West Bengal News Live Updates: মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর!
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
স্বল্প খরচে উন্নতমানের পরিষেবা দিতে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। উদ্বোধন করেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট প্রব্রাজিকা প্রেমপ্রাণা। উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রব্রাজিকা অনিলপ্রাণা। জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে ডায়ালিসিস ইউনিটের মধ্যে থাকছে ভেন্টিলেটর।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের ৪৯ দিন পর ফের খুলল কসবার অ্যাক্রোপলিস মল। গত ১৪ জুন দুপুরে অ্য়াক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায়। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে আনা হয় ২টি হাইড্রোলিক ল্য়াডারও। তারপর থেকে সরকারি নির্দেশে বন্ধ ছিল এই মল। দমকলের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার থেকে সরকারি ছাড়পত্রে খুলে গেল এই মল। এখনো পর্যন্ত মলের ১১৫ টি দোকানের মধ্যে প্রায় সব কটি দোকান, চতুর্থ তলের ফুড কোর্ট, মাল্টিপ্লেক্স এবং পঞ্চম তলের অধিকাংশ রেস্তোরাঁ খুলে গিয়েছে। অগ্নিকাণ্ডের দিন মলের কর্মী ও মলে উপস্থিত সাধারণ মানুষজন সিঁড়ি দিয়ে নামার সময় সেখানে রাখা রাবিশের বস্তা, লোহার রড এবং নানা সামগ্রী পড়ে থাকায় বাধার মুখে পড়েন। প্রশ্নের মুখে পড়ে মলের নিরাপত্তা ব্যাবস্থা। নতুন করে মল খোলার পর অবশ্য আপৎকালীন সময়ে ব্যবহার্য সিঁড়িগুলোতে এখন আর নেই কোনও অবাঞ্ছিত সামগ্রী।
কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অনাস্থা! মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই অনাস্থা! মহকুমা শাসকের কাছে গিয়ে তৃণমূল কাউন্সিলরদের চিঠি। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই স্বেচ্ছাচারিতার অভিযোগ কাউন্সিলরদের। যা বলার দলকে জানিয়েছি, তারাই ব্যবস্থা নেবে, দাবি পুরপ্রধানের
কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড তারকেশ্বরের সন্তোষপুর। উড়ে গেল বেশ কয়েকটি বাড়ির চাল। ভেঙে পড়ল বহু গাছ, ছিঁড়ল বিদ্যুতের তার
জ্য়োতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেড় কোটি টাকার লেনদেন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আনিসুর রহমান ও আলিফ নুর। ইডি সূত্রে খবর, জেরায় প্রশ্নের উত্তর দিচ্ছেন না ধৃত দুই ভাই। সূত্রের খবর, চালকল ব্য়বসার সূত্রে বাকিবুর রহমানের সঙ্গে ৯০ লক্ষ টাকার লেনদেন হয়েছিল, জেরায় দাবি করেছেন আনিসুর ও আলিফ।
ঘূর্ণাবর্তের দোসর গভীর নিম্নচাপ। একইসঙ্গে কাল থেকে শুরু হচ্ছে অমাবস্যার কটাল। ফলে প্লাবন ও ভাঙনের আশঙ্কা বাড়িয়েছে সুন্দরবনবাসীর। নামখানা থানার তরফে আজ থেকেই মাইকে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। সুন্দরবনজুড়ে দিনভর দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। নামখানা, কাকদ্বীপ এলাকায় বাড়ির মধ্যে জল ঢুকেছে। বইছে ঝোড়ো হাওয়া। মোটরবোট ও লঞ্চে যাত্রী পরিবহণে কড়া নজরদারি চালানো হচ্ছে। এর মধ্যেই আগামীকাল কটাল, নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা। সুন্দরবনের দুর্বল বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে বাঁধ মেরামতির কাজ। ত্রাণ মজুত করার পাশাপাশি, স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে নারাজ তাঁরই দলের একাংশ। হকার উচ্ছেদে নবান্ন বসে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক করেছিলেন প্রশাসনকে কিন্তু অ্যাকশনে নেমে একাধিক জায়গায় তৃণমূল নেতা কর্মীদের বাধার মুখে পড়তে হয়ে সরকারি কর্মীদের। শহর থেকে জেলা সব জায়গায় উঠে আসে একই ছবি।
সন্দেশখালিতে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে কাটল না জট। দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই হল না সন্দেশখালিতে তৃণমূলের সাংগঠনিক রদবদল? বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীদের সংঘাতের চোরা স্রোত? শেখ শাহজাহান ও শিবু হাজরা জেলে, কারা হবেন তৃণমূলের ব্লক সভাপতি? মন্ত্রী সুজিত বসু, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতেও মিলল না উত্তর। 'স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নাম পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে', ব্লক সভাপতি কে হবেন, ঠিক করবেন মুখ্যমন্ত্রী, জানালেন সুজিত বসু
১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি, দাবি রাজ্যের। টানা বৃষ্টির মধ্যে জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা রাজ্যের। রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, অভিযোগ নবান্নের। হাওড়া, হুগলি, খানাকুল, গোঘাট, আমতায় প্লাবনের আশঙ্কা
সরকারি হাসপাতালের আউটডোরের সামনে পড়ে থেকেও মিলল না চিকিৎসা। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্য রোগীর আত্মীয়দের অভিযোগ, সংক্রমণ নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ঘুরেছেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কেউ ফিরেও তাকায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মহিলা রেঞ্জ অফিসারকে কারামন্ত্রীর হুমকি, ড্যামেজ কন্ট্রোলে দল-সরকার। মহিলা রেঞ্জ অফিসারকে বনমন্ত্রীর ফোন, ফোন কুণাল ঘোষেরও। কী হয়েছে? রেঞ্জ অফিসারের কাছ থেকে জানলেন বনমন্ত্রী। সসম্মানে কাজ করুন, দলের তরফে দুঃখপ্রকাশ করে বললেন কুণাল: সূত্র
বন দফতরের মহিলা আধিকারিককে কটূক্তি, মন্ত্রী অখিল গিরির গ্রেফতারি চাইল বিজেপি। 'মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে? একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে?' প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট রাজ্য বিজেপির
১২ বছর পর ফিরল আরাবুলের জগ ছোড়ার স্মৃতি। এবার BDO-কে বোতল ছুড়লেন তৃণমূল নেতা! নেত্রীর বার্তাই সার, এবার তৃণমূল নেতার রোষে BDO! টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন BDO-কে বোতল ছুড়লেন তৃণমূল নেতা! হাবড়ার BDO-কে বোতল ছোড়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। BDO-কে গালিগালাজ, হুমকিরও অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করেছেন হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস। পাল্টা BDO-র বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে জেলাশাসককে চিঠি
ব্যারাকপুরে উর্দিধারী পুলিশকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভ। চিড়িয়ামোড়ে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর নেতৃত্বে বিক্ষোভ। ৩০ জুলাই গত এপ্রিলের একটি ভিডিও পোস্ট করেন কৌস্তভ। সেখানে দেখা যায়, ব্যারাকপুর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কর্মরত সাব ইন্সপেক্টর ওঙ্কার বন্দ্যোপাধ্যায়কে মারধর করছেন ২০ নম্বর ওয়ার্ডের পুরপিতা ও তৃণমূল নেতা রমেশ সাউ ও তাঁর ছেলে। যদিও পুলিশ আধিকারিক ওঙ্কার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমে হামলার পাল্টা অভিযোগ তৃণমূল কাউন্সিলর।
এবিপি আনন্দের খবরের জের। অবশেষে ভাঙা হচ্ছে বর্ধমানের আইএনটিটিইউসি-র অফিস। শাসক দলের শ্রমিক সংগঠনের অফিস ভাঙছে বর্ধমান পুরসভা
রাস্তায় জল, যেতে না পারায় অ্যাম্বুল্যান্স মাঝপথে নামিয়ে দিল সদ্যোজাত, প্রসূতিকে। কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে তিনদিনের বাচ্চাকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন প্রসূতি। কাটোয়া থেকে কোড়ুই যাওয়ার রাস্তায় জল দেখে যেতে আপত্তি মাতৃযান চালকের। জলের মধ্যে নামানোর আগে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ প্রসূতির। হাসপাতালে ফেরাতে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ মাতৃযান চালকের বিরুদ্ধে। টাকা না থাকায় প্রসূতিকে নিয়ে গেল না মাতৃযান, ফিরে গেল কাটোয়া হাসপাতালে।
বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। একমাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৮৩৩ জন। ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ২ হাজার ১৬১ জন। সবথেকে বেশি আক্রান্ত মালদায়, ৩১৩ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তর সংখ্যা ৩০৫ জন।মুর্শিদাবাদে মোট আক্রান্ত ২৫৭ জন। হুগলিতে আক্রান্ত ১৯৯ জন। পঞ্চম স্থানে কলকাতা, ডেঙ্গি আক্রান্ত ১৯২ জন। গতবছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছিল
সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সুজিত বসু। সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের কাজ খতিয়ে দেখতে বৈঠক। বৈঠকে মন্ত্রী ছাড়াও রয়েছেন জেলা সভাধিপতি ও প্রশাসনিক আধিকারিকরা।
তাজপুরে উচ্ছেদ অভিযানে বিতর্কিত মন্তব্য অখিল গিরির। এলাকায় হাজির মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশে অপমানসূচক মন্তব্য কারামন্ত্রীর।
মহিলা সরকারি আধিকারিককে পেটানোর হুমকি মন্ত্রী অখিল গিরির। বললেন, 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না।" বন দফতরের জায়গায় বসে থাকা ব্যবসায়ীদের তুলতে অভিযান শুরু হয় সকালে। বন দফতরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। স্থানীয় সেই বিক্ষোভকে সমর্থন করেন স্থানীয় বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। অভিযানে যাওয়া বন দফতরের আধিকারিকদের শাসানি মন্ত্রীর। মানুষের সঙ্গে মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ১৫ দিন, বন দফতরের আধিকারিকদের হুঁশিয়ারি মন্ত্রীর।
ছাদ চুঁইয়ে জলের পর এবার নতুন সংসদ ভবনে জলস্রোত! ডিও পোস্ট তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের। পুরনো সংসদ ভবন ফিরিয়ে দেওয়া হোক, দাবি তৃণমূল সাংসদের।
লাগাতার বৃষ্টিতে ঝাড়গ্রামে সুবর্ণরেখা নদীর জল বাড়ায় ভেঙে গিয়েছে কাঠের তৈরি অস্থায়ী সেতু। সাঁকরাইল ও নয়াগ্রামের মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন, ঘুরপথে যাতায়াত করছে ১০-১২টি গ্রামের মানুষকে। ঝুঁকি নিয়ে ফুলে-ফেঁপে ওঠা সুবর্ণরেখায় নৌকায় চড়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে কংক্রিটের সেতু তৈরির আবেদন জানিয়েও কাজ হয়নি। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জ্যোতিপ্রিয়-বাকিবুরের সঙ্গে প্রায় দেড় কোটির লেনদেন কেন? নগদে ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ দফায় কেন লেনদেন জ্যোতিপ্রিয়র সঙ্গে?
জবাব এড়াচ্ছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত আলিফ ও আনিসুর বলছে ইডি-র সূত্র। ইডি-র দাবি, প্রাক্তন খাদ্যমন্ত্রীর ৩ সংস্থায় টাকা পাঠান আলিফ ও আনিসুর। আনিসুরের বাড়ি ও মিল থেকে বাজেয়াপ্ত নথিতে লেনদেনের হদিশ। বাকিবুরের থেকে ৯০ লক্ষ টাকা এসেছিল আলিফ ও আনিসুরের কাছে।
সেই টাকাও কি জ্য়োতিপ্রিয়র কাছে পাঠানো হয়েছিল? জানতে চাইছে ইডি। ইডির প্রশ্নের জবাব এড়াচ্ছেন আলিফ ও আনিসুর।
বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। একমাসে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৮৩৩ জন। ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৬১ জন। সবথেকে বেশি আক্রান্ত মালদায়, ৩১৩ জন। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০৫ জন। মুর্শিদাবাদে মোট আক্রান্ত ২৫৭ জন, হুগলিতে ১৯৯ জন। পঞ্চম স্থানে কলকাতা, ডেঙ্গিতে আক্রান্ত ১৯২ জন।
গতবছর রাজ্যে ১২ বছরের রেকর্ড ভেঙে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার। এই বছরও কি পরিস্থিতি সেই দিকেই যাবে? চিন্তায় স্বাস্থ্য দফতর।
টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন BDO-কে বোতল ছুড়লেন তৃণমূল নেতা? হাবড়ার BDO-কে বোতল ছোড়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। BDO-কে গালিগালাজ, হুমকিরও অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করেছেন হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস। পাল্টা BDO-র বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে জেলাশাসককে চিঠি।
ব্যারাকপুরে উর্দিধারী পুলিশকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভ। চিড়িয়ামোড়ে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর নেতৃত্বে বিক্ষোভ। ৩০ জুলাই গত এপ্রিলের একটি ভিডিও পোস্ট করেন কৌস্তভ। সেখানে দেখা যায়, ব্যারাকপুর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কর্মরত সাব ইন্সপেক্টর ওঙ্কার বন্দ্যোপাধ্যায়কে মারধর করছেন ২০ নম্বর ওয়ার্ডের পুরপিতা ও তৃণমূল নেতা রমেশ সাউ ও তাঁর ছেলে। যদিও পুলিশ আধিকারিক ওঙ্কার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমে হামলার পাল্টা অভিযোগ তৃণমূল কাউন্সিলর।
কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড বসিরহাটের স্বরূপনগরের। তরণীপুর গ্রাম। গতকালের ঘটনা। স্থানীয়দের দাবি, ঝড়ের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তার জেরেই প্রায় ৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৫০ বিঘা জমির ফসলেরও ক্ষতি হয়েছে। বর্ষার মরশুমে এই ক্ষতিতে মাথায় হাত কৃষকদের।
অন্যদিকে, বারাসাত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শরৎপল্লি এলাকাও জলমগ্ন।
টানা বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। তবে হতাহতের খবর মেলেনি। বাড়ি ভেঙে পড়ার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। গতকাল হুগলির খানাকুলের রায়বাড় এলাকায় হঠাৎই ভেঙে পড়ে মাটির বাড়ি। আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
টানা বৃষ্টি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। তবে হতাহতের খবর মেলেনি। বাড়ি ভেঙে পড়ার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। গতকাল হুগলির খানাকুলের রায়বাড় এলাকায় হঠাৎই ভেঙে পড়ে মাটির বাড়ি। আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাত থেকে মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি। কলকাতা বেশ কিছু এলাকা জলমগ্ন। ভোর ৪টে থেকে সকাল ৬টা পর্যন্ত সবথেকে বেশি ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে উল্টোডাঙায়। দু’ঘণ্টায় খিদিরপুর পামারবাজারে বৃষ্টির পরিমাণ ৪১ মিলিমিটারের বেশি। চিংড়িঘাটায় ৩৯, তপসিয়ায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে।
রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের এক্স-রে রুমে জল। বন্ধ এক্স-রে ও স্ক্যান। পরীক্ষা করাতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা।
বাধ্য হয়ে বাইরে থেকে বেশি টাকা দিয়ে স্ক্যান ও এক্স-রে করাতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাঁদের পরিবার-পরিজনের। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগেও এক্স-রে রুমে জল ঢুকত। সম্প্রতি কয়েকলক্ষ টাকা খরচ করে এক্স-রে মেশিন সারানো হয়।
বেহাল নিকাশির জন্য তারপরও এই অবস্থা।
প্রবল বৃষ্টিতে বীরভূমের বোলপুরের কঙ্কালিতলা মন্দিরের গর্ভগৃহে জল ঢুকেছিল। আজ সেই জল নেমে গেলেও, এখনও মন্দির
চত্বর জলমগ্ন। মন্দিরে ঢুকেছে কোপাই নদীর জল। পুজো দেওয়া আপাতত বন্ধ।
বিনা চিকিৎসায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির। দু’দিন ধরে হাসপাতালের আউটডোরের সামনে পড়ে থেকেও পেলেন না চিকিৎসা। অমানবিকতার অভিযোগ কলকাতার সরকারি হাসপাতালের বিরুদ্ধে। RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পায়ে সংক্রমণ নিয়ে গত দু’দিন ধরে আউটডোরের সামনে বসেছিলেন ওই ব্যক্তি। কিন্তু হাসপাতালের তরফে কেউ এগিয়ে আসেনি। আজ সকালে আউটডোরের সিঁড়ির ওপরেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে টালা থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ধাপে ধাপে বাড়ানো হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। আজ সকাল দশটা পর্যন্ত ছাড়া হবে প্রায় সত্তর হাজার কিউসেক জল। গতকাল মাইথন এবং পঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে প্রায় ১২ হাজার কিউসেক জল।
বৃষ্টিতে গতকাল জলমগ্ন হয়ে পড়ে অন্ডাল বিমানবন্দর। ৩টি উড়ান বাতিল করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জল নেমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। দুপুরের পর থেকে বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল সন্ধ্যায় আসানসোলের কল্যাণপুর হাউজিং সেতু পার হওয়ার সময় জলের তোড়ে ভেসে যান চালক, একটি চার চাকার গাড়ি। আজ জলস্তর নামতেই স্থানীয় বাসিন্দারা ঐ এলাকারই কিছুটা দূরে গাড়িটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর যায় এন ডি আর এফ এর কাছেও । তারা এসে গাড়িটি উদ্ধার করে । গাড়ির ভেতর থেকেই উদ্ধার হয় চালকের দেহ ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত। ঝাড়খণ্ডের উপর দিয়ে নিম্নচাপ ক্রমশ বিহার ও উত্তরপ্রদেশের দিকে এগোচ্ছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা বাংলায়। ত্রিফলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাগাতার বৃষ্টি বাংলায়। আজ বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে। আজ কলকাতা-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি, নতুন করে ধস নামার আশঙ্কা। বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি নদীতে জলস্তর বাড়বে।
প্রবল নিম্নচাপের জেরে গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আর বৃষ্টি হলেই খনি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় যেমন ধসের সম্ভাবনা থাকে পাশাপাশি জলমগ্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভারী বর্ষণ চলছে গতকাল সন্ধ্যা থেকে সমানভাবে আর যার কারণেই বাড়িঘর রাস্তাঘাট ভেসেছে জলে। এক হাঁটু জলে রাস্তায়, যান চলাচল বিপর্যস্ত। এক কথায়, কয়েক ঘন্টার ভারী বর্ষণে বিপর্যস্ত খনি অঞ্চল।
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর, রাধামোহনপুর সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জলে নাকাল সাধারণ মানুষরা। গত পরশু থেকে ঘূর্ণাবর্তের কারণে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তলায় চলে গিয়েছে, মাথায় হাত কৃষকদের।
জলযন্ত্রণার চেনা ছবি ফিরল কাঁকসার শিবপুরে। প্রতিবারের মতো অজয়ের জলে ধুয়েমুছে সাফ হয়ে গেল মাটির তৈরি অস্থায়ী সেতু।পশ্চিম বর্ধমানের কাঁকসা আর ওপারে বীরভূমের ইলামবাজারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। বেশ কিছুটা ঘুরে পুরনো সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে দুই জেলার মানুষকে। ৬ বছর আগে অজয়ের ওপর স্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। সম্প্রতি সেতু তৈরির কাজ সম্পূর্ণ হলেও, সংযোগকারী রাস্তা তৈরি না
হওয়ায় যাতায়াতের সমস্যা রয়েই গেছে।
আনন্দপুরে EM বাইপাসের ধারে, রেস্তরাঁয় তাণ্ডবের ঘটনায় আরও ২ জন গ্রেফতার। এই নিয়ে রেস্তোরাঁয় তাণ্ডব চালানোর ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হল। ঘটনার ৪ দিনের মাথাতেও অধরা অধিকাংশ অভিযুক্ত। ধৃত কৃষ্ণ মণ্ডল ও সুশান্ত নস্কর আনন্দপুরেরই খালপাড় এলাকার বাসিন্দা।
জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর থেকে ১৮ শতাংশ GST প্রত্যাহারের দাবিতে, নিতিন গডকড়ীর পথে হেঁটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা থেকে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদরা। GST ঠিক করে কাউন্সিল, সেখানে রাজ্যের অর্থমন্ত্রী কেন দাবি জানাননি? পাল্টা প্রশ্ন তুলল বিজেপি।
শহরের প্রধান রাস্তার পর এবার শুরু হল অলিগলিতে থাকা হকাররদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ। অন্যদিকে, উচ্ছেদ অভিযান অব্য়াহত উত্তর ২৪ পরগনায়। উচ্ছেদ নিয়ে মুখ্যমমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
জ্যোতিপ্রিয় মল্লিককে প্রতিমাসে ১০ লক্ষ টাকা করে সুদ দিতেন দেগঙ্গার ব্য়বসায়ী আলিফ নুর। শুধু তাই নয়, জ্য়োতিপ্রিয়র চিঠিতেও তাঁর নাম উল্লেখ ছিল বলে ED সূত্রে দাবি। প্রাক্তন খাদ্য়মন্ত্রীর CA-র বাড়িতে তল্লাশি চলাকালীন কম্পিউটারেও একটি ফোল্ডারের হদিশ মেলে। যেখানে লুকিয়ে ছিল দুর্নীতির তথ্য়-ভাণ্ডার, আদালতে চাঞ্চল্য়কর দাবি করল কেন্দ্রীয় এজেন্সি।
প্রেক্ষাপট
অখিল আছেন অধিলেই, এবার মহিলা রেঞ্জ অফিসারকেই শাসানি! মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি! 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না', প্রকাশ্যে কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে অখিল গিরির হুমকি! 'মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ৭-৮ দিন। আপনি আমায় চেনেন না, দেখে মনে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এসেছেন। আপনি এখানে থাকতে পারবেন না, ওরা থাকে, এক সপ্তাহে দেখুন কী হয়। এর ভিতরে যদি আপনি আসেন, আর ফিরে যেতে পারবেন না'। বেয়াদপ বলে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণে খোদ কারামন্ত্রী। উচ্ছেদ অভিযানে বাধা, দলবল মহিলা বিট অফিসারকে হুমকি কারামন্ত্রীর!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -