West Bengal News Live: খাস কলকাতার রাস্তায় যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ২

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 24 Nov 2023 10:39 PM
West Bengal News Live: খাস কলকাতার রাস্তায় যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ২

খাস কলকাতার রাস্তায় যুবককে কুপিয়ে খুন। চিৎপুরের দুই যুবকের মধ্যে হাতাহাতি-বচসার জের। গ্রেফতার ২। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকার বাসিন্দাদের। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

WB News Live Updates : কলকাতার ৩টি বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম তোলার কাজ নিয়ে অসন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশন

কলকাতার তিনটি বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম তোলার কাজ নিয়ে অসন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশন। 'বালিগঞ্জ, জোড়াসাঁকো, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম তোলায় অসঙ্গতি'। 'সব রাজনৈতিক দলের তরফে একাধিকবার অভিযোগ জানানোর পরেও অসঙ্গতি'। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও অসঙ্গতি। খতিয়ে দেখতে একজন সেক্রেটারি, আন্ডার সেক্রেটারিকে কলকাতায় পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। সরেজমিনে শুক্রবার যান বালিগঞ্জ বিধানসভা এলাকায়, কাল যাবেন জোড়াসাঁকো কেন্দ্রে।

West Bengal News Live: প্রেসক্রিপশন ছাড়া অ্য়ান্টিবায়োটিক বিক্রি বন্ধে এবং ব্যবহার রুখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত

অ্য়ান্টিবায়োটিকের যথেচ্ছ ব্য়বহারে অজান্তেই শরীরে বাসা বাঁধছে মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স ব্যাকটেরিয়া। ফলে চিকিৎসার খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমন রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে বৈঠকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্য়ান্টিবায়োটিক বিক্রি বন্ধে এবং ব্যবহার রুখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য় স্বাস্থ্য দফতর।


 

WB News Live Updates : বাংলাদেশিদের এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে আহ্বান শাসক-নেত্রীর !

বাংলাদেশিদের এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে আহ্বান শাসক-নেত্রীর ! বিতর্কে বারাসাত সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপার্সন রত্না বিশ্বাস। 'এখানে অনেক বাংলাদেশি বসবাস করেন'। 'আর মাত্র ৩ মাস, তার মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে'। 'ভোটার তালিকায় নাম তুলতে অসুবিধা হলে জাকিরদার অফিসে যোগাযোগ করুন'। একটি ভোটও নষ্ট করতে চাই না আমরা, শাসক-নেত্রীর ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক।

West Bengal News Live: অমিত শাহের সভায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিতদের অভিযোগ জানানোর জন্য থাকছে ড্রপ বক্স

'অমিত শাহের সভায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিতদের অভিযোগ জানানোর জন্য থাকছে ড্রপ বক্স'। 'বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ১২০টি জায়গায় এই ধরনের ড্রপ বক্স থাকবে'। ড্রপ বক্সে জমা পড়া সব অভিযোগ নিয়ে যাওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, দাবি সাংসদ সুভাষ সরকারের। আজ ড্রপ বক্সের উদ্বোধন করে একথা জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার

WB News Live Updates : এবার মিড ডে মিলে দুর্নীতির তদন্তে সিবিআই, দাবি শুভেন্দু অধিকারীর

এবার মিড ডে মিলে দুর্নীতির তদন্তে সিবিআই, দাবি শুভেন্দু অধিকারীর। 'রাজ্যে মিড ডে মিলে দুর্নীতিতে সিবিআই তদন্তের সুপারিশ কেন্দ্রের'। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিআই তদন্তের কথা জানিয়েছেন, দাবি শুভেন্দুর। আমার অভিযোগের প্রেক্ষিতেই সিবিআই তদন্তের নির্দেশ, দাবি বিরোধী দলনেতার।

West Bengal News Live: 'যদি ভাল কেউ আপনাদের সঙ্গে যোগ দিতে চান, তাহলে ফেলে রাখবেন না', বার্তা মমতার

লোকসভা ভোটের আগে কার্যত দলবদলের দরজা খুলে দিলেন তৃণমূলনেত্রী  । 'যদি ভাল কেউ আপনাদের সঙ্গে যোগ দিতে চান, তাহলে ফেলে রাখবেন না'। 'ভাল লোক হলে যত পারবেন, নিয়ে নেবেন, বক্সীদার থেকে অনুমতি নিয়ে নেবেন'। নেতাজি ইন্ডোরের সভা থেকে বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live Updates : ধর্মতলায় ২০২২-এর প্রাইমারি চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ

ফের পথে চাকরিপ্রার্থীরা, ধর্মতলা ও হাজরায় অবস্থান-বিক্ষোভ । ধর্মতলায় ২০২২-এর প্রাইমারি চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। হাজরাতেও ২০২২-এর প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।

প্রেক্ষাপট

ফের বিরোধীদের গ্রেফতারির হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, আমাদের চার MLA'কে জেলে ভরে রেখেছে। ভাবছে এই ভাবে সংখ্যাটাকে কমিয়ে দিই। এবার থেকে আমাদেরও সিদ্ধান্ত, আমি আট জনকে জেলে ভরবো। পাল্টা FIR করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।


রাজ্যে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় তাপমাত্রার পারদ আরও একটু নামল। ১৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা। আজ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। শনি ও রবিবার রাজ্যে জমিয়ে শীতের আমেজ। 


ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। কাল আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। রবিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। গভীর নিম্নচাপে পরিণত হবে পরের দিনই। তবে আপাতত এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম। এই নাম মায়ানমারের দেওয়া।


আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় গ্রেফতার আরও ১। ডোমকল থেকে গ্রেফতার এফআইআরে নাম থাকা আলমগীর শেখ।খুনের পর ঘটনাস্থল থেকে পালিয়ে ডোমকলে গা ঢাকা দিয়েছিলেন আফতাব। আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় ধৃত বেড়ে ২। ১৬ নভেম্বর তৃণমূল পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুন। 


অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া রোধে উদ্যোগী স্বাস্থ্য দফতর। প্রাণিসম্পদ বিকাশ, মৎস্য দফতর ও স্বাস্থ্য, এই তিন দফতর একসঙ্গে কাজ করবে। তিন দফতরের সমন্বয়ের জন্য আজ স্বাস্থ্য ভবনে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন প্রাণিসম্পদ বিকাশ, মৎস্য দফতর ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বিষয়ক বিশেষ কমিটির সদস্যরা। সমস্ত মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ এবং সংক্রমণ নিয়ন্ত্রণ কমিটির প্রধানদের ভার্চুয়ালি বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.