West Bengal News Live: বেলাগাম করোনার সংক্রমণ, কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই।
সতীপীঠের অন্যতম পিঠ কঙ্কালীতলা মন্দির আরও কড়াকড়ি করা হল করোনা আবহে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত শান্তিনিকেতন থানা মন্দির কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দির চত্বরে ১০ জনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি গর্ভগৃহে তিন জনের বেশি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে । পাশাপাশি মন্দির কমিটির তরফ থেকে চলছে মাইকে প্রচার । এই সিদ্ধান্তে খুশি পুণ্যার্থীরা ।
রাজ্যে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে কড়াকড়ি শুরু করল পুলিশ। পাশাপাশি জোর দেওয়া হল সচেতনতামূলক প্রচারে। যোধপুর পার্কে শেষ হওয়ার ১০ দিন আগেই বন্ধ হল খাদি মেলা।
পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের পর এবার করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান অভিনেত্রী। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিমি লেখেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি গত কয়েকদিন বাড়ি থেকে বেরোইনি বা কোনও মানুষের বাইরের মানুষের সঙ্গে মেলামেশা বা দেখাসাক্ষাৎ-ও করিনি। খুব খারাপ হল। আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি ও বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমি সবাইকে আবেদন করব সুরক্ষাবিধি বজায় রাখতে ও মাস্ক পরতে। দয়া করে সবাই সুস্থ থাকুন আর মাস্ক পরুন।'
রাজ্যে একদিনে করোনায় ১৪ হাজার ২২জন আক্রান্ত রাজ্যে। একদিনে করোনায় ১৭জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ১৭০। শুধু কলকাতাতেই একদিনে করোনায় ৫জনের মৃত্যু।
উঃ ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৫৪০। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু। গতকালের তুলনায় একদিনে ৫ হাজার বেশি করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।
ফের বেলাগাম করোনার সংক্রমণ, কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন। ২৫ থেকে একলাফে কলকাতার কনটেনমেন্ট জোন বেড়ে ৪৮। এবার স্বাস্থ্য ভবনেই করোনার হানা, ৬৬জন আক্রান্ত। স্বাস্থ্য ভবনের ৬৬জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ।
এবার স্বাস্থ্য ভবনেই করোনার হানা, ৬৬জন আক্রান্ত। স্বাস্থ্য ভবনের ৬৬জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। ১৩৭জনের নমুনা পাঠানো হয়েছিল কল্যাণীতে, ৬৬জনের পজিটিভ।
শীতের আমেজের মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। বুধবার কলকাতায় আরও নেমেছে পারদ। আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গেও থাকবে কুয়াশার দাপট। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। বৃহস্প পর থেকে রাজ্যে বাড়বে তাপমাত্রা। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। ‘রাজ্য সরকার চাইলে গঙ্গাসাগর মেলা বন্ধ করতেই পারে’। কাল দুপুর ২: পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর নির্দেশ। ‘গঙ্গাসাগর মেলায় যাঁরা যাবেন, কিংবা যাঁরা যাবেন না, সিদ্ধান্ত নেওয়ার সময় প্রত্যেকের কথা মাথায় রাখতে হবে। আশাকরি বৃহত্তর স্বার্থের কথা ভেবে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার’, গঙ্গাসাগর মেলা নিয়ে মামলায় মন্তব্য হাইকোর্টের।
আরও অস্বস্তিতে বঙ্গ বিজেপি। এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়গপুর সদরের বিধায়ক, অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। দল সংগঠনের কাজে লাগায় না, বঙ্গ বিজেপির বড় বড় নেতারা মনে করেন আমাকে দরকার নেই। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব। বললেন বিজেপি বিধায়ক। দিলীপ ঘোষ খড়গপুরে এসে সভা করেন। ইচ্ছামতো দল চালান। আমাকে কিছু জানান না। মেদিনীপুরের সাংসদ ও দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
লটারিতে এক কোটি টাকা পেলেন নদিয়ার পলাশীপাড়া থানার বারনিয়া রতনপুরের বাসিন্দা পেশায় মৎস্যজীবী মজনু দফাদার। নতুন বছরের প্রথম দিন লটারির টিকিট কেটেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মজনু।
পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে খোট্টডিহি গ্রামের হাটে মোবাইল চোর সন্দেহে ধৃত তিন কিশোর। তাদের কাছ থেকে অবশ্য কোনও মোবাইল ফোন পাওয়া যায়নি। তাদের জেরা করছে পুলিশ।
কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী, কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় সহ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফের গোপন সূত্রে খবর পেয়ে গরুমারা রেঞ্জের আধিকারিকরা ক্রেতা সেজে গ্রেফতার করলেন দুই চোরাচালানকারীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চিতাবাঘের চামড়া সহ পেঙ্গুলিনের আঁশ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি ডুয়ার্সের নাগরাকাটা চা বাগানে এবং অপরজনের বাড়ি ডুয়ার্সের নয়াশালি চা বাগানে।
গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। কাল দুপুর দুটোর মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ।
করোনা পরিস্থিতির জেরে আপাতত স্থগিত রাখা হল পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা। ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কারণে আপাতত বইমেলা স্থগিত রাখার নির্দেশ এসেছে সরকারি তরফে। পাঁশকুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নারায়ণ দীঘি ফুটবল মাঠে এই মেলা হওয়ার কথা ছিল। সেইমতো মাঠ তৈরি, প্যান্ডেল তৈরির কাজ চলছিল। তবে এই নির্দেশিকা আসার পর কাজ বন্ধ হয়ে রয়েছে। করোনার কারণে মেলা স্থগিত রাখা হল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তারিখ ও সময় আবার জানানো হবে বলে জানিয়েছেন বইমেলার যুগ্ম সম্পাদক ও পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র।
স্কুলে ডেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের ফর্ম ফিল-আপ। আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের ফর্ম ফিল-আপ। ফর্ম ফিল-আপের সময় মানতে হবে সরকার নির্দিষ্ট কোভিড বিধি। একসঙ্গে ১০জনের বেশি ছাত্রকে স্কুল চত্বরে আনা যাবে না। মানতে হবে দূরত্ব বিধি। স্কুলগুলিকে নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।
রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত ভোটার সংখ্যা ৭,৪৩,০০,৮১০। নতুন তালিকায় ভোটার বেড়েছে ১৬,১৩,৭২১ জন। বাদ পড়েছে ৫,৪৬,১৭৮ জনের নাম। দ্বিগুণেরও বেশি বাড়ল প্রথম ভোটদাতাদের সংখ্যা। ১.১২ শতাংশ থেকে বেড়ে হল ২.৩৮ শতাংশ।
করোনা আক্রান্ত বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। রয়েছেন হোম আইসোলেশনে। এছাড়াও করোনা আক্রান্ত বিধাননগর কমিশনারেটের আরও ৬ পুলিশ আধিকারিক।
করোনা আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম বদল স্বাস্থ্যমন্ত্রকের। নির্দেশিকায় উল্লেখ, হোম আইসোলেশনের ক্ষেত্রে ১৪ দিনের সময় কমে হল ৭ দিন। সেক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। পাশাপাশি, আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদেরও কোভিড টেস্ট করাতে হবে না, শুধুমাত্র চিকিত্সককে দিয়ে পরীক্ষা করালেই চলবে। জানাল স্বাস্থ্যমন্ত্রক।যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফের পরামর্শ দিয়েছে, করোনা আক্রান্তদের ১৪ দিন আইসোলেশনে থাকার।
করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে সোনারপুরে চারদিন বাজার বন্ধের সিদ্ধান্ত। প্রচার করতে পুলিশকে সঙ্গে নিয়ে পথে নামলেন সোনারপুর উত্তরের বিধায়ক। করোনা রুখতে বৃহস্পতি-শুক্র ও সোম-মঙ্গলবার সোনারপুরে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই নিয়ে প্রচার চালাতে এদিন নরেন্দ্রপুর থানার আইসি-কে নিয়ে এলাকায় ঘোরেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম। বিনা মাস্কে বের হওয়ায় কয়েকজনকে ধমকও দেন তিনি। পাশাপাশি মাস্ক বিলিও করা হয়।
এবার টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও করোনার থাবা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন। নিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ।
জোড়াসাঁকো এলাকায় মাস্ক বিলি করছে পুলিশ। ফলপট্টিতে ভিনরাজ্য থেকে পরপর ঢুকছে ট্রাক। স্যানিটাইজেশনের কোনও ব্যবস্থা নেই। ফলে উদ্বিগ্ন এলাকার মানুষ
রাজ্য পুলিশের কাছ থেকে নেওয়া ভোট-পরবর্তী সন্ত্রাসের ৬৪টি মামলার মধ্যে ৩৯টি মামলার তদন্ত করছে সিবিআই। কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআই-কে শুধু খুন, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার মতো মামলার তদন্ত করতে বলেছিল। তাই এই গোত্রের না হওয়ায় ২১টি মামলা রাজ্য সরকার গঠিত সিট-কে ফেরত পাঠিয়েছে সিবিআই। চারটি মামলায় এখনও তদন্ত চলছে। অন্যদিকে, জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি বিশেষ কমিটির কাছ থেকে মহিলাদের ওপর নির্যাতনের ২৯টি অভিযোগ পেয়েছিল সিবিআই। তার মধ্যে ৭টি মামলায় এফআইআর দায়ের হয়েছে। ২০টি মামলায় প্রাথমিক তদন্ত প্রক্রিয়া চলছে। একটি মামলা সিটকে ফেরত পাঠানো হয়েছে। বাকি একটি মামলার ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি বিশেষ কমিটির কাছ থেকে তথ্য জানার কাজ চালাচ্ছে সিবিআই।
আরও অস্বস্তিতে বঙ্গ বিজেপি। এবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়গপুর সদরের বিধায়ক, অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। দল সংগঠনের কাজে লাগায় না, বঙ্গ বিজেপির বড় বড় নেতারা মনে করেন আমাকে দরকার নেই। যেখানে উন্নয়ন হবে, সেখানে আছি। উন্নয়নে বাধা দিলে প্রতিবাদ জানাব। বললেন বিজেপি বিধায়ক। দিলীপ ঘোষ খড়গপুরে এসে সভা করেন। ইচ্ছামতো দল চালান। আমাকে কিছু জানান না। মেদিনীপুরের সাংসদ ও দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বাবার পর এবার মেয়ে। এবার করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়। আজ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনে রয়েছেন সানা। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের আরও তিন সদস্যের করোনা ধরা পড়ে। সকলেই রয়েছেন আইসোলেশনে।
রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় হাইকোর্টে পুরভোট পিছনোর আবেদন। মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সমাজকর্মী বিমল ভট্টাচার্য আদালতে আবেদনে জানান, রাজ্যে দিনে ৯ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে আসন্ন পুরসভা নির্বাচন পিছনোর আবেদন জানান মামলাকারী। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামীকাল শুনানির সম্ভাবনা।
বদলাচ্ছে করোনা। সেই সঙ্গে বদলাচ্ছে উপসর্গ। বদল আসছে করোনা চিকিৎসাতেও। আগে যে ওষুধ ব্যবহার করা হত। যে ওষুধগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হত, তার প্রায় সবই এখন বাতিলের খাতায়।
করোনার থাবা এবার সিবিআই অফিসে। সূত্রের খবর, নিজাম প্যালেস ও সল্টলেকের সিজিও কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন সিবিআই অফিসার করোনা আক্রান্ত। এদের মধ্যে রয়েছেন সিবিআইয়ের ব্যাঙ্ক জালিয়াতি, চিটফান্ড তদন্ত ও দুর্নীতিদমন শাখার অফিসাররা। সিবিআই সূত্রে খবর, এই পরিস্থিতিতে ৪০ শতাংশ কর্মী নিয়ে চলবে কাজ। বাকিরা থাকবেন কোয়ারেন্টিনে।সিবিআইয়ের দুটি অফিসই স্যানিটাইজ করা হচ্ছে।
ছিনতাইয়ে বাধা দেওয়ায় তরুণী যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বেলেঘাটার বাসিন্দা ওই তরুণী। পরিবারের দাবি, গত ২৯ ডিসেম্বর নৈহাটি লোকালে বাড়ি ফিরছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী। অভিযোগ, রাতে ফাঁকা কামরায় ধারাল অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্ট করে এক দুষ্কৃতী। বাধা দেওয়ায় ওই ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। চোয়াল ও দাঁত ভেঙে যায় ওই ছাত্রীর। শিয়ালদা জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতী অধরা।
দেশে করোনায় দৈনিক সংক্রমণ একলাফে ৫৫ শতাংশ বাড়ল। চারগুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা।
প্রথম ট্রেন বাতিল হওয়ার প্রতিবাদে শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগর স্টেশনে ভোর ৪টে ৪০ থেকে অবরোধ শুরু করেন ফুল ব্যবসায়ীরা। ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। এই মুহূর্তে গাইঘাটা থেকে শিয়ালদা পর্যন্ত চলছে ট্রেন। করোনা আবহে নিয়ন্ত্রণবিধি জারি থাকায়, রেলের পরিবর্তিত সূচি অনুযায়ী, ভোর ৫টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। ভোরের ট্রেন ফের চালু করার দাবি জানিয়েছেন অবরোধকারীরা। রেল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোর থেকে জেলায় কুয়াশার দাপট। কুয়াশার চাদরে ঢেকেছে কাটোয়া শহর। শুনসান রাস্তা। শীত তাড়াতে রাস্তার ধারেই আগুন পোহাচ্ছেন অনেকে। কুয়াশায় মোড়া কীর্ণাহার, নানুর, লাভপুর-সহ বীরভূমের একাধিক জায়গা। ধীর গতিতে যান চলাচল করছে। দুর্গাপুরেও রাস্তা-ঘাট ঢেকেছে কুয়াশায়। কুয়াশার কারণে কাটোয়ায় বন্ধ ফেরি সার্ভিস।
রাজ্য ও জেলা স্তরে নতুন কমিটি নিয়ে বিজেপিতে অস্বস্তি। শান্তনু ঠাকুরের নেতৃত্বে চার বিধায়কের বৈঠকে একাধিক পদে বদল ও মতুয়াদের প্রতিনিধিত্বের দাবি উঠল। অন্যদিকে রাজ্য সহ সভাপতির পদ থেকে বাদ পড়া প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদারের বৈঠক ঘিরেও শুরু হল জল্পনা। এসব নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল।
আরও ২৪ ঘণ্টা রাজ্যে শীতের আমেজ। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সতর্কতা। আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতায় আরও নামল পারদ। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা নেমেছে। শীতের কনকনানি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝায় ফের আটকে যাবে উত্তুরে হাওয়া। তার জেরে আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা।
দ্বিতীয়বার করোনা আক্রান্ত বেনিয়াপুকুর থানার ওসি। রয়েছেন হোম আইসোলেশনে। এর আগেও করোনা আক্রান্ত হন বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেবার ভর্তি করা হয় হাসপাতালে।
উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সায় তৈরি হচ্ছে ১৫০টি আইসিইউ বেড। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনা হচ্ছে অন্যান্য চিকিত্সা সরঞ্জামও।
ক্রমাগত চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের থেকে, করোনার তৃতীয় ঢেউয়ে বদলে গেছে অনেক উপসর্গ। আগামীদিনে কী অপেক্ষা করে রয়েছে, জানে না কেউ। তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
শিয়ালদার দক্ষিণের ক্যানিং শাখার তালদি স্টেশনে ট্রেন অবরোধ। ভোর ৫.৩০ থেকে চলছে অবরোধ। সকালে পরপর দুটি ট্রেন বাতিল হওয়ার প্রতিবাদে অবরোধ।
একের পর এক আবাসিকের ধরা পড়েছে সংক্রমণ। মাইক্রো কনটেনমেন্ট জোন হল আরবানা আবাসন। সাঁটানো হল পোস্টার। কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত হল খিদিরপুরের আইডিয়াল টাওয়ারও
লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতি বীরভূমজুড়ে কড়া ভূমিকায় পুলিশ প্রশাসন। চালানো হয় নাকা তল্লাশি। বিভিন্ন জায়গা থেকে সরানো হল পর্যটকদের
করোনা সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনা, হুগলিতে ফিরল মাইক্রো কনটেইনমেন্ট জোন
কলকাতার সঙ্গে সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে বীরভূম, দুই ২৪ পরগনা, হাওড়া। গ্রামে করোনা আক্রান্তদের কাছে খাবার পৌঁছে দিতে পুলিশকে নির্দেশ।
আরও বেলাগাম করোনা, দৈনিক সংক্রমণ ৯ হাজার পার
প্রেক্ষাপট
আরও বেলাগাম করোনা (Corona)। একদিনে ৩ হাজার বৃদ্ধি! দৈনিক সংক্রমণ ৯ হাজার পার। কলকাতাতেই (Kolkata) ৫ হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে ১৬ জনের মৃত্যু।
কলকাতার সঙ্গে সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে বীরভূম (Birbhum), দুই ২৪ পরগনা (North and South 24 Parganas), হাওড়া (Howrah)। গ্রামে করোনা আক্রান্তদের কাছে খাবার পৌঁছে দিতে পুলিশকে নির্দেশ।
ডবল ডোজ নেওয়ার পরেও দ্বিতীয়বার করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী। ডবল ডোজ নিয়েও তৃতীয় বার সংক্রমিত বাবুল। তৃতীয়বার সংক্রমিত কৌস্তভ, আইপিএস মুরলীধর। ফের পজিটিভ শ্রীজাত।
আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। ভ্যাকসিনের ডবল ডোজের পরেও অনেকে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা।
শিকেয় করোনা বিধি। তুফানগঞ্জে স্কুলের অনুষ্ঠানে থিকথিকে ভিড়। বোলুপরে তৃণমূলের কম্বল বিতরণে কাতারে কাতারে হাজির।
কমিশনের নির্দেশকে থোড়াই কেয়ার। আসানসোলে ঢাক-ঢোল বাজিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী। বিতর্কের মুখে অতিউৎসাহীদের কাজের সাফাই।
দেশজুড়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। উত্তরপ্রদেশের বরেলিতে কংগ্রেসের ম্যারাথন। হুড়োহুড়িতে অনেকে পদপিষ্ট।
মোদির আগরতলার সভায় উপচে পড়া ভিড়। উধাও মাস্ক। কোভিড উৎপাদন কেন্দ্র ত্রিপুরা। বিপদের মুখে ফেলছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের।বিধি-বিতর্ক
কলকাতা মেডিক্যালে ডিন-চিকিৎসক-সহ ১৬৯জন আক্রান্ত। ন্যাশনাল মেডিক্যালে আক্রান্ত চিকিৎসক সহ ১২৫ জন। উত্তর থেকে দক্ষিণের একের পর এক হাসপাতালে বাড়ছে সংক্রমণে।
কলকাতা পুলিশে বাড়ছে করোনার সংক্রমণ। করোনা আক্রান্ত ডিসি ডিডি স্পেশাল। ৪ আইপিএস-সহ আক্রান্ত আরও ৩৭জন। সবমিলিয়ে ১২১।
নতুন কমিটি নিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে ঠাকুরনগরে শান্তনুর বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে ৪ বিধায়ক। একাধিক পদে মতুয়া প্রতিনিধিত্বের দাবি।
হঠাৎ বঙ্গ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ শান্তনুর। অভ্যন্তরীণ বিষয় বলে সাফাই সুকান্তর। তৃণমূলে এলে স্বাগত, মন্তব্য জ্যোতিপ্রিয়র।
রাজ্য বিজেপির সহ সভাপতি পদ থেকে বাদ পড়ার পর সল্টলেকে জয়প্রকাশের সঙ্গে প্রতাপের বৈঠক ঘিরে জল্পনা।
শুক্রবার থেকে কলকাতা চলচ্চিত্র উৎসব! ভার্চুয়ালি উদ্বোধন। ১৬০টি সিনেমার ২০০টি শো।
দেশে ১০ শতাংশের বেশি বাড়ল সংক্রমণ। আইসোলেশনে কেজরিওয়াল। দিল্লিতে সপ্তাহান্তে কারফিউ। ওমিক্রন চিহ্নিতকরণে আসছে ওমিসিওর।
অনির্দিষ্টকালের জন্য রঞ্জি ট্রফি স্থগিত ঘোষণা করল বিসিসিআই। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -