West Bengal News Live: রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ, শনিবারেও ১৮ হাজার পার দৈনিক আক্রান্ত

West Bengal Breaking New Live Updates: জেনে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকেই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Jan 2022 07:31 PM
West Bengal News Live : মাস্ক না পরায় দোকান বন্ধ করল পুলিশ

বারবার সতর্ক করার পরেও করোনা সচেতনতায় হুঁশ ফিরছে না একাংশের। অবাধ্যদের পথে আনতে ওষুধ সেই পুলিশের ধমক। মাস্ক না পরে দোকান খোলায় রাজপুর সোনারপুর পুর এলাকায় একাধিক দোকান বন্ধ করে দিল পুলিশ। চলল গ্রেফতারি। মহেশতলা বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দিলেন পুরপ্রশাসক।

West Bengal News Live : গঙ্গাসাগর পুণ্যার্থীদের ৯ জনের রিপোর্ট পজিটিভ

গঙ্গাসাগর মেলার আগে আউট্রাম ঘাটে ভিড় করেছেন পূণ্যার্থীরা। সেখানে পুরসভার ক্যাম্পে করোনা রিপোর্ট পজিটিভ আসা পুণ্যার্থীকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেল পুলিশ। আজ আউট্রাম ঘাটে গঙ্গাসাগরের ৪০ জন পুণ্যার্থীর কোভিড টেস্ট হয়। ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

West Bengal News Live Updates : প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধ খেলে হিতে বিপরীত

করোনা সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো ওষুধের বিক্রি। কিন্তু পরামর্শ ছাড়া এই ওষুধ খেলে ফল হিতে বিপরীত হতে পারে, বলছেন চিকিৎসকরা।

West Bengal News Live : করোনা সংক্রমণ বেড়ে ১৯ হাজার ছুঁইছুঁই

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ১৯ হাজার ছুঁইছুঁই। টানা দু’দিন ১৮ হাজারের বেশি দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় আজ সংক্রমিতের সংখ্যা বাড়ল ৫৮৯। রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯। রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে প্রায় ৩০ শতাংশ। কলকাতায় ৭ হাজারের উপরেই রইল দৈনিক সংক্রমিতর সংখ্যা। 

West Bengal News Live Updates : বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেও বিধিভঙ্গের ছবি

বেলাগাম করোনা সংক্রমণের মধ্যেও বিধিভঙ্গের ছবি বহাল। মাস্ক পরতে তীব্র অনীহা। প্রশ্ন করলে, ঝাঁঝিয়ে উঠে পাল্টা অজুহাত! চারদিনে দৈনিক সংক্রমণ দ্বিগুণ হওয়ার পরেও এই ছবি ধরা পড়েছে রাজ্যের একাধিক জেলায়। পরিস্থিতি সামাল দিতে কোথাও বাজারে ঢুঁ মারলেন বিধায়ক। কোথাও আবার দোকানই বন্ধ করে দিল পুলিশ। 

West Bengal News Live : সহ মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল

শুভেন্দু অধিকারীকে কেন নেতাই যেতে দেওয়া হল না? কারণ জানতে চেয়ে লিখিত রিপোর্ট সহ মুখ্যসচিব ও ডিজিকে ডেকে পাঠালেন রাজ্যপাল। ১০ জানুয়ারি সকাল ১১টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ দুই আধিকারিককে হাজির হতে নির্দেশ। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। 

West Bengal News Live Updates : এবার করোনা থাবা রেল পরিষেবায়

এবার করোনা থাবা রেল পরিষেবায়। গত ১ সপ্তাহে পূর্ব রেলের এক হাজারের বেশি কর্মী কোভিড আক্রান্ত। হাওড়া, মালদা, শিয়ালদা, আসানসোল ডিভিশনের কর্মীরা কোভিড আক্রান্ত। চালক, টিকিট পরীক্ষক এবং আধিকারিকদের বড় অংশ আক্রান্ত হয়েছেন। হাওড়া, বামুনগাছি ও লিলুয়ার কারশেড কর্মীরাও করোনা আক্রান্ত হয়েছেন। গার্ডেনরিচ রেল হাসপাতালের ডাক্তার, নার্স সহ ১০০ জন হাসপাতালে ভর্তি।

West Bengal Corona Live: রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত : অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠকের পর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দু'মাস ডায়মন্ডহারবার সংসদীয় এলাকায় কোনও রাজনৈতিক সমাবেশ নয়। করা যাবে না বড় আকারের কোনও ধর্মীয় সমাবেশও। বললেন অভিষেক।

West Bengal News Live Updates : জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে পেট্রোল পাম্প কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি

জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে পেট্রোল পাম্প কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি। হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুরের ঘটনা। সিসি ক্যামেরায় ধরা পড়েছে লুঠপাটের ছবি।অভিযোগ, ১৬ নম্বর জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে পেট্রোল পাম্পে ঢুকে কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে চার ডাকাত ১ লক্ষ ৯০ হাজার টাকা লুঠ করে। পালানোর আগে ডাকাতরা শূন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। দুষ্কৃতীরা অধরা।

West Bengal Corona Live: ফুলবাগানে গাড়ির ধাক্কায় আহত এক মহিলা-সহ তিন পথচারী

ফুলবাগানে বিচারকের গাড়ির ধাক্কায় আহত এক মহিলা-সহ তিন পথচারী। একজনের পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। বিচারকের গাড়ির চালককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ফুলবাগানের 
শিবকৃষ্ণ দাঁ লেনে দুর্ঘটনা ঘটে। নিম্ন আদালতের বিচারকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন পথচারীকে ধাক্কা মারে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন বিচারকের গাড়িচালক। মত্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিচারক।

West Bengal News Live Updates : কোচবিহারের দিনহাটায় একদিনের জন্য বন্ধ বেসরকারি বাস পরিষেবা

করোনা সংক্রমণ বাড়ায়, কোচবিহারের দিনহাটায় একদিনের জন্য বন্ধ বেসরকারি বাস পরিষেবা। সরকারি বাস আটকে প্রতিবাদ জানালেন বেসরকারি বাসের কর্মীরা। সংক্রমণ রুখতে দিনহাটায় একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে দোকান, বাজার, যান চলাচল। সরকারি বাস পরিষেবায় ছাড় দিলেও বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখা হয়। প্রতিবাদে দিনহাটা থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস আটকে বিক্ষোভ দেখান বেসরকারি বাসের কর্মীরা। পরে দূরপাল্লার বেসরকারি বাস চালানোর অনুমতি দেয় প্রশাসন। এরপর বিক্ষোভ তুলে নেন বেসরকারি বাসের কর্মীরা।

West Bengal Corona Live: করোনা থাবা বসিয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালেও

করোনা থাবা বসিয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালেও। বেশ কয়েকজন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সংক্রমিত হলেও, এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সুপার। এদিকে, আধারের সঙ্গে মোবাইল ফোনের নম্বর সংযুক্তিকরণের জন্য একটি ব্যাঙ্কের সামনে দেখা গেল থিকথিকে ভিড়।

West Bengal News Live Updates : সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

করোনার দাপট বাড়ছে। তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন খড়ুয়াবাজারে গিয়ে বিক্রেতারা মাস্ক পরেছেন কিনা, তা ঘুরে দেখেন বিধায়ক। কয়েকজনকে মাস্কও পরিয়ে দেন। পাশাপাশি, মাহেশ বাজারে অভিযান চালান শ্রীরামপুর পুরসভার কর্মীরা। পুরসভার তরফে বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়, পরিয়ে দেওয়া মাস্ক। মাইকেও চলে প্রচার।

West Bengal Corona Live: সংক্রমণ রুখতে তত্পর পুলিশ

সংক্রমণ রুখতে তত্পর পুলিশ। খড়দার বিভিন্ন বাজারে চলল অভিযান। বিভিন্ন এলাকায় ঘুরে মাইকে প্রচারও করে পুলিশ।

West Bengal News Live Updates : ১০ জানুয়ারি থেকে পুর-এলাকার সমস্ত বাজার, দোকান সপ্তাহে তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কামারহাটি পুরসভা

করোনায় দৈনিক সংক্রমণে কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা। জেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ১০ জানুয়ারি থেকে পুর-এলাকার সমস্ত বাজার, দোকান সপ্তাহে তিনদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কামারহাটি পুরসভা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কামারহাটি, আড়িয়াদহ ও দক্ষিণেশ্বর অঞ্চলের বাজার, দোকান, প্রতি সোম, বুধ ও শুক্রবার বন্ধ থাকবে। ১৭ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা, বেলঘরিয়া, দেশপ্রিয়নগর, নন্দননগর, যতীনদাস নগর অঞ্চলের সব বাজার, দোকান প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়

West Bengal Corona Live Update : শিয়ালদা স্টেশন কোভিড পরীক্ষা কেন্দ্র

শিয়ালদা স্টেশন কোভিড পরীক্ষা কেন্দ্র। গঙ্গাসাগরের জন্য আগত পুণ্যার্থীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরও চলছে কোভিড পরীক্ষা।

West Bengal News Live Updates : ফের চালু হল মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ফের চালু হল মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। সরকারি সূত্র উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, সংস্থার তরফে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেই অ্যাকাউন্ট সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এরপরেই চালু হয়ে গেছে মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এর আগে অস্বাভাবিক তথ্য মেলায় মাদার টেরিজার তৈরি স্বেচ্ছাসেবী সংস্থার লাইসেন্স নবীকরণ করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

West Bengal Corona Update : করোনা হয়েছে এমন শিশুদের ৬৯.২ শতাংশ ওমিক্রনে আক্রান্ত

শিশুদের মধ্যেও বাড়ছে ওমিক্রন সংক্রমণ (omicron) । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনা হয়েছে এমন শিশুদের ৬৯.২ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। রাজ্যজুড়েই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, টিকার ডাবল ডোজ নেওয়ার পরেও করোনা হয়েছে এমন ১০০ শতাংশের মধ্যে ৮১ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।

WB Corona Live : আজ থেকেই ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো

করোনা বিধিনিষেধে আংশিক ছাড়। আজ থেকেই ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো। রাত ১০টা পর্যন্ত পার্লার ও সাঁলো খোলা থাকতে পারে বলে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

WB Coronavirus Live : আজ দিনহাটা শহরের বাজার এলাকায় যান চলাচল ও দোকানপাট বন্ধ

লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণে রাশ টানতে আজ দিনহাটা শহরের বাজার এলাকায় যান চলাচল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। খোলা থাকবে শুধুমাত্র ওষুধের দোকান।  সরকারি বাস আটকে প্রতিবাদ জানালেন বেসরকারি বাসের কর্মীরা।


সংক্রমণ রুখতে দিনহাটায় একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে দোকান, বাজার, যান চলাচল। সরকারি বাস পরিষেবায় ছাড় দিলেও বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখা হয়। প্রতিবাদে দিনহাটা থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাস আটকে বিক্ষোভ দেখান বেসরকারি বাসের কর্মীরা। পরে দূরপাল্লার বেসরকারি বাস চালানোর অনুমতি দেয় প্রশাসন। এরপর বিক্ষোভ তুলে নেন বেসরকারি বাসের কর্মীরা। 

WB Corona News Live : রাজপুর-সোনারপুর পুর-এলাকায় অসচেতনতার ছবি

২ দিন বন্ধ থাকার পর, রাজপুর-সোনারপুর পুর-এলাকায় বাজার খুলতেই চেনা ছবি। মাস্ক ছাড়াই রাস্তায় ঘোরাফেরা। পাশাপাশি, বাজারে রয়েছে লাঠিধারী পুলিশের টহলদারি। বিক্রেতারা মাস্ক না পরায় কোথাও দোকান বন্ধ, কোথাও দাঁড়িপাল্লা বাজেয়াপ্ত করা হয়। বিনা মাস্কে থাকায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

WB Corona Live : হাওড়ায় মঙ্গলাহাট বন্ধের সিদ্ধান্ত

করোনার তৃতীয় ঢেউয়ের জের। হাওড়ায় মঙ্গলাহাট বন্ধের সিদ্ধান্ত। প্রতিবাদে কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ ব্যবসায়ীদের। ডোমজুড়ের অঙ্কুরহাটি হাটও বন্ধ করার ভাবনা প্রশাসনের। অন্যদিকে, করোনা সংক্রমণের জেরে বালিতে বন্ধ ব্যাঙ্ক। উদয়নারায়ণপুরে মাইক নিয়ে প্রচার বিধায়কের।

WB Corona News Live : বাঁকুড়া ১ নম্বর ব্লকের এলাকান্দিতে PTTI-এর ভবনে চালু হল ৪০ বেডের সেফ হোম

যত দিন যাচ্ছে ততই ছড়াচ্ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় বাঁকুড়ায় চালু হল সেফ হোম। পুরুলিয়ায় আবার আক্রান্ত হয়েছেন জেলা পরিষদের সভাধিপতি। করোনা থাবা বসিয়েছে মেডিক্যাল কলেজেও। তবে এত কিছুর পরেও ভয়ডরহীন একশ্রেণির মানুষ। পরিস্থিতি মোকাবিলায় বাঁকুড়া ১ নম্বর ব্লকের এলাকান্দিতে PTTI-এর ভবনে চালু হল ৪০ বেডের সেফ হোম।

WB News Live : দ্বিতীয়বার করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

ফের রাজ্য মন্ত্রিসভায় করোনার থাবা। ডবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু। রয়েছেন হোম আইসোলেশনে। ২০২০-তে প্রথমবার করোনা আক্রান্ত হন সুজিত বসু।

West Bengal News Live : পাতিপুকুর মাছ বাজারে অসচেতনতার চূড়ান্ত ছবি

কলকাতায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরপরেও পাতিপুকুর মাছ বাজারে অসচেতনতার চূড়ান্ত ছবি। ভিড়ের মধ্যে বিনা মাস্কে চলছে বেচাকেনা। কারও মাস্ক আবার থুতনির নীচে। ক্যামেরা দেখে তুলে নিচ্ছেন নাকের ওপর। কেউ মাস্ক নেই বলে ক্যামেরার সামনে চাদরে ঢাকছেন মুখ। দেখা মেলেনি পুলিশের। 

WB News Live : উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দুটি বিশেষ দল গঠন করল স্বাস্থ্য দফতর

দুই ২৪ পরগনায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দুটি বিশেষ দল গঠন করল স্বাস্থ্য দফতর।প্রতিটি দলে ৪ জন করে মেডিক্যাল টেকনোলজিস্ট থাকবেন। উত্তর ২৪ পরগনার দলটি প্রস্তুত থাকবে বিধাননগর হাসপাতালে। দক্ষিণ ২৪ পরগনার দলটিকে এম আর বাঙুর হাসপাতালে প্রস্তুত থাকবে।

WB News Live : করোনা আক্রান্ত ঋদ্ধি সেন, রয়েছেন আইসোলেশনে

করোনা আক্রান্ত হলেন বাংলা ছবির অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনা সংক্রমিত হওয়ার খবর শেয়ার করেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ঋদ্ধি লেখেন, 'আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। যাঁরা গত বাহাত্তর ঘণ্টায় আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ করছি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।'

West Bengal News Live : বায়ুদূষণে এবার দিল্লিকে টপকে গেল কলকাতা

বায়ুদূষণে এবার দিল্লিকে টপকে গেল কলকাতা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে দূষণের পরিমাণ ৩০০ ছাড়িয়ে গেল অধিকাংশ জায়গাতেই! বিষয়টি উদ্বেগজনক বলছেন চিকিত্সকরা। দূষণ কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, প্রশ্ন তুলছেন পরিবেশকর্মীদের একাংশ। 

West Bengal News Live : সপ্তাহে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা

করোনা পরিস্থিতিতে এবার সপ্তাহে তিনদিন বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ দমদম পুরসভা। এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার-দোকান। কোনও ব্যবসায়ী এই নিয়ম লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা। 

প্রেক্ষাপট

গঙ্গাসাগর মেলার জন্য ভিন রাজ্যের পুণ্যার্থীদের ভিড়। ময়দানে মাস্ক বিলি করে পুলিশ ফিরতেই করোনা বিধির দফারফা। অনেকের মুখেই নেই মাস্ক। রয়েছে আরটি পিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও। এই আবহে বাবুঘাটে পুরসভার কোভিড টেস্ট চলে। সেখানে ৬জন কোভিড পজিটিভ, এমনটাই জানা গিয়েছে। ১১৯জন পুণ্যার্থীর করোনা পরীক্ষা করা হয়েছিল। 


গঙ্গাসাগরে প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়তি সর্তকতা নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাবুঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত পুণ্যার্থীদের জন্য বিভিন্ন জায়গায় থাকবে আর্টিফিশিয়াল টেস্টের সুযোগ। বাড়ানো হয়েছে সেফ হোমের সংখ্যা। পুণ্যার্থীরা যাতে মাস্ক ব্যবহার করার জন্য প্রচার চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কোভিড বিধি মানার জন্য কপিলমুনি মন্দিরের সামনে প্রচার চালানো হচ্ছে। পুণ্যার্থীদের জন্য রাখা হচ্ছে থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে প্রায় কয়েক হাজার ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে দু'লক্ষ মাস্ক রাখা হচ্ছে। করোনা সংক্রমনের কথা মাথায় রেখে আগাম প্রস্তুত জেলা প্রশাসন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.