West Bengal News Live Updates: জগদ্দলের পর ভাটপাড়া, জনবহুল এলাকায় বোমাবাজি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 09 May 2022 10:55 PM
West Bengal News Live Updates: রুবি মোড়ের নাম বদলে রবি মোড় করার প্রস্তাব

রুবি মোড়ের নাম বদলে রবি মোড় করার প্রস্তাব। রবীন্দ্রনাথের মূর্তি উদ্বোধনের পরে রবি মোড় করার প্রস্তাব। কমিটির কাছে বিষয়টি তুলে ধরার আশ্বাস মেয়রের। 

WB News Live: ফের বোমাবাজি ভাটপাড়ায়

জগদ্দলের পর ভাটপাড়া, জনবহুল এলাকায় বোমাবাজি। ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ডে বোমাবাজি, ৫ পথচারী আহত। আহত ৫জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গণ্ডগোলের জেরে ২টি বোমা ছুড়ে দুষ্কৃতীরা চম্পট

West Bengal News Live Updates: ১২০ টাকার জিনিস পাল্টে না দেওয়ায় ৭০০০ টাকা জরিমানা

ড্রিলিং মেশিন নিয়ে সমস্যার জের। ১২০ টাকার স্ক্রু ড্রাইভারের ড্রিল পাল্টে না দেওয়ায় দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেদিনীপুরের বাসিন্দা। সেই মামলায় ক্ষতিপূরণ বাবদ ৫০০০ টাকা এবং মোকদ্দমার খরচ বাবদ ২০০০ টাকা মিলিয়ে মোট ৭০০০ টাকা ছয় সপ্তাহের মধ্যে ক্রেতাকে দেওয়ার জন্য আদেশ দিয়েছে আদালত।

WB News Live: ডিওয়াইএফআইয়ের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি সব্যসাচী চক্রবর্তী

১২ মে থেকে শুরু হতে চলেছে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন। সর্বভারতীয় সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি সব্যসাচী চক্রবর্তী।

West Bengal News Live Updates: 'বামপন্থী ছিলাম, আছি, থাকব', বললেন অভিনেতা

‘শূন্য পাওয়া মানেই বামেরা ঘুরে দাঁড়াতে পারবে না, এমন নয়। আমি বামপন্থী ছিলাম, আছি, থাকব।' ডিওয়াইএফআইয়ের সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর।

WB News Live: আরও কাছে অশনি

শক্তি বাড়িয়ে বিশাখাপত্তনমের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অশনি’। বিশাখাপত্তনম থেকে এই মুহূর্তে ৪১০ কিমি দূরে ‘অশনি’।

West Bengal News Live Updates: জুনে জিটিএ নির্বাচন

জুনে জিটিএ, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার পর জুনে ভোটের সিদ্ধান্ত, খবর সূত্রের।  

WB News Live: সাংবাদিক সম্মেলন করার সময় বোমাবাজি

জগদ্দলে মজদুর ভবনের কাছে বোমাবাজি। সাংবাদিক সম্মেলন করার সময় বোমাবাজির অভিযোগ। 

West Bengal News Live Updates: সাংসদের বাড়ির সামনে বোমা

অর্জুন সিংহের বাড়ির কাছে বোমাবাজি। 

WB News: বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে এখনও জট

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়। কিন্তু এখনও তাঁর বিধায়ক হিসেবে শপথগ্রহণ হয়নি। কে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন, সেই জট এখনও কাটেনি। আজ বিধানসভা চত্বরে রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বাবুলের শপথগ্রহণ কেন আটকে আছে, তা রাজ্যপালই বলতে পারবেন। তিনি জানান, উপাধ্যক্ষ যে শপথবাক্য পাঠ করাতে পারবেন না, তা রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে।

WB News Live Updates: ঝালদাকাণ্ডে ফের আইসিকে জিজ্ঞাসাবাদ

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে ফের আইসিকে জিজ্ঞাসাবাদ। ঝালদা ফরেস্ট গেস্ট হাউসে ২ দফায় সিবিআই জিজ্ঞাসাবাদ। সকাল ১১টা পরে বিকেল ৪টায় ফের ঝালদা থানার আইসিকে তলব। তপন কান্দু খুনে দফায় দফায় ঝালদা থানার আইসিকে জিজ্ঞাসাবাদ।

West Bengal News Live Updates: এফআইআরে নাম সরকারি সংস্থার কর্মীদেরও

সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা এফআইআর দায়ের করেছে। সিবিআইয়ের এফআইআরে রয়েছে ৭ জনের নাম। ৭ জনের মধ্যে নাম রয়েছে সরকারি সংস্থার প্রাক্তন ৩ জন কর্মীর।

WB News Live Updates: ঘুষের পরিবর্তে সরকারি সংস্থায় টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ

ঘুষ নিয়ে সরকারি সংস্থায় টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বাবুল সুপ্রিয় প্রাক্তন আপ্ত সহায়ক সুশান্ত মল্লিকের বিরুদ্ধে।   

বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়কের নামে সিবিআইয়ের এফআইআর

সরকারি সংস্থার ঘুষ নিয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়কের নামে সিবিআইয়ের এফআইআর। 

WB News Live Updates: ধেয়ে আসছে ‘অশনি’, প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন

ধেয়ে আসছে ‘অশনি’। বাংলায় তার সরাসরি প্রভাব পড়ার সম্ভবনা না থাকলেও যে কোনও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। কলকাতা পুরসভার কমিশনার নোটিস দিয়ে জানিয়েছেন, আলো, নিকাশি, উদ্যান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার ১৬টি বরোর দায়িত্ব ১৩ জন মেয়র পারিষদের হাতে ভাগ করে দিয়েছেন মেয়র। 

West Bengal News Live Updates: কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা-হাওড়া-দুই ২৪ পরগনা-পূর্ব মেদিনীপুর ছাড়াও, নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অশনির প্রভাবে কাল থেকে ওড়িশার বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি।

WB News Live Updates: গাড়ি দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক অসীম সরকার

গাড়ি দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়ক অসীম সরকার। দুর্ঘটনায় ২ পুলিশকর্মী-সহ মোট ১০ জন আহত। চাকুলিয়া থানা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। বিকল গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় লরির ধাক্কা পরপর ৩টি গাড়িকে। আহতদের কিষাণগঞ্জ মেডিক্যাল কলেজে  ভর্তি করা হয়েছে। ২ গুরুতর জখম পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে। 

West Bengal News Live Updates: ‘নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত’

‘নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। সিবিআই যাতে নোবেল খুঁজে না পায়, তার জন্য সব অসহযোগিতা রাজ্য সরকার করেছে। বাংলার সব চুরির সঙ্গে তৃণমূল জড়িত’, বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা রাহুল সিন্হার। 

WB News Live Updates: বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করানো নিয়ে জট

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়। কিন্তু এখনও তাঁর বিধায়ক হিসেবে শপথগ্রহণ হয়নি। কে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন, সেই জট এখনও কাটেনি। আজ বিধানসভায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বাবুলের শপথগ্রহণ কেন আটকে আছে, তা রাজ্যপালই বলতে পারবেন। তিনি জানান, সহকারী অধ্যক্ষ যে শপথবাক্য পাঠ করাতে পারবেন না, তা রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন রাজ্যপালই ঠিক করবেন, কে, কবে শপথবাক্য পাঠ করাবেন।  

West Bengal News Live Updates: পাটের দাম নিয়ে আজ বৈঠক, সরব অর্জুন

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকে পাটের দাম নিয়ে আজ ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠকের আগে ফের সরব অর্জুন সিংহ। তাঁকে এই বৈঠকে ডাকা উচিত ছিল, ক্ষোভ ব্যারাকপুরের বিজেপি সাংসদের। ‘উপর থেকে নির্দেশ আছে বলেই আমায় ডাকা হয়নি, বৈঠকের পর যা বলার বলব’। বৈঠকে হাজির থাকবেন বস্ত্র মন্ত্রকের আধিকারিকরা, শ্রম কমিশনার, চটকল মালিকরা। ‘মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, এখনও উত্তর পাইনি’, পাট শিল্পের এই অবস্থার জন্য কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না, দাবি অর্জুনের। 

WB News Live Updates: সকালের বৃষ্টিতে জল জমেছে সল্টলেকের সেক্টর ফাইভে

সকালের বৃষ্টিতে জল জমেছে সল্টলেকের সেক্টর ফাইভে। এতে দুর্ভোগে পড়েন অফিসযাত্রীরা। তাঁদের জল পেরিয়ে অফিস যেতে হয়।  সকাল সোওয়া ১০টা নাগাদ মা উড়ালপুলের নীচে সায়েন্স সিটির কাছে দেখা যায় রাস্তায় জমে রয়েছে জল।

West Bengal News Live Updates: টানা বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকায় জলমগ্ন

টানা বৃষ্টিতে কলকাতার বেশ কিছু এলাকায় জলমগ্ন। বৃষ্টিতে যানবাহনের গতি শ্লথ। সপ্তাহের প্রথম দিনে যানজট সামলানোই চ্যালেঞ্জ পুলিশের।

WB News Live Updates: পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়ের জীবনাবসান

পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুনীলকান্তি রায়ের জীবনাবসান হয়েছে। গতকাল কলকাতায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live Updates: মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।  অশনি আসার আগেই রাজ্যের বিভিন্ন অংশে তুমুল বৃষ্টি শুরু। বৃষ্টি হচ্ছে কলকাতার বিভিন্ন অংশ ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

WB News Live Updates: বজ্রগর্ভ মেঘ থেকে সকালে শুরু হয়েছে বৃষ্টি

বৃষ্টি শুরু হল কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। কাঁথিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঁধে রাখা হয়েছে ট্রলারগুলিকে। কাঁথির বাকিপুটে সমুদ্রবাঁধ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। 

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শুরু হয়েছে বৃষ্টি

পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শুরু হয়েছে বৃষ্টি। কাঁথিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঁধে রাখা হয়েছে ট্রলারগুলিকে। কাঁথির বাকিপুটে সমুদ্রবাঁধ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচার।

WB News Live Updates: অশনির আগেই কলকাতায় বৃষ্টি

সকাল থেকেই বৃষ্টি কলকাতা ও উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।  কলকাতার যাদবপুর ও সার্দার্ন অ্যাবিনিউতে সকালেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়। 

West Bengal News Live Updates: মূল্যবৃদ্ধি-রাজনীতি

এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা! পেট্রোপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো বাড়ছিলই। এরই মধ্যে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও। এই ইস্যুতে শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর।

WB News Live Updates: লরি উল্টে গিয়ে বিপত্তি নিউ টাউনে

লরি উল্টে গিয়ে বিপত্তি নিউ টাউনে। পুলিশ সূত্রে খবর, লরিটি প্রচণ্ড গতিতে আসার সময় সামনে এসে পড়া এক সাইকেল আরোহীকে বাঁচতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর উল্টে যায় লরিটি। ঘটনায় আহত হয়েছেন লরি চালক। তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। আজ সকাল ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।

West Bengal News Live Updates: জলপাইগুড়িতে সাতসকালে পথ দুর্ঘটনা

জলপাইগুড়ির ফুলবাড়ির জোটিয়াখালিতে সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। কয়েকজন একটি গাড়িতে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে  ফিরছিলেন। পুলিস সূত্রে খবর, আজ ভোর ৫টা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে আচমকা ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই চালক সহ দু’জনের মৃত্যু হয় বলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে খবর। বাকি ৬ আরোহীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। 

WB News Live Updates: পর্ণশ্রীতে মারধরের জেরে এক ব্যক্তির মৃত্যু

পর্ণশ্রীতে মারধরের জেরে এক ব্যক্তির মৃত্যু। পরিবারের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা । গত ৫ তারিখে মারধরের পর ওই ব্যক্তিকে কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগ। পরে তাঁকে ভর্তি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে। 

West Bengal News Live Updates: ভূমি ‘লুঠে’ গ্রেফতার

উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়, বেআইনিভাবে সরকারি জমি দখল ও বিক্রির অভিযোগ উঠেছে। সেই ঘটনায় গত কয়েকদিনে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’। মৌসম ভবন সূত্রে খবর, গতকাল রাত আড়াইটে নাগাদ তার অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিলোমিটার আর পুরী থেকে ৭৪০ কিলোমিটার দূরে। এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২১ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।  

West Bengal News Live Updates: বালি পাচারের ছক বানচাল করল পুলিশ

গভীর রাতে নদীর পাড়ে হানা দিয়ে বালি পাচারের ছক বানচাল করল পুলিশ। কোচবিহারের সিতাইয়ের ঘটনা। শিঙ্গিমারি নদী থেকে বালি তুলে পাচারের চেষ্টার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ৩টি বালি বোঝাই ডাম্পার ও একটি মাটি কাটার যন্ত্র।

WB News Live Updates: নদিয়ার চাকদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

নদিয়ার চাকদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। আক্রান্ত নারায়ণ দে, তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতির অনুগামী হিসেবে পরিচিত। জেলা তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী।

West Bengal News Live Updates: আজ কবিগুরুর ১৬১তম জন্মদিন

আজ কবিগুরুর ১৬১তম জন্মদিন। গানে-গল্পে-কবিতায় রবি-বরণ৷ জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ।

WB News Live Updates: অশনি-আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল

অশনি-আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল। ১০, ১১ ও ১২ মে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। পরিবর্তে যাবেন ১৭, ১৮ ও ১৯ মে। অশনির প্রস্তুতি নিতে হবে প্রশাসনকে, তাই সফরসূচি বদল মমতার।

West Bengal News Live Updates: ‘অশনি’ আশঙ্কায় সতর্ক কলকাতা পুরসভা

‘অশনি’ আশঙ্কায় সতর্ক কলকাতা পুরসভা। মঙ্গল থেকে বৃহস্পতিবার, ছুটি বাতিল পুরকর্মীদের। ২৪ ঘণ্টা খোলা থাকবে পুরসভার কন্ট্রোল রুম। মেয়র পারিষদদের বিভিন্ন বরোর দায়িত্ব দিলেন মেয়র। দক্ষিণ ২৪ পরগনার সব মহকুমায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম।

WB News Live Updates: দিঘা-সহ উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা

অশনি-আশঙ্কায় দিঘা-সহ উপকূলবর্তী এলাকায় সতর্ক প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ফ্লাড সেন্টার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। 

প্রেক্ষাপট

কলকাতা: শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে (Severe Cyclone) পরিণত হল ‘অশনি’ (Ashani)। বিশাখাপত্তম থেকে ৮১০ কিলোমিটার ও পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ‘অশনি’। জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা। উপকূলের জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস আবহাওয়া দফতরের। 


অশনি-আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল। ১০, ১১ ও ১২ মে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। পরিবর্তে যাবেন ১৭, ১৮ ও ১৯ মে। অশনির প্রস্তুতি নিতে হবে প্রশাসনকে, তাই সফরসূচি বদল মমতার।                                                        


তারের জটলার মধ্যে থাকা বিদ্যুতের খুঁটিতে আগুন। রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঁথিতে। দমকল ও সিইএসসি-র কর্মীরা এসে আগুন নেভান। কেউ আহত হননি। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান।


কাটমানি নিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য ফোনে হুমকি। দলের নেতাকেই শাসানি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। ভাইরাল অডিও ঘিরে বিতর্ক বীরভূমের মুরারইয়ে। দুই নেতাই সুর চড়িয়েছেন একে অপরের বিরুদ্ধে। 


দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। ভূবনেশ্বরের হোটেল থেকে ২ জনকে পাকড়াও করে পুলিশ। কী কারণে খুন? কোথা থেকেই বা অস্ত্র পেল খুনে অভিযুক্ত মানোয়ার? উত্তর খুঁজছে পুলিশ।


রবিবার, ছুটির দিনে গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী। আর তাঁকে সামনে পেয়েই অভাব অভিযোগের কথা জানালেন বনগাঁর গঙ্গানন্দপুর এলাকার বাসিন্দারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বুলুচিক বরাইক। এনিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


কার্যত ধরাছোঁয়ার বাইরে চন্দ্রমুখী আলু। কলকাতার বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। পিছু নিয়ে জ্যোতি আলুর দাম পৌঁছেছে ৩০ টাকায়। কয়েকদিনের মধ্যে দাম কমবে বলে আশ্বাস দিয়েছে টাস্কফোর্স।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.