West Bengal News LIVE Updates: 'তৃণমূলের দুষ্কৃতীদের সতর্ক করছি, বেরোনোর আগে ইনস্যুরেন্স করে বেরোবেন', হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
তৃণমূলের দুষ্কৃতীদের সতর্ক করছি। বাড়ি থেকে বেরোনোর আগে ইনস্যুরেন্স করে বেরোবেন। প্রিয়জনেদের মুখ দেখে বেরোবেন। রবিবার হাওড়ার বামিহাটিতে রামনবমীর মিছিল থেকে হুঁশিয়ারির এই সুরই শোনা গেল বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের গলায়। পাল্টা জবাব দিয়েছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়।
ভোটের বঙ্গে রাজনৈতিক অশান্তি অব্যাহত। কাঁথিতে বিজেপির প্রচার মিছিলে ইট ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারেও বিজেপি নেতাকে মারধর ও দোকানে ভাঙচুর করা হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
'তোলা' না দেওয়ায় জলপাইগুড়ির রিসর্টে তালা ! তৃণমূলের বিরুদ্ধে রিসর্টে তালা লাগানোর অভিযোগ। 'ভোটে খরচের জন্য টাকা চেয়েছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি।' 'দাবি মতো টাকা না দেওয়ায় রিসর্টে তালা তৃণমূলের।' অভিযোগ নাগরাকাটার রিসর্ট মালিকের। 'রিসর্টে অবৈধ কাজ চলত, স্থানীয়রাই তালা লাগিয়ে দিয়েছেন।' অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি শাসক দলের ।
আসানসোলের ৯০ নং ওয়ার্ডে অস্থায়ী হাটে অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই ৪৫টি দোকান। ঘটনাস্থলে গিয়ে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন প্রাক্তন সিপিএম সাংসদের। তৃণমূলের বরো চেয়ারম্যানের সঙ্গে বচসা বংশগোপাল চৌধুরীর।
দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরানগর বিধানসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সমর্থনে প্রচার করলেন গৌতম দেব।
বজবজে দেওয়াল লিখন ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। বিজেপি নেত্রীর বাড়িতে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা। নিজের বাড়িতেই দেওয়াল লিখতে বাধা তৃণমূলের, অভিযোগ বিজেপি নেত্রীর। বিজেপি নেত্রী ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। বজবজ থানায় অভিযোগ দায়ের করেছে দু'পক্ষই।
গতকালের পর আজও সন্দেশখালিতে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের সামনে ক্ষোভ উগরে দিলেন অভিযোগকারীরা। সূত্রের খবর, কীভাবে সন্দেশখালিতে দাপিয়ে বেড়িয়েছে শেখ শাহজাহানের বাহিনী, কীভাবে কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি, ভিটেবাড়ি, সেই সমস্ত অভিযোগই CBI আধিকারিকদের কাছে জানান গ্রামবাসীরা। এদিন সন্দেশখালির কাটখালি, সিঙ্গমারি, পাত্রপাড়া-সহ বিভিন্ন এলাকায় ঘুরছে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা ই-মেল ID খুলে অভিযোগ জমা নিতে শুরু করে। তার ভিত্তিতেই সন্দেশখালিতে গিয়ে অনুসন্ধান চালাচ্ছে সিবিআই। অনুসন্ধান রিপোর্ট জমা পড়বে হাইকোর্টে।
শুভেন্দুর 'বোমা' হুঁশিয়ারি, প্রাণ সংশয়ের আশঙ্কা মমতার। 'ওরা আমাদের জীবন নিয়েও নিতে পারে। আমাকে ও অভিষেককে টার্গেট করেছে। পুলওয়ামার মতো চক্রান্ত করছে, এই চক্রান্ত ভেঙে দেব।' বিরোধী দলনেতাকে ফের গদ্দার বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর। পিএম কেয়ারের টাকা কোথায় গেল গদ্দার?, আক্রমণে মমতা।
'আপনাদের ভোট নিয়ে আপনাদের টাকাই আটকে রেখেছে বিজেপি'। রানাঘাটের সভা থেকে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সিএএ বিজেপির আরও একটা জুমলা।'
মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় মামলা রুজু সিআইডি-র। বেলডাঙা, শক্তিপুর-সহ ১৩টি মামলা রুজু সিআইডি-র। রামনবমীর দিন রেজিনগরের শক্তিপুরে দফায় দফায় বোমাবাজির ঘটনা।
কলকাতায় দীর্ঘতম তাপপ্রবাহের রেকর্ড । গত ৫০ বছরে এপ্রিলে এত দীর্ঘস্থায়ী গরমে পোড়েনি কলকাতা । তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। আরও ৭ দিন চলবে তাপপ্রবাহ পরিস্থিতি, জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি, পানাগড়ে ৪৫ পার ! বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির বেশি। রাজ্যের ৬ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি।
বাংলায় এসে সন্দেশখালিকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ প্রতিরক্ষামন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা রাজনাথ সিংহর। 'আপনার নামেই শুধু মমতা, ব্যবহারে মমতা অবশিষ্ট নেই। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।সন্দেশখালির মতো ঘটনা মানবতার লজ্জা। সিবিআই, ইডি তদন্ত করতে গিয়ে আক্রান্ত হচ্ছে বাংলায়', জলঙ্গির সভা থেকে আক্রমণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ
কলকাতায় দীর্ঘতম তাপপ্রবাহের রেকর্ড। গত ৫০ বছরে এপ্রিলে এত দীর্ঘস্থায়ী গরমে পড়েনি কলকাতায়। তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। কলকাতায় পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি, পানাগড়ে ৪৫ পার। বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তাপমাত্রা ৪৩.৬। রাজ্যের ৬ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি। বুধবার পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হবে না, জানিয়েছে আবহাওয়া দফতর।
'পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবেই, তৃণমূলের সরকার থাকবে না। বিজেপিই বাংলায় ক্ষমতা আসছে', জলঙ্গিতে প্রচারে এসে হুঙ্কার রাজনাথ সিংহর। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে রাজনীতির পাঠও দিলেন প্রতিরক্ষামন্ত্রীর।
খারাপ আবহাওয়ার জন্য লেবংয়ে নামতে পারল না শাহর কপ্টার। রাজু বিস্তের ফোনে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 'গোর্খারা ন্যায়ের অধিকার পাবেন। দেশের ইতিহাসে গোর্খাদের বড় অবদান রয়েছে। বিজেপিই একমাত্র পাহাড়ে শান্তি ফেরাতে পারে। পাহাড়কে রক্তাক্ত করেছে বাম ও তৃণমূল। পাহাড়ের উন্নয়নে কেন্দ্রের প্রকল্প থাকলেও, রাজ্য বাস্তবায়িত করেনি'।
মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় তদন্তভার নিল সিআইডি। বেলডাঙা, শক্তিপুর-সহ ১৩টি মামলার তদন্তে সিআইডি। রামনবমীর দিন রেজিনগরের শক্তিপুরে দফায় দফায় বোমাবাজির ঘটনা
স্বামী দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিযোগিতা করছেন। প্রতিটি বুথে বুথে যাওয়া সম্ভব হয়ে উঠছে বা প্রার্থীর। এমত অবস্থা বালুরঘাট শহরে স্বামী হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিণী। ভোট পর্যন্তই প্রচার চালাবেন স্ত্রী, বলেই সব জানিয়েছেন সুকান্ত মজুমদার।সুকান্ত'র সহধর্মিণী কোয়েল চৌধুরী মজুমদার বলেন, ও বালুরঘাট শহরে সে ভাবে সময় দিতে পারছে না। তাই স্বামীর হয়ে আমি প্রচার করছি। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছি। মূলত বিকেলে যতটা সময় পারছি সেই সময় প্রচার করছি। ও কী কী উন্নয়ন করেছে সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছি৷ সকলের কাছেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি।
সুকান্ত মজুমদারের গড়ে আজ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীকে চা খেতে আমন্ত্রণ বিজেপির রাজ্য সভাপতির। উন্নয়ন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বালুরঘাটের বিজেপি প্রার্থীর
লোকসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি প্রচার করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৈরি করা হলো বুথে বুথে যুব যোদ্ধা দল। রবিবার মধ্য হাওড়ার বিধায়ক এবং রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এক সাংবাদিক সম্মেলনে বলেন ভোটের একমাস আগে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে তৈরি করা হয়েছে বুথে বুথে যুব যোদ্ধা দল। এই যুব যোদ্ধারা ভোটের আগে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বাড়িতে যাবেন। তারা গত ১৩ বছরে রাজ্য সরকার যেসব উন্নয়নমূলক কাজ করেছে সেগুলোর সম্পর্কে মানুষকে বোঝাবেন। এর পাশাপাশি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সরব হবেন। এদিন তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দিলেও মুখ্যমন্ত্রী এ রাজ্যের মানুষদের পাওনা টাকা মিটিয়ে দিয়েছেন। আবাস যোজনার টাকা কেন্দ্র না দিলেও রাজ্য সরকার তা মিটিয়ে দেবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এর পাশাপাশি লক্ষী ভান্ডারের টাকাও দ্বিগুণ করা হয়েছে। আর এই উন্নয়নমূলক কাজকে সামনে রেখে তারা লাগাতার ভোটের প্রচার করবেন। এদিন মধ্য হাওড়ার দলীয় কর্মীদের জন্য তিনি যুব যোদ্ধা গেঞ্জির উদ্বোধন করেন।
গড়িয়াহাট থানায় বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্যর নামে অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের অভিযোগ, ১৯ এপ্রিল এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর, অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করেন অমিত মালব্য। তার প্রেক্ষিতেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ভোটপ্রচারে আজ বাংলায় দুই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংহ। দ্বিতীয় দফার ভোটপ্রচারে আজ দার্জিলিঙে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দলীয় প্রার্থী রাজু বিস্তের সমর্থনে সভা করবেন শাহ। বাংলায় আজ ৩ সভা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর।শিলিগুড়ি, মালদা ও মুর্শিদাবাদে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী।
রবিবারের সকালে নিজের শহরে প্রচারে বেরোন সুকান্ত মজুমদার। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। সাংসদ তহবিলের টাকা খরচ করে জেলায় সমস্ত রকম উন্নয়ন করেছি। নতুন নতুন ট্রেন-সহ রেলের বিভিন্ন প্রকল্প উপহার দিয়েছি দক্ষিণ দিনাজপুর জেলাকে। তৃণমূলও বলতে পারবে না, কোনও দুর্নীতি হয়েছে। দাবি বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের।
কাঁথিতে বিজেপির বাইক র্যালিতে হামলার অভিযোগ। র্যালি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ইটের ঘায়ে আহত দলের দুই কর্মী, অভিযোগ বিজেপির
মনোনয়ন পর্বে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িতে কেন তৃণমূল প্রার্থী? প্রশ্ন বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রবল দাবদাহে পুড়ছে বাঁকুড়া, রবিবাসরীয় প্রচারে সাত সকালে বেরিয়ে পথ চলতি মানুষ ও বাস যাত্রীদের ভেজা ছোলা ও জল পান করিয়ে জনসংযোগ সুভাষ সরকারের, কটাক্ষ তৃণমূলের
নদিয়ার শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে গেল লরি। সাত সকালেই শান্তিপুর থানার গোবিন্দপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে দুটি লরির সংঘর্ষে আহত হন তিনজন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আমডাঙায় শাসক নেতাকে 'শাসন' পুলিশের। রাস্তায় ফেলে তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। 'মারধরের পর চিকিৎসার সুযোগ না দিয়ে থানায় বসিয়ে রাখা হয়', অভিযোগ আমডাঙার আইএনটিটিইউসি-র সভাপতি মোস্তাক আহমেদ মণ্ডলের। এরপরই পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় তৃণমূল। আগুন জ্বালিয়ে কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় জাতীয় সড়ক। যদিও এই ঘটনায় পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এবার অভিষেকের মুখে 'সার্জিক্যাল স্ট্রাইক'। 'বাংলা-বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন মহিলারা', প্রথম দফায় ৩ কেন্দ্রে ভোট হতেই বিজেপিকে আক্রমণে অভিষেক। '২৬ তারিখ আপনাদের সুযোগ, যে যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব', গোয়ালপোখরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের
কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির বাসিন্দাদের অভিযোগ শুনতে ফের সন্দেশখালিতে গেল সিবিআই। সরবেড়িয়া থেকে ঝুপখালি, সন্দেশখালি ২ নম্বর ব্লক, খুলনা এলাকাতেও অভিযোগকারীদের সঙ্গে কথা বলে CBI. এদিন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে কথা বলতে তাঁর বাড়িতেও পৌঁছন সিবিআই আধিকারিকরা। তবে, তিনি বাড়িতে না থাকায় ফিরে যায় CBI.
