West Bengal News Live Updates: আমি বিজেপি-র ক্যাডার, নেতা নই: মিঠুন

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 01 Jun 2024 08:23 AM
Election Commission: ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন

ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন। বুথের কাছে দাঁড়িয়ে থাকা সেক্টর অফিসারের গাড়ি থেকে ছিনতাই অতিরিক্ত ইভিএম।
ওই কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে, জানিয়েছে নির্বাচন কমিশন।

Election Commission: ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন

ভোটকেন্দ্র থেকে ইভিএম লুঠ হয়নি, জানাল নির্বাচন কমিশন। বুথের কাছে দাঁড়িয়ে থাকা সেক্টর অফিসারের গাড়ি থেকে ছিনতাই অতিরিক্ত ইভিএম।
ওই কেন্দ্রে ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে, জানিয়েছে নির্বাচন কমিশন।

Mithun Chakraborty: আমি বিজেপি-র ক্যাডার, নেতা নই: মিঠুন

'আমি বিজেপি-র ক্যাডার। নেতা নই। নিজের কর্তব্যপালন করেছি', বেলগাছিয়ায় ভোট দিয়ে বললেন মিঠুন চক্রবর্তী।

Tapas Roy: কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, তাপস রায়কে ঘিরে উত্তেজনা

কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। এলাকায় কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়।  তাপস রায়কে ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি। 

Sandeshkhali News: সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা গ্রামবাসীদের

সন্দেশখালিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। লাঠি-ঝাঁটা নিয়ে রাতপাহারা গ্রামবাসীদের। ভাঙড়ের সাতুলিয়ায় বোমাবাজি, উত্তেজনা, লাঠিচার্জ।
কুলতলিতে পুকুরে ইভিএম, ভিভিপ্যাট। কদম্বগাছিতে আক্রান্ত বিজেপি নেতার মেয়ে। ভাঙড়ে আইএসএফ প্রার্থীর গাড়ি ভাঙচুর। বাঘা যতীনে বাইক বাহিনীর তাণ্ডব। 

Kultali News: কুলতলিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ইভিএম জলে ফেলে দিলেন গ্রামবাসীরা

কুলতলিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইভিএম জলে ফেলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

West Bengal Loksabha Elections 2024: শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন

শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট। ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাতেও ভোট। 
যাদবপুর, জয়নগর, মথুরাপুরেও লোকসভা নির্বাচন। বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট । 
সপ্তম দফায় স্পর্শকাতর বুথ ৩ হাজার ৭৪৮। সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারি।
কলকাতার ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। সপ্তম দফায় ৯ কেন্দ্রে ১ হাজার ৯৫৮ কিউআরটি। কলকাতা: ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৬০০ কিউআরটি। বসিরহাট: ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৭৫। বারাসাত: ১৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ৩৫১। দমদম: ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ২০৪। ডায়মন্ড হারবার: ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৯। মথুরাপুর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬। জয়নগর: ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি ১৬৬। ভোট পর্ব মেটার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

Debasree Chaudhuri News: সকাল সকাল কালীবাড়িতে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী

সপ্তম দফায় অগ্নিপরীক্ষা আজ। সকাল সকাল কালীবাড়িতে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। 

Barasat News: সপ্তম দফা ভোট শুরুর আগেই রক্ত ঝরল বারাসাত লোকসভার কদম্বগাছিতে

সপ্তম দফা ভোট শুরুর আগেই রক্ত ঝরল বারাসাত লোকসভার কদম্বগাছিতে।  বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কয়ড়া শিবতলা এলাকার ঘটনা।  আক্রান্ত নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। 

Bhangar News: ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের ISF প্রার্থী নুর আলম খানের গাড়িতে হামলার অভিযোগ


ভোটের আগের রাতে ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের ISF প্রার্থী নুর আলম খানের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। রানিগাছি এলাকায় ISF-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে রাতে সেখানে যান ISF প্রার্থী। অভিযোগ, বাইক নিয়ে তাঁর গাড়ি ধাওয়া করে তৃণমূলের
দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ভাঙা গাড়ি নিয়েই ভাঙড় থানায় হাজির হন ISF প্রার্থী। ব্যবস্থা নেওয়ার বদলে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ISF এজেন্টকেই পুলিশ আটক করে বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Sandeshkhali News Live Updates: 'ভোটের আগে সন্দেশখালির কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা,পুলিশ আর সিভিক ভলান্টিয়ারদের হুমকি', শুভেন্দু

'ভোটের আগে সন্দেশখালির কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা। চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালির ভোটারদের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালির মহিলাদের, তাঁরা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন। শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ', এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারীর। 'মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেড়মজুরে বিজেপি বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ। মহিলাদের হেনস্থা করা হচ্ছে, তাঁদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে। আলো নিভিয়ে এসব চলছে, তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে', এক্স হ্যান্ডলে পোস্ট অমিত মালব্য়র। 

Jadavpur Constituency Live Updates: যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে রাতে তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব'

যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনে রাতে তৃণমূলের বাইক বাহিনীর 'তাণ্ডব'। সিপিএম কর্মী, সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। 
তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠছে। ইটের ঘায়ে ভেঙে গিয়েছে জানলার কাচ। 

প্রেক্ষাপট

আজ সপ্তম দফা। বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন। কলকাতা উত্তর-দক্ষিণ, দমদম, যাদবপুর, ডায়মন্ডহারবার, বসিরহাট, বারাসাত, জয়নগর, মথুরাপুরে ভোট। বরানগরে উপনির্বাচন। (West Bengal Loksabha Elections 2024))

শেষ দফায় মোতায়েন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রায় ২ হাজার কিউআরটি। কলকাতায় বাড়তি নজরদারি। ভোট পর্ব মেটার পরও ৬ জুন পর্যন্ত রাজ্যে থাকবে ৪০০ কোম্পানি বাহিনী। (Central Forces)


শেষ দফায় ভোটে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার। বুথে ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণ বন্ধ রাখার নির্দেশ। জবাবদিহি করতে হবে প্রিসাইডিং অফিসারকে। কমিশন সূত্রে খবর। 


ভোটের আগে রাতে উত্তপ্ত সন্দেশখালি। টহল দেওয়ার সময় পুলিশের ওপর হামলার অভিযোগ। পুলিশের ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে হুমকি তৃণমূলের। পাল্টা অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। (Sandeshkhali Case)


ভোটের কয়েকঘণ্টা আগেই উত্তপ্ত দমদম লোকসভা কেন্দ্র। বিরাটিতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি। সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার শাসক দলের। (TMC News)


আজ শেষ দফার ভোট। তার আগে তপ্ত যাদবপুর লোকসভা কেন্দ্র। গাঙ্গুলিবাগান সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। 


ভোটের আগে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। গ্রেফতার ২ আইএসএফ কর্মী। বোমাবাজিতে আহত ৫। এলাকা ঘিরল কেন্দ্রীয় বাহিনী। 


রসভা-পঞ্চায়েত ভোটের পর ফিরল সাদা থানের হুঁশিয়ারি। দমদমে ভোটের আগে খড়দায় চাঞ্চল্য। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির নেতার স্ত্রী-র। যোগ অস্বীকার তৃণমূলের।


হাতে ওয়াকি টকি নিয়ে স্ট্রং রুমের পাশে কয়েকজন। জিজ্ঞাসাবাদের মুখে পালাল অভিযুক্তরা। ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ ঘিরে তপ্ত তমলুক। 


কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে টাকা উদ্ধার। নাকা চেকিংয়ে ৬ বাইক আরোহীর কাছে মিলল ১০ লক্ষ ১৩ হাজার টাকা। আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.