপটেই ইডি আধিকারিকদের ওপর হামলার তদন্ত আরও একমাস পিছিয়ে গেল! বুধবার সন্দেশখালিকাণ্ডের তদন্তে সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে গঠিত সিট-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রশ্ন উঠছে, তাহলে ইডি আধিকারিকদের ওপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় মাস্টারমাইন্ড শেখ শাহজাহানকে খুঁজবে কে? আদালতে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে ইডি। তাদের আইনজীবী বলেন, রাজ্য পুলিশ এই তদন্তের ক্ষেত্রে একেবারেই যোগ্য সংস্থা নয়। নথি বিকৃত করা হতে পারে। তথ্যপ্রমাণ নষ্ট করা হতে পারে। রাজ্য পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। এরপরই সন্দেশখালির ঘটনায় SIT গঠনের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন প্রধান বিচারপতি। 

WB News Live:৩৩ দিনেই শেখ শাহজাহানের গড় সন্দেশখালিতে উলটপুরাণ

৩৩ দিনেই শেখ শাহজাহানের গড় সন্দেশখালিতে উলটপুরাণ। দফায় দফায় অগ্নিগর্ভ এলাকা। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসীদের একাংশ। 

WB News Live Update:সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ

সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ! ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গেল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম! কণ্ঠস্বর ঘাটালেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের। দাবি করলেন দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না। অডিও ক্লিপটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে বলে দাবি করেছেন শঙ্কর দলুই। যা বলার দিদি বলবেন। অডিও ক্লিপ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের সাংসদ দেব।

WB News Live:একতলার সিঁড়ি না ভেঙেই সরাসরি তিন-চারতলায় উঠেছেন কাজল শেখ

একতলার সিঁড়ি না ভেঙেই সরাসরি তিন-চারতলায় উঠেছেন কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি সম্পর্কে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিদায়ী জেলাশাসক। কাজল শেখকে মুখ্যমন্ত্রীর তিরস্কারের পর আমলার মন্তব্য় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখে কুলুপ এঁটেছেন কাজল শেখ। 

WB News Live Update:কংগ্রেস এবং তৃণমূলের মধ্য়ে দূরত্ব যখন বাড়ছে, তখন বাংলায় যত দ্রুত সম্ভব, কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া সেরে ফেলতে তৎপর সিপিএম

বিজেপি-বিরোধী জোট জলে। তবে কংগ্রেস এবং তৃণমূলের মধ্য়ে দূরত্ব যখন বাড়ছে, তখন বাংলায় যত দ্রুত সম্ভব, কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া সেরে ফেলতে তৎপর সিপিএম। ফেব্রুয়ারির মধ্য়ে আনুষ্ঠানিকভাবে জোট এবং আসন সমঝোতা সেরে ফেলতে চাইছে তারা। যাতে প্রচারের জন্য় পর্যাপ্ত সময় পাওয়া যায়। যদিও, সিপিএম-কংগ্রেসের জোটকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

WB News Live:রাজ্যসভায় বুধবার কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি

রাজ্যসভায় বুধবার কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। আর তা করতে গিয়ে, হাতিয়ার করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্যকে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে আপনাদের চ্যালেঞ্জ এসেছে, আমি প্রার্থনা করি, আপনারা অন্তত ৪০ আসন রক্ষা করুক। এনিয়ে মমতা-মোদি, দু-জনকেই খোঁচা দিয়েছে কংগ্রেস এবং সিপিএম।

প্রেক্ষাপট

তেত্রিশ দিনেই সন্দেশখালিতে (Sandeshkhali Incident) উলটপুরাণ। শেখ শাহজাহানের (Villagers Agitation Against Sheikh Shahjahan) বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিরোধ। পিছু হটল তৃণমূল। নৌকোয় চেপে কোনওরকমে চম্পট!

শেখ শাহজাহান-ঘনিষ্ঠদের তাণ্ডবে প্রাণ বাঁচাতে নৌকোয় চেপে পালাতে হয়েছিল ইডিকে (ED Under Attack), একইভাবে এবার গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পালাতে হল তৃণমূলকেই। প্রতিরোধে শাসক-চম্পট!


সন্দেশখালির বাঘের বিরুদ্ধে মুখ খুলছে সন্দেশখালি। নেতা-ঘনিষ্ঠের ভেড়ির অফিসে আগুন। লাঠি নিয়ে তৃণমূলের মিছিলের সামনে প্রতিরোধ। থানায় বিক্ষোভ। 

চাষের জমি জবরদখল। নোনা জল ঢুকিয়ে ভেড়ি করার অভিযোগে ফুঁসছে সন্দেশখালি। তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। উদ্ধার করল পুলিশ। 


৩৩ দিন পার, ইডির দ্বিতীয় তলবেও হাজিরা দিলেন না সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড। আরও সময় চেয়ে পাঠালেন আইনজীবীকে। গ্রহণ করল না ইডি। 

সন্দেশখালিকাণ্ডের তদন্তে সিট গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ। ৬ মার্চ পর্যন্ত তদন্ত করতে পারবে না পুলিশও। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 

জলে জোট, কংগ্রেসের বিরুদ্ধে মমতার কথাই হাতিয়ার মোদির! 


বিজেপির সব থেকে বড় প্রতিপক্ষ কংগ্রেস, তাই বারবার আক্রমণ, পাল্টা অধীর। ফের সেটিং-তত্ত্বে শান সুজনের। সঙ্ঘবদ্ধভাবে আঞ্চলিক দলগুলির সরকার গড়ার পক্ষে নেত্রী, দাবি তৃণমূলের। 

ভোটের মুখে ফের সক্রিয় হচ্ছেন অভিষেক? নীরবতা নিয়ে জল্পনার মধ্যেই ১৬ ফেব্রুয়ারি দলীয় সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ডাক। 

১০০ দিনের দুর্নীতির তদন্তে সক্রিয় ইডি। দিল্লিতে দরবার করেও জবাব না মেলায় পাল্টা বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর। (বাইট--অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিল, কিন্তু লাভ হয়নি) 

কেন্দ্র-রাজ্য সংঘাতে শিশু চিকিৎসাতেও কোপ! হৃদরোগের অস্ত্রোপচারও বন্ধ! প্রকল্পের নাম বদলের জের, বকেয়া ১০০ কোটি চেয়ে দিল্লিকে চিঠি রাজ্যের। 

পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। ভূপতিনগর গিয়ে শুভেন্দুর মুখে নন্দীগ্রাম মডেল। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.