West Bengal News Live Updates: ছেলেধরা গুজবে এবার বিধাননগরে ৩জনকে মার
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
ছেলেধরা গুজবে এবার বিধাননগরে ৩জনকে মার। বিধাননগরের সর্দারপাড়ায় এক প্রৌঢ়-সহ ৩জনকে মার। গুরুতর আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করল পুলিশ। 'ঠিকানা খুঁজতে খুঁজতে গিয়ে পাড়ায় ঢুকতেই বেধড়ক মার।' ছেলেধরা গুজবে ৩জনকে বেধড়ক মার স্থানীয়দের: সূত্র
৩জনকে উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পুলিশ।
ভরদুপুরে সাঁতরাগাছিতে দোকানে লুঠ। জল খাওয়ার নাম করে দোকানে ঢুকে লুঠ । 'মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীকে ভয় দেখায় ২ দুষ্কৃতী'
'আগ্নেয়াস্ত্র ঠেলে সরিয়ে দিতেই মাথায় পরপর হাতুড়ির ঘা। ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে দেড় লক্ষ টাকা লুঠ। নগদ দেড় লক্ষ টাকা, মোবাইল ফোন, সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা।' অভিযোগ আক্রান্ত ব্যবসায়ীর ছেলের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যবসায়ী।দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সব্জির দাম আকাশছোঁয়া, নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর । মূল্যবৃদ্ধির দায় কেন্দ্রের উপরই চাপালেন মুখ্যমন্ত্রী
'আমি তো মানিকতলার ভোটারই নই, বেলেঘাটার ভোটার। তাহলে আমায় ভোটার হিসেবে কেন ফোন করলেন? দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন আমি এমন কিছু কোনওদিন বলেছি কিনা। এত সুসম্পর্ক সত্ত্বেও দিলীপ ঘোষকে কখনও বলিনি, কল্যাণকে বলব কেন? ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করা নিয়ে অডিও প্রকাশ করে ক্ষমা চেয়েছেন কল্যাণ। আজ রাত ৮টার পর গোটা অডিও প্রকাশ করব। আমি মানিকতলার ভোটার না হওয়া সত্ত্বেও অন্তর্ঘাত করাতে ফোন করেছিলেন কল্যাণ। বিজেপিতে যোগদান করাতে মুকুল রায় এসেছিলেন, যাইনি। বিজেপিতে যেতে হলে পচা কল্যাণকে ধরতে হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমায় চেনেন। ১ মাসের মধ্যে বিজেপিতে গেলে অডিও ক্লিপ ফাঁস করব কেন? গোটা অডিও ক্লিপে আমার বিজেপিতে যাওয়া নিয়ে কথা নেই। যদিও মনে হয় অডিও ক্লিপ সঠিক নয়, তবে সিবিআইয়ে অভিযোগ করুন। সিবিআই তদন্ত করুক, আমি ফোন সিবিআইকে দিয়ে দেব।' মন্তব্য কুণালের।
মানিকতলা উপনির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ কুণালের । '৭ জুলাই, রবিবার রাত সাড়ে ১১টায় ফোন করেন বিজেপি প্রার্থী। উপনির্বাচনের আগে তৃণমূলের কুণালকে ফোন বিজেপির কল্যাণ চৌবের ? দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের ফোন। উপনির্বাচনে সহযোগিতার জন্য ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ক্রীড়াক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের টোপ দিয়েছিলেন কল্যাণ। এআইএফএফ সভাপতি পদের অপব্যবহার করে টোপ দিয়েছিলেন কল্যাণ। অন্তর্ঘাতের প্রস্তাব দিয়ে ক্রীড়াক্ষেত্রে টোপ দিয়েছিলেন বিজেপি প্রার্থী। মানিকতলা ভোটের আগে দলের সঙ্গে বেইমানি করার প্রস্তাব কল্যাণ চৌবের।' অডিও ক্লিপ প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের ।
সব্জির দাম আকাশছোঁয়া, নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর । 'বর্ষা আসার পরেও দাম কমার কোনও লক্ষণ নেই। পেঁয়াজ আগের বার ছিল ৩৫ টাকা, এবার ৫০ টাকা। লাউ আগের বার ছিল ৪০ টাকা, এবার ৫০ টাকা। শশা আগের বার ছিল ৬০ টাকা, এখন ৭৫ টাকা। এখন সবাই বাজারে যেতে ভয় পাচ্ছে।' বললেন মুখ্যমন্ত্রী।
