West Bengal News Live Updates: তৃণমূলের বরখাস্তের হুঁশিয়ারির পরেই পদত্যাগের ঘোষণা অখিল গিরির

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 04 Aug 2024 11:45 PM
WB News Live: মেয়েকে লেখা চিঠিতে কি কৌশলে রেশন দুর্নীতির টাকার অঙ্কের ভাগের কথাই উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক?

মেয়েকে লেখা চিঠিতে কি কৌশলে রেশন দুর্নীতির টাকার অঙ্কের ভাগের কথাই উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক? সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরকে জেরা করে লেনদেন সংক্রান্ত হিসেবের নাগাল পেতে চাইছে ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর লেখা চিঠিতে 'মুকুল' আসলে দেগঙ্গার চালকল মালিক আলিফেরই ডাক নাম। রেশন দুর্নীতির টাকা দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা আলিফ নুরের ৫টি কোম্পানিতে ঘুরপথে বিনিয়োগ করা হয়েছিল। এমনই অনুমান ED-র। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই ৫টি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে প্রায় ৭ কোটি টাকা। 

West Bengal News Live: কোনা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের ধারে খোলা নর্দমায় মিলল মহিলার দেহ

হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডের ধারে খোলা নর্দমায় মিলল মহিলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনওভাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে মহিলার। খোলা নর্দমা এলাকাবাসীর আতঙ্কের কারণ। হাওড়া পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ওটা হাঁটার জায়গা নয়, পাল্টা দাবি পুরসভার। 

WB News Live: তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে পুজোর সরকারি অনুদান, এমনই অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী

রাজ্যের স্বার্থে সরকারি কোষাগারকে গৌরী সেনের ফান্ড ভাবা বন্ধ করুন। তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে পুজোর সরকারি অনুদান দেওয়ার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। পুজো কমিটির অ্যাকাউন্ট না থাকাতেই সম্পাদকের অ্যাকাউন্টে অনুদান নেওয়া হয়েছিল। সাফাই দিলেন তৃণমূল কাউন্সিলর। 

West Bengal News: সরকারি টাকা তছরুপের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা হাইস্কুলে

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা হাইস্কুলে সরকারি টাকা তছরুপের অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতি এবং প্রাক্তন টিচার ইনচার্জের বিরুদ্ধে। অভিযোগ তুললেন, স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি এবং বিজেপি কর্মী চন্দন সরকার। তাঁর অভিযোগ, স্কুলের নামে আসা সরকারি অনুদানের কোনও হিসেব রাখেননি প্রাক্তন টিচার ইনচার্জ। এখানেই শেষ নয়, স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে ৫ বছর স্কুলে না এসে বেতন নেওয়ার অভিযোগ তুলে, তা প্রাক্তন ছাত্রদের হোয়াটসঅ্য়াপ গ্রুপে পোস্ট করেন তিনি। ঘটনায় অভিযোগ অস্বীকার করে, পাল্টা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে স্কুল পরিচালন সমিতির তরফে। 

WB News Live: নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এবার তলব করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এবার তলব করল ইডি। সোমবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, নবম-দশমে নিয়োগে দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। 

West Bengal News Live: মন্ত্রিত্ব থেকে অখিল গিরির পদত্যাগ প্রসঙ্গে কী বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস?

একজন মন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক কাজের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আমি শুধু এটুকুই বলব, রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক, গোটা বিশ্ব তাঁকে সম্মান করেন। মন্ত্রিত্ব থেকে অখিল গিরির পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

WB News Live: ভোটের ফান্ড থেকে নয়ছয় করা হয়েছে টাকা, জেলা নেতৃত্বের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে পদত্যাগ পত্র পাঠালেন বেহালা পশ্চিম মণ্ডলের তিন বিজেপি নেতা

ভোটের ফান্ড থেকে নয়ছয় করা হয়েছে টাকা। জেলা নেতৃত্বের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে পদত্যাগ পত্র পাঠালেন বেহালা পশ্চিম মণ্ডলের তিন বিজেপি নেতা। নেপথ্যে তৃণমূলের উস্কানি দেখছে বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। 

West Bengal News Live: ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি, শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি, শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের। রাজ্যপাল কোনও রাবার স্ট্যাম্প নয়, সংবিধানের রক্ষাকর্তা। রাজ্যপাল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অভিভাবক। বাংলায় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য। রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর তথ্য দেওয়া বাধ্যতামূলক, মন্তব্য সি ভি আনন্দ বোসের। 

WB News Live: বন দফতরের আধিকারিককে হুমকি-শাসানি, কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন অখিল গিরি

বন দফতরের আধিকারিককে হুমকি-শাসানি। শেষপর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের চাপে কারামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন অখিল গিরি। কাল পদত্যাগপত্র দেবেন মুখ্যমন্ত্রীকে। যদিও দলের নির্দেশ থাকলেও, বন আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

West Bengal News Live: ভাগীরথীর জল বাড়ায় কাটোয়া মহকুমার সমস্ত ফেরিঘাট বন্ধ

ভাগীরথীর জল বাড়ায় কাটোয়া মহকুমার সমস্ত ফেরিঘাট বন্ধ করা হল। বল্লভপাড়া ফেরিঘাটে বিকেল থেকেই বন্ধ করা হল ভেসেল পারাপার।

WB News Live: লোকসভা ভোটের পর আরও একটি পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

লোকসভা ভোটের পর আরও একটি পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। বিজেপি ছেড়ে তৃণমূলে কৃষ্ণগঞ্জের মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২২। পঞ্চায়েত ভোটে ১২টি আসনে জিতেছিল বিজেপি, ১০টিতে জেতে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ ২ সদস্য। 

West Bengal News Live: তৃণমূলের বিক্ষোভের মুখে কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়

চাপড়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে অমৃতা রায়। কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থীকে গো-ব্যাক স্লোগান। সমবায় সমিতির ভোটে কর্মীদের উৎসাহ দিতে গিয়ে বিক্ষোভের মুখে। তৃণমূলের বিক্ষোভের মুখে কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়। 

WB News Live: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল স্থানীয়দের

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল স্থানীয়দের। পর্ণশ্রীতে তৃণমূল কাউন্সিলরের বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ। কমিউনিটি হল দখলের অভিযোগ ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্রর বিরুদ্ধে পথে আবাসিকরা। অভিযোগ অস্বীকার ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। 

West Bengal News Live: বীরভূমের লাভপুরে জলের তোড়ে ভেঙে গেল কুয়ে নদীর বাঁধ

বীরভূমের লাভপুরে জলের তোড়ে ভেঙে গেল কুয়ে নদীর বাঁধ। ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে। কয়েকশো বিঘা জমি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। আজ ভোররাতে ঠিবা তালতলা স্লুইস গেটের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। লাভপুরের কাছে বক্রেশ্বর আর কোপাই নদী এক সঙ্গে মিশে তৈরি হয়েছে কুয়ে নদী। বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টিতে বীরভূমের একাধিক নদীতে জল বাড়তে শুরু করেছে। আশপাশের গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। 

WB News Live: হাওড়ার আমতার জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী নদী

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে DVC-র জল ছাড়ায় হাওড়ার আমতার জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে গিয়েছে চারটি বাঁশের সেতু। গায়েন পাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন। এর ফলে জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। 

West Bengal News Live: নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখার দোসর অমাবস্যার কটাল, ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী

নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখার দোসর অমাবস্যার কটাল। ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী। বেহাল বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা। বিশেষ করে গঙ্গাসাগরের তট, মৌসুনি দ্বীপের বালিয়াড়া, পাথরপ্রতিমার গোবর্ধনপুর বা ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় বাঁধের বেহাল অবস্থা। গত পূর্ণিমার কটালেও এই এলাকাগুলিতে বাঁধ ভেঙে জল ঢুকেছে। জেলায় আজও বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দুর্যোগ মোকাবিলায় মহকুমা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশের তরফে গতকাল থেকেই মাইকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। 

WB News Live: প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় ভয়াবহ ভাঙনের কবলে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নামখানার মৌসুনী দ্বীপ

প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় ভয়াবহ ভাঙনের কবলে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নামখানার মৌসুনী দ্বীপ। বালিয়াড়া ও সল্টঘেরি এলাকা প্রবল ভাঙন শুরু হয়েছে। কটালের প্রভাবে আজ সকাল থেকে জলোচ্ছ্বাস, বাঁধে আছড়ে পড়ছে ঢেউ। চিনাই নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মৌসুনী দ্বীপে প্রচুর হোম স্টে কটেজ রয়েছে। তার কয়েকটি ইতিমধ্যেই জলে তলিয়ে গিয়েছে। বাকি হোম স্টেগুলিও ক্ষতির মুখে। 

West Bengal News Live: ব্যারেজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বাংলার মুখ্যমন্ত্রীর

ব্যারেজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বাংলার মুখ্যমন্ত্রীর। 'তেনুঘাট থেকে হঠাৎ বিপুল পরিমাণ জল ছাড়া নিয়ে হেমন্তের সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার ফলে বাংলা প্লাবিত হতে শুরু করেছে। আর এর পুরোটাই ম্যান মেড। আমি হেমন্তকে অনুরোধ করেছি বিষয়টির দিকে খেয়াল রাখতে। আমিও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। উত্তর ও দক্ষিণবঙ্গের সংশ্লিষ্ট সব জেলাশাসকদের সঙ্গে কথা বলেছি। আগামী ৩-৪ দিন বিপর্যয়ের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছি। যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা নিতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছি', সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। 

WB News Live: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের, জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের। জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC. আজ সকাল পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে ১ লক্ষ ২০ হাজার কিউসেক। এর ফলে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকে। বেলা বাড়লে বাড়বে জল ছাড়ার পরিমাণ। ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা।

West Bengal News Live: অখিল গিরির হুমকির পর, তাজপুরে বন দফতরের এলাকায় বাড়ানো হল নজরদারি

কারামন্ত্রী অখিল গিরির হুমকির পর, তাজপুরে বন দফতরের এলাকায় নজরদারি বাড়ানো হল। পুরো এলাকা ঘিরে রেখেছেন বন দফতরের কর্মীরা। সাধারণের প্রবেশ নিষেধ। এমনকী, বন দফতরের জমি জবরদখলে অভিযুক্ত ব্যবসায়ীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। সকালে ঘটনাস্থলে যান ডিএফও। বন দফতরের জমি জবরদখল করে দোকান তৈরির অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। সরকারি নির্দেশ মেনে উচ্ছেদ অভিযানে যাওয়া মহিলা রেঞ্জ অফিসারকে কুুরুচিকর ভাষায় আক্রমণ এমনকী, পেটানোর হুমকি দেন মন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। 

WB News Live: মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানেই অনড় অখিল, পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার

মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, অখিলকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল। বরখাস্তের খাঁড়া এড়াতে তড়িঘড়ি পদত্যাগের ঘোষণা অখিল গিরির। মন্ত্রিত্ব ছাড়লেও নিজের অবস্থানেই অনড় অখিল। 'মহিলা আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই', পদত্যাগের কথা জানালেও ক্ষমা চাইতে অস্বীকার অখিলের। তৃণমূল নেতৃত্বের 'বিবেকবান' হওয়ার নির্দেশকে কটাক্ষ করে বন দফতরকে আক্রমণ অখিলের। বন দফতর কোথায় বিবেকবান হল? প্রশ্ন অখিল গিরির। 'উচ্ছেদের সময় আরও মানবিক হওয়া উচিত ছিল বন দফতরের', বন দফতরে দুর্নীতির অভিযোগে সরকারকেই নিশানা অখিলের। ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই, বলছেন অখিল গিরি। 'আমি কোনও সরকারি অফিসারের কাছে কোনও দিন ক্ষমা চাইনি', রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাইব না, বলেছেন অখিল গিরি। 

West Bengal News Live: তৃণমূলের বরখাস্তের হুঁশিয়ারির পরেই পদত্যাগের ঘোষণা অখিল গিরির

তৃণমূলের বরখাস্তের হুঁশিয়ারির পরেই পদত্যাগের ঘোষণা অখিল গিরির। 'মন্ত্রিত্ব ছাড়া আমার কাছে বড় ব্যাপার নয়': তোপ অখিল গিরির।

WB News Live: অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ

অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ। ইস্তফা না দিলে কারামন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত। রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা না চাওয়ায় কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।

West Bengal News Live: তীব্র সমালোচনার মুখে, ১৩ বছরে তৃণমূলের শাসন কালে বেনজির নির্দেশ

মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি, অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ। তীব্র সমালোচনার মুখে, ১৩ বছরে তৃণমূলের শাসন কালে বেনজির নির্দেশ। পদত্যাগ না করলে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের সিদ্ধান্ত। রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ। কর্ণপাত না করায় অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত। অখিলকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের। পদত্যাগ না করলে কারামন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত।

WB News Live: অখিল গিরিকে নিয়ে তৃণমূলের পদক্ষেপের পর কী বলছেন বিরোধীরা?

সরকারি মহিলা আধিকারিককে হুমকি, শাসানির পরেও কেন গ্রেফতার করা হচ্ছে না অখিল গিরিকে, কেন অপসারণ করা হচ্ছে না মন্ত্রিসভা থেকে, প্রশ্ন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর।

Akhil Giri: মহিলা রেঞ্জারকে শাসানি-কুকথা, মন্ত্রী অখিল গিরিকে কড়া বার্তা তৃণমূলের

মহিলা রেঞ্জারকে শাসানি-কুকথা, মন্ত্রী অখিল গিরিকে কড়া বার্তা তৃণমূলের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ।

WB News Live: বৃষ্টি কমলেও, দু’দিন ধরে জলমগ্ন কাটোয়ার স্টেডিয়াম পাড়া

বৃষ্টি কমলেও, দু’দিন ধরে জলমগ্ন কাটোয়ার স্টেডিয়াম পাড়া। ২০ নম্বর ওয়ার্ডে এখনও হাঁটু সমান জল। সেই জল ঠেলেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, জলবন্দি হয়ে পড়লেও পুরসভার টনক নড়েনি। নিকাশি বেহাল, এমনকী পাম্প চালিয়েও জল নামানোর কোনও ব্যবস্থা করেনি কাটোয়া পুরসভা। বিকল্প ব্যবস্থার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তৃণমূলের পুর-চেয়ারম্যান সমীর সাহা।


 

West Bengal News Live: ঘাটালে জল-যন্ত্রণার চেনা ছবি, ফুঁসছে শিলাবতী, ভাসছে ঘাটাল

ঘাটালে জল-যন্ত্রণার চেনা ছবি। ফুঁসছে শিলাবতী, ভাসছে ঘাটাল। জল ঢুকতে শুরু করেছে ঘাটাল শহরে। শিলাবতী নদীর জল বাড়ায় উদ্বেগ বেড়েছে বাসিন্দাদের। জল ঠেলেই চলছে যাতায়াত। ভাসাপোল সাময়িক বন্ধ করে দেওয়া হলেও, নতুন পাটাতন লাগিয়ে ফের চলাচল শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও বিপদসীমা ছোঁয়নি শিলাবতীর জল। বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। 

West Bengal News Live: প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় ভয়াবহ ভাঙনের কবলে নামখানার মৌসুনী দ্বীপ

প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় ভয়াবহ ভাঙনের কবলে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নামখানার মৌসুনী দ্বীপ। বালিয়াড়া ও সল্টঘেরি এলাকা প্রবল ভাঙন শুরু হয়েছে। কটালের প্রভাবে আজ সকাল থেকে জলোচ্ছ্বাস, বাঁধে আছড়ে পড়ছে ঢেউ। চিনাই নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মৌসুনী দ্বীপে প্রচুর হোম স্টে কটেজ রয়েছে। তার কয়েকটি ইতিমধ্যেই জলে তলিয়ে গিয়েছে। বাকি হোম স্টেগুলিও ক্ষতির মুখে।


 

WB News Live: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল স্থানীয়দের

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল স্থানীয়দের। পর্ণশ্রীতে তৃণমূল কাউন্সিলরের বিরোধিতায় পথে নেমে প্রতিবাদ। কমিউনিটি হল দখলের অভিযোগ ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্রর বিরুদ্ধে পথে আবাসিকরা।

West Bengal News Live: DVC-র জল ছাড়ায় হাওড়ার আমতার জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী নদী

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে DVC-র জল ছাড়ায় হাওড়ার আমতার জয়পুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে মুণ্ডেশ্বরী নদী। জলের তোড়ে ভেঙে গিয়েছে চারটি বাঁশের সেতু। গায়েন পাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এলাকা জলমগ্ন। এর ফলে জেলার মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপাঞ্চল ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ।

WB News Live: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের, জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের। জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC. আজ সকাল পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে ১ লক্ষ ২০ হাজার কিউসেক। এর ফলে দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। সকালে ৯২ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকে। বেলা বাড়লে বাড়বে জল ছাড়ার পরিমাণ। ফলে দামোদর তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। 

West Bengal News Live: হুমকি-শাসানির ২৪ ঘণ্টা পার. এখনও পদক্ষেপ নয় কারামন্ত্রীর বিরুদ্ধে?

মহিলা রেঞ্জারকে মন্ত্রী অখিল গিরির হুমকি-শাসানির ২৪ ঘণ্টা পার। কারামন্ত্রী অখিলের বিরুদ্ধে এখনও পদক্ষেপ করেনি সরকার। দলের তরফেও রামনগরের বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তৃণমূল। মহিলা রেঞ্জ অফিসারকে লাঠি দিয়ে পেটানোর হুমকি খোদ কারামন্ত্রীর! তাজপুরে উচ্ছেদ অভিযান, মহিলা অফিসারকে কারামন্ত্রীর হুমকি!
'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন, এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না', প্রকাশ্যে কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে অখিল গিরির হুমকি! তারপরেও কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

WB News Live: রাস্তায় জল, বাড়তি টাকা দিতে না পারায় কাটোয়ায় সদ্যোজাত-সহ প্রসূতিকে ফেলে চলে গেল সরকারি অ্যাম্বুল্যান্স

রাস্তায় জল, বাড়তি টাকা দিতে না পারায় কাটোয়ায় সদ্যোজাত-সহ প্রসূতিকে ফেলে চলে গেল সরকারি অ্যাম্বুল্যান্স। কাঠগড়ায় কাটোয়া মহকুমা হাসপাতালের মাতৃযান পরিষেবা। এবিপি আনন্দর খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। আরেকটি অ্যাম্বুল্যান্স পাঠিয়ে সদ্যোজাত ও তাঁর মাকে পৌঁছে দেওয়া হল বাড়িতে।

West Bengal News Live: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র রামপুরহাট মেডিক্যাল কলেজ

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালে তাণ্ডব, ইন্টার্ন চিকিৎসককেও মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে হামলাকারীদের। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। পথ দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘিরে গতকাল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তুলকালাম বাধে। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তোলে মৃতের পরিবার। হাসপাতালের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal Weather Update: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের, জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জের। জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC. আজ সকাল পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।  দুর্গাপুর ব্যারেজ থেকেও ৮৮ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। ফলে, ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দামোদর তীরবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন। গ্রীষ্মে জল চাইলে পাওয়া যায় না, কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা হলেই পশ্চিমবঙ্গকে ভাসানো হয়, অভিযোগ নবান্নর। 

West Bengal Weather Update: বন দফতরের মহিলা আধিকারিককে কটূক্তি, মন্ত্রী অখিল গিরির গ্রেফতারি চাইল বিজেপি

বন দফতরের মহিলা আধিকারিককে কটূক্তি, মন্ত্রী অখিল গিরির গ্রেফতারি চাইল বিজেপি। 'মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে? একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে?', প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট রাজ্য বিজেপি।

West Bengal News Live: রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু ডায়ালিসিস ইউনিট

স্বল্প খরচে উন্নতমানের পরিষেবা দিতে রামকৃষ্ণ সারদা মিশন মাতৃভবন হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট। উদ্বোধন করেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট প্রব্রাজিকা প্রেমপ্রাণা। উপস্থিত ছিলেন সহ সম্পাদক প্রব্রাজিকা অনিলপ্রাণা। জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে ডায়ালিসিস ইউনিটের মধ্যে থাকছে ভেন্টিলেটর। 

West Bengal Weather Update: আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধসেরও আশঙ্কা রয়েছে। 

West Bengal Dengue Update: চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, ২৪ জুলাই পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১০০

বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য় দফতরের তথ্য় অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১০০। তার মধ্য়ে ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। এই আবহে এবার সমস্ত পুরসভার চেয়ারপার্সন এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুর ও  নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 

West Bengal News Live: BDO-কে জলের বোতল ছুড়লেন তৃণমূল নেতা

টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন BDO-কে জলের বোতল ছুড়ে মারলেন তৃণমূল নেতা। অভিযুক্ত হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ স্বীকার করে বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাকে ঘিরে সামনে এসেছে তৃণমূলের কোন্দল। এনিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি BDO. 

প্রেক্ষাপট

বন দফতরের জায়গা দখলমুক্ত করতে গেলে সরাসরি মহিলা বন আধিকারিককে পেটানোর হুমকি দিলেন কারামন্ত্রী ও তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাঁর গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি। সূত্রের খবর, এই ঘটনায় কাঁথি মহকুমা সার্কলের রেঞ্জ অফিসার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দুঃখপ্রকাশ করেন তাঁরা। 


এবার এক মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি দিলেন রাজ্যের কারামন্ত্রী। তাঁর মুখে শোনা গেল রাষ্ট্রপতির কথা। বছর দেড়েক আগেও, দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য় করেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক। পরিস্থিতি এমন হয় যে, এ নিয়ে ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী।


একাধিক কুরুচিকর কথায় রেঞ্জ অফিসারকে আক্রমণেই থামেননি কারামন্ত্রী। শনিবার কর্তব্যরত বন আধিকারিককে অখিল গিরি বলেন, আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। প্রশ্ন উঠছে, তাহলে কী প্রশ্নহীন আনুগত্য চাইছেন মন্ত্রী? কারামন্ত্রীর এই শাসানি প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ। 


বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য় দফতরের তথ্য় অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১০০। তার মধ্য়ে ২৪ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। এই আবহে এবার সমস্ত পুরসভার চেয়ারপার্সন এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পুর ও  নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। 


টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন BDO-কে জলের বোতল ছুড়ে মারলেন তৃণমূল নেতা। অভিযুক্ত হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ স্বীকার করে বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। ঘটনাকে ঘিরে সামনে এসেছে তৃণমূলের কোন্দল। এনিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি BDO. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.