Loksabha Election 2024 Phase 6 Voting Live: ধেয়ে আসছে রেমাল, কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Live Focus Last Updated: 26 May 2024 12:00 AM
Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: গড়বেতার ভিডিও ভাইরাল

ভোটের মধ্যে হাসপাতালে ঢুকে হুঙ্কার গড়বেতার তৃণমূল বিধায়কের। আক্রান্ত বিজেপিকে কর্মীকে হাসপাতালে ভর্তি করতে এলে হুমকির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হুমকির অভিযোগ তৃণমূল বিধায়ক উত্তরা সিংহ হাজরার। ভোটের মধ্যে গড়বেতার ভিডিও ভাইরাল। তৃণমূল বিধায়কের অভিযোগ অস্বীকার বিজেপির 

Cyclone Alert Airport Update: ধেয়ে আসছে রেমাল, কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা

ধেয়ে আসছে রেমাল, কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। কাল বেলা ১২ থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা

Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে ?

ভোটের মধ্যেই আরও এক ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩৫ কিমি

Remal Alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সতর্ক প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে জেলায় জেলায় মাইকে প্রচার পুলিশের। অনেক জায়গায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ

ষষ্ঠ দফার ভোটে আজ দিনভর সংবাদ শিরোনামে রইলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়। কখনও তাঁর গাড়ি আটকাল পুলিশ। কখনও তাঁকে ঘিরে চলল বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। রাস্তায় গাছের গুড়ি ফেলে, আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। 

Cyclone Alert: ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত


ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। কাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে। 

Cyclone On Airport: ধেয়ে আসছে রেমাল, কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা

ধেয়ে আসছে রেমাল, কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। কাল বেলা ১২ থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। 

Malviya On Mamata: গড়বেতাকাণ্ড নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট অমিত মালব্যর

'বাংলার গণতন্ত্রকে খুন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী ও এবিপি আনন্দর উপর হামলা চালাল তৃণমূলের গুন্ডারা। ভোটারদের বাধা দেওয়ার পরেও পশ্চিমবঙ্গে ভোটদানের হার সর্বোচ্চ। তৃণমূলকে উৎখাত করতে ভোট দিচ্ছে মানুষ', গড়বেতাকাণ্ড নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট অমিত মালব্যর। 

Mamata On Sougata: সৌগত রায়ের হয়ে প্রচারসভায় হুঙ্কার মমতার

বাংলাই পথ দেখাবে, বাংলার নেতৃত্বেই সরকার গড়বে ইন্ডিয়া জোট। বাগুইআটিতে সৌগত রায়ের হয়ে প্রচারসভায় হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Cyclone Remal Update: ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল

ভোটের মধ্যেই ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আছড়ে পড়বে কাল মধ্যরাতে। ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। কলকাতায় ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। কাল সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। রবিবার রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে। 

Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: ভোটে শেষদফায় ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের

ষষ্ঠ দফার ভোটে দেখা মেলেনি ক্যুইক রেসপন্স টিমের, অভিযোগ বিরোধীদের। শেষদফায় ১ হাজার ৯০০ কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। শুধুমাত্র কলকাতায় মোতায়েন থাকবে ৬০০ কিউআরটি। সপ্তম দফায় মোতায়েন থাকবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। বারুইপুরে ১৬০ কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় ১১৪ কোম্পানি। ডায়মন্ড হারবারে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। 

Mamata Banerjee: মমতার রোষের মুখে এবার মিনাখাঁর বিধায়ক

মমতার রোষের মুখে এবার মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল ও তাঁর স্বামী। এদিন হাড়োয়ার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হুঙ্কার দিয়ে বললেন, 'পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলকে আমরা মানি না।'

Lok Sabha Election 2024 Bengal Vote Percentage Live Update: বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল ৭৮ শতাংশ

বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল ৭৮ শতাংশ



তমলুক: ভোটদানের হার ৮০ শতাংশ
কাঁথি: ভোটদানের হার ৭৬ শতাংশ
ঘাটাল: ভোটদানের হার ৭৯ শতাংশ
ঝাড়গ্রাম: ভোটদানের হার ৮০ শতাংশ
মেদিনীপুর: ভোটদানের হার ৭৮ শতাংশ
পুরুলিয়া: ভোটদানের হার ৭৪ শতাংশ
বাঁকুড়া: ভোটদানের হার ৭৭ শতাংশ
বিষ্ণুপুর: ভোটদানের হার ৮১ শতাংশ

KP Share Help Line Number On Cyclone Remal : ঘূর্ণীঝড় রেমাল আছড়ে পড়ার আগেই হেল্প লাইন নাম্বার শেয়ার করল কলকাতা পুলিশ

ঘূর্ণীঝড় রেমাল আছড়ে পড়ার আগেই হেল্প লাইন নাম্বার শেয়ার করল কলকাতা পুলিশ। 


/p>


 

Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: কেশপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ

কেশপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। 

Mamata Road Show On Barasat TMC Candidate: কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোড শো মমতার

বারাসাতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে সল্টলেকের বিএফ গ্রাউন্ড থেকে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Lok Sabha Election 2024 Bengal Vote Percentage Live Update: দুপুর ৩ পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল ৭০ শতাংশ

 দুপুর ৩ পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল ৭০ শতাংশ। বাংলার কোথায় কত শতাংশ করে পড়ল ভোট, দেখুন একনজরে। 



তমলুক: ভোটদানের হার ৭২ শতাংশ
কাঁথি: ভোটদানের হার ৭১ শতাংশ
ঘাটাল: ভোটদানের হার ৭১ শতাংশ
ঝাড়গ্রাম: ভোটদানের হার ৭২ শতাংশ
মেদিনীপুর: ভোটদানের হার ৬৮ শতাংশ
পুরুলিয়া: ভোটদানের হার ৬৬ শতাংশ
বাঁকুড়া: ভোটদানের হার ৬৭ শতাংশ
বিষ্ণুপুর: ভোটদানের হার ৭৪ শতাংশ

Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: ষষ্ঠ দফায় দুপুর তিনটে অবধি পড়ল ৪৯.২ শতাংশ ভোট

লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটে দুপুর তিনটে অবধি ৪৯.২ শতাংশ ভোট পড়েছে।





Cyclone Alert: ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত

ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে । সন্ধেয় ঘূর্ণিঝড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। 

Abhijit Gangopadhyay: ময়নার বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশ


ময়নার বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশিতে যাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে ধর্নায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Central Force in Bhagobanpur: ভগবানপুরে হেনস্থার শিকার কেন্দ্রীয় বাহিনী

 


ভগবানপুরে হেনস্থার শিকার কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ১৬০ নম্বর বুথের কাছে বিজেপি নেতাকে মারধর করা হয়। বিজেপি নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও ধাক্কাধাক্কি করা হয়। খবর পেয়ে সেখানে যান কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। SSB জওয়ানকে ধমক দেন তিনি। 

Lok Sabha Election 2024 Phase 6 Voting Live: মেদিনীপুরের দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

মেদিনীপুরের দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বাঁশ-লাঠি নিয়ে হামলা, আহত বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল গেলে তাঁর কাছে অভিযোগ জানান বিজেপি কর্মীরা। আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালেও যান অগ্নিমিত্রা। 

Debangshu On Nandigram: নন্দীগ্রামের বুথে বিজেপির বিরুদ্ধে অবাধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ দেবাংশুর

নন্দীগ্রামের বুথে বিজেপির বিরুদ্ধে অবাধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ দেবাংশুর। 'সোনাচূড়ার ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে ছাপ্পা দিচ্ছে বিজেপি', অভিযোগ করে সোশাল মিডিয়ায় পোস্ট তমলুকের তৃণমূল প্রার্থীর। কোনও ছাপ্পা ভোট হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন। ভিভিপ্যাট খারাপ হয়েছিল, পরিবর্তন করা হয়েছে, জানাল কমিশন। 

Agnimitra Paul: মেদিনীপুর শহরের বনপুরা এলাকায় দফায় দফায় বাধার মুখে অগ্নিমিত্রা পাল

মেদিনীপুর শহরের বনপুরা এলাকায় দফায় দফায় বাধার মুখে অগ্নিমিত্রা পাল। প্রথমে পুলিশ বেশি সংখ্যক গাড়ি রয়েছে বলে আটকায় মেদিনীপুরের বিজেপি প্রার্থীকে। এরপর তৃণমূল কর্মীরা অগ্নিমিত্রাকে ঘিরে গো ব্যাক, জয় বাংলা স্লোগান দেন। শান্তিপূর্ণ ভোট চলছে, বিজেপি প্রার্থী অশান্তি পাকাতে এসেছেন, অভিযোগ তৃণমূল কর্মীদের। 

Garhbeta News: ঝাড়গ্রামের গড়বেতায় ধুন্ধুমার, বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত, ভাঙচুর এবিপি আনন্দর গাড়িতেও

ঝাড়গ্রামের গড়বেতায় ধুন্ধুমার। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে মাথা ফাটল প্রার্থীর নিরাপত্তারক্ষীর। ভাঙচুর করা হয়েছে এবিপি আনন্দর গাড়িতেও। ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ সিইও-র। আরও কুইক রেসপন্স টিম পাঠানোর নির্দেশও। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।


Soumendu Adhikari: পটাশপুরের ২৩৫ নম্বর বুথের সামনে জমায়েত, সৌমেন্দুকে দেখে বিক্ষোভ

পটাশপুরের ২৩৫ নম্বর বুথের সামনে জমায়েত। ভিড় সরাতে নিজেই মাঠে নামেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তাঁকে দেখে পালায় লোকজন। বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে কাজে। লাগাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। সৌমেন্দুকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপি প্রার্থী বলেন, চাবকে সোজা করে দেব। এরপর সৌমেন্দুর কাছে ক্ষমা চান  স্থানীয় তৃণমূল নেতা। 

Medinipur News: মেদিনীপুরের দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

মেদিনীপুরের দাঁতনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বাঁশ-লাঠি নিয়ে হামলা, আহত বেশ কয়েকজন। তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল গেলে তাঁর কাছে অভিযোগ জানান বিজেপি কর্মীরা। আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালেও যান অগ্নিমিত্রা।


 

Jhargram News: ঝাড়গ্রামের গড়বেতায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু

ঝাড়গ্রামের গড়বেতায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু।

West Bengal Loksabha Voting Percentage: দুপুর ১টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৫৫ শতাংশ

দুপুর ১টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৫৫ শতাংশ। তমলুক: ভোটদানের হার ৫৮ শতাংশ, কাঁথি: ভোটদানের হার ৫২ শতাংশ, ঘাটাল: ভোটদানের হার ৫৮ শতাংশ, ঝাড়গ্রাম: ভোটদানের হার ৫৭ শতাংশ, মেদিনীপুর: ভোটদানের হার ৫২ শতাংশ, পুরুলিয়া: ভোটদানের হার ৫০ শতাংশ, বাঁকুড়া: ভোটদানের হার ৫৪ শতাংশ, বিষ্ণুপুর: ভোটদানের হার ৫৯ শতাংশ। 

Cyclone Remal: আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ

আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ। ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে নিম্নচাপের দূরত্ব ৩৮০ কিলোমিটার। নিম্নচাপের জেরে দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। আজ সন্ধের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। কাল সকালের মধ্যে তা  শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আগামীকাল মধ্যরাতে ভারতের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে 'রেমাল'। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।


 

Debra News: ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, পদক্ষেপ কমিশনের

ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা ১২৬ নম্বর বুথের ঘটনা। এক মহিলা ভোটারের অভিযোগ ভোট দিতে আসার সময় তাঁকে যৌন নিগ্রহ করেন এক জওয়ান । অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা কমিশনের। ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হল অভিযুক্ত জওয়ানকে। 

Dev News: হিরণের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের

হিরণের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের।

Debangshu Bhattacharya: নন্দীগ্রামের বুথে বিজেপির বিরুদ্ধে অবাধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ দেবাংশুর

নন্দীগ্রামের বুথে বিজেপির বিরুদ্ধে অবাধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ দেবাংশুর। 'সোনাচূড়ার ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে ছাপ্পা দিচ্ছে বিজেপি', অভিযোগ করে সোশাল মিডিয়ায় পোস্ট তমলুকের তৃণমূল প্রার্থীর। কোনও ছাপ্পা ভোট হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন। ভিভিপ্যাট খারাপ হয়েছিল, পরিবর্তন করা হয়েছে, জানাল কমিশন। 

Hiran Chatterjee: কেশপুরে বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায়, বাঁশ-লাঠি, ইট নিয়ে আটকানো হল গাড়ি

কেশপুরে বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়িতে পড়ল ঢিল। বাঁশ-লাঠি, ইট নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি আটকে দেন তৃণমূল কর্মীরা। গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। তৃণমূলের অভিযোগ, বুথ দখল করতে গতকাল রাতে খেড়ুয়াবালি গ্রামে ৩ জনের হাত ভেঙে দেয় বিজেপির গুন্ডবাহিনী। বুথে পোলিং এজেন্টই বসাতে পারিনি, সন্ত্রাসের অভিযোগ মিথ্যা, পাল্টা দাবি হিরণের। 

West Bengal Loksabha Voting Percentage:সকাল ১১টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৩৭ শতাংশ

সকাল ১১টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৩৭ শতাংশ। তমলুক: ভোটদানের হার ৩৮ শতাংশ, কাঁথি: ভোটদানের হার ৩৮ শতাংশ, 
ঘাটাল: ভোটদানের হার ৩৯ শতাংশ, ঝাড়গ্রাম: ভোটদানের হার ৩৮ শতাংশ, মেদিনীপুর: ভোটদানের হার ৩৪ শতাংশ, পুরুলিয়া: ভোটদানের হার ৩৩ শতাংশ, বাঁকুড়া: ভোটদানের হার ৩৬ শতাংশ, বিষ্ণুপুর: ভোটদানের হার ৩৮ শতাংশ।

June Maliah: পোলিং এজেন্টের সঙ্গে বচসায় জড়ালেন জুন মালিয়া

মেদিনীপুরের তলকুই জুনিয়র হাইস্কুলের ১৩ নম্বর বুথে বিজেপি। পোলিং এজেন্টের সঙ্গে বচসায় জড়ালেন জুন মালিয়া। 'বুথে ঢুকে EVM-এর কাছে গিয়ে আপনি পরীক্ষা করতে পারেন না', মেদিনীপুরের তৃণমূল প্রার্থীকে বলেন বিজেপি পোলিং এজেন্ট। 'আপনার কাছ থেকে শিখব না', পাল্টা জবাব দেন জুন। 

Agnimitra Paul: পুলিশ দাঁড়িয়ে ভোট করাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখছে: অগ্নিমিত্রা

পুলিশ দাঁড়িয়ে ভোট করাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দেখছে। বিজেপি পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ অগ্নিমিত্রা পালের।

Bhagabanpur News: ভগবানপুরে মার খেল কেন্দ্রীয় বাহিনী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

ভগবানপুরে মার খেল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ১৬০ নম্বর বুথের কাছে বিজেপি নেতাকে মারধর করা হয়। বিজেপি নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মারধর করা হয়। খবর পেয়ে সেখানে যান কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। SSB জওয়ানকে ধমক দেন 
তিনি। 

Hiran Chatterjee: কেশপুরে হিরণের গাড়ি ঘিরে ফের বিক্ষোভ

কেশপুরে বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায়। বাঁশ-লাঠি, ইট নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি আটকালেন তৃণমূল কর্মীরা। হিরণের গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। বুথ দখল করতে গতকাল রাতে খেড়ুয়াবালি গ্রামে ৩ জনের হাত ভেঙে দেওয়া হয়েছে, দাবি তৃণমূল কর্মীদের। আমরা বুথে পোলিং এজেন্টই বসাতে পারিনি, সন্ত্রাসের অভিযোগ মিথ্যা, পাল্টা দাবি হিরণের। 

Suvendu Adhikari: নন্দীগ্রামের বহু জায়গায় তৃণমূলের এজেন্ট নেই, অন্তত ২০০ বুথে এজেন্ট দিতে পারেনি: শুভেন্দু

নন্দীগ্রামের বহু জায়গায় তৃণমূলের এজেন্ট নেই। ময়নার বহু জায়গায় তৃণমূল এজেন্ট দিতে পারেনি। অন্তত ২০০ বুথে এজেন্ট দিতে পারেনি।  ওদের সাংগঠনিক শক্তি নেই। দাবি শুভেন্দু অধিকারীর। 

Soumnedu Adhikari: কাঁথির পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসা  সৌমেন্দু অধিকারীর

কাঁথির পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তুমুল বচসা  সৌমেন্দু অধিকারীর

Abhijit Ganguly News Live Updates: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা। হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলে ভোট চলাকালীন গোলমালের খবর পেয়ে সেখানে যান প্রার্থী অভিজিৎ। তাঁর অভিযোগ, বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে সেখানে পৌঁছলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘুরে বিক্ষোভ। দেওয়া হয় গো ব্যাক ও চাকরি চোর স্লোগান।

Bishnupur News: তৃণমূলের লোগো লাগিয়ে বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিষ্ণুপুরে

তৃণমূলের লোগো লাগিয়ে বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। বিক্ষোভ দেখাল বিজেপি। যদিও কোনও বিধিভঙ্গ হয়নি বলে দাবি সুজাতা মণ্ডলের।

Jhalda News: বাঘমুণ্ডি বিধানসভার ঝালদায় পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

বাঘমুণ্ডি বিধানসভার ঝালদায় পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ।  আই কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ। 
ঝালদা গার্লস স্কুলে মহিলা ভোটারের আই কার্ড নিয়ে ঘোরা এক ব্যক্তিকে হাতেনাতে ধরেন জ্যোতির্ময় সিং মাহাতো। এরপরই আই কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ।  কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বার করে নিয়ে যান। 

Nandigram News: ভোট দিতে দৃঢ়প্রতিজ্ঞ নন্দীগ্রমে নিহত বিজেপি কর্মী রথীবালা আড়ির মেয়ে

মা মারা গিয়েছেন বুধবার রাতে। এলাকা জুড়ে ভোট ঘিরে বিভিন্ন গণ্ডগোলের খবর আসছে। তবু ভয় না পেয়ে এবার ভোট দিতে দৃঢ়প্রতিজ্ঞ নন্দীগ্রমে নিহত বিজেপি কর্মী রথীবালা আড়ির মেয়ে।

Dev on Ghatal voting: হেডলাইনে থাকতেই এসব করছেন হিরণ। ঘাটালের বাকি ছয় প্রার্থীকেও শুভেচ্ছা: দেব

"হেডলাইনে থাকতেই এসব করছেন হিরণ। ঘাটালের বাকি ছয় প্রার্থীকেও শুভেচ্ছা। পছন্দের প্রার্থীকে ভোট দিন", সৌজন্যের বার্তা দেবের।

Hiran Chatterjee: পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে নেমে পড়েছে তাঁকে হারাতে, দাবি হিরণের

পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর তৃণমূল কংগ্রেস একসঙ্গে নেমে পড়েছে তাঁকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে তাঁকে জেতাবে। মোদিকে জেতাবে। কারণ আসলে এটা মোদিজির ভোট। দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। 

Sixth Phase Voting Percentage: সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ১৭ শতাংশ

সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল প্রায় ১৭ শতাংশ। তমলুক: ভোটদানের হার ১৯ শতাংশ। কাঁথি: ভোটদানের হার ১৫ শতাংশ। ঘাটাল: ভোটদানের হার ১৮ শতাংশ। ঝাড়গ্রাম: ভোটদানের হার ১৬ শতাংশ। মেদিনীপুর: ভোটদানের হার ১৫ শতাংশ। পুরুলিয়া: ভোটদানের হার ১২ শতাংশ। বাঁকুড়া: ভোটদানের হার ১৮ শতাংশ। বিষ্ণুপুর: ভোটদানের হার ১৯ শতাংশ। 

Election Commission: ভোটগ্রহণ শুরুর প্রথম ২ ঘন্টায় নির্বাচন কমিশনের কাছে জমা পড়ল ৩৬৪টি অভিযোগ

ভোটগ্রহণ শুরুর প্রথম ২ ঘন্টায় নির্বাচন কমিশনের কাছে জমা পড়ল ৩৬৪টি অভিযোগ। বিজেপির তরফে ৩০টি অভিযোগ জমা পড়েছে। 
সিপিএম অভিযোগ জানিয়েছি ৩৯টি। এছাড়া এনজিআর এস-এ ২০৫ টি ও সি-ভিজিল অ্যাপে ৯০ টি অভিযোগ জমা পড়েছে। 

Keshpur News: কেশপুরে পার্টি অফিসে বন্দি সিপিএমের এজেন্ট !

কেশপুরে পার্টি অফিসে বন্দি সিপিএমের এজেন্ট ! অফিসের দরজায় বাইরে থেকে তালা, আটকে গেলেন ৪ এজেন্ট। ভোট শুরুর পরেও আটকে ছিলেন ৪ এজেন্ট। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। 

Bankura EVM News Live Updates: বাঁকুড়ার ৫টি বুথে EVM-এ বিজেপির ট্যাগ, অভিযোগ পেয়ে তৎপর নির্বাচন কমিশন

বাঁকুড়ার ৫টি বুথে EVM-এ বিজেপির ট্যাগ। অভিযোগ পেয়ে তৎপর নির্বাচন কমিশন। প্রাথমিক রিপোর্ট পেয়ে কমিশন জানায়, বাঁকুড়ার ৫৬, ৫৮, ৬০, ৬১ ও ৬২ নম্বর বুথে ৫টি EVM-এ বিজেপির ট্যাগ লাগানো ছিল। কমিশনিংয়ের সময় শুধুমাত্র 
একটি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকায় তিনি অ্যাড্রেস ট্যাগে সই করেন। পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে কমিশন। 

Abhijit Ganguly: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা, গো ব্যাক ও চাকরি চোর স্লোগান

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা। হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলে ভোট চলাকালীন গোলমালের খবর পেয়ে সেখানে যান প্রার্থী অভিজিৎ। তাঁর অভিযোগ, বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। খবর পেয়ে সেখানে পৌঁছলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘুরে বিক্ষোভ। দেওয়া হয় গো ব্যাক ও চাকরি চোর স্লোগান।

Tamluk News: তমলুক লোকসভার নন্দীগ্রামের মনসাবাজারে দুটি বুথে তৃণমূলের এজেন্ট নেই

তমলুক লোকসভার নন্দীগ্রামের মনসাবাজারে দুটি বুথে তৃণমূলের এজেন্ট নেই। ভোটারদেরও আটকানো হচ্ছে বলে অভিযোগ। এর মধ্যে মনসাবাজারের সাউদখালি ভজহরি বিদ্যালয় বুথেই ভোট দেওয়ার কথা ছিল নিহত বিজেপি কর্মী রথীবালা আড়ি ও তাঁর ছেলে বিজেপি নেতা সঞ্জয় আড়ির। এই বুথে শুধু বিজেপি ও নির্দলের এজেন্ট রয়েছে। পাশের সাউদখালি জালপাই সাত্যয়িক বিদ্যালয়ের বুথেও একই অবস্থা। সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, তৃণমূল লজ্জায় এজেন্ট দিতে পারেনি। 

Jhargram News: ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত দেহ, এলাকায় উত্তেজনা

ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত দেহ, এলাকায় উত্তেজনা। ভোট দিতে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম উত্তম মাহাতো। 

Hiran Chatterjee Live Updates: কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের

কেশপুরে এজেন্টদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী। গ্রামে এজেন্টদের বাড়ি থেকে নিয়ে এসে বুথে বসালেন হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের লোক এজেন্টকে মেরে তাড়িয়ে দিয়েছিল, আপনারা কোথায় ছিলেন, বুথে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থীর। 

Soumendu Adhikari: কিছু জায়গায় এজেন্ট বসাতে সমস্যা হয়েছে, শান্তিপূর্ণ ভোট, বললেন সৌমেন্দু

কিছু জায়গায় এজেন্ট বসাতে সমস্যা হয়েছে। এছাড়া ভোট শান্তিপূর্ণ হচ্ছে। বললেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। 

Hiran Chatterjee: কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছি না: হিরণ

'কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় বাহিনী রাতে ঘুমিয়েছে। তৃণমূলকে জেতাতে তৎপর কেশপুর, আনন্দপুরের দুই ওসি। এঁরা তৃণমূলকে জেতানোর জন্য বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে', অভিযোগ হিরণের।

Agnimitra Paul: পুলিশ নিকৃষ্টতম ব্যবহার করছে: অগ্নিমিত্রা

'পুলিশ নিকৃষ্টতম ব্যবহার করছে। বিজেপি কর্মীদের বাড়িতে রেড করছে পুলিশ। কেশিয়াড়ি, দাঁতনের বিভিন্ন জায়গায় পুলিশ ঢুকে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে', দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে, দাবি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। 

Abhijit Ganguly Live News: হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ

হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। চাকরি খেয়েছেন বলে বিক্ষোভ সাধারণ মানুষের। সকাল সকাল পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন অভিজিৎ।

Nandigram News: নন্দীগ্রামে নিহত মহিলার ছেলে সঙ্কটজনক, টুকরো হয়ে গিয়েছে মাথার খুলি

ভোটের আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে খুনের পাশাপাশি বেধড়ক মারধর করা হয়েছে নিহতের ছেলে, বিজেপি নেতা সঞ্জয় আড়িকেও। বর্তমানে মেডিকা হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে দাবি, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলে তাঁর খুলি টুকরো টুকরো হয়ে গেছে। 

Abhijit Ganguli News Live Updates: ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিতের

ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থীর। বললেন, 'নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে। 
ভোটের আগেই পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস।' ডিজি পদ মর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হচ্ছে, অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

Mahishadal News Live Updates: ভোটের আগের দিন মহিষাদলে খুন তৃণমূল নেতা, বাড়ি ফেরার পথে আক্রমণ

ভোটের আগের দিন মহিষাদলে খুন তৃণমূল নেতা। খুন বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শেখ মইবুল। রাতে দলীয় কর্মীকে নামিয়ে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে আক্রমণ। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর আহত তৃণমূল নেতাকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। 

Sixth Phase Voting Live Updates: রাজ্যে ষষ্ঠ দফার ভোট, বিজেপি কর্মীর খুনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দীগ্রাম

রাজ্যে ষষ্ঠ দফার ভোট। বিজেপি কর্মীর খুনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দীগ্রাম। সেই আবহেই ভোট হচ্ছে তমলুকে। নন্দীগ্রামে অশান্তি এড়াতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। থাকে অতিরিক্ত কুইক রেসপন্স টিমও। 

প্রেক্ষাপট

আজ ষষ্ঠ দফায় বাংলার ৮ আসনে ভোট। তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রামে নির্বাচন। মোতায়েন ৯১৯ কোম্পানি বাহিনী (Sixth Phase Voting)। দেশজুড়ে ৫৮ কেন্দ্রে ভোট। (West Bengali Lok Sabha Elections 2024)


ভোটের আগে পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থীর। অভিজিত বললেন, "নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে, বিজেপি কর্মীদের গ্রেফতার করছে।" (Abhijit Ganguly)


ভোটের কয়েক ঘণ্টা আগেই উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র (Tamluk Constituency)। ময়নায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ। মাথা ফাটল শাসক দলের কর্মীর। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ ২ দলের। 


 নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে খুনের পরও গ্রেফতারি শূন্য। টহল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। সিবিআই তদন্ত চাইলেন মেয়ে। বললেন, "ভোট দিয়ে প্রতিবাদ করব।" (Nandigram News)


বেধড়ক মারে মাথার খুলি দুভাগ হয়ে গিয়েছে মৃতার ছেলের। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। অস্ত্রোপচার করে বার করা হল মাথায় জমাট বাঁধা রক্ত। ফের হতে পারে অস্ত্রোপচার।


নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব রাজ্যপালের। রক্তস্নান বন্ধ করুন, আদর্শ আচরণবিধি বজায় রাখুন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা সিভি আনন্দ বোসের।


বিজেপি কর্মী খুনে অধরা অভিযুক্তরা, দোকানে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার দুই বিজেপি কর্মী। বিজেপির বিরুদ্ধে সক্রিয়, তৃণমূলের বিরুদ্ধে কেন নিষ্ক্রিয় পুলিশ? প্রশ্ন সুকান্তর।


নন্দীগ্রামে বিজেপি নেতার মা খুনের পরেই গ্রেফতার বিজেপির নন্দীগ্রাম ১ মণ্ডল সভাপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমার গন্ডগোলে গ্রেফতার ধনঞ্জয় ঘড়া।


 ঘাটালে ভোটের আগের দিন নাকা তল্লাশিতে দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা। ভোট কেনার চেষ্টা, অভিযোগ মমতার। চক্রান্ত, পাল্টা গেরুয়া শিবির।


আদালতে স্বস্তি ঘাটালের বিজেপি প্রার্থী ও তাঁর ব্যক্তিগত সচিবের। এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ। ১০ জুন পরবর্তী শুনানি। একই নির্দেশ বহাল বিজেপি কর্মী শেখ সামসু আলমের ক্ষেত্রেও।


কোলাঘাটে শুভেন্দুর অফিস ও ভাড়া বাড়িতে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। পরবর্তী শুনানি ১১ জুন। জরুরি নির্দেশের প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের।


কলকাতার একাংশে ১৪৪ ধারার নোটিসে বিতর্ক। মোদির রোড শো বন্ধ করতে মরিয়া মুখ্যমন্ত্রী। পোস্ট সুকান্তর। এটা নতুন কিছু নয়, বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না, পাল্টা পোস্ট কলকাতা পুলিশের।


 বাংলায় খুন বাংলাদেশের সাংসদ, দেহাংশের খোঁজে ভাঙড়ে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি সিআইডির। ধৃত কসাইয়ের ১২ দিনের সিআইডি হেফাজত।


আড়াই মাস আগেই ঘাতক রাজারহাটে। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান, শ্বাসরোধ করে খুনের পর ছাড়িয়ে নেওয়া হয় দেহের চামড়া। ফেলা হয় পোলেরহাটের খালে। চাঞ্চল্যকর তথ্য সিআইডির।


রবিবার রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে রেমাল। দক্ষিণ ২৪ পরগনায় বেশি ক্ষতির আশঙ্কা। 


কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.