West Bengal News LIVE Updates: তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সাত জেলায়, শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 30 Apr 2024 02:46 PM
WB News LIVE Updates: কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে, ৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছে পারদ

কলকাতার তাপমাত্রা পৌঁছল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। খবর আবহাওয়া দফতর সূত্রে। গতকাল দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছর পরে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছিল পারদ। আজ তার থেকেও প্রায় ২ ডিগ্রি উঠে তৈরি হল এপ্রিলে তাপমাত্রার গরমের নতুন রেকর্ড 

West Bengal News LIVE Updates: ফের অমিত শাহের মুখে সন্দেশখালির প্রসঙ্গ

বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে প্রচারে এসে ফের অমিত শাহের মুখে সন্দেশখালির প্রসঙ্গ। ' সন্দেশখালির মতো ঘটনা পৃথিবীতে কোথাও হয়নি। এর সঙ্গে যারা যুক্ত তাদের সবার জেলে যাওয়া উচিত। এখানে বিজেপির সরকার হলে এদের কেউ রেহাই পাবে না', বর্ধমানের মেমারির জনসভায় হুঙ্কার অমিত শাহের। 

WB News LIVE Updates: প্রচারে নেমে এবার গানে গানে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের

প্রচারে নেমে এবার গানে গানে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের। বর্ধমানের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশে গাইলেন 'পরদেশী'।

West Bengal News LIVE Updates: তৃণমূল কাউন্সিলরের ছেলের সঙ্গে তর্কে জড়ালেন বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ

প্রচারে বেরিয়ে এবার তৃণমূল কাউন্সিলরের ছেলের সঙ্গে তর্কে জড়ালেন বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ। সোমবার রাতে কামারহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন সজল ঘোষ। সেই সময় ওই ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী বিশ্বাসের ছেলে চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। নোটায় ভোট না দিয়ে বিজেপিকে কেন ভোট দেব? দমদম লোকসভার তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি চিরঞ্জিত বিশ্বাস এই প্রশ্ন করতেই শুরু হয় তর্কাতর্কি। এরপর চলে স্লোগান- পাল্টা স্লোগান। 

WB News LIVE Updates: সারদা মঠের অধ্যক্ষা আনন্দপ্রাণা মাতাজির জীবনাবসান

সারদা মঠের অধ্যক্ষা আনন্দপ্রাণা মাতাজির জীবনাবসান। বার্ধ্যক্যজনিত অসুস্থতার জন্য গত ৪০ দিন ধরে ভর্তি ছিলেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত কয়েকদিন আগে আনন্দপ্রাণা মাতাজিকে নিয়ে আসা হয় আড়িয়াদহের সারদা মঠে। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আজ সকাল ৯টা ৫৪ মিনিটে তাঁর জীবনাবসান হয়। বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্য়ন্ত শেষ দর্শনের জন্য তাঁর দেহ রাখা থাকবে সারদা মঠে। সন্ধে ৭টার পর কাশীপুরে শ্রীরামকৃষ্ণ মহাশ্মশানে হবে তাঁর শেষকৃত্য।

West Bengal News LIVE Updates: প্রচারে বেরিয়ে গান গেয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া

প্রচারে বেরিয়ে গান গেয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। সাজন চলে সসুরালের গান গেয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তিনি। পথসভায় তাঁর গলায় শোনা গেল 'তুম তো ধোকেবাজ হো'। 

WB News LIVE Updates: ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হল তাঁকে। উঠল গো ব্যাক স্লোগান। গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে কোনওক্রমে বেরিয়ে এলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর নামে দেওয়াল লিখনে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করায়, রবিবার বসিরহাট উত্তর বিধানসভার রাজেন্দ্রপুরে আক্রান্ত হন বিজেপির এসসি মোর্চার সভাপতি কালিদাস বাছাড়। অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমীর বাছাড়ের অনুগামীদের বিরুদ্ধে। আজ তাঁকেই দেখতে, তাঁর বাড়িতে যান রেখা পাত্র। তখনই সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতির। 

West Bengal News LIVE Updates: দহন জ্বালায় স্বস্তি নেই, আগামী শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়

দহন জ্বালায় স্বস্তি নেই। আগামী শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। তাপপ্রবাহ চলবে কলকাতাতেও। গতকাল ছিল মরশুমের উষ্ণতম দিন। দুপুর আড়াইটেতে কলকাতার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছর পর এপ্রিলে এই জায়গায় পৌঁছল পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়।

WB News LIVE Updates: বসিরহাটের বিজেপি প্রার্থীকে রেখা পাত্রকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

বসিরহাটের বিজেপি প্রার্থীকে রেখা পাত্রকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। বসিরহাটের খড়িডাঙা এলাকা বিজেপি প্রার্থীকে 'বাধা'। রেখা পাত্রর বিরুদ্ধে স্লোগান, প্রচারে বাধা দেওয়ার অভিযোগে এলাকায় উত্তেজনা

West Bengal News LIVE Updates: শেখ শাহজাহানের আত্মীয় ও শাগরেদদের তলব করল ইডি

শেখ শাহজাহানের আত্মীয় ও শাগরেদদের তলব করল ইডি। এই আত্মীয় ও শাগরেদদের কাছে শেখ শাহজাহানের বেআইনি সম্পত্তির হদিশ মিলতে পারে, ধারণা ইডি-র। ইতিমধ্যেই শেখ শাহজাহানের জামাই সাবির আলি মোল্লাকে তলব করে বয়ান রেকর্ড করেছে ইডি

WB News LIVE Updates: বাগনানে তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের ওপর হামলার অভিযোগ

বাগনানে তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের ওপর হামলার অভিযোগ। ঘটনায় আহত বিধায়কের দেহরক্ষী সহ আরও বেশ কয়েকজন। হাসপাতালে চিকিৎসাধীন বিধায়কের দেহরক্ষী। গতকাল আমতার বাকসিতে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সভা শেষে আমতা থেকে বাগনানে ফিরে আসেন সেখানকার তৃণমূল কর্মীরা। ফেরার পর বাগনানে একটি চায়ের দোকানে জড়ো হন তাঁরা। সেখানে সিপিএম কর্মীদের সঙ্গে বচসা হয় তাঁদের। এরপরই তৃণমূল কর্মীদের রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে ছুটে যান বিধায়ক অরুণাভ সেন। তাঁকেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। দেহরক্ষী বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তাঁদের ওপরেই হামলার অভিযোগ তুলেছে সিপিএম। বাগনান থানায় অভিযোগ দায়ের করেছে ২ দলই। 

West Bengal News LIVE Updates: দিলীপ ঘোষের হাতে দেখা গেল হকি স্টিক

লাঠি, ত্রিশূল, গদার পর এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল হকি স্টিক। বর্ধমান শহরের ইছলাবাদ এলাকায় একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল দিলীপ ঘোষকে। তাৎপর্যপূর্ণভাবে, এদিন দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়। ২০২৩ সালে তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলার প্রাক্তন যুব মোর্চার সভাপতি ও সহ সভাপতি ছিলেন তিনি। এর পাশাপাশি, এদিন দিলীপ ঘোষের চা চক্রেও দেখা যায়নি বর্ধমান দুর্গাপুরের সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা-কে। বদলে সেখানে দেখা যায় তাঁর বিপক্ষ বলে পরিচিত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী, বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়দের। এটা পার্টির প্রোগ্রাম নয়, দিলীপ ঘোষের প্রোগ্রাম,
এই নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ। 

WB News LIVE Updates: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা?

কবে হবে বৃষ্টি, কবে মিলবে রেহাই, এই যেন এখন লক্ষ টাকার প্রশ্ন। এই আবহে এবার বৃষ্টির কথা জানাল আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের পর আবহাওয়ায় বদলের সম্ভাবনা। রবিবার থেকে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal News LIVE Updates: রাজ্য সরকার কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে?

রাজ্য সরকার কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে? সন্দেশখালিকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। মামলার শুনানি ৩ মাসের জন্য পিছোলেও, সিবিআই তদন্ত চলবে, নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।  

WB News LIVE Updates: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়ন শীলকে জেরা করল সিবিআই

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রেসিডেন্সি জেলে গিয়ে অয়ন শীলকে জেরা করল সিবিআই। প্রায় তিন ঘণ্টা চলে জেরা পর্ব। শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার জেরার মুখে পড়লেন অয়ন শীল। 

West Bengal News LIVE Updates: 'কীভাবে নিয়োগ? এটা জালিয়াতি'

টেন্ডার ছাড়াই নাইসাকে বরাত, মিরর ইমেজ ছাড়াই ওএমআর শিট নষ্ট। এটা তো জালিয়াতি, কীভাবে নিয়োগ হয়েছিল? প্রশ্ন সুপ্রিম কোর্টের। সোমবার ফের শুনানি। 

WB News LIVE Updates: 'যোগ্য-অযোগ্য কীভাবে আলাদা?'

সব ওএমআর নষ্ট। যোগ্য-অযোগ্যদের কীভাবে আলাদা করা যাবে? প্রশ্ন দেশের প্রধান বিচারপতির। কারা সুবিধাভোগে খুঁজে বের করতে হবে। বলল সুপ্রিম কোর্ট।

West Bengal News LIVE Updates: 'চাকরি বাতিল' আপাতত বহাল

হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টে আপাতত বহাল। প্যানেলেও না থেকেও চাকরি করছে, এটা বিশাল দুর্নীতি। বলল সর্বোচ্চ আদালত। সোমবার ফের শুনানি।

প্রেক্ষাপট

কলকাতা: দহন জ্বালায় স্বস্তি নেই। আগামী শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। তাপপ্রবাহ চলবে কলকাতাতেও। গতকাল ছিল মরশুমের উষ্ণতম দিন। দুপুর আড়াইটেতে কলকাতার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছর পর এপ্রিলে এই জায়গায় পৌঁছল পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে থাকবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও  চলবে তাপপ্রবাহ। শনিবার কলকাতায় হতে পারে আবহাওয়ায় পরিবর্তন। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়তে পারে আগামী সোম কিংবা মঙ্গলবার থেকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.