West Bengal News LIVE Updates: রান্নার গ্যাসের দামের পর এবার কমল পেট্রোল ও ডিজেলের দাম
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে, তাপসের পর এবার অর্জুন সিংহ। বিজেপিতেই যোগ দিচ্ছেন, জানিয়ে দিলেন অর্জুন সিংহ। 'আমার সঙ্গেই আরও এক বড় নেতা যোগ দেবে বিজেপিতে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবে বিজেপিতে। দিল্লি বা কলকাতা, যে কোনও জায়গায় যোগদান করতে পারি'।
রাজ্যের অন্যান্য খবরগুলি দেখতে থাকুন-
আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট। ১০ থেকে ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রকাশ করা হবে প্রথম প্রার্থীতালিকা। দমদম কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
সাতসকালে অপারেশনে ইডি (ED)। রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ধামাখালির রামপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা ইডি-র। রেশন দুর্নীতির টাকা ঘুরপথে মাছ ব্যবসায় খেটেছে বলে অনুমান তদন্তকারীদের।
বাংলায় (West Bengal) প্রচারে এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কড়া অবস্থানের পরও, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে অবস্থানে অনড় মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি। সেই সঙ্গে কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে ছুড়ে দিলেন প্রশ্ন।
West Bengal News LIVE Updates: দ্রুত আরোগ্য কামনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের
দ্রুত আরোগ্য কামনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের। খবর শুনে উদ্বিগ্ন, দিদির দ্রুত আরোগ্য কামনা করি, ভগবান মঙ্গল করুন, এক্স হ্যান্ডেলে পোস্ট অরবিন্দ কেজরিওয়ালের। দ্রুত আরোগ্য কামনা এম কে স্টালিন, নবীন পট্টনায়েক, মেহবুবা মুফতির।
WB News LIVE Updates: এখনও অধরা আসন-রফা, ১৬ আসনে প্রার্থী ঘোষণা বামেদের
এখনও অধরা আসন-রফা। ১৬ আসনে প্রার্থী ঘোষণা বামেদের। তালিকায় তারুণ্যে জোর। দমদমে সুজন, যাদবপুরে সৃজন, শ্রীরামপুরে দীপ্সিতা, হাওড়ায় সব্যসাচী, তমলুকে সায়ন।
West Bengal News LIVE Updates: রান্নার গ্যাসের দামের পর এবার কমল পেট্রোল ও ডিজেলের দাম
রান্নার গ্যাসের দামের পর এবার কমল পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি ২ টাকা করে কমল পেট্রোল ও ডিজেলের দাম, এএনআই সূত্রে খবর।
WB News LIVE Updates: রাজ্যে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জোড়া সেমেস্টারে
রাজ্যে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জোড়া সেমেস্টারে। প্রথম সেমেস্টার হবে নভেম্বরে, দ্বিতীয়টি মার্চে। প্রথম সেমেস্টার হবে OMR শিটে, ইলেভেনের পরীক্ষা নেবে স্কুল। সেমেস্টারের স্বার্থে সিলেবাসের খোলনলচে বদলে গেল মাধ্যমিকের ৪৯ টি বিষয়ের। জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
West Bengal News LIVE Updates: দুর্ঘটনায় গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়, আনা হল SSKM হাসপাতালে
ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে আনা হল তাঁকে। গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হন বলে জানা যায় প্রথমে। আবার একটি সূত্রে দাবি করা হয়, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে বলেও জানা গিয়েছে। হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তাঁর চিকিৎসা শুরু হয়েছে।