West Bengal News Live: কেষ্টপুরে অগ্নিকাণ্ড, ভরদুপুরে রবীন্দ্রনগরে বাজারে আগুন, ভস্মীভূত দোকান

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 21 Dec 2023 02:48 PM
West Bengal News Live: কেষ্টপুরে অগ্নিকাণ্ড, রবীন্দ্রনগরে বাজারে আগুন, ভস্মীভূত দোকান, আহত ৯

কেষ্টপুরে অগ্নিকাণ্ড
রবীন্দ্রনগরে বাজারে আগুন, ভস্মীভূত দোকান, আহত ৯
গুরুতর আহত ২
গ্যাস সিলিন্ডার ফেটে আগুন বলে প্রাথমিক অনুমান
দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

WB News Live Updates: শর্ত সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি হাইকোর্টের

শর্ত সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি হাইকোর্টের
৩০০ জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, নির্দেশ হাইকোর্টের
বকেয়া ডিএ সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ধর্না করতে চেয়ে হাইকোর্টে আবেদন
পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন

West Bengal News Live: নিয়োগের দাবিতে হাজরায় ফের মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিয়োগের দাবিতে হাজরায় ফের মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
২০১৩-র 
মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হাজরা মোড়
                                               

WB News Live Updates: কেষ্টপুরে অগ্নিকাণ্ড, ভরদুপুরে রবীন্দ্রনগরে বাজারে আগুন, ভস্মীভূত দোকান

কেষ্টপুরে অগ্নিকাণ্ড
ভরদুপুরে রবীন্দ্রনগরে বাজারে আগুন, ভস্মীভূত দোকান
গ্যাস সিলিন্ডার ফেটে আগুন বলে প্রাথমিক অনুমান
দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারকে তলব ED-র

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারকে তলব ED-র। তাঁরই ঘনিষ্ঠকে তলব-প্রসঙ্গে মুখে কুলুপ পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। পার্থ ছাড়াও এদিন আদালতে তোলা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল ও অশোক সাহাকে। CBI কোনও নতুন তথ্য পেশ করে কি না, সেটাই দেখার। 

WB News Live Updates: জাঁকিয়ে ঠান্ডা পড়ার বদলে এবার উষ্ণ হবে বড়দিন

বছর শেষে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার বদল। কাল থেকে আবার ঊর্ধ্বমুখী হবে পারদ। জাঁকিয়ে ঠান্ডা পড়ার বদলে এবার উষ্ণ হবে বড়দিন। তবে তার আগে পশ্চিমাঞ্চলে দাপিয়ে ব্যাটিং করছে শীত। পারদ-পতনে পাহাড়ের সঙ্গে টক্কর দিচ্ছে জঙ্গল মহল। কালিম্পঙকে পিছনে ফেলে দার্জিলিঙের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়া। শৈলশহরের তাপমাত্রা ৭.৬, আর পুরুলিয়ায় পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। কালিম্পং ৯.৫, বাগডোগরা ৯.৮। কোচবিহার ১০.১, বাঁকুড়া ১০.৭, শ্রীনিকেতন ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট বাড়বে। তার সঙ্গে বাড়বে তাপমাত্রা। 

West Bengal News Live:প্রাথমিকে নিয়োগে ২০১৬-র মেধাতালিকা প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ

প্রাথমিকে নিয়োগে ২০১৬-র মেধাতালিকা প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ৪ সপ্তাহের জন্য় বহাল থাকল স্থগিতাদেশ। ৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি

WB News Live Updates: লোকসভা ভোটের আগে বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে 

লোকসভা ভোটের আগে বাঁকুড়ায় বিজেপির কোন্দল প্রকাশ্যে 
টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি বদলের অভিযোগ জেলা সভাপতির বিরুদ্ধে

West Bengal News Live: কুলপিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনায় কুলপিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ
রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা

WB News Live Updates: বন দফতরে হানা দিয়ে ইডি-র হাতে চাঞ্চল্যকর নথি

বন দফতরে হানা দিয়ে ইডি-র হাতে চাঞ্চল্যকর নথি

West Bengal News Live: পৈতৃক জমি নিয়ে বচসার জেরে দাদাকে পিটিয়ে মারল ভাই

পৈতৃক জমি নিয়ে বচসার জেরে দাদাকে পিটিয়ে মারল ভাই। ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ। নৃশংস খুনের অভিযোগ উঠল হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগর এলাকায়। মৃতের নাম মতিলাল দাস। স্থানীয়রা জানিয়েছেন, বছর ষাটের মতিলালের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের বিবাদ চলছিল। গতকাল এই নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে সালিশি সভাও হয়। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে, দাদাকে একা পেয়ে রাস্তার মধ্যেই বেধড়ক মারধর করেন ভাই মোহনলাল। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দাদার। খুনে অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB News Live Updates: ডিমের পাশাপাশি বাড়ছে মুরগির মাংসের দামও

ডিমের পাশাপাশি বাড়ছে মুরগির মাংসের দামও। ইতিমধ্যেই ২০০ ছাড়িয়েছে। কোথাও ২২০, কোথাও আবার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে মুরগির মাংস। উৎসবের মরশুমে চড়া দামে নাজেহাল ক্রেতা। আপাতত দাম কমবে না বলেই মনে করছেন মাংস বিক্রেতারা। 

West Bengal News Live: অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস থেকে ধান ব্যবসার রসিদ মিলেছে বলে চাঞ্চল্যকর দাবি করল ইডি

অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস থেকে ধান ব্যবসার রসিদ মিলেছে বলে চাঞ্চল্যকর দাবি করল ইডি। কোটি কোটি টাকার জীবনবিমার নথিও পাওয়া গিয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

WB News Live Updates: তৃণমূলের সঙ্গে জোট হলে কীভাবে আসন রফা? দিল্লিতে কংগ্রেসের বৈঠক

তৃণমূলের সঙ্গে জোট হলে কীভাবে আসন রফা? দিল্লিতে কংগ্রেসের বৈঠক। দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে কথা খাড়গে, রাহুলের। 

West Bengal News Live: বায়রন বিশ্বাসের বাড়িতেও টাকার পাহাড়!

বায়রন বিশ্বাসের বাড়িতেও টাকার পাহাড়! আয়কর দফতর
সূত্রে খবর, সাগরদিঘির বিধায়কের সামশেরগঞ্জের বাড়ি ও বাড়ি লাগোয়া বিড়ি কারখানায় প্রায় ১৮ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৬০ লক্ষ টাকা। গতকাল ভোর সাড়ে ৫টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বায়রনের বাড়িতে পৌঁছে যান আয়কর আধিকারিকরা। একযোগে সাগরদিঘির বিধায়কের বিড়ি কারখানা, বাড়ির উল্টোদিকে চা কোম্পানির অফিস, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সামশেরগঞ্জের হাসপাতাল, রঘুনাথগঞ্জে স্কুল এবং সুতির কেমিক্য়াল হাবে তল্লাশি চালান আয়কর 
অফিসাররা। সূত্রের খবর, বিধায়কের একাধিক ঠিকানায় হানা দিয়ে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। রাত সাড়ে ১১টা নাগাদ শেষ হয় আয়কর-অভিযান। 

WB News Live Updates: বিচারপতির বাড়িতে চাকরিপ্রার্থীরা

উদ্ধার করুন, ব্যানার নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীরা। ভরসা হারাবেন না, বিচার পাবেন, বাড়ি থেকে বেরিয়ে বললেন বিচারপতি। 

West Bengal News Live: যাদবপুরের সমাবর্তন ঘিরে জটিলতা

যাদবপুরের সমাবর্তন ঘিরে জটিলতা। কোর্ট মিটিংয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজভবনের। সরকার অনুমতি, তাই আপত্তি? বোম্বাগড়ের রাজা বলে কটাক্ষ ব্রাত্যর।

প্রেক্ষাপট

দিল্লি থেকে কলকাতা-বকেয়া বনাম বঞ্চনার অভিযোগে দেড়ঘণ্টায় তোলপাড় । অভিষেকদের নিয়ে মোদির কাছে মমতা (Mamata Banerjee)। আচমকা বিধায়কদের নিয়ে নবান্নে শুভেন্দু (Suvendu Adhikari)। 


১ লক্ষ ১৬ হাজার কোটি বকেয়ার অভিযোগে ১০ সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী। প্রায় ২৫ মিনিট কথা।


মোদি-মমতা বৈঠক শেষ হতেই ৩ বিধায়ককে নিয়ে নবান্নে শুভেন্দু। কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগে মুখ্যসচিবকে নালিশ।


২ মাস আগে পায়ে চোট, কেমন আছেন? ঘরে ঢুকতেই মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী। ভাল আছি, আপনি ভাল আছেন তো? জানতে চাইলেন মমতাও


১৬ মাস পরে সাক্ষাৎ। মুখ্যমন্ত্রীকে নতুন সংসদে দফতর ঘুরিয়ে দেখালেন প্রধানমন্ত্রী। ২৫ মিনিট কথা। পুরোটাই লোকদেখানো নাটক, খোঁচা বাম-কংগ্রেসের। 


আবাস থেকে স্বাস্থ্য, বকেয়া চেয়ে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী। পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে মোদিকে চিঠি শুভেন্দুর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.