হাইকোর্টের নির্দেশের পর ওএমআর-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় কোম্পানির অফিসে সিবিআই অফিসাররা। সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি। OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে CBI-কে 'অল আউট' ঝাঁপানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশ। ৭ সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত-রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন বিচারপতি মান্থা।
জয়ন্তর গ্যাংয়ের তালিবানি অত্যাচারের নতুন ভিডিও প্রকাশ্যে। ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। 'FIR দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে', রাজ্য পুলিশের ডিজি-কে ৩ দিনের মধ্যে অ্যাকশন রিপোর্ট পেশের নির্দেশ।
ফের ছেলেধরা সন্দেহে, এক ব্যক্তিকে বেঁধে রেখে গণপিটুনি। এবার বসিরহাটের মাটিয়ায় দেখা গেল এই ছবি। শেষমেশ পুলিশ গিয়ে মারমুখী জনতার হাত থেকে কোনওরকমে উদ্ধার করে আক্রান্ত ব্যক্তিকে।
আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবেই ঘটেছিল যুবককে অত্যাচারের নারকীয় ঘটনা। "ক্লাবে এসব হয়েছে, জানতামই না। তৃণমূল এসব বরদাস্ত করে না", আড়িয়াদহকাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের দলবলের অত্যাচারের ভিডিও প্রকাশ করে সুকান্ত মজুমদারের পোস্ট নিয়ে মন্তব্য তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার।
দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি জমিতে তৈরি হয়েছিল তৃণমূল পার্টি অফিস। এবার সেই অফিসের কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সরকারি জায়গা দখল করে শাসকদলের অফিস নিয়ে গত কয়েকবছর ধরে বিতর্ক চলছে। চাপের মুখে পড়ে দিনকয়েক আগে পার্টি অফিসের টিনের শেড খুলে দেন তৃণমূল কর্মীরাই। গতকাল বুলডোজার চালিয়ে বেআইনি কাঠামো ভেঙে দেয় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বিজেপির কটাক্ষ, এর আগে দোকান, ক্লাব উচ্ছেদ করা হলেও তৃণমূলের পার্টি অফিসে হাত পড়েনি, এবার চাপের মুখে এই সিদ্ধান্ত। তৃণমূলের হকার্স ইউনিয়নের নেতৃত্বের দাবি, মাত্র ২ দিনের নোটিসে কাঠামো ভাঙা হয়েছে। নিয়ম মেনে ৭ দিন আগে নোটিস, দাবি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের।
আড়িয়াদহে গণপিটুনিতে মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের আরও একটি অত্যাচারের ভয়ঙ্কর ভিডিও সামনে আসার পর তৎপর বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশের দাবি, ২০২১ সালের মার্চ মাসের এই ঘটনা আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের ক্লাব তালতলা স্পোর্টিংয়ের ভিতরেই ঘটেছিল। চোর সন্দেহে এক যুবককে মারধর করা হয়। ওই যুবকের সঙ্গে শিশু-সহ এক মহিলাও ছিলেন। যদিও তাদের এই ভিডিয়োয় দেখা যাচ্ছে না। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। ভিডিয়োয় জয়ন্ত সিংয়ের ঘনিষ্ঠ ও আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় ধৃত সৈকত মান্না ওরফে জঙ্গাকে দেখা গেছে। জয়ন্ত সিং সেইসময় ক্লাবে ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের দাবি, সেইসময় ভাইরাল ভিডিও সামনে না আসায়, ৩ বছর আগের ওই ঘটনায় চুরির মামলা রুজু হয়।
হাইকোর্টের নির্দেশের পর ওএমআর-দুর্নীতি খুঁজতে ফের অভিযানে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসু রায় কোম্পানির অফিসে সিবিআই অফিসাররা। সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ইউনিয়ন অফিস কার দখলে থাকবে, তা নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনে কোন্দল। INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির আগেই ইউনিয়ন অফিসের চাবি নিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। চাবি চাইতে গেলে মারধরেরও অভিযোগ উঠেছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন INTTUC নেতৃত্বের একাংশ। কাটমানি নিয়ে শাসক-দ্বন্দ্ব, কটাক্ষ করেছে বিজেপি। দল বড় হচ্ছে, কোথাও কোনও সমস্যা থাকলে, কথা বলে মিটিয়ে নেওয়া হবে, জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ। জামিনে মুক্ত হওয়ার পর মৃত্যু, অভিযোগ পরিবারের। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার সামনে তুমুল বিক্ষোভ। কাকার বাড়িতে চুরির অভিযোগে থানায় তুলে এনে মারধরের অভিযোগ। জামিন পাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু যুবকের।
থানায় মারধরের জেরেই মৃত্যু, অভিযোগ পরিবারের। আদালতে পেশ করার সময় শারীরিক অবস্থা ছিল না যুবকের, দাবি SP-র। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ।
এবার হাওড়ার সাঁকরাইল। সালিশি সভা ডেকে ব্যবসায়ীকে মারধর, বাড়ি ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। ব্যবসায়ীর দাবি, তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা মেটাতে গতকাল সালিশি সভা ডাকা হয়। অভিযোগ, সভার মাঝেই দলবল নিয়ে তাঁর ওপর চড়াও হন পাঁচলার জুজুরসাহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ খলিল আহমেদ। রড, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পালিয়ে ভাইপোর বাড়িতে আশ্রয় নেওয়ায় সেখানে হানা দেয় তৃণমূল নেতার অনুগামীরা। বাড়িতে তাণ্ডব চালানোর পাশাপাশি, লুঠপাটও করা হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিয়োয় মারধরের ছবি সামনে এসেছে। মিথ্যা অভিযোগ, ঘটনাস্থলে ছিলাম না, দাবি অভিযুক্ত তৃণমূল উপপ্রধানের।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের PHD ভর্তি প্রক্রিয়া স্থগিত। আজই কাউন্সেলিং হওয়ার কথা ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে PHD-র প্রবেশিকায় প্রথম হন জেলবন্দি প্রাক্তন মাওবাদি নেতা অর্ণব দাম। সংশোধনাগার থেকেই তিনি পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দেন। সেই ইতিহাস বিভাগের PHD-র ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় শুরু হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
টানা বৃষ্টির মধ্যেই ফের উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি। বুধবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরেও। বৃহস্পতি থেকে শনিবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কোচবিহারে বিজেপি পরিচালিত পঞ্চায়েত দখলের পাশাপাশি, তৃণমূলে শুদ্ধকরণ অভিযান। লোকসভা ভোটে ভরাডুবির পর এবার হলদিবাড়ি ব্লকে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। ১২ আসনের এই পঞ্চায়েত টাই হওয়ায় টসের মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি। গতকাল বিজেপি প্রধান ও আরও এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৮, বিজেপি ৪।
অন্যদিকে, দলবিরোধী কাজের অভিযোগে কোচবিহারে নেতা, কর্মী-সহ ৫ জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। এর মধ্যে এক প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি।