ভোট মিটলেও কোচবিহারে অশান্তি অব্যাহত। দিনহাটা ও নাটাবাড়িতে বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা উদ্ধার থেকে শুরু করে দুই বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকার সাদিয়াল কুঠিতে বিজেপি কর্মী গৌরগোবিন্দ সরকারের বাড়ির সামনে ২টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। বিজেপির অভিযোগ, ভয় দেখাতেই তৃণমূল এই কাজ করেছে। অন্যদিকে, নাটাবাড়ির ডাউয়াগুড়ি বাজারে বিজেপির অঞ্চল আহ্বায়ক সুজিত দাসকে মারধর ও স্থানীয় বিজেপি নেতা রঞ্জিত বর্মনের দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতালের ICU-তে ভর্তি আক্রান্ত বিজেপি নেতা। দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের জন্য রাজ্যপালের পরিবর্তে রাজভবনের এক আধিকারিক বৈঠক করলেন পাঁচ অধ্যাপকের সঙ্গে। অধ্যাপকের রাজভবনে ডেকে অপমান করা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে সরব হলেন শিক্ষামন্ত্রী। তবে ডাকা হলেও অনুপস্থিত ছিলেন ৩ জন। সোমবার আরও কয়েক জন অধ্যাপককে আলাপচারিতায় ডাকা হবে বলে জানানো হয়েছে রাজভবনের তরফে।
কোচবিহারের দিনহাটার গীতালদহ গ্রামে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একাধিক বিজেপি সমর্থকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মারধর করা হয়েছে বিজেপি সমর্থদের। তৃণমূলের নির্দেশ অমান্য করে ভোটে দিতে যাওয়ার কাপণেই হামলা বলে অভিযোগ আক্রান্ত বিজেপি সমর্থকদের।
বহরমপুরের পর এবার নওদা। ভোট প্রচারে বেরনো অধীর চৌধুরীকে ফের বিক্ষোভ দেখাল তৃণমূল। মুর্শিদাবাদে ৩ লোকসভা কেন্দ্রেই হারবে তৃণমূল। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর। বহরমপুরেই হারবেন। পাল্টা বললেন কুণাল ঘোষ। অন্যদিকে জলঙ্গিতে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বাংলায় দুর্নীতি হয়নি বলে ফের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির কুকুর হওয়ার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচুন। উত্তর দিনাজপুরে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পূর্ব বর্ধমানের গলসিতে আক্রান্ত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন দিলীপ ঘোষ। দিলেন পাশে থাকার আশ্বাস। ওঁর মনটা তৃণমূল তৃণমূল করছে বলে মন্তব্য করতে শোনা গেল কুণাল ঘোষকে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের এই মন্তব্য ঘিরে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে নিয়ে তৈরি হল নতুন জল্পনা। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
প্রেক্ষাপট
কলকাতা: ভোটপ্রচারে আজ বাংলায় দুই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংহ। দ্বিতীয় দফার ভোটপ্রচারে আজ দার্জিলিঙে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দলীয় প্রার্থী রাজু বিস্তের সমর্থনে সভা করবেন শাহ। বাংলায় আজ ৩ সভা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। শিলিগুড়ি, মালদা ও মুর্শিদাবাদে সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। এদিন তিনি বলেন, 'বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। মমতার জমানায় চৈতন্যদেব, সুভাষচন্দ্রের বাংলার কী অবস্থা। সন্দেশখালির মতো ঘটনা মানবতার লজ্জা। আজ সারা দেশে পশ্চিমবঙ্গ অপরাধের জন্য পরিচিত। মমতাদিদি খাদি পরেন, তার আড়ালে লুঠ করেন'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -