WB Live News Updates: দুর্গাপুর সিটি সেন্টারের কাছে অম্বুজায় বেসরকারি পরিবহণ অফিসে গুলি
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
দুর্গাপুর সিটি সেন্টারের কাছে অম্বুজায় বেসরকারি পরিবহণ অফিসে গুলি। কেউ আহত না হলেও দেওয়ালে স্পষ্ট গুলির দাগ। দুর্গাপুর শহরের অভিজাত এলাকায় শ্যুটআউটের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। 'বেসরকারি পরিবহণ অফিসে কিছু কয়লা ব্যবসায়ী ছিল', সূত্রের খবর। 'কয়লা ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি', সূত্রের খবর। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লাগে, সূত্রের খবর। ২ রাউন্ড গুলি চলে, প্রাথমিক অনুমান পুলিশের। 'তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, দ্রুত ঘটনার কিনারা করা হবে'। জানালেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এসিপি।
কাল উপনির্বাচনের আগে উত্তপ্ত মুর্শিদাবাদের সাগরদিঘি। সাগরদিঘির বালিয়াতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মিথ্যা অভিযোগ, বিজেপির গুন্ডামি, পাল্টা শাসক দল।
নন্দকুমারের পর এগরা, ফের সমবায় ভোটে জোটের কাছে হার তৃণমূলের। এগরার নস্করপুর সমবায় সমিতির ভোটে জয় বাম-বিজেপি-কংগ্রেস জোটের। ৯টি আসনেই জয় প্রগতিশীল সমবায় জোটের। প্রগতিশীল সমবায় জোটের ব্য়ানারে একসঙ্গে লড়াই করে বাম-বিজেপি-কংগ্রেস। ৯টি আসনেই জয় প্রগতিশীল সমবায় জোটের। শূন্য হাতেই ফিরতে হল তৃণমূল কংগ্রেসকে।
দলের সাংগঠনিক সভায় মারপিট, ভাঙচুরের অভিযোগ। বিজেপি নেতার অভিযোগে গ্রেফতার দুই বিজেপি কর্মী! পঞ্চায়েত ভোটের আগে, দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে প্রকাশ্যে চলে এল গেরুয়া শিবিরের অন্দরের বিরোধ। দলের সঙ্গে যোগ নেই, সাফাই জেলা বিজেপি নেতৃত্বের। সমালোচনা করতে ছাড়েনি তৃণমূল।
নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, কড়া বিবৃতি রাজ্যপালের। 'আইনশৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবে না'। 'ভয়, পক্ষপাত ছাড়া পুলিশকে দায়িত্ব পালন করতে হবে'। বিবৃতি জারি রাজভবনের। রাজ্যপাল ব্যক্তিগতভাবে কথা বলেছেন নিশীথ প্রামাণিকের সঙ্গে। রাজভবন সূত্রে খবর। সমস্যা রোধে সময়ে পদক্ষেপ, বিবৃতি জারি রাজভবনের। 'সভ্যতা, সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর'। 'প্রতিবাদ গণতন্ত্রের অংশ, কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই'। 'নির্মমভাবে হিংসাকে উপড়ে ফেলা হবে'। 'সমাজবিরোধীরা আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা'। 'আইনশৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়'। 'বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠা হোক'। রাজ্যের কাছে রিপোর্ট তলব করে কড়া বার্তা রাজভবনের।
এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে দলের গোষ্ঠী কোন্দলে মধ্যে পড়লেন বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগরের বিধায়কের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ। আজ অশোকনগরের আমড়াগাছি গ্রামে দিদির দূত হয়ে যান তৃণমূল বিধায়ক। এই গ্রামেই দলের পঞ্চায়েত প্রধান সুরাইয়া বিবির বাড়ি। স্থানীয় সূত্রে খবর, শনিবার একটি পথ দুর্ঘটনায় তাঁর ছেলের নামে থানায় অভিযোগ দায়ের হয়। এদিন বিধায়ককে কাছে পেয়ে সে ব্যাপারে কথা বলতে যান সুরাইয়া। তখন প্রধানের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত উপপ্রধানের কিছু অনুগামী সেখান থেকে প্রধানকে সরিয়ে দিলে উত্তেজনা তৈরি হয়। বিধায়কের সামনেই শুরু হয় হাতাহাতি।
তৃণমূলের কেউ হামলা চালায়নি। নাটক করছেন নিশীথ প্রামাণিক। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এখনও খোঁজ নেই কুন্তল বর্ণিত রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। ফের মুখ খুললেন হৈমন্তীর মা। 'সময় মতো সামনে আসবে মেয়ে, কথাও বলবে'। 'কবে আসবে বলতে পারছি না'। 'হৈমন্তী অসৎ নয়, ও নিজেই প্রমাণ করবে' । দাবি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মায়ের।
সাগরদিঘি উপনির্বাচনে বিরোধীদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর । ২৪৬টি বুথে বিরোধীদলের এজেন্টদের একসঙ্গে থাকার বার্তা শুভেন্দুর
দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা। প্রতিবাদে কলকাতা থেকে জেলা, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। কোথাও কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা।
পঞ্চায়েত ভোটের আগে হুগলিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দলেরই একাংশের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। পঞ্চায়েত নির্বাচনে টিকিট নিয়ে ক্ষোভ তৃণমূলের অন্দরে
'পুরনো বা নতুন যে নেতাই আসুন ভোট পাবেন না'। 'শুধু নেতাদের পকেট ভারী হচ্ছে'। বীরভূমের খয়রাশোলে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে শুনলেন শতাব্দী রায়। বেহাল রাস্তার অভিযোগে বীরভূমের তৃণমূল সাংসদকে ঘিরে অসন্তোষ
দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পঞ্চায়েত ভোটের আগেই রাজহাট পঞ্চায়েত এলাকায় টিকিট বিলি নিয়ে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা, কর্মীদের একাংশ। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, কারও সঙ্গে আলোচনা না করেই গোপনে প্রার্থী ঠিক করে ফেলেছেন বিধায়ক অসিত মজুমদার। তার জেরেই বিক্ষোভ। অস্বস্তি ঢাকতে বিধায়কের সাফাই, দলে ক্ষোভ-বিক্ষোভ থাকতে পারে। তিনি অভিভাবক। কর্মীরা তাঁর কাছে অভিযোগ জানিয়েছে।
পঞ্চায়েত ভোটের আগে হুগলিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে দলেরই একাংশের বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে বিক্ষোভ। পঞ্চায়েত নির্বাচনে টিকিট নিয়ে ক্ষোভ তৃণমূলের অন্দরে।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কামালপুরে বালি বোঝাই ডাম্পার উল্টে ভাঙল বাড়ির দেওয়াল। বালি ও দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু হয়। আহত হন একই পরিবারের আরও ২ জন। গতকাল রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ডাম্পারটি উল্টে পড়ায়, কাছেই একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে।
এবার তুফানগঞ্জেও উত্তেজনা। চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড়ে তৃণমূলের পার্টি অফিসে পতাকা-ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে সকালে এলাকায় মিছিল করে তৃণমূল। কাছেই নাটাবাড়ি এমএলএ কাপ ভলিবল টুর্নামেন্ট চলছে। সেখানে উপস্থিত নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে গো ব্য়াক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। টুর্নামেন্ট বানচাল করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্য়া অভিযোগ তুলে মিছিল করছে শাসকদল, দাবি বিজেপি বিধায়কের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কৃষ্ণনগরের শক্তিনগরে কাঠের আসবাবের গুদামে বিধ্বংসী আগুন। ভস্মীভূত গুদাম। গতকাল রাত ১১টা নাগাদ আগুন লাগে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের ২টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
কুলটির দিশেরগড়ে বিজেপি কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন। অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার। কাল থেকে কাউন্সিলরের মেয়ের ICSE পরীক্ষা শুরু হচ্ছে। আগুনে পুড়ে গিয়েছে বই, খাতা, অ্যাডমিট কার্ড। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ আসানসোল পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যর বাড়িতে দোতলার ঘরে আগুন লাগে।
নিশীথ-সুকান্তদের ঘিরে বিক্ষোভ, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের। বিজেপির সাংসদ-বিধায়কের বাড়ি ঘেরাওয়ের পাল্টা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি। তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 'মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে সব মন্ত্রীদের বাড়ি ঘেরাও করব'। বাধ্য করলে মন্ত্রীদের গাছে বেঁধে রাখব, হুঙ্কার দিলীপ ঘোষের। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের কুণাল ঘোষও।
রাজ্যে আরও দুই শিশুর প্রাণ কাড়ল অ্য়াডিনো ভাইরাস। গতকাল রাতে বি সি রায় শিশু হাসপাতালে মৃত্যু হল হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা ৯ মাসের শিশুর। পরিবারের অভিযোগ, শুধু অ্যাডিনো ভাইরাস নয়, শিশুর প্রাণ কেড়েছে হাসপাতালের গাফিলতি ও ভুল চিকিৎসা। পরিবারের দাবি, ২ ফেব্রুয়ারি প্রথমবার ৯ মাসের শিশুকে বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ১১ ফেব্রুয়ারি বাড়ি নিয়ে যাওয়ার পর ফের জ্বরে আক্রান্ত হয় শিশু। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বার হাসপাতালে আনা হয়। কিন্তু সেইসময় শিশুকে ভর্তি না করেই আউটডোর থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ১৯ ফেব্রুয়ারি শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ফের বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক হলেও বেড না থাকায় আইসিইউ-তে রাখা যায়নি শিশুকে। এরপর গতকাল ওই শিশুর মৃত্যু হয়
বেহালায় গোপাল দলপতি ও হৈমন্তীর ফ্ল্যাটের সামনে আবর্জনার স্তূপে মিলল নম্বরের তালিকা। এর সঙ্গে কি যোগ রয়েছে এসএসসি-র নিয়োগ দুর্নীতির সঙ্গে? উঠছে প্রশ্ন।
প্রেক্ষাপট
কলকাতা: বাড়ির সামনে ধর্নার পরে এবার দিনহাটায় নিশীথের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর। পাল্টা তৃণমূল পার্টি অফিস ভাঙচুর।
তৃণমূলের বিরুদ্ধে গাড়িতে গুলির অভিযোগ নিশীথের। ইটের বদলে পাটকেল, হুঁশিয়ারি শুভেন্দুর। জনরোষের তত্ত্ব কুণালের।
নিশীথের কনভয়ে হামলার পরেই তুলকালাম দিনহাটা। পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা, পাল্টা হুমকি উদয়নের।
হামলা, পাল্টা হামলায় রণক্ষত্র দিনহাটা। বিজেপি নেতাদের বাড়ি, পার্টি অফিসে হামলা। অস্ত্র-সহ ১৮জন বিজেপি কর্মী গ্রেফতার, দাবি পুলিশের।
বাড়ির সামনে ধর্নার পরে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর গাড়িতে হামলা। নিশীথের বিরুদ্ধেই পাল্টা গুলি-বোমা আনার অভিযোগ তৃণমূল। থানায় বিক্ষোভ।
দিলীপ, শুভেন্দুর পরে এবার সুকান্ত। সাগরদিঘিতে বিজেপির রাজ্য সভাপতিকে লক্ষ্য করে তৃণমূলের গো-ব্যাক স্লোগান। এভাবে আটকানো যাবে না, পাল্টা চ্যালেঞ্জ বিজেপির।
'
বিজেপি সাংসদদের বাড়ি ঘেরাওয়ের পাল্টা দাওয়াই দিলীপের। উস্কানির অভিযোগ তৃণমূলের।
সোমবার সাগরদিঘি উপনির্বাচন। ভোট লুঠের আশঙ্কায় বিরোধীদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর।
এখনও হদিশ নেই কুন্তল বর্ণিত রহস্যময়ী হৈমন্তীর। দিল্লিতে গোপালকে খুঁজে বের করল এবিপি আনন্দ।
খোঁজ মিলল গোপালের
জিজ্ঞাসাবাদের সময় ব্যাঙ্ক স্টেটমেন্টে নমিনির নাম দেখেই হৈমন্তীর নাম সামনে আনে কুন্তল। দুর্নীতির থেকে নজর ঘোরাতেই ষড়যন্ত্র, দাবি গোপালের।
বিবাদী বাগে হৈমন্তীর অফিস, বেহালায় হদিশ মিলল গোপালের নতুন কোম্পানির। অংশীদারীতে তৈরি চেষ্টা করা হচ্ছিল বিনোদন সংস্থা তৈরির, দাবি পার্টনারের।
বেহালায় হৈমন্তীর ফ্ল্যাটের সামনে আবর্জনার স্তূপে মিলল রোল নম্বরের তালিকা। যোগ রয়েছে এসএসসি-র নিয়োগ দুর্নীতির সঙ্গে? উঠছে প্রশ্ন।
কেন তাঁর নাম বলা হয়েছে? জানতে চেয়ে জেলের মধ্যেই শাসিয়েছেন পার্খ! বিস্ফোরক অভিযোগ কুন্তলের। করা হবে বয়ান রেকর্ড, দাবি ইডি সূত্রে।
এপ্রিলের শেষে পঞ্চায়েত ভোট করাতে চায় রাজ্য সরকার। ১ মাসের মধ্যে বরাদ্দ টাকা উন্নয়নের কাজে খরচ করতে জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের।
জঙ্গল সাফারির সময় হঠাৎ জোড়া গন্ডারের হামলা। পালাতে গিয়ে জলদাপাড়ায় গাইড ছাড়াও ৫ পর্যটক আহত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -