West Bengal News Live: শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিরোধ, সন্দেশখালিতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 09 Feb 2024 11:28 PM
West Bengal Live News: তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির পর দিনই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের মধ্যে গন্ডগোল

তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির পর দিনই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের মধ্যে গন্ডগোল। দুপক্ষের সংঘর্ষে আহত হল বেশ কয়েকজন। অশান্তি থামাতে এলাকায় পুলিশি অভিযান। অন্য়দিকে, ভাঙড়ের পোলেরহাটে স্কুলের অদূরে উদ্ধার হল তাজা বোমা। 

WB News Live: শনিবার ফের বিক্ষোভ শুরু হবে, হুঁশিয়ার সন্দেশখালির আন্দোলনকারীদের

সন্দেশখালি থানার সামনে গ্রামবাসী মহিলাদের বিক্ষোভ। অবস্থান তুলে নিতে বারবার মাইকে প্রচার করলেন পুলিশ অফিসাররা। কিন্তু প্রতিবাদে অনড় গ্রামবাসীরা। শুক্রবার বিকেলে অবস্থান সাময়িকভাবে উঠলেও, শনিবার ফের তা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 

West Bengal Live News: ধোপে টিকল না আরাবুলের সওয়াল, পুলিশ হেফাজতের নির্দেশ

২১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে ভাঙড়ের 'তাজা নেতা'। ধোপে টিকল না আরাবুলের সওয়াল, পুলিশ হেফাজতের নির্দেশ। 'আরাবুল ইসলাম একজন সমাজসেবী, রাজনৈতিক নেতা, পালিয়ে যাওয়ার লোক নয়', কোর্টে সওয়াল আরাবুলের আইনজীবীর>

WB News Live: শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

সন্দেশখালিতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি।

West Bengal Live News: 'যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে', বলছেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা

সন্দেশখালি ও বসিরহাটে দু-তিন ধরে কিছু ঘটনা ঘটেছে, পর্যাপ্ত পুলিশ বাহিনী আছে। তদন্ত চলছে। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আট জনকে আটক করা হয়েছে। নেপথ্যে কারা, খতিয়ে দেখা হচ্ছে। জানালেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা।

WB News Live: কোথায় লুকিয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার? জবাব চায় সন্দেশখালি

শেখ শাহজাহান-ঘনিষ্ঠ শিবু হাজরার বাড়ি, পোলট্রিতে আগুন, মদের দোকান ভাঙচুর। এলাকা দখলে পাল্টা অস্ত্র হাতে শেখ শাহজাহান, শিবু-বাহিনীর তাণ্ডব। কোথায় লুকিয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার? জমি দখলে অত্যাচারের অভিযোগে জবাব চায় সন্দেশখালি।

West Bengal Live News: ৫২ ঘণ্টা পার, শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারের প্রতিবাদে জ্বলছে সন্দেশখালি

দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, প্রতিবাদে জ্বলছে সন্দেশখালি। ৫২ ঘণ্টা পার, সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিরোধ । শেখ শাহজাহান-ঘনিষ্ঠ শিবু হাজরার বাড়ি, পোলট্রিতে আগুন, মদের দোকান ভাঙচুর। এলাকা দখলে পাল্টা অস্ত্র হাতে শেখ শাহজাহান, শিবু-বাহিনীর তাণ্ডব।

WB News Live: আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাঙড়ে উদ্ধার হল বোমা

আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাঙড়ে উদ্ধার হল বোমা। ভাঙড়ের পোলেরহাটে আবর্জনার স্তূপ থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। যেখান থেকে বোমা উদ্ধার করা হয়েছে, তার পাশেই রয়েছে পোলেরহাট হাইস্কুল। সেই স্কুলে রয়েছে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র। স্বাভাবিকভাবেই, বোমা উদ্ধারের পর পড়ুয়াদের মধ্যে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। গতকালই ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। 

West Bengal Live News: মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচালের চেষ্টার অভিযোগে তৃণমূল পরিষদীয় দলের এফআইআর

হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করল তৃণমূল পরিষদীয় দল। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচালের চেষ্টার অভিযোগে এফআইআর। শারীরিক অবস্থার কারণে গতকাল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকের সিদ্ধান্ত নেন। সেই কারণে বিধানসভার প্রেস কর্ণারে আলাদা ব্যবস্থাও করা হয়। কিন্তু বাজেট পেশ হওয়ার পর দেখা যায় সেখানে বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক করছেন। মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেও সাংবাদিক বৈঠক শেষ হয়নি। এরপর ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীকে লাইন দেওয়া হলে সেই লাইন কেউ বা কারা কেটে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। কে বা কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখা হচ্ছে। 'এখন থেকে অধ্যক্ষের অনুমতি ছাড়া মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করা যাবে না', সম্মেলনের সময় ৪৫ মিনিটের বেশি সাংবাদিক বৈঠক করা যাবে না, জানিয়ে দিলেন অধ্যক্ষ।

WB News Live: থমথমে সন্দেশখালিতে ফের উত্তেজনা

থমথমে সন্দেশখালিতে ফের উত্তেজনা। জেলিয়াখালিতে তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন, উত্তেজনা। (সট)

West Bengal Live News: সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ

সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। ধৃত কৃষ্ণা দামানিকে নিয়ে, গতকালই তাঁর সংস্থায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথি। 

WB News Live: সন্দেশখালির ঘটনায় শতাধিক অভিযুক্তের নামে এফআইআর দায়ের তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার

সন্দেশখালির ঘটনায় শতাধিক অভিযুক্তের নামে এফআইআর দায়ের করলেন স্থানীয় তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। উল্লেখযোগ্যভাবে, এই এফআইআরের তালিকায় ১ নম্বরে নাম রয়েছে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা নিরাপদ সর্দারের। ইঙ্গিতপূর্ণভাবে, আজই সন্দেশখালির ঘটনার পিছনে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে যৌথ চক্রান্তের অভিযোগ তুলেছেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। আর এবার, তৃণমূল নেতার এফআইআরের তালিকায় পয়লা নম্বরে নাম প্রাক্তন সিপিএম বিধায়কের। 

West Bengal Live News: তিনজনকে ভারতরত্ন, জানালেন খোদ প্রধানমন্ত্রী

প্রয়াত দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার ঘোষণা। প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাও পাচ্ছেন ভারতরত্ন সম্মান। ভারতরত্ন সম্মান দেওয়া হল আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহকেও। ভারতরত্ন সম্মান দেওয়া হচ্ছে সবুজ বিপ্লবের জনক প্রয়াত বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে। সোশাল মিডিয়ায় তিনজনকে ভারতরত্ন দেওয়ার খবর পোস্ট করলেন প্রধানমন্ত্রী মোদি।

WB News Live: সন্দেশখালিতে তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন

থমথমে সন্দেশখালিতে ফের উত্তেজনা, জ্বলল আগুন। জেলিয়াখালিতে তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন। শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিল স্থানীয় জনতা।

West Bengal Live News: বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস তৃণমূলের

'রাজ্য সংগীতকে অপমান শুভেন্দু অধিকারীর', বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা দিল তৃণমূল কংগ্রেস। 'এই নিয়ে ৬টি প্রিভিলেজ নোটিস জমা পড়েছে, এক মাস সাসপেন্ড করা হয়েছে, যা খুশি করুন, আমি যে ঠিকভাবে বিরোধী দলনেতার কাজ করতে পারছি এগুলো তার প্রমাণ', মন্তব্য শুভেন্দু অধিকারীর। প্রেস কর্নারের গেটে যে তালা লাগানো হয়েছে তাতে সাংবাদিকদের অধিকার খর্ব করা হচ্ছে, অভিযোগ শুভেন্দুর।

WB News Live: নিয়োগ দুর্নীতিতে নবম-দশম মামলায় তদন্ত শুরু করল ইডি

নিয়োগ দুর্নীতিতে নবম-দশম মামলায় তদন্ত শুরু করল ইডি। প্রেসিডেন্সি জেলে গিয়ে জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিংহকে জিজ্ঞাসাবাদ ইডি-র। জিজ্ঞাসাবাদের সময় তিনজনেরই বয়ান রেকর্ড করে ইডি, খবর সূত্রের।

West Bengal Live News: তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির পর দিনই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের মধ্যে গন্ডগোল

তৃণমূল নেতা আরাবুল ইসলামের গ্রেফতারির পর দিনই ভাঙড়ে তৃণমূল ও আইএসএফের মধ্যে গন্ডগোল। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে কোচপুকুরে ব্যাপক উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তৃণমূলের পতাকা লাগানোর সময় ছিড়ে ফেলা হয় আইএসএফের পতাকা তৃণমূলের পাল্টা দাবি, আগে থেকেই সেখানে ছিঁড়ে পড়েছিল আইএসএফের পতাকা। এই নিয়ে ২ পক্ষের মধ্যে শুরু হয় অশান্তি। ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়।

WB News Live: ১০০ দিনের কাজে দুর্নীতি, আর্থিক নয়ছয় হয়েছে স্বীকার করে নিলেন পঞ্চায়েতের প্রাক্তন আধিকারিক

১০০ দিনের কাজে দুর্নীতি, আর্থিক নয়ছয় হয়েছে স্বীকার করে নিলেন পঞ্চায়েতের প্রাক্তন আধিকারিক রথীন্দ্র দে। '১০০ দিনের কাজে ভুয়ো অ্য়াকাউন্ট খুলে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেকথা আগেই জানিয়ে ছিলেন রথীন্দ্র দে', বিস্ফোরক দাবি তাঁর আইনজীবীর। আজ সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে এই দাবি করেন তিনি। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ ইডি-র তল্লাশির পর আজ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু। পঞ্চায়েতের প্রাক্তন আধিকারিক রথীন্দ্র দে এবং তার বোন ইতি চট্টোপাধ্যায়কে তলব ইডি-র। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রথীন্দ্র দে এবং ইতি চট্টোপাধ্যায়। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখেই বিস্ফোরক দাবি করেন রথীন্দ্র দে-র আইনজীবী। দুর্নীতি সংক্রান্ত নথি জমা দেওয়ার পাশাপাশি কারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তথ্যও ইডি-কে দেওয়া হবে বলে জানান তিনি।

West Bengal Live News: অবরোধ উঠে গেল নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে

সাত সকালে জলপাইগুড়িতে রেল অবরোধে ভোগান্তি। নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ নাগরিক কমিটির অবরোধের জেরে দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী একাধিক ট্রেন। রেলের তরফে বিক্ষোভ তোলার আর্জি জানিয়ে মাইকে প্রচার করা হয়। রেলপুলিশের আর্জি মেনে প্রায় তিনঘন্টা পরে উঠে যায় অবরোধ।

WB News Live: ভুয়ো রেশন কার্ড তৈরি করে রেশন তোলার অভিযোগ

দুই বাংলাদেশির নামে ভুয়ো রেশন কার্ড তৈরি করে রেশন তোলার অভিযোগ উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে হাতেনাতে অভিযুক্তকে ধরলেন গাইঘাটা ব্লকের খাদ্য় দফতরের আধিকারিক। ধরা পড়ে ভুল হয়েছে বলে সাফাই দিয়েছেন অভিযুক্ত। 

West Bengal Live News: ৩৫ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি

৩৫ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান, ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। ব্যুমেরাং হয়ে ফিরে এল তৃণমূলের সেই জনরোষের তত্ত্ব। শেখ শাহজাহানের দলবলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ। শেখ শাহজাহান-সহ ৩ তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবিতে ক্ষোভ।

WB News Live: হস্টেলের দাবিতে আন্দোলনে প্রেসিডেন্সির পড়ুয়ারা

হস্টেলের দাবিতে আন্দোলনে প্রেসিডেন্সির পড়ুয়ারা। হস্টেলের বন্ধ অংশ খোলার পাশাপাশি মেস চালুর দাবিতে রাতভর বিক্ষোভ। গতকাল ডিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর রাতভর ঘেরাও।

West Bengal Live News: সাত সকালে জলপাইগুড়িতে রেল অবরোধে ভোগান্তি

সাত সকালে জলপাইগুড়িতে রেল অবরোধে ভোগান্তি। নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ নাগরিক কমিটির।  অবরোধের জেরে দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী একাধিক ট্রেন। রেলের তরফে বিক্ষোভ তোলার আর্জি জানিয়ে মাইকে প্রচার করলেও, ওঠেনি বিক্ষোভ।

WB News Live: সন্দেশখালিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পুলিশের হাত গ্রেফতার মোট ৫ জন

সন্দেশখালিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পুলিশের হাত গ্রেফতার মোট ৫ জন। ২ তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারের নামে সন্দেশখালি থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের।

West Bengal Live News: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা ইডির

রেশন দুর্নীতি মামলায় জেলে গিয়ে, শেখ শাহজাহান সম্পর্কে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেরা করা হয় রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকেও।

WB News Live: ফের একটি মামলায় ED-কে তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

বেসরকারি সংস্থার প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলায় ভুয়ো ডিরেক্টর নিয়োগ! মামলায় ইডি ও SFIO-কে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এর পিছনে পাট শিল্পের বড় বড় মাথারা আছে তাঁরা আমার বদলিও করতে পারেন। বৃহস্পতিবার রাত ১০টায় শুনানি শুরু হয়। যেখানে SFIO জানায়, এদিনের মতো জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। শুক্রবারের মধ্যে SFIO-কে অভিযোগ দায়েরের নির্দেশ দেন বিচারপতি।

West Bengal Live News: পিকনিক করতে গিয়ে দাসপুরের কাছে নৌকাডুবি

পিকনিক করতে গিয়ে দাসপুরের কাছে নৌকাডুবি। বেলগাছিয়া থেকে দাসপুরে পিকনিক করতে গিয়ে নৌকাডুবি। রূপনারায়ণ নদীতে নৌকাডুবি, ২ শিশু-সহ ৫জন নিখোঁজ।পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পিকনিক করে বাগনান ফেরার সময় দুর্ঘটনা। ১৮ জনকে নিয়ে নৌকাডুবি, ১৩ জন উদ্ধার, এখনও ৫ জন নিখোঁজ।

WB News Live: খুনের মামলায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার

খুনের মামলায় ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের সময় ভাঙড়ে এক ISF কর্মী খুনের ঘটনায় আরাবুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার আট মাস পর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে গ্রেফতার করা হল। যদিও, গোটা ব্য়াপারটাকেই লোকদেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। আর এই গ্রেফতারি নিয়ে তৃণমূলের অন্দরেও শোনা গেছে দুই সুর।

প্রেক্ষাপট


Arabul Islam: ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেফতার। পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী খুনের মামলায় ৮ মাস পরে গ্রেফতার। আনা হল লালবাজারে। পঞ্চায়েত ভোটে ভাঙড়ে অশান্তির জন্য সওকতকেও ধরার দাবি নৌশাদের। তৃণমূল কর্মী হত্যা মামলায় পাল্টা নৌশাদের গ্রেফতারি চান সওকত।


TMC on Arabul Arrest: গ্রেফতার আরাবুল, রাজধর্মের বার্তা তৃণমূলের। শেখ শাহজাহানেও রাজধর্ম পালিত হোক, দাবি বিরোধীদের। সিবিআই আটকানোর চেষ্টা, দাবি নৌশাদের। 


Sheikh Shajahan: বেপাত্তা শেখ শাহজাহান, অত্যাচারের অভিযোগে ফুঁসছে সন্দেশখালি। এককাট্টা গ্রামবাসীরা। নেতা থেকে পুলিশ-আছড়ে পড়ল ক্ষোভ।


Sandeshkhali Incident: রাস্তা কেটে, জলের পাইপ বন্ধ করে বিঘার পর বিঘা নোনা জলের ভেড়ি। প্রতিবাদে রুখে দাঁড়ালেন মহিলারা। শেখ শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবি। 


TMC on Sandeshkhali Attack: ব্যুমেরাং ইডির উপরে হামলায় তৃণমূলের জনরোষের তত্ত্ব! গ্রামবাসীদের তাড়ার মুখে পালাল শেখ শাহজাহান বাহিনী!ইডির ভয়ে লুকিয়ে সন্দেশখালির বাঘ। ক্রমশ হারাচ্ছে সন্দেশখালির জমি? পুলিশের সঙ্গেই আঁতাঁতের বিস্ফোরক অভিযোগ।


State Budget 2023: ভোটের আগে কল্পতরু রাজ্য। দ্বিগুণ লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ বাড়ছে ৪%, মনরেগার পাল্টা কর্মশ্রী। সিভিক-গ্রিন পুলিশ থেকে চুক্তিভিত্তিক কর্মী, বাড়ল বেতন।


Lakshmir Bhandar: লোকসভা ভোটের আগে নজরে লক্ষ্মীর ভাণ্ডার। ৫০০ থেকে ভাতা বেড়ে হাজার টাকা। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০। 


DA Hike: ভোটের আগে আরও ডিএ। মে থেকে ৪% দেওয়ার ঘোষণা রাজ্যের। সরকারি কর্মীদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। বাজেটে ভোটে হারার ভয়, কটাক্ষ শুভেন্দুর। 


Police Job: পুলিশে সিভিকের চাকরিতে বাড়ল সংরক্ষণ। মিড ডে মিলে রাঁধুনির বেতনও বৃদ্ধি। সমুদ্রসাথী প্রকল্পে মৎস্যজীবীদের ২ মাসের ভাতা। স্বর্নিভর বাংলা, পোস্ট অভিষেকের। 


100 Days Work: কেন্দ্রের ১০০ দিনের পাল্টা রাজ্যের ৫০ দিনের কাজ। বাজেটে নতুন প্রকল্প ঘোষণা। কর্মশ্রীতে বছরে ৫০ দিনের কাজ। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব চন্দ্রিমা। 


Suvendu Adhikari: ভোটের আগে রাজ্য বাজেট, হারের ভয়ে দিশাহীন বাজেট। আক্রমণে শুভেন্দু। ডিএ-র টোপ দিয়ে রাজনীতি করার অভিযোগ।


CBI Investigation: রাজ্যে আরও এক মামলায় সিবিআই। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে নাবালিকা নিখোঁজ। সিআইডি তদন্তে সন্তুষ্ট নয় হাইকোর্ট। সিবিআইকে ১৩ মার্চ রিপোর্ট পেশের নির্দেশ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.