West Bengal News Live: ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 08 Jan 2024 02:57 PM
West Bengal News Live: ইডি-র উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান

ইডি-র উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান। জানি না কোথায়, দাবি তৃণমূল নেতার ভাইয়ের। এলাকাতেই আছেন, ধোঁয়াশা বাড়িয়ে দাবি, শাসক বিধায়কের।

WB News Live Updates:গঙ্গাসাগরে মেলার আগের পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ থেকে দু’দিনের জন্য গঙ্গাসাগরে মেলার আগের পরিস্থিতি পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। দুপুরে সাগর হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারত সেবাশ্রমে যাবেন। এরপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল যাবেন জয়নগরে। সেখানে প্রশাসনিক সভা রয়েছে। সভা সেরে কালই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। 

West Bengal News Live: পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় ক্ষমা চাইলেন রাজীব সিন্হা

পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় ক্ষমা চাইলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা

WB News Live Updates: এসএসকেএম হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয় মল্লিকই লিখেছিলেন? 

এসএসকেএম হাসপাতালে বসে চিঠি কি জ্যোতিপ্রিয় মল্লিকই লিখেছিলেন? 
ইডি-র দাবি, জেরায় চিঠি লেখার কথা স্বীকার করেছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী
ইডি সূত্রে খবর, এবার সেই চিঠির লেখা আর জ্যোতিপ্রিয়র হাতের লেখা মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি
হাতের লেখা মেলাতে তারা হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে
হাসপাতালে চিঠি লেখার কথা স্বীকার করলেও, পরে বয়ান বদলাতে পারেন জ্যোতিপ্রিয়, আশঙ্কা ইডি-র
 তাই হাতের লেখা মিলিয়ে তথ্য প্রমাণ নিজেদের হাতে রাখতে চায় ইডি, খবর সূত্রের

West Bengal News Live: ইডি-র উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান

ইডি-র উপর হামলার ৩ দিন পরেও ধরাছোঁয়ার বাইরে শেখ শাহজাহান
জানি না কোথায়, দাবি তৃণমূল নেতার ভাইয়ের
এলাকাতেই আছেন, ধোঁয়াশা বাড়িয়ে দাবি শাসক বিধায়কের

WB News Live Updates: ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

West Bengal News Live: গড়িয়ায় ঢালাই ব্রিজের কাছে ঝুপড়িতে আগুন 

গড়িয়ায় ঢালাই ব্রিজের কাছে ঝুপড়িতে আগুন 
সকাল ১১টা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা যায়
 আগুন ছড়িয়ে পড়ে দ্রুত
আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা
 দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে 

WB News Live Updates: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে একই দিনে ২ বার আক্রান্ত ইডি, সিজিও কমপ্লেক্সে বাড়ল নিরাপত্তা

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে একই দিনে ২ বার আক্রান্ত ইডি
সন্দেশখালি ও বনগাঁর ঘটনার পর তাদের দফতরেও হামলার আশঙ্কা ইডি-র
সিজিও কমপ্লেক্সের সাততলায় ইডি অফিসের নিরাপত্তা দ্বিগুণ করার আবেদন জানিয়ে সিআইএসএফের ডিজিকে চিঠি
সেই চিঠির প্রেক্ষিতে আজ থেকেই বাড়ানো হল নিরাপত্তা
ইডি অফিসে এতদিন নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৫ জন সিআইএসএফ জওয়ান
আজ থেকে সেই সংখ্যা বেড়ে হল ৩০ 

West Bengal News Live:কোচবিহারে গেরুয়া শিবিরে বড় 'ভাঙন', বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ যোগ দিলেন তৃণমূলে

কোচবিহারে বিজেপিতে বড় 'ভাঙন'
বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষ যোগ দিলেন তৃণমূলে
তৃণমূলের কোচবিহার জেলা পার্টি অফিসে উদয়ন গুহ, অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে জয়দীপের তৃণমূলে যোগদান 
গত পুরভোটের আগে বিজেপিতে যোগদান করেন জয়দীপ ঘোষ
গত ৫ জানুয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ধর্নায় অংশ নিয়েছিলেন জয়দীপ ঘোষ

WB News Live Updates: ইডি-র উপর হামলার ৩ দিন পরেও বেপাত্তা মাস্টারমাইন্ড অভিযুক্ত তৃণমূল নেতা।

কোথায় সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান? ইডি-র উপর হামলার ৩ দিন পরেও বেপাত্তা মাস্টারমাইন্ড অভিযুক্ত তৃণমূল নেতা। উধাও নেতা ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানও। 

West Bengal News Live: 'কেন্দ্রীয় বাহিনী, এজেন্সির লোকেরা মার খেয়েছে, আইনগতভাবে এর মোকাবিলার কথা ভাবছে বিজেপি,' মন্তব্য দিলীপ ঘোষের

কেন্দ্রীয় বাহিনী, এজেন্সির লোকেরা মার খেয়েছে। আইনগতভাবে এর মোকাবিলার কথা ভাবছে বিজেপি, মন্তব্য দিলীপ ঘোষের।

WB News Live Updates: আজ থেকে দু’দিনের গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ থেকে দু’দিনের গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। দুপুরে সাগর হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভারত সেবাশ্রমে যাবেন। এরপর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতে গঙ্গাসাগরেই থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল যাবেন জয়নগরে। সেখানে প্রশাসনিক সভা রয়েছে। সভা সেরে কালই কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। 

West Bengal News Live: পৌষের শেষলগ্নে উধাও শীত, ফের বাড়ল তাপমাত্রা 

পৌষের শেষলগ্নে উধাও শীত, ফের বাড়ল তাপমাত্রা 

WB News Live Updates: ইনসাফের ব্রিগেডে তৃণমূল-বিজেপিকে একসারিতে বসিয়ে আক্রমণ করলেন মীনাক্ষী-সৃজনরা

রবিবারে ইনসাফের ব্রিগেডে তৃণমূল-বিজেপিকে একসারিতে বসিয়ে আক্রমণ করলেন মীনাক্ষী-সৃজনরা। পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। তাঁরাই করেছেন ইনসাফ, দাবি অভিষেকের।

West Bengal News Live: শাহজাহানকে দ্রুত গ্রেফতার করার বার্তা দিয়েছেন রাজ্যপাল

শাহজাহানকে দ্রুত গ্রেফতার করার বার্তা দিয়েছেন রাজ্যপাল। শনিবার রাতে রাজভবনের তরফে জানানো হয়, পিস রুমে একটি অভিযোগ এসেছে। সেখানে বলা হয়েছে, শেখ শাহজাহানকে কয়েকজন রাজনৈতিক এবং পুলিশ অফিসার মদত দিচ্ছেন। মাননীয় রাজ্যপাল ডিজিপি-কে অবিলম্বে অপরাধীকে গ্রেফতার এবং সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছেন। এ নিয়ে রাজনৈতিক সংঘাত সপ্তমে উঠেছে। 

WB News Live Updates: আজ গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

১৫, ১৬ জানুয়ারি মকরস্নান। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। আজ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। আসতে পারেন প্রায় ৪০ লক্ষ পুণ্যার্থী।

West Bengal News Live: শিক্ষা থেকে রেশন, দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করে হুঙ্কার মীনাক্ষীর

শিক্ষা থেকে রেশন, দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করে হুঙ্কার মীনাক্ষীর।

WB News Live Updates: লোকসভা ভোটের প্রচারের ঢাকে কাঠি

লোকসভা ভোটের প্রচারের ঢাকে কাঠি। সুপার সানডেতে ব্রিগেডে DYFI-এর শক্তি প্রদর্শন। নবীন-প্রবীণ বিতর্কের মুখে পৈলানে অভিষেক। নেতাইয়ে শুভেনদুর শহিদ-স্মরণ। 

প্রেক্ষাপট

লোকসভা ভোটের প্রচারের ঢাকে কাঠি। সুপার সানডেতে ব্রিগেডে DYFI-এর শক্তি প্রদর্শন। নবীন-প্রবীণ বিতর্কের মুখে পৈলানে অভিষেক। নেতাইয়ে শুভেনদুর শহিদ-স্মরণ।

শিক্ষা থেকে রেশন, দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করে হুঙ্কার মীনাক্ষীর। 


তৃণমূল-বিজেপিকে নিশানা সেলিমের। ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না, কটাক্ষ কল্যাণের। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, খোঁচা শুভেন্দুর।

নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই অবস্থানে অনড় অভিষেক। 

বয়স-বিতর্কে সংঘাতের জল্পনা খারিজ অভিষেকের। 

লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে যেই দাঁড়াক না কেন, অসুবিধা নেই। নাম না করে শুভেনদু-নৌশাদকে চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপি ওকে হারাবেই, পাল্টা বিরোধী দলনেতা।

সরকারের আগেই ভোটের মুখে ডায়মন্ড হারবারে বার্ধক্যভাতা চালু অভিষেকের। ৭৬ হাজারেরও বেশি প্রবীণকে মাসে হাজার টাকা দেওয়ার ঘোষণা। 

ডায়মন্ড হারবারে ৭৬ হাজারেরও বেশি প্রবীণকে অভিষেকের ভাতা। উৎস নিয়েই প্রশ্ন শুভেন্দুর। কয়লা-বালি চুরির টাকা, অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.