আকাশছোঁয়া সবজির দাম। বাজারদর নিয়ন্ত্রণে আজ নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ কর্তা, সমস্ত জেলার জেলাশাসক ও সব পুরসভা ও কর্পোরেশনের আধিকারিকরা। লোকসভা ভোটের পর থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়েছে। সংসার চালাতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। মূল্যবৃদ্ধি নিয়ে এর আগেও ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আজ নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের পর বাজারদরে তার প্রভাব পড়ে কি না, সেটাই দেখার।
বাজার আগুন। ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সবজির দাম। সামান্য সবজি কিনতেই পকেট ফাঁকা। বেগুন ১০০ টাকা কেজি, টম্যাটো ৮০, লঙ্কা দেড়শো, উচ্ছে ৮০-১০০ টাকা, ঢেঁড়শ ৮০, পটল ৫০, পেঁপে ৫০ টাকা কেজি। চন্দ্রমুখী আলু ৪০-৪৫ টাকা। মূল্যবৃদ্ধি নিয়ে আজ বাজার কমিটির সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।
বারাসতে সরকারি জমি দখল করে তৃণমূল পার্টি অফিস, অভিযোগ খতিয়ে দেখতে জমি জরিপের কাজ শুরু করল ভূমি ও ভূমি রাজস্ব দফতর। শনিবার এবিপি আনন্দয় খবর সম্প্রচারিত হয়। প্রশ্ন ওঠে, রাজ্যজুড়ে সরকারি জমি দখলমুক্ত করার অভিযান চললেও, বারাসাতে সরকারি জমিতে কীভাবে বহাল তবিয়তে রয়ে গেল তৃণমূল পার্টি অফিস? শাসকদলের অফিস বলেই কি ছাড়? পার্টি অফিস ঘিরে প্রকাশ্যে আসে তৃণমূল পরিচালিত বারাসাত পুরসভার পুরপ্রধান ও প্রাক্তন পুরপ্রধানের দ্বন্দ্ব। এই আবহেই গতকাল সরকারি জমি মাপজোক করে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। এই নিয়ে মুখ খুলতে চাননি সরকারি আধিকারিকরা। প্রশাসনিক
উদ্যোগকে সাধুবাদ জানালেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল অবশ্য পার্টি অফিস তৈরির পুরনো ইতিহাস তুলে ধরে ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছে।
আড়িয়াদহকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের অত্যাচারের একটি ভিডিও সামনে আনলেন সুকান্ত মজুমদার। হাত-পা দু’ দিক থেকে টেনে লাঠি দিয়ে বীভৎস মারের ভিডিও পোস্ট করে বিজেপি রাজ্য সভাপতি লেখেন, কামারহাটির তালতলা ক্লাবে জয়ন্ত সিংয়ের দলবলের আরেক নারকীয় অত্যাচার। মহিলার ওপর অকথ্য অত্যাচার মদন মিত্র ঘনিষ্ঠ জয়ন্ত সিংয়ের দলবলের। নারী উন্নয়নের কথা বলা সরকারের আমলে মানবতার লজ্জা। চ্যাংদোলা করে লাঠি দিয়ে মারের বীভৎস ভিডিও পোস্ট করে আক্রমণে সুকান্ত মজুমদার।
বামপন্থীদের উদ্দেশে ধর্ম নিয়ে ছুঁৎমার্গ দূর করার বার্তা এবার মহম্মদ সেলিমের। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ় অ্যান্ড রিসার্চের অনুষ্ঠানে উদাহরণ হিসেবে টানলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে।
কঠিন অর্থনীতিই রঙিন বইয়ের পাতায় হয়ে গেল অনেকখানি সহজ। আর ছোটদের কাছে অর্থনীতিকে সহজ ভাষায় বইয়ের মাধ্যমে পৌঁছে দিতে যিনি উদ্যোগ নিলেন, তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডুফলো। একাধিক ভাষার পাশাপাশি বাংলাতেও অনুবাদ করা হল পুয়োর ইকনমিক্স ফর কিডস।
রেশন দুর্নীতি মামলায় সিবিআইI তদন্তের বিরোধিতায় রাজ্য় সরকারের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সন্দেশখালির মামলা ও রেশন দুর্নীতির ৪৩টি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই, সাফ জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। 'কেন নির্দিষ্ট একজনকে বাঁচাতে চাইছেন?' শেখ শাহজাহানের নাম না করে রাজ্য় সরকারের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট।
প্রেক্ষাপট
১। আড়িয়াদহকাণ্ডের মধ্যেই বিজেপির পোস্ট করা অত্যাচারের ভয়ঙ্কর ভিডিও ঘিরে তোলপাড়। ঘটনাস্থল তালতলা ক্লাব, নেপথ্যে সেই জয়ন্ত বাহিনী, দাবি সুকান্তর। (Ariadaha Case)
২। ‘পুরনো ভিডিও’ বলেও মারধরে জয়ন্ত-যোগ মানল তৃণমূল। বাংলা থেকে প্রত্যাখ্যাত হয়ে শুধই সরকারকে বদনামের চেষ্টা, বিজেপির পাল্টা পোস্ট ঋজুর। (TMC News)
৩। গ্রেফতারির পরেও বেপরোয়া আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূলকর্মী। ( আপনি কী জড়িত? .... ফুটেজ দেখুন না, যা বলার উকিল বলবে)
৪। একজনকে বাঁচাতে কেন এত আগ্রহী সরকার? সন্দেশখালি মামলায় শাহজাহানকে (Sheikh Shahjahan) নিয়ে সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য। গ্রেফতারিতে বিলম্ব নিয়েও প্রশ্ন। (Sandeshkhali Case)
৫। ধোপে টিকল না রাজ্যের কোনও যুক্তিই। রেশন-দুর্নীতির ৪৩টি, সন্দেশখালি মামলার তদন্ত চালাবে সিবিআই-ই। (বাইট-শুভেন্দু...জোর থাপ্পড় খেয়েছে রাজ্য সরকার) (Ration Scam)
৬। বাড়ির সামনে মদের আসর, রাজারহাটে আক্রান্ত প্রতিবাদী দম্পতি। রেহাই নেই শিশুরও। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার আত্মীয়। অন্যায় করলে শাস্তি, দাবি তৃণমূল নেতৃত্বের।
৭। পুজোর খরচের হিসেব নিয়ে ব্যারাকপুরে ক্লাব-বিবাদে পিটিয়ে খুন? তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠরা অভিযুক্ত। মিটিংয়ে ছিলেন না, অসুুস্থ হয়ে পড়ে মৃত্যু, দাবি কাউন্সিলরের।
৮। কতদূর ছড়িয়ে জালিয়াতির জাল? পরীক্ষার পবিত্রতা নষ্ট হলে নতুন করে পরীক্ষার নির্দেশ। নিট-মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের। তদন্তের স্টেটাস রিপোর্টর তলব।
৯। সোশাল নেটওয়ার্কে প্রশ্ন ফাঁস, ছড়িয়েছে দাবানলের মতো। সুবিধাভোগী কারা? কীভাবে একসঙ্গে ৬৭জন প্রথম? জানতে চায় আদালত। বৃহস্পতিবার ফের শুনানি।
১০। সুবিধাভোগীদের চিহ্নিত করা না গেলে, ফের পরীক্ষার প্রয়োজন। নিট-মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ৪৮ ঘণ্টায় সিবিআই, এনটিএ-কেন্দ্রের রিপোর্ট তলব।
১১। কীভাবে প্রশ্নফাঁস? কারা সুবিধাভোগী? AI প্রযুক্তি, সাইবার ফরেন্সিকের কাজে লাগানো কিনা দেখতে হবে। NEET UG-তে প্রশ্নফাঁস মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
১২। উপাচার্য নিয়োগে আদালতে রাজ্য়পালের ধাক্কা। প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃ্ত্বে সার্চ কমিটি তৈরি করে গাইডলাইন দিল সুপ্রিম কোর্ট। নিয়োগে ৩ মাসের ডেডলাইন।
১৩। সার্চ কমিটির তালিকা একজনকে বাছবেন মুখ্যমন্ত্রী। তাকেই চূড়ান্ত করতে হবে রাজ্যপালকে। অপছন্দে যেতে পারবেন আদালতে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
১৪। উপাচার্য নিয়োগে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ। জয় দেখছেন শিক্ষামন্ত্রী। সার্চ কমিটির অস্বচ্ছতার জন্যেই হস্তক্ষেপ, পাল্টা দাবি বিজেপির।
১৫। অডিও ক্লিপ-মামলায় হাইকোর্টে দেবের স্বস্তি। চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। অডিও ক্লিপ খতিয়ে দেখে দেবের পিএ-র বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেল না সিবিআই।
১৬। সরকারকে অন্ধকারে রেখেই মাসুল বৃদ্ধি সিইএসসির? নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্ময় প্রকাশ খোদ মুখ্যমন্ত্রীর। সব জানেন মমতা, দায় তো নিতে হবে, পাল্টা বিজেপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -