West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৪,২৮৭, মৃত ১৮
West Bengal News Live Updates: এবার দৈনিক ১৯ হাজার, ‘উত্সবে বেড়েছে সংক্রমণ’, বিধি পালনের নির্দেশ অভিষেকের, মারাত্মক সংক্রমণে কেন ভোট, প্রশ্ন বিরোধীদের। জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
সংক্রমণ ঠেকাতে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। সোমবার থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে ক্যানিং বাজার। টানা ২ দিন বন্ধ থাকবে বারুইপুরের ১৯টি পঞ্চায়েত ও রাজপুর সোনারপুর পুর এলাকার দোকান-বাজার। তার আগে বাজারগুলিতে কোভিড বিধি ভাঙার ছবি।
মাস্কহীনদের সচেতন করতে উত্তর ২৪ পরগনার একাধিক বাজারে হানা দিল পুলিশ। বাগদায় গ্রেফতার করা হয় ১০ জনকে। দেগঙ্গায় মাস্ক না পরে বেরোলেই ব্যবস্থা নিচ্ছেন জনপ্রতিনিধি। হাবড়ায় আবার পুলিশ চলে যেতেই দেখা গেল ঢিলেঢালাভাব।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তা সত্ত্বেও হুঁশ ফেরেনি বহু মানুষেরই। আজও পূর্ব মেদিনীপুরের কাঁথির সুপার মার্কেটে দেখা গেল নিয়ম ভাঙার ছবি। একই অবস্থা পুরুলিয়ার আদ্রা বাজারেও। সব জায়গাতেই নিয়ম ভাঙা মানুষদের হাতিয়ার অজুহাত।
ফের KYC আপডেটের নামে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। গ্রাহকের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষের বেশি টাকা গায়েব হয়েছে। কসবা থানায় দায়ের হয়েছে অভিযোগ।
বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজারের গণ্ডি পেরিয়ে গেল! গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ২৪ হাজার ২৮৭ জন। শনিবারের নিরিখে দৈনিক সংক্রমণ বাড়ল ২৯ শতাংশের বেশি। এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ ছিল ২০ হাজার ৮৪৬। এবার সেই সংখ্যাকে টপকে মাত্র সাতদিনে চারগুণ বাড়ল সংক্রমণ। রাজ্যে সংক্রমণের হার বেড়ে ৩৩.৮৯ শতাংশ। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৫ হাজার ছাড়িয়েছে।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি রাজ্য সভাপতি। ঢাকুরিয়া আমরি হাসপাতালে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে সুকান্ত মজুমদারকে। তাঁর সামান্য জ্বর ও সর্দির মতো উপসর্গ রয়েছে। আরটিপিসিআর পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে, খবর সূত্রের।
বনগাঁয় শান্তনু ঠাকুরের বাড়িতে বিজেপির নেতৃত্বের একাংশের বৈঠক ঘিরে জল্পনা। বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি সহ বেশ কয়েকজন নেতা। সংগঠনে মতুয়াদের প্রতিনিধিত্ব নেই বলে ইতিমধ্যেই সরব হয়েছেন শান্তনু ঠাকুর সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক। এই অবস্থায় আগামীকাল সম্ভবত দিল্লি যাচ্ছেন শান্তনু ঠাকুর। তিনি দেখা করতে পারেন বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে। সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার। তার আগে নিজেদের মধ্যে পরামর্শ সেরে নিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা।
সেট পরীক্ষা শেষ হতেই কাটোয়া কলেজে বিশৃঙ্খলা। একটি ঘরে রাখা ব্যাগ নিতে পরীক্ষার্থীদের হুড়োহুড়ি। শিকেয় দূরত্ববিধি, হুড়োহুড়িতে আহত কয়েকজন। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। ‘ব্যাগ নিজের দায়িত্বে রাখার কথা পরীক্ষর্থীদের। কলেজের কোনও দায়িত্ব নেই’, প্রতিক্রিয়া কাটোয়া কলেজ কর্তৃপক্ষের।
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই আইসিইউ বেডের সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি থেকে বেসরকারি হাসপাতাল, অধিকাংশ জায়গায় প্রায় সব বেড ভর্তি। ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়। চিকিৎসকদের সতর্কবাণী, করোনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।
গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! অভিযোগ কোচবিহারের মেখলিগঞ্জে। পুলিশ সূত্রে দাবি, তাঁদের ১৭ জন কর্মী গ্রামবাসীদের মারে জখম হয়েছেন। পাল্টা পুলিশের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও গরু তুলে নিয়ে যাওয়ার অভিযোগ গ্রামবাসীদের একাংশর। পুলিশ সূত্রে খবর, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সতর্ক করেছিল পুলিশ। অথচ করোনা বিধি মানার প্রশ্নে সেই গা ছাড়া মনোভাব! পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রশাসনের তরফে ‘নো মাস্ক, নো সেল’ নীতি ঘোষণা করা হলেও, দোকানে বাজারে সেই নির্দেশের কোনও প্রতিফলন দেখা গেল না।
কুলপিতে একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু। ঋণদানকারী সংস্থার টাকা নয়ছয়ের অভিযোগে এক পরিবারকে মারধর। কুলপি থানা এলাকার ঘটনা। ঋণদানকারী সংস্থার কর্মীরা ওই পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আজ বকখালি লাগোয়া জঙ্গলে ওই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার হয়। তিনজনই আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। এই ঘটনার তদন্তে ফ্রেজারগঞ্জ ও ডায়মন্ড হারবার থানার পুলিশ।
কোভিড-আবহে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেয় দর্শকদের প্রবেশ নিষেধ। দর্শক ছাড়াই এবার হবে স্বামীজির জন্মদিবসের অনুষ্ঠান। কোভিড আবহে বন্ধ থাকবে স্বামীজির বাড়ির দরজা। ১২ জানুয়ারি জন্মদিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। ভক্তরা ওইদিন ঢুকতে পারবেন না স্বামীজির বাড়িতে।
পুরুলিয়ার আদ্রা বাজারেও ক্রেতা-বিক্রেতা অনেকেরই মুখে ছিল না মাস্ক। পুলিশ পৌঁছতেই তড়িঘড়ি মাস্ক পরলেন অনেকে। মাস্কহীন ক্রেতাকে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয় পুলিশ। পাশাপাশি, মাস্ক না পরায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
এবার থেকে অভিযোগ জানাতে যেতে হবে না থানায়। হোয়াটসঅ্যাপ নম্বরেই জানানো যাবে অভিযোগ। করোনাকালে কলকাতা পুলিশের নতুন উদ্যোগ। প্রয়োজনে করা যাবে অডিও মেসেজ। সেই মেসেজের ভিত্তিতেই দায়ের করা হবে অভিযোগ। কলকাতার সব থানায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে লালবাজারের নির্দেশিকা।
বাঁশদ্রোণীতে ফাঁকা বাড়ির তালা ভেঙে চুরি। উধাও ১২ ভরি সোনা, দেড় লক্ষ নগদ টাকা। খোয়া গেছে দামি ক্যামেরা সহ একাধিক মূল্যবান সামগ্রীও। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। গতকাল রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি বলে অনুমান তদন্তকারীদের।
চন্দননগর পুরভোটের প্রচারে বিজেপির বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ। পুলিশের সঙ্গে বাদানুবাদ। কমিশনের নির্দেশ অমান্য করায় বিজেপি বিধায়ক, জেলা সভাপতি, প্রার্থী-সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে শর্তসাপেক্ষে জামিনও পান। অভিযোগ, এদিন নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে শতাধিক কর্মী, সমর্থক নিয়ে মিছিল করেন ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস। পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, অভিযোগ ধৃত বিজেপি বিধায়কের। বিজেপিতে শৃঙ্খলা নেই, এই ঘটনায় তা ফের প্রমাণ হল, প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরোগ্য কামনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সৌরভের বাড়িতে শুভেচ্ছা বার্তা ও ফল পাঠালেন মুখ্যমন্ত্রী। স্থানীয় কাউন্সিলর সুদীপ পোল্লে শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের হাতে ফলের ঝুড়ি তুলে দেন কাউন্সিলর।
বিধাননগর পুরভোটের প্রচারে কোভিড বিধিভঙ্গের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এদিন হুডখোলা গাড়িতে চড়ে কর্মীদের নিয়ে প্রচার করেন ৩৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিনু দাস চক্রবর্তী। তৃণমূল প্রার্থীর মুখে ছিল না মাস্ক। করোনাকালে শাসকদলের প্রার্থীর কোভিড বিধিভঙ্গ ঘিরে উঠছে প্রশ্ন।
দুর্গাপুরেও শুরু হল কনটেনমেন্ট ঘোষণা, সঙ্গে এক এক দিন জনবহুল বেনাচিতি বাজারে জোড় ও বিজোড় সংখ্যায় দোকান খোলা। কোভিড সংক্রমণ মহামারীর আকার ধারণ করেছে সারা রাজ্যে বাদ পড়ে নি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরও ।
কোভিড-আবহে স্বামীজীর পৈতৃক ভিটেয় দর্শকদের প্রবেশ নিষেধ। দর্শকছাড়াই এবার হবে স্বামীজীর জন্মদিনের অনুষ্ঠান। কোভিড আবহে বন্ধ থাকবে স্বামীজীর বাড়ির দরজা। ১২ জানুয়ারির জন্মদিনের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। ভক্তরা ওইদিন ঢুকতে পারবেন না স্বামীজীর বাড়ি
২২ জানুয়ারি বিধাননগর পুরসভার ভোট। রবিবার সকালে প্রচার করলেন তৃণমূলের দুই প্রার্থী। এদিন সল্টলেকের বিএফ ব্লকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সব্যসাচী দত্ত। অন্যদিকে, হুডখোলা গাড়িতে চড়ে সিকে ব্লকে প্রচার করলেন ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী।কোভিড বিধি মেনে প্রচার করেন শাসকদলের দুই প্রার্থী।
করোনা সংক্রমণ রুখতে হাওড়ার মঙ্গলা হাট বন্ধের সিদ্ধান্তে বিক্ষোভ ব্যবসায়ীদের। হাটে ঢুকতে বাধা পুলিশের। হাট খোলার দাবিতে হাওড়া ময়দানে পথ অবরোধ। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ অবরোধ তুলে দেয়।
কোভিড বিধি মেনে অভিনব উপায়ে প্রচার করেন বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানা। এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রার্থী হিসেবে তাঁর ছবি দেওয়া লিফলেট। সল্টলেকের এফই ব্লকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ৩৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বাসব বসাক। একইভাবে প্রচার করেন বিজেপি প্রার্থী মলি পালও।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানালেন চিকিৎসক কুণাল সরকার। ‘করোনা রুখতে আগামী ২ মাস সব কিছু স্থগিত রাখা উচিত’
গতকাল মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতকেই একে একে সমর্থন জানিয়েছেন চিকিৎসক মহল। অভিষেকের চিন্তাভাবনার বাস্তবায়ন করা হোক, ট্যুইট করেছে কুণাল সরকার>
করোনা ঠেকাতে শান্তিপুর পুরসভার উদ্যোগে যমরাজ, করোনা ও পুলিশের মডেল সাজিয়ে সচেতনতামূলক প্রচার। এদিন শান্তিপুরের সূত্রাগড় কাপড়ের হাট-সহ শহরের বেশ কয়েকটি জায়গায় প্রচার করা হয়। প্রচারে অংশ নেন সপার্ষদ পুর প্রশাসক। পথচলতি মানুষকে পরিয়ে দেওয়া হয় মাস্ক। পাশাপাশি, মাইক নিয়েও চলে প্রচার।
আবারও সল্টলেক সেক্টর ফাইভে বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে মৃত্যু এক যুবকের। গতকাল গভীর রাতে পার্ক সার্কাসের এক যুবক নেহাল আহমেদ(২৫) বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে ব্রিজে ধাক্কা মারে একটি কেটিএম বাইক নিয়ে তড়িঘড়ি পুলিশ তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় । পুলিশ সূত্রের খবর এই যুবক অত্যন্ত বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারে এরপরই তার মৃত্যু হয় গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ
বিনা মাস্কে খড়গপুর স্টেশন চত্বরে ঘোরাফেরা করলে দিতে হবে ১০০-৫০০ টাকা পর্যন্ত জরিমানা। রবিবার সকাল থেকে খড়গপুর স্টেশন চত্বরে বিভিন্ন প্লাটফর্মে সচেতনতার পাশাপাশি যাত্রীদের জরিমানা করলো রেল। আজ সকালে খড়গপুর স্টেশনে বিভিন্ন প্লাটফর্মে জিআরপি প্ল্যাকার্ড হাতে নিয়ে মাইকিং করেন।
হাবড়া ও বাগদার তিনটি বাজারে পুলিশের হানা। করোনাকালে সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও তিনটি জায়গাতেই দেখা গেল বিধিভঙ্গের ছবি। এদিন পুলিশকে নিয়ে হাবড়ার বাণীপুরে শ্যাম সাহার বাজার পরিদর্শনে যান পুর প্রশাসক। মাস্ক না পরায়, বিধিভঙ্গকারীদের সতর্ক করা হয়। পুলিশ চলে যাওয়ার পর যে-কে-সেই। মাস্ক খুলে ফেলতে দেখা যায় অনেককেই।
পুরুলিয়ার আদ্রা বাজারেও ক্রেতা-বিক্রেতা অনেকেরই মুখে ছিল না মাস্ক। পুলিশ পৌঁছতেই তড়িঘড়ি মাস্ক পরলেন অনেকে। মাস্কহীন ক্রেতাকে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয় পুলিশ। পাশাপাশি, মাস্ক না পরায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
করোনা রুখতে আগামীকাল থেকে চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ক্যানিং ব্লক প্রশাসন ও ক্যানিং বাজার সমিতি। তার আগের দিনই ক্যানিং বাজারে ধরা পড়ল বিধিভঙ্গের ছবি। কোথাও ব্যবসায়ীর মুখে মাস্ক নেই। কোথাও মাস্কবিহীন অবস্থায় বাজারে ঘুরছেন ক্রেতা। প্রশাসনিক নজরদারি চোখে পড়েনি।
বাগবাজারের গ্যালিফ স্ট্রিটে পশুপাখির বাজার। সেখানে রবিবারের সকালে উপচে পড়া ভিড়। মাইকে প্রচার করছে বাগবাজার শখের হাট ব্যবসায়ী সমিতি। তারপরেও ভ্রূক্ষেপ নেই ক্রেতাদের একাংশের। যদিও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাস্কহীন ক্রেতাদের বাজার থেকে বের করে দেওয়া হচ্ছে। বিক্রেতারা মাস্ক না পরলে সাসপেন্ড করার হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির।
করোনা আবহে আজ রাজ্যে কলেজ সার্ভিস কমিশনের সেট। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা। সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের। করোনা আবহে কোভিড বিধি মেনে সেট। পরীক্ষা কেন্দ্রে থাকছে আইসোলেশন রুম। যদি কোনও পরীক্ষার্থীর করোনার উপসর্গ দেখা যায় অথবা যদি কোনও পরীক্ষার্থী পজিটিভ হন, তাঁকে আইসোলেশন রুমে বসে পরীক্ষা দিতে হবে।
আনন্দপুরে যুবক খুন। বাড়ির কাছে রক্তাক্ত দেহ উদ্ধার। মৃতের নাম বিশ্বজিৎ জানা। পরিবারের দাবি, পেশায় অটোচালক ওই ব্যক্তি গতকাল রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ির কাছেই লোহার ছাঁটের গুদামে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে আনন্দপুর থানার পুলিশ জানিয়েছে। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। দোষীদের গ্রেফতারির দাবিতে দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ।
কমছে শীতের আমেজ। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। শীতের পথে ফের কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ফের চড়ছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বুধ থেকে শুক্র - বৃষ্টি হতে পারে কলকাতায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস।
খান্নার হরিশা হাট। রবিবারের সকালে থিকথিকে ভিড়ে কোভিড বিধি শিকেয়। অনেকেরই মুখে নেই মাস্ক। ব্যবসায়ী সমিতির তরফে মাইকে প্রচার করা হলেও, তাতে ভ্রূক্ষেপ নেই ক্রেতা-বিক্রেতাদের। ‘নো মাস্ক, নো সেল’ লেখা পোস্টারের পাশেই বিনা মাস্কে জিনিস বিক্রি চলছে। এমন ছবিও চোখে পড়েছে খান্নার হরিশা হাটে।
ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে, স্কুলের উন্নয়নের জন্য বরাদ্দ সাংসদ তহবিল ও বিধায়ক তহবিলের টাকা তছরুপের অভিযোগ। গ্রেফতার অর্জুন সিংহের এক প্রাক্তন কর্মী ও সংশ্লিষ্ট ব্যাঙ্কের সহকারী ম্যানেজার। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অর্জুন সিংহ।
করোনা আক্রান্ত কলকাতা পুরসভার ৭০০-র বেশি কর্মী। এর পরেও পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে, জানিয়েছেন মেয়র। কর্মীরা আক্রান্ত হওয়ায় শুক্রবার বন্ধ ছিল রাজ্যের বিভিন্ন ব্যাঙ্কের ২০-২৫টি শাখা, দাবি All India Bank Officers' Confederation-এর। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে।
গঙ্গাসাগর মেলার আগে আউট্রাম ঘাটে ভিড় করেছেন পূণ্যার্থীরা। সেখানে পুরসভার ক্যাম্পে করোনা রিপোর্ট পজিটিভ আসা পুণ্যার্থীকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেল পুলিশ। গতকাল আউট্রাম ঘাটে গঙ্গাসাগরের ৪০ জন পুণ্যার্থীর কোভিড টেস্ট হয়। ৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
রাজ্যে ঝড়ের গতিতে সংক্রমণ বৃদ্ধির মূলে রয়েছে ওমিক্রনই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জিনোম সিকোয়েন্সিংয়ের নমুনায় ৭১ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট। করোনা সংক্রমিত এমন শিশুদের ৬৯.২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত হয়েছে। তৃতীয় ঢেউয়ে শিশুদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ।
প্রেক্ষাপট
West Bengal News Live Update: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ (Corona Infection) বেড়ে ১৯ হাজার ছুঁইছুঁই। গতকালের তুলনায় সংক্রমিতের সংখ্যা বাড়ল ৫৮৯। পজিটিভিটি রেট (Corona Positivity Rate) বেড়ে হল প্রায় ৩০ শতাংশ।
সামনেই পুর নির্বাচন (Municipality Vote)। করোনা মোকাবিলায় ২ মাস সব কিছু স্থগিতের পক্ষে মত অভিষেকের (Abhishek Banerjee)। ডিজিটাল প্ল্যাটফর্মকে বেশি করে ব্যবহারের আবেদন রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)।
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ডহারবারের (Diamond Harbour) সংসদীয় এলাকায় সব রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ। বাজারে ক্রেতা-বিক্রেতার ডবল মাস্ক বাধ্যতামূলক। বিধি পালনের নির্দেশ অভিষেকের।
পুজো থেকে বড়দিন, উত্সবের দরুণ বেড়েছে সংক্রমণ। উদ্বেগপ্রকাশ করে এসব বন্ধ রাখার পক্ষে মত অভিষেকের। বললেন, প্রাণে বাঁচলে সব পরে হবে।
কোভিড-আবহে ঘোষিত ৫ রাজ্যের ৭ দফা বিধানসভা ভোটের নির্ঘণ্ট। শুরু ১০ ফেব্রুয়ারি, শেষ ৭ মার্চ। ফল ঘোষণা তিনদিন পরে। মারাত্মক সংক্রমণে কেন ভোট, প্রশ্ন বিরোধীদের।
রাজ্যের চার পুরসভার ভোটে কত বাহিনী প্রয়োজন? সোমবার আসতে পারে সেই রিপোর্ট। পরপর পুলিশকর্মী সংক্রমিত হওয়ায় পুরভোটে পুলিশের বন্দোবস্তই চ্যালেঞ্জ প্রশাসনের।
দেশে একদিনে (India Corona) কোভিড আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের কাছে। ২১ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। ২৪ ঘন্টায় মৃত ২৮৫। ব্রিটেনে কোভিডে মোট মৃত্যু ছাড়াল দেড় লক্ষ।
সপরিবারে করোনা সংক্রমিত অরিজিত্, আক্রান্ত পলক মুচ্ছল। আক্রান্ত মধুর ভাণ্ডারকর, নাফিসা আলি। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা (Rituparna Sengupta), সুজিত বসু (Sujit Bose)।
এবার আইএসএলে করোনা-হানা। আক্রান্ত এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা, সন্দেশ ঝিঙ্গন। স্থগিত এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ।
শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কেন নেতাই যেতে দেওয়া হল না? কারণ জানতে চেয়ে রিপোর্ট সহ মুখ্যসচিব-ডিজিকে তলব রাজ্যপালের। শুরু রাজনৈতিক কাজিয়া।
গরু উদ্ধার ঘিরে রণক্ষেত্র কোচবিহারের মেখলিগঞ্জ। পুলিশকে ঢিল, আহত ১৭। পুলিশের উপর হামলার অভিযোগে ৬ জন গ্রেফতার।
ফের চালু হল মাদার টেরিজার মিশনারিজ অফ চ্যারিটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ‘অস্বাভাবিক তথ্য দুসপ্তাহের মধ্যে অদৃশ্য । ভালোবাসার শক্তির জোর ৫৬ ইঞ্চির থেকে বেশি।’ ট্যুইটে কটাক্ষ ডেরেকের।
ঘুরপথে ভাড়া বাড়ানোর ভাবনা রেলের। স্টেশনের মানোন্নয়ন ও আধুনিকীকরণের জন্যে যাত্রীদের থেকে লেভি আদায়ের সিদ্ধান্ত। বোর্ডের তরফে সব জোনে পাঠানো হল চিঠি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -