West Bengal News Live: একলাফে ১৫হাজার ছাড়াল রাজ্যের করোনা সংক্রমণ, শীর্ষে কলকাতা
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই। সঙ্গে রাজ্যের করোনা আপডেট
কোথায় শুধু মুখে সতর্কতা, মাস্ক (Mask) পরুন বলে ছাড়। কোথাও আবার 'শিক্ষা' দিতে সাইকেলের চাকার হাওয়া খুলে নেওয়া বা কান ধরে উঠ-বোস করানো। করোনা (Corona) সংক্রমণ রুখতে জেলায় জেলায় সারাদিন ধরে দেখা গেল এমনই সব ছবি। বারবার আর্জি জানিয়েও করোনা সচেতনতায় হুঁশ ফিরছে না একাংশের। মারণ ভাইরাসের সংক্রমণের তীব্রতা যত বাড়ছে, তার সঙ্গে এবার ততই পাল্লা দিয়ে বাড়ছে পুলিশ (Police)-প্রশাসনের (Administration) কড়াকড়ি।
ফের ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট পেশ করল NIA। ঝাড়গ্রামের সিপিএম নেতা খুনের ঘটনায় পরিকল্পনা ছিল ছত্রধরেরই, চার্জশিটে উল্লেখ জাতীয় তদন্তকারী সংস্থার।
উত্তরবঙ্গেও করোনার দাপট। প্রতিদিনই বাড়ছে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা। এরপরেও দেখা যাচ্ছে অসচেতনতার ছবি। উত্তর দিনাজপুরে সপার্ষদ সচেতনতা প্রচারে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান। কোচবিহারে পথে নামলেন মহকুমা শাসক।
কোভিড বিধি উড়িয়ে বারাসাতের বাদুতে পুলিশ ফাঁড়ির কাছেই চলল জলসা। অধিকাংশ দর্শকেরই মুখে ছিল না মাস্ক। উধাও দূরত্ব বিধি।
কোভিড পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলে চলছে পুরভোটের প্রচার। জনা পঞ্চাশেক সমর্থক নিয়ে মিছিল ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর।অন্যদিকে, ঢাক ঢোল পিটিয়ে প্রচার সারলেন ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। বিধিভঙ্গের অভিযোগ খারিজ দুই প্রার্থীরই।
করোনার বাড়বাড়ন্তর কথা মাথায় রেখে ফের কোভিড কন্ট্রোল রুম চালু করল জলপাইগুড়ি পৌরসভা। 8016059291 এই নম্বরে ফোন করলেই দুয়ারে এসে হাজির হবে অ্যাম্বুলেন্স। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই ফের নড়েচড়ে বসল জলপাইগুড়ি পৌরসভা। নাগরিক পরিষেবায় ফের নতুন করে চালু হল কোভিড কন্ট্রোল রুম। পৌরসভার এই কন্ট্রোল রুমে বিনামূল্যে দিবারাত্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পাওয়া যাবে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Covid Positive) হয়েছেন ১৫,৪২১ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।
পটাশপুরে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতিকে বেধড়ক মার। তাপস মাঝিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ভাইরাল। তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ। ‘একাধিক আর্থিক দুর্নীতির জেরে জনরোষের শিকার’। অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি তৃণমূলের ব্লক সভাপতি পীযূষ পণ্ডার।
বাড়ছে করোনার প্রকোপ, আউটডোর পরিষেবা ‘কার্যত’ বন্ধ কেপিসি মেডিক্যালে। কাল থেকে আউটডোর পরিষেবা ‘কার্যত’ বন্ধের সিদ্ধান্ত। চালু থাকবে জরুরি বিভাগ, ফিভার ক্লিনিক। ৬০ জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। প্রতি বিভাগেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সংক্রমিত হওয়ায় সিদ্ধান্ত: সূত্র।
ফের বেলাগাম করোনা, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, মেয়র, জেলা শাসক, পুলিশ সুপারের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক, ‘রাত্রিকালীন বিধিনিষেধে আরও কড়াকড়ি করতে হবে’, ‘রাত্রিকালীন বিধিনিষেধে চালু থাকবে হোম ডেলিভারি’, ‘খুব প্রয়োজন ছাড়া সরকারি অফিসে ভিজিটরে নিয়ন্ত্রণ’, ‘সিনিয়র অফিসারদের ওয়ার্ক ফ্রম হোমে জোর’।
ডিএম, এসপি, মেয়র, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব। বাজারে ভিড় নিয়ন্ত্রণে পদক্ষেপ নিক পুলিশ। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে পুলিশের কাছে আবেদন পুরসভার
করোনা আবহে রবিবার রাজ্যে অধ্যাপক নিয়োগে ‘সেট’। রবিবারই পরীক্ষা, জানিয়ে দিল কলেজ সার্ভিস কমিশন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগে ৮৩ হাজার পরীক্ষার্থী। সঙ্কটকালে পরীক্ষা কেন? কলেজ বন্ধ, অথচ পরীক্ষা?’ পরীক্ষা পিছোনোর দাবিতে মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে চিঠি
সরকারি কলেজ শিক্ষক সমিতির,
'আপাতত রবিবার পরীক্ষার দিন অপরিবর্তিত, পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব’ ‘সেট’ স্থগিতের দাবিতে প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর
করোনা পরিস্থিতিতে পুরভোট নিয়ে কমিশনকে চিঠি বামেদের। অবিলম্বে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিতে কমিশনকে আর্জি। এই পরিস্থিতিতে পুরভোট করা সম্ভব কিনা, প্রশ্ন বামফ্রন্টের। সর্বদল বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করতে আবেদন।
করোনা আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার, করোনা আক্রান্ত কলকাতার সিপি বিনীত গোয়েল।
২২ জানুয়ারির পুরভোট পিছনোর আর্জিতে জনস্বার্থ মামলা। কাল কলকাতা হাইকোর্টে ফের মামলার শুনানি।
টলি-পাড়ায় চওড়া হচ্ছে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত অভিনেতা-বিধায়ক সোহম ও তাঁর পরিবার। প্রত্যেকেই রয়েছেন হোম আইসোলেশনে।নিজেই ট্যুইট করে জানালেন সোহম।
আন্তঃরাজ্য সীমানায় আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক, রাজ্যে কনটেনমেন্ট জোন বেড়ে ৪০৩, বিধিনিষেধ না মানলে পুলিশকে কড়া হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না, মাস্ক পরার ব্যাপারে মানুষকেই সচেতন হতে হবে, আগামী ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও সংক্রমণ বাড়লে কড়া পদক্ষেপ করতে হবে
‘এই রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে’
‘বাড়িতে কেউ আক্রান্ত হলে, বাকি সদস্যরাও বাড়িতে থাকুন’
‘সামান্য জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন’
‘প্রশাসন জোর করে ফাইন করে মাস্ক পরাতে পারে না’
মমতা বন্দ্যোপাধ্যায় আর যা যা বললেন -
‘করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করছি’
‘আমি নিজেই জানি না কার কার কোভিড হয়েছে’
‘৩ দিন জ্বর থাকছে, ৭ দিন আইসোলেশনে থাকতে বলেছে কেন্দ্র’
‘একটা বিমানে একজনের থেকে অন্যরা আক্রান্ত হয়েছেন’
‘প্রয়োজন ছাড়াই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে’
‘মাস্ক অবশ্যই পরুন, ছেলেরা মাথায় ক্যাপ পরুন’
‘মহিলারা চুল ঢেকে রাখুন, ভয় পাবেন না’
করোনা আবহে রাজ্যের সব দফতরে খরচ কমানোর নির্দেশ
‘সব দফতরে খরচ কমানোর নির্দেশ দিল অর্থ দফতর’
বড় অঙ্কের খরচের ক্ষেত্রে নিতে হবে বিশেষ অনুমতি: নবান্ন
কম্পিউটার, গাড়ি কেনার ক্ষেত্রে কড়াকড়ি রাজ্য সরকারের
জুনের পর ফের নির্দেশিকা রাজ্য অর্থ দফতরের
গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে বাবুঘাটে। ভিনরাজ্য থেকে আসা সাধু-সন্ন্যাসীদের অধিকাংশেরই মুখে মাস্ক নেই। দেখা মেলেনি পুলিশি নজরদারির। করোনা আবহে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। এরই মধ্যে আদালতে রাজ্য জানাল, কিছু বিধি মেনে মেলা করতে চায়। জানালেন অ্যাডভোকেট জেনারেল।
১১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে
বিকল্প পথ হিসেবে জওহরলাল নেহরু রোড ব্যবহার করা যাবে
ফ্লাইওভারের ভার বহন ক্ষমতা পরীক্ষার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত
ফের ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র
ঝাড়গ্রামের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় চার্জশিট
চার্জশিটে ছত্রধর মাহাতো সহ ১৭ জনের নাম
নগর দায়রা আদালতে চার্জশিট পেশ করে এনআইএ
২০০৯ সালে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় সিপিএম নেতাকে
করোনা থাবা বসিয়েছে রাজ্যের চিকিৎসা পরিষেবাতেও। ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত আরও ১০০ জন। এখনও পর্যন্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন এই হাসপাতালে।
পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৫।
বাঁকুড়াতেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। তারপরেও ধরা পড়ল অসচেতনতার ছবি। তৎপর পুলিশ। সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় অভিযান। মাস্ক না থাকায় ২০ জনকে আটক করা হয়। সংক্রমণ রোধে লাগাতার অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।
কল্যাণীর জেএনএম হাসপাতালেও করোনার থাবা। ডাক্তারি পড়ুয়া, চিকিত্সক, নার্স মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৭ জন। এদের মধ্যে ১৩ জন ডাক্তারি পড়ুয়া, চারজন চিকিত্সক রয়েছেন। এই নিয়ে জেএনএম হাসপাতালে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭।
করোনা থাবা বসিয়েছে রাজ্যের চিকিৎসা পরিষেবাতেও। ন্যাশনাল মেডিক্যাল কলেজে আক্রান্ত আরও ১০০ জন। এখনও পর্যন্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন এই হাসপাতালে।
কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৫।
রাজা বসন্ত রায় রোডে তৈরি হয়েছে কনটেনমেন্ট জোন। সেখানেও দেখা গেল অসচেতনতার ছবি। এদিন টালিগঞ্জ থানার পুলিশ মাইকে প্রচার করার পর বাড়ির সামনে গার্ডরেল বসিয়ে দেয়। পুলিশ চলে যেতেই দেখা যায়, বিনা মাস্কে গার্ডরেল সরিয়ে গাড়ি বের করছেন বাড়ির নিরাপত্তা রক্ষী। প্রচার সত্ত্বেও যে অনেকের হুঁশ ফেরেনি, এই ছবিতেই তা স্পষ্ট।
তৃতীয়বার করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। ট্যুইটে অগ্নিমিত্রা লেখেন, কোভিড পরীক্ষার ফল পজিটিভ। এই নিয়ে তৃতীয়বার। কিন্তু ভয়ের কিছু নেই। আমি ভাল আছি। কোভিডের বিধিনিষেধ মেনে চলব।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর শোভাবাজার পুরনো কাপড়ের হাট। সাতসকালে দেখা গেল অসচেতনতার ছবি। ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি। ক্রেতা-বিক্রেতা অধিকাংশেরই মুখে নেই মাস্ক। কয়েক মিনিটের দূরত্বে গিরিশ পার্ক থানা। যদিও পুলিশের নজরদারি চোখে পড়েনি।
কোভিড বিধি উপেক্ষা করে বারাসাতের বাদুতে পুলিশ ফাঁড়ির কাছেই সাংস্কৃতিক অনুষ্ঠান। অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক। উধাও দূরত্ব বিধি। গতকাল বাদু পুলিশ ফাঁড়ির কাছেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোভিড পরিস্থিতিতে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি কী করে মিলল, উঠছে প্রশ্ন।
শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়লে আকাশ পরিষ্কার। দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গেও শীতের আমেজ।
দিনহাটায় উদয়ন গুহের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিধানসভা ভোটের পর উদয়ন গুহর ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে। তারপর থেকেই ফেরার বিজেপি নেতা। তাঁর স্ত্রীর অভিযোগ, গতকাল বাড়ির সামনে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ গিয়ে একটি বোমা উদ্ধার করে। বোমাবাজির নেপথ্যে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর মদত রয়েছে বলে দাবি বিজেপি নেতার স্ত্রীর। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে দিনহাটা থানার পুলিশ।
করোনা আবহে পড়ুয়াদের স্কুলে ডেকে উচ্চ মাধ্যমিকের ফর্মফিলাপ। আজ থেকে শুরু, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এদিকে, রাজ্যের উচ্চ শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে শিক্ষাকর্মীও নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন।
ইউরোপ-দক্ষিণ আফ্রিকার থেকেও দ্রুত ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট, উদ্বিগ্ন চিকিত্সকরা। ফ্রান্সের বিজ্ঞানীরা খুঁজে পেলেন সর্বাধিক শক্তিশালী IHU ভ্যারিয়েন্ট।
টিকার ককটেল না, কোভিশিল্ড নিলে বুস্টার ডোজেও নিতে হবে কোভিশিল্ড। জানিয়ে দিল আইসিএমআর। সংক্রমণের হারে ২ নম্বরে বাংলা।
একলাফে রাজ্যে ৫ হাজার বেশি আক্রান্ত। দৈনিক সংক্রমণ ১৪ হাজার পার! ১৭জনের মৃত্যু। শুধু কলকাতাতেই ৬ হাজারের বেশি আক্রান্ত, ৫জনের মৃত্যু।
প্রেক্ষাপট
২০২০ ও ২০২১ - গত দু’বছরে করোনার (coronavirus) দু’টো ঢেউ সামলানো ভারতে এবার যেন সংক্রমণের বিস্ফোরণ! উদ্বেগ বাড়িয়ে গত ৮ দিনে ৬ গুণেরও বেশি সংক্রমণ বাড়ল দেশে। দৈনিক সংক্রমণে ‘রেকর্ড ব্রেকিং’ হাইজাম্প! ভারতে (India Corona Update) একদিনে ৫৫ শতাংশ বৃদ্ধি পেল সংক্রমণ! ৪ গুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু
উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গেও
- ১ দিনে বাংলায় করোনা (Bengal Corona Update) আক্রান্তের সংখ্যা ১৪ হাজার পেরিয়ে গেল!
- যা মঙ্গলবার ছিল দশ হাজারের দোরগোড়ায়, তাই বুধবার ১৪ হাজার ছাড়িয়ে গেল!
- অর্থাৎ একদিনে পাঁচ হাজারেরও বেশি! ভয়ঙ্কর পরিস্থিতি!
- পশ্চিমবঙ্গে (West Bengal) সংক্রমণের হারও বেড়ে ২৩ শতাংশ ছাড়িয়ে গেছে!
- কলকাতাতেও (Kolkata) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা!
- মঙ্গলবারের তুলনায় প্রায় দেড় হাজার বাড়ল আক্রান্ত
- কলকাতায় সংক্রমণের হারও ভয়ঙ্করভাবে বাড়ছে
- সংক্রমণের নিরিখে কলকাতার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা
- সক্রিয় রোগীর নিরিখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় মহারাষ্ট্রের পরই আছে বাংলা!
- সাপ্তাহিক পজিটিভিটি রেটের দিক দিয়ে মহারাষ্ট্রকে টেক্কা দিয়েছে পশ্চিমবঙ্গ।
- কেন্দ্রের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন অর্থাৎ দেশের মধ্যে উদ্বেগজনক জেলার তালিকায় রয়েছে...কলকাতা ও উত্তর ২৪ পরগনা
- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯।
- গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ২০ হাজার ৭১৮ জন বেড়ে বুধবার একদিনে মোট ৫৮ হাজার ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন দেশে।
- দৈনিক মৃত্যুর নিরিখেও বাড়ছে উদ্বেগ।
- মঙ্গলবার ভারতে একদিনে ১২৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল।
- বুধবার এক লাফে তা প্রায় ৪ গুণ বেড়েছে!
- গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৩৪।
- অন্যদিকে, রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১৬।
- বুধবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে দেখানো হয়েছে, কীভাবে উদ্বেগজনক ভাবে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে। বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পজিটিভিটি রেটের দিক দিয়ে কলকাতার পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। কেন্দ্রের তালিকা অনুযায়ী, কলকাতার সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪৪
- - - - - - - - - Advertisement - - - - - - - - -