West Bengal News Live : রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো, চড়া বাজার

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আপনার জেলার সমস্ত খবরের আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 08 Oct 2022 11:45 PM
WB Live Updates: রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো, চড়া বাজার

ছুটির রবিবারে কোজাগরী লক্ষ্মীপুজো। চড়া বাজার। বাংলার ঘরে ঘরে ধন-সম্পত্তির দেবীর পুজো। আরাধনায় সেলিব্রিটিরা। 

WB Live News: প্রায় ৪৮ ঘণ্টা পর উদ্ধার সিউড়ির নিখোঁজ বালক

প্রায় ৪৮ ঘণ্টা পর, উদ্ধার সিউড়ির নিখোঁজ বালক। পুলিশ সূত্রে খবর, গতকাল সিউড়ি থেকে ১০-১২ কিলোমিটার দূরে পাথরচাপুড়ি গ্রামে ৮ বছরের ওই বালককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পরিচিত মহিলা বালককে দেখে চিনতে পারেন। আজ সকালে তিনিই ওই বালককে বাড়ি পৌঁছে দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ নিখোঁজ হয়ে যায় ৮ বছরের বালক। পুলিশের তরফে ড্রোন উড়িয়ে তল্লাশির পরেও মেলেনি খোঁজ। অবশেষে পরিচিত মহিলার হাত ধরে ঘরে ফেরে বালক। কীভাবে নিখোঁজ হল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে সিউড়ি থানার পুলিশ।

WB Live Updates: এখন থেকেই টাকার বিনিময়ে পঞ্চায়েতে প্রার্থী পদ বিলির অভিযোগ! বেলডাঙায় তৃণমূলে তুমুল অন্তর্কলহ

এখন থেকেই টাকার বিনিময়ে পঞ্চায়েতে প্রার্থী পদ বিলির অভিযোগ! মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূলে তুমুল অন্তর্কলহ। ব্লক সভাপতির অপসারণ চেয়ে দলীয় বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতাকর্মীরা। টাকার বিনিময়ে পদ বিলি নিয়ে একে অপরকে দোষারোপ। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

WB Live News: পুজোয় ৫০ হাজার কোটির ব্য়বসা, দাবি ফিরহাদের

দুর্গাপুজোয় বাংলার অর্থনীতি চাঙ্গা। ৫০ হাজার কোটির ব্যবসা। দাবি রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের।

Durga Puja Carnival: পুর কর্মীদের ধন্যবাদ না জানানোয় ক্ষোভ, কার্নিভালের মঞ্চ ছাড়লেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান

পুরসভা ও পুর কর্মীদের ধন্যবাদ না জানানোয়, ক্ষোভ প্রকাশ করে পুজো কার্নিভালের মঞ্চ ছাড়লেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। বিতর্ক শুরু হতেই পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন জেলা শাসক।

Kolkata Puja Carnival: ডাক পাননি রেড রোডের পুজো কার্নিভালে, অভিমানের সুর মদন মিত্রের গলায়

মেলেনি বিশ্ববাংলার সম্মান-স্বীকৃতি। ডাক পাননি রেড রোডের পুজো কার্নিভালেও। অভিমানের সুর, পুজো উদ্যোক্তা মদন মিত্রের গলায়। 

Durga Puja Carnival: বান আসছে গঙ্গায়, আপাতত বিসর্জন বন্ধ, ঘাটে ভিড় বহু মানুষের

বান আসছে গঙ্গায়। আপাতত বিসর্জন বন্ধ। কার্নিভাল থেকে ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। বান আসার খবরে আপাতত বিসর্জন বন্ধ রাখা হয়েছে।

Kolkata Puja Carnival: পুজো কার্নিভাল ঘিরে রঙিন রেড রোড, ডান্ডিয়া খেললেন মমতা

পুজোর পরেও উত্‍সবের রেশ। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর রেড রোডে প্রথম কার্নিভাল। ডান্ডিয়া খেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Live Updates: হরিদেবপুর হত্যাকাণ্ডে এবার, অভিযুক্ত বান্ধবীর বাবাকেও গ্রেফতার করল পুলিশ

হরিদেবপুর হত্যাকাণ্ডে এবার, অভিযুক্ত বান্ধবীর বাবাকেও গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বান্ধবীর ভাইয়ের দুই বন্ধুকেও। আজ, নিহতের বান্ধবীর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। হরিদেবপুর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি।

WB Live News: তীব্র আক্রোশের জেরেই কি খুন অয়ন মণ্ডল! ধৃতদের জেরা করে মিলছে তথ্য

সম্পর্কের টানাপোড়েন, তার ফলে জমে থাকা তীব্র আক্রোশের জেরেই কি খুন হয়ে গেলেন হরিদেবপুরের অয়ন মণ্ডল? ধৃতদের জেরা করে উঠে আসছে এমনই তথ্য। সূত্রের খবর, সম্পর্কের টানাপোড়েন নিয়ে ক’দিন ধরেই অয়নের সঙ্গে বান্ধবীর পরিবারের বিবাদ চলছিল।

WB Live Updates: ভরতপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হলেন ব্যবসায়ী, উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ

মুর্শিদাবাদের ভরতপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে খুন হলেন ব্যবসায়ী। বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। খুনের অভিযোগে ব্যবসায়ীর বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB Live News: সদ্যোজাতর মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল ঠাকুরপুকুর নার্সিংহোমের বিরুদ্ধে

দশমীতে জন্মগ্রহণ, একাদশীতেই সব শেষ! সদ্যোজাতর মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে। থানায় গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে।

Durga Puja Carnival: দার্জিলিঙের খড়িবাড়িতে যুবকের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

দার্জিলিঙের খড়িবাড়িতে যুবকের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। বৌদির ঘর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন, খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অন্যদিকে, হাওড়ায় উদ্ধার হওয়া মুণ্ডহীন দেহের পরিচয়ের জানতে পারল পুলিশ। হদিশ মিলেছে মুণ্ডটিরও।

Kolkata Puja Carnival: কাঁসর-করতাল-ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী, পা মেলালেন নাচের তালেও

পুজোর পরেও উত্‍সবের রেশ। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর রেড রোডে প্রথম কার্নিভাল। কাঁসর-করতাল-ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী। পা মেলালেন নাচের তালেও।

Durga Puja Carnival: পুজোর কার্নিভালে ডাক পাননি! সরব হলেন বিরোধীরা

পুজোর কার্নিভালে তৃণমূল নেতারা আমন্ত্রিত হলেও ডাক পাননি অন্য দলের সাংসদ, বিধায়করা। এই অভিযোগ তুলেই শাসকদলের বিরুদ্ধে সরব হলেন বিরোধীরা। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। 

WB Live Updates: র্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের আরও এক সহযোগীকে গ্রেফতার করল পুলিশ

মোবাইল অ্যাপ প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্ত, গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের আরও এক সহযোগীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মঙ্গল সর্দার। 

Kolkata Puja Carnival: মন্দিরের আদলে তৈরি মুখ্যমন্ত্রীর বসার মঞ্চ, কার্নিভালে বিদেশি অতিথিরাও

পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই রেড রোড চত্বরে কড়া নিরাপত্তা। থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নেবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা যাবে সৌরভের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।

Durga Puja Carnival: কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টে মেগা কার্নিভালের সূচনা

চলন্ত বাইকে সপরিবারে দুর্গা, বাইকে সওয়ার হয়েই ঢাক-ঘণ্টা বাজিয়ে আরাধনা। কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টে মেগা কার্নিভালের সূচনা। 

Durga Puja Carnival: শহরের বুকে রংয়ের মেলা, মঞ্চে মমতা, রেডরোডে শুরু হল পুজো কার্নিভাল

পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই রেড রোড চত্বরে কড়া নিরাপত্তা। থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নেবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা যাবে সৌরভের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।

Durga Puja Carnival: রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, পুজো কার্নিভাল শুরু আর কিছু ক্ষণের মধ্যেই

আজ রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল। পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা। এবছর রেড রোডের কার্নিভালে অংশ নিয়েছে ৯৫টি পুজো। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। পুজো কমিটি পিছু সর্বাধিক ৫০ জন করে থাকবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক 

WB Live News: রেড রোডে আজ পুজো কার্নিভাল, অংশ নিয়েছে ৯৫টি কমিটি

পুজো শেষ। উত্সবের রেশ জিইয়ে রেখে আজ রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা। এবছর রেড রোডের কার্নিভালে অংশ নিয়েছে ৯৫টি পুজো। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। পুজো কমিটি পিছু সর্বাধিক ৫০ জন করে থাকবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে। 

WB Live Updates: হুগলির জাঙ্গিপাড়ায় উদ্ধার হল নিখোঁজ নাবালিকার মৃতদেহ

হুগলির জাঙ্গিপাড়ায় উদ্ধার হল নিখোঁজ নাবালিকার মৃতদেহ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে পরিবার। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে জাঙ্গিপাড়া থানার পুলিশ।

WB Live News: প্রায় ৪৮ ঘণ্টা পর, উদ্ধার হল সিউড়ির নিখোঁজ শিশু

প্রায় ৪৮ ঘণ্টা পর, উদ্ধার হল সিউড়ির নিখোঁজ শিশু। পুলিশ সূত্রে খবর, গতকাল সিউড়ি থেকে ১০ কিলোমিটার দূরে পাথরচাপুড়ি গ্রামে খোঁজ মেলে ৮ বছরের ওই শিশুর।এক মহিলা চিনতে পেরে বাড়িতে ফিরিয়ে দিল শিশুকে। 

WB Live Updates: সেক্টর ফাইভে সিগন্যাল ভেঙে ছুটল বেপরোয়া গাড়ি, ধাক্কা অন্য গাড়িকে, আহত ৩

সল্টলেকের সেক্টর ফাইভে সিগন্যাল ভেঙে একটি গাড়িকে ধাক্কা মারে বেপরোয়া অন্য একটি গাড়ি। আহত হয়েছেন তিনজন। কেষ্টপুরে কন্টেনারের ধাক্কায় আহত হয়েছেন এক মোটরবাইক চালক। দুটি ঘটনাতেই চালকদের আটক করেছে পুলিশ।  

WB Live News: বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার নিন্দা করে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার নিন্দা করে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ‘ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার নির্দেশে মমতার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়েছে। রাজ্যের মানুষের করের টাকায় কার্নিভাল মসৃণ ভাবে করাই উদ্দেশ্য। বিক্ষোভকারীদের থেকে নজর ঘোরাতেই পদক্ষেপ পুলিশের’,ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

‘সরকারি টাকায় মোচ্ছব', ‘ মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

রেড রোডে পুজো কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। ‘সরকারি টাকায় মোচ্ছব, মালবাজারের ঘটনার পর এই কার্নিভালের কী প্রয়োজন ছিল? এই জন্যই উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্য চায়’, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live : রামমোহন সম্মিলনীর প্রতিমাসহ ট্যাবলোতে ধাক্কা বেপরোয়া ট্যাক্সির

কার্নিভালের জন্য রেড রোড যাওয়ার পথে দুর্ঘটনা। রামমোহন সম্মিলনীর প্রতিমাসহ ট্যাবলোতে ধাক্কা বেপরোয়া ট্যাক্সির ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা । ক্ষতিগ্রস্ত রামমোহন সম্মিলনীর ট্যাবলো, অভিযোগ দায়ের

West Bengal News : সল্টলেক সেক্টর ফাইভে পথদুর্ঘটনা, আহত ৩

সল্টলেক সেক্টর ফাইভে পথদুর্ঘটনা, আহত ৩। 
সিগনাল ভেঙে একটি গাড়িকে ধাক্কা অপর একটি গাড়ির। 
। দুটি গাড়ির চালককেই আটক করেছে পুলিশ। 

West Bengal News : হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার

হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার। দু’দিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে উদ্ধার মৃতদেহ। এলাকায় উত্তেজনা, পুলিশকে দেহ তুলতে বাধা গ্রামবাসীদের। 

WB News Live : কার্নিভালের জন্য রেড রোড যাওয়ার পথে দুর্ঘটনা

কার্নিভালের জন্য রেড রোড যাওয়ার পথে দুর্ঘটনা। রামমোহন সম্মিলনীর প্রতিমাসহ ট্যাবলোতে ধাক্কা বেপরোয়া ট্যাক্সির ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা । ক্ষতিগ্রস্ত রামমোহন সম্মিলনীর ট্যাবলো, অভিযোগ দায়ের। 

WB News Live : হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনে চাঞ্চল্যকর তথ্য

হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের ব্লু-প্রিন্ট বান্ধবীর মায়ের, দেহ লোপাটের ছক বাবার, দাবি পুলিশ সূত্রে । মা-মেয়ে, দু’জনের সঙ্গেই সম্পর্ক ছিল হরিদেবপুরের অয়নের, দাবি পুলিশের। ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন অয়ন মণ্ডল, পুলিশ সূত্রে দাবি । ‘দশমীতে অয়নকে বাড়িতে ডেকে ইট, বাঁশ-রড দিয়ে মারধরের জেরে মৃত্যু’। 

WB News Live : নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা

দুর্গাপুজোর কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে অবস্থানে নিষেধ পুলিশের। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে হাজির ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে হাজির আইনজীবী কৌস্তুভ বাগচী। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বচসা শুরু হয়। আজ ৫৩ দিনে পড়ল ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের অবস্থান

WB News Live : অয়ন মণ্ডলকে খুনের ঘটনায় গ্রেফতার বান্ধবী ও তাঁর মা-বাবা-নাবালক ভাই-সহ ৭

হরিদেবপুরে ২১ বছরের অয়ন মণ্ডলকে খুনের ঘটনায় গ্রেফতার বান্ধবী ও তাঁর মা-বাবা-নাবালক ভাই-সহ ৭। ধৃতদের মধ্যে রয়েছে বান্ধবীর ভাইয়ের দুই বন্ধু ও এক গাড়িচালক। পুলিশ সূত্রে খবর, পণ্যবাহী গাড়ি ভাড়া করে তরুণের দেহ লোপাটের চেষ্টা করে বান্ধবীর পরিবার। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মিনিডোর।

WB News Live : উন্মত্ত বলদের গুঁতোয় জখম হয়ে একজনের মৃত্যু

মালবাজারে বিসর্জনে বিপর্যয়ের পরেও ফেরেনি হুঁশ। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পুজো কার্নিভালে দুর্ঘটনা। গরুর গাড়ি ছেড়ে ছুটল উন্মত্ত বলদ। উন্মত্ত বলদের গুঁতোয় জখম হয়ে একজনের মৃত্যু।

WB News Live : প্রথমে ইট দিয়ে আঘাত করে, পরে বাঁশ-রড দিয়ে মারধর করা হয় অয়নকে

প্রথমে ইট দিয়ে আঘাত করে, পরে বাঁশ-রড দিয়ে মারধর করা হয় ওই তরুণকে। তার জেরে অয়নের মৃত্যু হলে মিনিডোর ভাড়া করে দেহ নিয়ে গিয়ে ফেলা হয় মগরাহাটের মাগুরপুকুরে। সূত্রের খবর, গোটা বিষয়টি জানতেন গাড়ি চালক। তাঁকে প্রথমে ২ হাজার টাকা দেওয়া হয়।

WB News Live : দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভাল

আজ রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ৯৪টি পুজো কমিটি। রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারের পুজো কার্নিভাল বাড়তি গুরুত্ব পাচ্ছে।  

WB News Live : তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়

শুক্লা চতুর্দশী তিথিতে আজ তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে শক্তির আরাধনা। দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। চলছে কুমারী পুজো। তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। 

WB News Live : ভরতপুরে ব্যবসায়ীর  ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার

ভরতপুরের সন্ধিপুরের বিলের কাছেই এক ব্যবসায়ীর  ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার। মৃত ব্যবসায়ীর নাম কাজল দত্ত বয়স ৪৮।

WB News Update : সিউড়ির নিখোঁজ ৮ বছরের শিশু উদ্ধার

সিউড়ির নিখোঁজ শিশু উদ্ধার । বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল ৮ বছরের শিশু। সিউড়ির পাথরচাপুড়ি থেকে উদ্ধার । গতকাল এক মহিলা শিশুটিকে খুঁজে পায়। আজ সকালে তাঁকে নিয়ে আসা হয় বাড়িতে। 

West Bengal News : 'মা ও মেয়ে, দু’জনের সঙ্গেই সম্পর্ক ছিল ২১ বছরের তরুণের'

ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন হন হরিদেবপুরের অয়ন মণ্ডল। পুলিশ সূত্রে খবর, মা ও মেয়ে, দু’জনের সঙ্গেই সম্পর্ক ছিল ২১ বছরের তরুণের। বিষয়টি জানাজানি হয়ে যায়। এর মধ্যেই দশমীর রাতে বান্ধবীর ডাকে সাড়া দিয়ে তাঁর বাড়িতে যান অয়ন। সেখানে প্রথমে ইট দিয়ে আঘাত করে, পরে বাঁশ-রড দিয়ে মারধর করা হয় ওই তরুণকে।

Birbhum News Live : তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে তারাপীঠে বিশেষ পুজো

তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে তারাপীঠে বিশেষ পুজো৷ রীতি মেনে আজ সকালে বিগ্রহকে মূল মন্দিরের বাইরে নিয়ে আসা হয়৷ সেখানেই চলে যাবতীয় আচার-উপচার৷ সকাল থেকে ভক্তদের ভিড়৷ কড়া নিরাপত্তা৷

WB News Live : মাঝরাতে কেওড়াতলা শ্মশানে অয়নের শেষকৃত্য সম্পন্ন হয়

গতকাল রাতে হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় অয়নের মৃতদেহ। পুলিশের আশ্বাসে দেহ নিয়ে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে আসেন মৃতের আত্মীয়রা। মাঝরাতে কেওড়াতলা শ্মশানে অয়নের শেষকৃত্য সম্পন্ন হয়। 

WB News Live : দশমীর রাতে বচসার সময় অয়নকে আঘাত করে বান্ধবীর ভাই : পুলিশ

পুলিশের দাবি, দশমীর রাতে বচসার সময় অয়নকে আঘাত করে বান্ধবীর ভাই। তার জেরেই মৃত্যু হয় ওই তরুণের। এরপর ওই  দশমীর রাতে বচসার সময় অয়নকে আঘাত করে বান্ধবীর ভাই : পুলিশ পণ্যবাহী গাড়িতে করে ত্রিপলে মুড়িয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মগরাহাটে। 

WB News Live : দশমীর রাতে বচসার সময় অয়নকে আঘাত করে বান্ধবীর ভাই : পুলিশ

পুলিশের দাবি, দশমীর রাতে বচসার সময় অয়নকে আঘাত করে বান্ধবীর ভাই। তার জেরেই মৃত্যু হয় ওই তরুণের। এরপর ওই  দশমীর রাতে বচসার সময় অয়নকে আঘাত করে বান্ধবীর ভাই : পুলিশ পণ্যবাহী গাড়িতে করে ত্রিপলে মুড়িয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মগরাহাটে। 

WB News Live : কঙ্কালীতলায় দেবীরূপে পুজো করা হল ৫১ জন কুমারীকে

বীরভূমের কঙ্কালীতলায় প্রথা মেনে হল কুমারী পুজো। দেবীরূপে পুজো করা হল ৫১ জন কুমারীকে। পুজো দেখতে সকাল থেকে মন্দিরে ভিড় করেন অসংখ্য মানুষ।

WB News Live : পুলিশি তদন্তেই আস্থা রাখল হরিদেবপুরের নিহত যুবকের পরিবার

শেষ পর্যন্ত পুলিশি তদন্তেই আস্থা রাখল হরিদেবপুরের নিহত যুবকের পরিবার। দোষীদের শাস্তির দাবিতে দেহ নিয়ে বিক্ষোভের সিদ্ধান্ত থেকে সরে এল তাঁরা। মৃতের বান্ধবী, তার মা ও ভাইকে গ্রেফতারের পর তার বাবাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের পর রাতে হরিদেবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয় নিহত অয়নের মৃতদেহ।

প্রেক্ষাপট

জেনে নিন আজকের শিরোনাম।



  •  দশমীর দিন বান্ধবীর বাড়িতে গিয়ে নিখোঁজ হরিদেবপুরের যুবক। মৃতদেহ উদ্ধার মগরাহাটে। পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের। অবশেষে খুনের মামলা রুজু পুলিশের। গ্রেফতার বান্ধবী-সহ ৩।

  • যুবক খুনে ধুন্ধুমার। ক্ষোভে ফুঁসছে হরিদেবপুর। অভিযুক্ত বান্ধবী ও প্রতিবেশীর বাড়ি ভাঙচুর স্থানীয়দের।

  • হরিদেবপুরকাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের। (মা- কেউ আসেনি, আত্মীয়- পুলিশ বলে নিজেরা খুঁজুন।

  • বাগুইআটিকাণ্ডের ছায়া হরিদেবপুরে। একদিন আগে দেহ উদ্ধার। মগরাহাট থেকে ছবি-তথ্য কলকাতায় এলেও সনাক্তে কেন দেরি? ফের সমন্বয়ের অভাব? উঠছে প্রশ্ন।

  • হরিদেবপুরের পর হুগলির চাঁপদানি। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ যুবক। দিল্লি রোডের ধারে উদ্ধার দেহ। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন? তদন্তে পুলিশ।

  • মুরারিপুকুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। বন্ধ বরফকলে উদ্ধার দেহ। খুনের অভিযোগ স্ত্রীর। ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে সিন্ডিকেট বিবাদেই কি খুন? তদন্তে পুলিশ।

  • পরিকল্পনা ছাড়াই নদীর গতি পরিবর্তনের অভিযোগ। সেচ দফতর-মালবাজার পুরসভার গাফিলতিতে চলে গেল ৮টি প্রাণ। থানায় অভিযোগ স্বজনহারা পরিবারের।

  • নদীর জলে শোলার মতো ভেসে যাচ্ছে মানুষ! নিজের প্রাণের তোয়াক্কা না করে অনেককে বাঁচিয়ে মহম্মদ মানিক যেন মালবাজারের দেবদূত।

  • আজ রেড রোডে কার্নিভাল। চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ ময়দান থানার। পুলিশের আবেদনে সাড়া আন্দোলনকারীদের। আজ বাদ দিয়ে রবিবার থেকে ফের অবস্থান।

  •  পুজোর পরেও আঁধার। ৫৭২ দিনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের আন্দোলন। ধর্নামঞ্চে অসুস্থ ১। 

  • গরুপাচার মামলায় গ্রেফতারির ৫৭ দিন পর অনুব্রতর নামে ৩৫ পাতার চার্জশিট সিবিআইয়ের। কোটি কোটি প্রোটেকশন মানি নিয়ে পাচারকারীদের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা, উল্লেখ চার্জশিটে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.