West Bengal News Live Updates: পাঁচলায় বাস-লরি সংঘর্ষ, ৩জনের মৃত্যু, আহত ৩০

West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Aug 2022 11:53 PM
West Bengal News Live Updates: ২ রিকশ চালকের মধ্যে বচসা, একজনের মৃত্যু

বেহালার সরশুনায় ২ রিকশ চালকের মধ্যে বচসা, একজনের মৃত্যু। বচসা চলাকালীন কাচ দিয়ে গলায় আঘাত, একজনের মৃত্যু। রিকশ চালককে খুনের অভিযোগে আরেক রিকশ চালক গ্রেফতার। গলা কাটা অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিজেই যায় আহত রবি দাস। রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আক্রান্তের মৃত্যু। স্বাস্থ্য কেন্দ্রেই যাওয়ার পরে আক্রান্তের মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত। 

West Bengal News Live: হাওড়ার পাঁচলায় বাস-লরি সংঘর্ষ, ৩জনের মৃত্যু, আহত ৩০

হাওড়ার পাঁচলায় বাস-লরি সংঘর্ষ, ৩জনের মৃত্যু, আহত ৩০। পাঁচলার ধুলোরবাধে বাস-লরির সংঘর্ষ, ২ চালক, ১ যাত্রীর মৃত্যু। মুচিপাড়া-করুণাময়ী রুটের বাসের সঙ্গে আমতা দিক দিয়ে আসা লরির সংঘর্ষ

West Bengal News Live Updates: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গতকাল ২০০-র কোটায় থাকলেও আজ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০, ৮০, ৭০৬ জন। উল্লেখ্য এই সময়পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। গতকাল যেই সংখ্যাটা ছিল ১। অর্থাৎ আজ মৃত্যুর সংখ্যাও বেড়েছে।

West Bengal News Live: নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ

নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। কোচবিহারের তুফানগঞ্জে আজ একসঙ্গে পদত্যাগ করলেন তৃণমূলের ১২ জন বুথ সভাপতি। পদত্যাগ করেছেন শাসকদলের স্থানীয় ছাত্র, যুব ও মহিলা সংগঠনের একাধিক পদাধিকারী। আর এ নিয়েই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।

West Bengal News Live Updates: দিল্লিতে ক্রিকেট খেলতে গিয়ে বনগাঁর ক্রিকেটারের মৃত্যু

দিল্লিতে ক্রিকেট খেলতে গিয়ে বনগাঁর ক্রিকেটারের মৃত্যু। ‘১৯ অগাস্ট দিল্লিতে ম্যাচ চলাকালীন বুকে বল লেগে মৃত্যু’। ‘বুকে বল লাগার পরে সংজ্ঞাহীন হয়ে পড়ে হাবিব মণ্ডল’। ‘এর পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা’। বনগাঁর পেট্রাপোলের হাবিব মণ্ডলের মৃত্যু নিয়ে পরিবার সূত্রে খবর। 

West Bengal News Live: এএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও ১

এএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার এক ‘মিডলম্যান’। নিউটাউনে সিবিআইয়ের হাতে গ্রেফতার অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ। নবম-দশমে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগ। 

West Bengal News Live Updates: দল-বদলের জল্পনার মধ্যেই ত্রিপুরায় সুবল ভৌমিককে সরাল তৃণমূল

দল-বদলের জল্পনার মধ্যেই ত্রিপুরায় সুবল ভৌমিককে সরাল তৃণমূল। ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি পদ থেকে অপসারিত সুবল ভৌমিক। 
তৃণমূল ছেড়ে সুবল ভৌমিক বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা। জল্পনা জোরাল হতেই সুবলকে সরানোর সিদ্ধান্ত তৃণমূলের। পরবর্তী সভাপতি ঘোষণা না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন রাজীব, সুস্মিতা।

West Bengal News Live: তপন কান্দু হত্যা মামলায় সাক্ষীদের চাপ দিচ্ছে সিবিআই

তপন কান্দু হত্যা মামলায় সাক্ষীদের চাপ দিচ্ছে সিবিআই। তৃণমূল করি বলেই ষড়যন্ত্র! পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর হত্যা মামলায় এই অভিযোগ করলেন অন্যতম অভিযুক্ত দীপক কান্দু। কংগ্রেস নেতা নেপাল মাহাতোর দিকেও আঙুল তুলেছেন দীপকের মা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি। 

West Bengal News Live Updates: হাওড়ায় জমা জলে ডেঙ্গি আতঙ্ক

হাওড়ায় জমা জলে ডেঙ্গি আতঙ্ক। উনশানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভিতর, জমে থাকা জলে কিলবিল করছে মশার লার্ভা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা, থেকে স্বাস্থ্যকর্মীরা।

West Bengal News Live: ২০১৪ ও ২০১৭’র নিয়োগ জটে আটকে থাকা চাকরিপ্রার্থীদের কী হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না নতুন পর্ষদ সভাপতি

এখন থেকে প্রতি বছর টেট হবে। কোনও কিছু লুকানো হবে না। কোনও সিদ্ধান্ত একা নেব না। দায়িত্ব নিয়ে স্বচ্ছতার কথা শোনালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। তবে ২০১৪ ও ২০১৭’র নিয়োগ জটে আটকে থাকা চাকরিপ্রার্থীদের কী হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না নতুন পর্ষদ সভাপতি

West Bengal News Live Updates: বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ অঞ্চল সভাপতির’

বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ অঞ্চল সভাপতির’ গোটাটাই বিজেপির চক্রান্ত, পাল্টা অভিযোগ তৃণমূল বিধায়কের

West Bengal News Live: কৌশিকী আমাবস্যা নিয়ে আগাম প্রস্তুতি তারাপীঠে

মাঝে আর মাত্র  একটি  দিন। তার পরেই তারাপীঠে কৌশিকী আমাবস্যা। কোভিডে জন্য পর পর  দুই বছর  কৌশিকী আমাবস্যায় পূর্ণাথীদের জন্য বন্ধ  ছিল তারাপীঠ। তাই এই বছর লক্ষাধিক পূর্ণাথীর সমাগম ঘটবে।এই আশঙ্কায় ভিড় সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মন্দির কমিটি থেকে জেলা প্রশাসন। ভক্তদের জন্য শুক্রবার ও শনিবার পর পর দুই দিন সারা রাত্রি খোলা থাকবে মন্দির কমিটি থেকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। 

West Bengal News Live Updates: 'আদালতের সঙ্গে চালাকি করবেন না'

মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জমানা শেষ। আদালতের সঙ্গে চালাকি করবেন না, হয় মামলা প্রত্যাহার করুন, নয়তো বিশাল অঙ্কের জরিমানা।দরকার হলে আলাদা মামলা করুন, এই মামলাকে বিলম্বিত করবেন না। মামলাকে বিপথে চালিত করার চেষ্টা করবেন না, কেন করছেন আমি জানি,  প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় টেট পাস এবং প্রশিক্ষণরত প্রার্থীদের আইনজীবীর উদ্দেশে হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতির। 

West Bengal News Live: নিয়োগ-দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ

নিয়োগ-দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে সকাল থেকে জিজ্ঞাসাবাদ। 
নিয়োগে দুর্নীতিতে এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল। বাঁশদ্রোণীতে সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাট সিল করল সিবিআই। শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও সিবিআই। ১০ জনের সিবিআই প্রতিনিধি দল প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। বাগ কমিটির রিপোর্টে নাম ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের।

West Bengal News Live Updates: ক্ষোভ উগরে দিয়েছেন মহিষাদলের তৃণমূলের ব্লক সহ সভাপতি

কাটমানি-অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতির পাশে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মহিষাদলের তৃণমূলের ব্লক সহ সভাপতি।

তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। মন্তব্য তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। মন্তব্য তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

West Bengal News Live: চিকিত্‍সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্‍সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। রোগীর আত্মীয়দের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা, গন্ডগোলের জেরে উত্তপ্ত হয় পরিস্থিতি। পরে পুলিশের হস্তক্ষেপে গন্ডগোল মেটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে চিকিত্‍সায় গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়েছে।

West Bengal News Live Updates: ‘বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ অঞ্চল সভাপতির’

‘বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ অঞ্চল সভাপতির’ গোটাটাই বিজেপির চক্রান্ত, পাল্টা অভিযোগ তৃণমূল বিধায়কের

West Bengal News Live: কাটমানি নিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক দলেরই নেতা

এবার কাটমানি নিয়ে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক দলেরই নেতা। মহিষাদলের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক দলেরই অঞ্চল সভাপতি
‘গ্রামোন্নয়নের কাজে যা বরাদ্দ হয়, সেখান থেকে কাটমানি খান বিধায়ক। কাটমানির জন্যই নিম্নমানের কাজ হয়। তৃণমূলের অঞ্চল সভাপতির ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিলেন অঞ্চল সভাপতি। গোটাটাই বিজেপির চক্রান্ত, পাল্টা অভিযোগ তৃণমূল বিধায়কের। তৃণমূল বিধায়কের অভিযোগ অস্বীকার বিজেপির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, দাবি বিজেপির। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মহিষাদল থানায় তলব। অভিযোগের স্বপক্ষে নথি থাকলে দিতে বলা হয়েছে, মহিষাদল থানা সূত্রে দাবি। 

West Bengal News Live Updates: খাদ্য দফতরে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ-বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ

খাদ্য দফতরে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ-বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। মামলার শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ-বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ। ৮ অক্টোবর, ২০২১-এ ১৬২জনকে নিয়োগ, চলতি বছরের এপ্রিলে অব্যাহতি। চলতি বছরের ২৪ জুন নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে ১৬১জন ডেটা এন্ট্রি অপারেটরের মামলা। ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি, রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ। 

West Bengal News Live: বাঁশদ্রোণীতে সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাট সিল করল

নিয়োগে দুর্নীতিতে এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল। বাঁশদ্রোণীতে সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাট সিল করল সিবিআই। শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও সিবিআই। ১০ জনের সিবিআই প্রতিনিধি দল প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। বাগ কমিটির রিপোর্টে নাম ছিল এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের

West Bengal News Live Updates: দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির

‘কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব’। দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির। 

West Bengal News Live: গরু চোর সন্দেহে গণধোলাইয়ের অভিযোগ, মৃত্যু যুবকের

গরু চোর সন্দেহে গণধোলাইয়ের অভিযোগ, মৃত্যু যুবকের। জলপাইগুড়ির রাজগঞ্জে গরু চোর সন্দেহে মারধরের অভিযোগ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু রাজগঞ্জ থানার। তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ, থানা ঘেরাও গ্রামবাসীদের। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি। 

Anubrata Mandal Arrested: বিচারপতিকে হুমকি-চিঠি, নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত

বিচারপতিকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি-চিঠি। নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত মণ্ডল। হুমকি বিজেপি দিয়েছে, গতকাল দাবি করেছিলেন তৃণমূল জেলা সভাপতি। প্রভাবশালী প্রশ্নে সিবিআইকেই ‘তোতা-বুলি’ বলে কটাক্ষ। বিচারপতিকে হুমকি-তদন্তে সেই সিবিআইকেই চাইলেন অনুব্রত
ফের তৃণমূল নেত্রীর প্রতি আস্থাপ্রকাশ অনুব্রত মণ্ডলের। ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন অনেক করেছেন’। নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় মন্তব্য অনুব্রত মণ্ডলের।

West Bengal News Live: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে বীরভূমে তৃণমূলের মিছিল

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে বীরভূমে তৃণমূলের মিছিল।

Cattle Smuggling Case: একটি দল করেন বলেই নিশানা করা হচ্ছে অনুব্রতকে, দাবি আইনজীবীর

শুধু সন্দেহের বশে হেফাজতে চেয়েছে সিবিআই। অনুব্রতকে নিশানা করে তদন্ত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে তদন্ত করছে সিবিআই। অনুব্রত একটা দল করেন বলে তাঁকে নিশানা করা হচ্ছে, আদালতে দাবি অনুব্রতর আইনজীবীর।

Anubrata Mandal Arrested: ১৪ দিনের জেল হেফাজত অনুব্রতর, খারিজ জামিনের আর্জি

আসানসোল বিশেষ সিবিআই আদালেত ফের জামিনের আর্জি খারিজ অনুব্রত মণ্ডলের। বরং সিবিআই-এর আর্জি মেনে ১৪ দিনের জেল হেফাজত হল তাঁর।

SSC Scam: শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সিবিআই দল

শিলিগুড়িতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সিবিআই দল। ১০ জনের সিবিআই প্রতিনিধি দল প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।

Cattle Smuggling Case: পদে নেই তবে বিপুল প্রভাব, ১৪ দিনের হেফাজতে সহযোগিতা করেননি অনুব্রত, দাবি করল সিবিআই

সায়গল অনুব্রতর নির্দেশেই টাকা পেতেন। এটা ন্যাশনাল ক্রাইম, ছোটখাটো ক্রাইম নয়। পাচারের জন্য ট্রাকে গরু নিয়ে যাওয়া হত। অনুব্রতর ভূমিকা এখানে অনেক বড়। প্রচুর টাকা নিয়েছেন, মেয়ে ও আত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। অনুব্রত প্রভাবশালী, কোনও সহযোগিতা করেননি, নোটিস উপেক্ষা করেছেন। হেফাজতের ১৪ দিনেও কোনও সহযোগিতা করেননি অনুব্রত। ডাক্তারকে ভুয়ো সার্টিফিকেট দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে তাঁর প্রভাব, অথচ তিনি কোনও পদে নেই: সিবিআই।

Anubrata Mandal Arrested: হিসাব বহির্ভূত সম্পত্তি পাওয়া গেলে আয়কর দফতরকে পেনাল্টি দিতে পারি, আদালতে অনুব্রতর আইনজীবী

হিসাব বহির্ভূত সম্পত্তি পাওয়া গেলে আয়কর দফতরকে পেনাল্টি দিতে পারি। আমার মক্কেলকে সবাই চেনেন, মুখ্যমন্ত্রী আমাকে চেনেন, এটা কি দোষ? মামলার এফআইআরে নাম নেই অনুব্রত মণ্ডলের। প্রত্যেক বার সিবিআই প্রভাবশালীতত্ত্ব খাড়া করে। কিন্তু এর সপক্ষে কোনও প্রমাণ নেই। এফডি রয়েছে, ব্যাঙ্কে রেখেছে, আমার মক্কেল কিছু লুকোয়নি। কাল সিবিআই রেজিস্ট্রি অফিসে গিয়েছিল, আমার মক্কেলের নামে কিছু পেয়েছে? আমার মক্কেলের বয়স ৬৫, সিওপিডি সহ অনেক শারীরিক সমস্যা। শর্তাধীন জামিন দেওয়া হোক। আদালতে সওয়াল অনুব্রতর আইনজীবীর
জামিন না দিলে ৪৮ ঘণ্টা পরপর মেডিক্যাল অ্যাসিস্ট্যান্সের আবেদন। 

Anubrata Mandal Arrested: আসানসোল আদালতে নিয়ে যাওয়ার পথে অনুব্রতকে দেখে ফের গরুচোর স্লোগান

আসানসোল আদালতে নিয়ে যাওয়ার পথে অনুব্রতকে ফের গরুচোর স্লোগান। আদালতে ঢোকার মুখে বিক্ষোভ কংগ্রেসের। 

Anubrata Mandal Arrested: অনুব্রতকে ফের ১৪ দিনের হেফাজতে চায় সিবিআই

অনুব্রত মণ্ডলকে ফের ১৪ দিনের হেফাজতে নিতে চায় সিবিআই। আসানসোল আদালতে জানাল তারা। অশুস্থতার কারণ দেখিয়ে জামিন চাইলেন অনুব্রতর আইনজীবী।


 

Anubrata Mandal Arrested: শারীরিক অসুস্থতা দেখিয়ে অনুব্রতর জামিনের আবেদন, এজলাসে অক্সিজেন সিলিন্ডার

অনুব্রত মণ্ডলের হয়ে আসানসোল বিশেষ সিবিআই কোর্টে জামিনের আবেদন তাঁর আইনজীবীর। অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন। এজলাসে আনা হল অক্সিজেন সিলিন্ডার।

Anubrata Mandal Arrested: অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর জামিনের আবেদন তাঁর আইনজীবীদের

অনুব্রত মণ্ডলের হয়ে আসানসোল বিশেষ সিবিআই কোর্টে জামিনের আবেদন তাঁর আইনজীবীর। অসুস্থতার কারণ দেখিয়ে আবেদন। জেল হেফাজতের আর্জি জানাতে পারে সিবিআই।

West Bengal News Live Updates:দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা

দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়েছেন তিনি। সেইসঙ্গে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। দ্রুত শুনানির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা।   

Anubrata Mandal Arrested: কিছুক্ষণের মধ্যেই অনুব্রতকে নিয়ে আসানসোল আদালতে পৌঁছবে সিবিআই

কিছুক্ষণের মধ্যেই অনুব্রতকে নিয়ে আসানসোল আদালতে পৌঁছবে সিবিআই। দুর্গাপুর পেরিয়ে আসানসোলের দিকে সিবিআই কনভয়। ইতিমধ্যেই আদালতে পৌঁছে গেছেন বিচারক রাজেশ চক্রবর্তী। বিচারপতি হুমকি-চিঠি পাওয়ার পর আদালত চত্বরে কড়া নিরাপত্তা। 

West Bengal News Live: কয়লাকাণ্ডে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা আইপিএস অফিসার শ্যাম সিংহের

কয়লাকাণ্ডে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা আইপিএস অফিসার শ্যাম সিংহের।  ইডি সূত্রে খবর, অভিযুক্ত কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার ডায়েরির সূত্র ধরে তলব করা হয়েছে শ্যাম সিংকে। বীরভূমের পুলিশ সুপার থাকাকালীন তাঁর কী ভূমিকা, মূলত সে বিষয়েই শ্যাম সিংকে জিজ্ঞাসবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। গতকালই ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন আইপিএস কোটেশ্বর রাও।     

West Bengal News Live Updates: আসানসোল আদালত চত্বরে কড়া নিরাপত্তা, বাদী-বিবাদী পক্ষ ছাড়া এজলাসে বাকিদের প্রবেশে নিষেধাজ্ঞা

আসানসোলের পথে অনুব্রত, আদালতে পৌঁছলেন বিচারক রাজেশ চক্রবর্তী। বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি-চিঠির জের। আসানসোল আদালত চত্বরে কড়া নিরাপত্তা। বাদী-বিবাদী পক্ষ ছাড়া এজলাসে বাকিদের প্রবেশে নিষেধাজ্ঞা। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারকে চিঠি বিচারক রাজেশ চক্রবর্তীর। বিচারকের চিঠি পেয়ে তদন্ত শুরু পুলিশের। ‘যাঁর নাম করে হুমকি-চিঠি, তদন্তে তাঁর সঙ্গে এখনও যোগসূত্র পায়নি পুলিশ’, বিচারককে কে পাঠাল হুমকি-চিঠি? তদন্ত শুরু করেছে পুলিশ। 

West Bengal News Live: বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় তদন্ত নামল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ

আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় তদন্ত নামল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। সূত্রের খবর, রাজেশ চক্রবর্তী আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন। তারপরই পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ সূত্রে খবর, চিঠিতে প্রেরক হিসেবে যাঁর নাম রয়েছে, সেই পূর্ব বর্ধমান এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট কোর্টের হেডক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন অফিসাররা। পুলিশ সূত্রে খবর, হুমকি চিঠির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগসূত্র মেলেনি। তদন্তকারীরা মনে করছেন, জাল সিল ব্যবহার করা হয়েছে। কোথা থেকে চিঠি পাঠানো হল, কে বা কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live Updates: বাগুইআটিতে বিদেশ থেকে বেআইনিভাব আনা প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার

বিদেশ থেকে বেআইনিভাব আনা প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার করল কাস্টমস। সূত্রের খবর, বাগুইআটির এক ঠিকানায় হানা দেন কাস্টমস আধিকারিকরা। সেখান থেকে ৬ কোটি ৪৭ লক্ষ টাকার সোনার বার উদ্ধার হয়। ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।   

West Bengal News Live: কলকাতায় ফের রেফার রোগ, ২ সরকারি হাসপাতাল থেকে ফেরানো হল সদ্যোজাতকে

কলকাতায় ফের রেফার রোগ। গুরুতর অসুস্থ সদ্যোজাতকে ২টি সরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় ওই সদ্যোজাতর। জন্মের পর থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে প্রথমে বিসি রায় শিশু হাসপাতালে নিয়ে যায় পরিবার। তবে পরিবারের অভিযোগ, হাসপাতালে ভেন্টিলেশনে বেড না থাকায় অন্য হাসপাতালে রেফার করে বিসি রায় শিশু হাসপাতাল। এরপর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলেও সেখানেও বেড মেলেনি বলে অভিযোগ। এরপর সদ্যজাতকে রাতে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বিসি রায় শিশু হাসপাতাল বা মেডিক্যাল কলেজের কোনও প্রতিক্রিয়া মেলেনি।     

West Bengal News Live Updates: আসানসোল পৌরসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়

আসানসোল পুরসভার (Asansol By Election Result 2022) ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল (Trinamool) প্রার্থী বিধান উপাধ্যায়। সাড়ে চার হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে সিপিএম (CPIM) প্রার্থী শুভাশিস মণ্ডল। তৃতীয় স্থানে বিজেপি, চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। ৭ রাউন্ড গণনা হয়। বিধান উপাধ্যায়কে আসানসোলের মেয়র করা হলেও তিনি পুরভোটে জিতে আসেননি। তাই বিধান উপাধ্যায়কে (Bidhan Updhyay) জিতিয়ে আনার জন্য দলের নির্দেশে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় (Sanjay Banerjee) পদত্যাগ করেন। সেই কারণেই উপনির্বাচন হয়। 

West Bengal News Live: বনগাঁ পৌরসভা উপনির্বাচনে সবুজ ঝড়, জয়ী তৃণমূল প্রার্থী পাপাই রাহা

বনগাঁ পৌরসভা উপনির্বাচনে সবুজ ঝড়ের দাপট অব্যাহত রইল। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা। ২ হাজার ১১৮ ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি-র অরূপ পাল। আসানসোল ৬ নম্বর ওয়ার্ডেও জয়ী তৃণমূল।

Anubrata Mandal Arrested: বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচনের গণনা শুরু হয়েছে

বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পুনর্নির্বাচনের গণনা শুরু হয়েছে।  বনগাঁর মহকুমা শাসকের দফতরের ইভিএমের ওয়্যারহাইসে চলছে গণনা। ২টি টেবিলে ৩ রাউন্ড গণনা হবে।  

West Bengal News Live Updates: বিচারককে হুমকি-চিঠি, সিবিআই তদন্ত চান অনুব্রত

"আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেবের সম্পর্কে বলেছে, আমি সিবিআই তদন্ত চাইব," বিচারককে হুমকি-চিঠি দেওয়ার ঘটনায় বললেন অনুব্রত।

Anubrata Mandal Arrested: নিজাম প্যালেস থেকে বার করা হল অনুব্রতকে, তোলা হবে আসানসোল আদালতে

আজ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের। ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হবে তাঁকে। অনুব্রতকে ফের হেফাজতে চাইতে পারে সিবিআই। বার করা হল নিজাম প্যালেস থেকে।

West Bengal News Live Updates: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে থাকায় বৃষ্টি হচ্ছে বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অগাস্টের শেষ দিকে এই লাগাতার বৃষ্টি ঘাটতি কিছুটা কমাবে বলেই মনে করছেন আবহবিদরা। 

West Bengal News Live: গরুপাচার মামলার চার্জশিটে এ বার তৃণমূল নেতা মন্টু মল্লিকের নাম

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই মামলায় সিবিআইয়ের চার্জশিটে উঠে এসেছে আরেক তৃণমূল নেতার নাম। পাইকর পশুহাটের মালিক মন্টু মল্লিক। যিনি একদিকে তৃণমূলের ব্লক সভাপতি, অন্যদিকে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সদস্য। এই বিষয়টি সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: বেলেঘাটায় বিস্ফোরণে জখম ব্যক্তিকে নিয়ে ছোটাছুটি, শেষমেশ ভর্তি SSKM-এ

কলকাতা থেকে ক্যানিং। আবার সেখান থেকে কলকাতায়। বেলেঘাটায় বিস্ফোরণে জখম ব্যক্তিকে নিয়ে এভাবেই ছোটাছুটি করলেন পরিবারের লোকজন। সোমবার গভীর রাতে NRS হাসপাতাল থেকে রোগীকে ক্যানিং নিয়ে যান তাঁরা। কিন্তু জেলার নার্সিংহোম ফিরিয়ে দেওয়ায়, ফের SSKM-এ ভর্তি করা হয় তাঁকে।

West Bengal News Live: পুরুলিয়ায় আমুল লেখা দুধের কন্টেনার থেকে উদ্ধার হল ২২টি গরু! পাচারের অভিযোগ

গরুপাচার নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যেই পুরুলিয়ায় আমুল লেখা দুধের কন্টেনার থেকে উদ্ধার হল ২২টি গরু! উঠল পাচারের অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঝাড়খণ্ডের ধানবাদে স্থানীয় গোরক্ষা কমিটির সদস্যদের আটকানো ‘ডাক পার্সেল’ লেখা একটি গাড়ি থেকেও উদ্ধার হয় গরু।  

West Bengal News Live Updates: গরুপাচারে তৈরি করা হতো জাল চালান! দাবি সিবিআই-এর

ইলামবাজারের পর, গরু পাচার মামলার তদন্তে সামনে এসেছে পাইকর পশুহাটের প্রসঙ্গ। সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, এনামুল হক ও আব্দুল লতিফ বাংলাদেশে যত গরু পাচার করতেন, তার জন্য জাল চালান তৈরি করতেন পাইকর পশুহাটের মালিক মন্টু মল্লিক। যাতে মনে হয়, গরু পাচার হয়নি, হাটে বিক্রি হয়েছে। পাইকর হাটের মালিক জানিয়েছেন, সিবিআই তাঁকে দু’বার জিজ্ঞাসাবাদও করেছে।

প্রেক্ষাপট

কলকাতা: আজ আদালতে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) পেশ। তার আগে সম্পত্তির হদিশ পেতে বোলপুরের (Bolpur) সাব রেজিস্ট্রি অফিসে সিবিআই (CBI)। অনুব্রত কন্যা এবং বিদ্যুত্‍বরণ গায়েনের নামে মিলেছে জমির দলিল, দাবি সিবিআইয়ের।


আসানসোলের CBI আদালতের বিচারককে হুমকি-চিঠি। জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুমকি। কিছু জানেন না, দাবি চিঠির প্রেরকের।  


এবার নজরে মুরারইয়ের পাইকর পশু হাট। হদিশ পেল সিবিআই। ইলামবাজারের গরু এনে কেনাবেচার জাল চালান বানিয়ে এখান থেকেই বাংলাদেশে পাচারের অভিযোগ।


নজরে হাট মালিক তৃণমূলের  ব্লক সভাপতি মন্টু মল্লিক (TMC)। দু’বার করা হয়েছে জিজ্ঞাসাবাদ। জাল চালানে মিলেছে আঙুলের ছাপও, দাবি সিবিআইয়ের চার্জশিটে। 


তিলপাড়া ব্যারাজ সংস্কারের টেন্ডার পাশ করাতে কোটি কোটি টাকা ও গাড়ি ঘুষ নিয়েছিলেন অনুব্রত। অভিযোগ ২ ব্যবসায়ীর। অভিযোগের পর ভুগছেন নিরাপত্তাহীনতায়। 


পুরুলিয়ায় দুধ, ধানবাদে ডাক পার্সেল লেখা কন্টেনার থেকে উদ্ধার গরু। পুলিশকে গরুপাচারের কৌশল খুঁজতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, পুরুলিয়া নিয়ে কটাক্ষ শুভেন্দুর। দায়িত্ব বিএসএফের, পাল্টা তৃণমূল।


সশরীরে নয়। এবার পার্থ-অর্পিতাকে জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে হাজির করতে হবে। নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের ।


বারবার শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনায়, তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বিতর্কের মধ্যেই মারিশদা থানার ওসির বদলি পটাশপুর থানায়। তাঁর জায়গায়এলেন কাঁথি থানার এসআই। 


দু’চারটে আসনে হারলে ভোটে গা জোয়ারি নয়। প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বার্তা অভিষেকের।


আইনি লড়াইয়ের পাশাপাশি বকেয়া DA-এর দাবিতে এবার রাস্তায় নেমে প্রতিবাদের হুঁশিয়ারি বিরোধী দলগুলির সরকারি কর্মচারী সংগঠনের। প্রয়োজনে ধর্মঘটের রাস্তায় যাওয়ার ভাবনা।


নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে নতুন সভাপতি। দায়িত্বে এলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। পুরনো সদস্যদের বাদ দিয়ে তৈরি ১১ সদস্যের নতুন কমিটি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.