West Bengal News Live Updates: বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী

WB News Live Updates: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

abp ananda Last Updated: 24 Dec 2021 10:42 PM
WB News Live Updates: বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী

বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী। থাকছে ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা। বিধাননগরেও নেওয়া হয়েছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা।

West Bengal News Live Updates: হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা, দ্রুত ব্যবস্থার আশ্বাস পুর প্রশাসকের

১ মাসে ৬ বার। বাসিন্দাদের অভিযোগ, হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া পুরসভার প্রশাসক। সবক’টি চুরির ঘটনায় একই দুষ্কৃতী দল জড়িত কিনা খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট।

WB News Live Updates: হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে ফের বিতর্ক

হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করার বিল নিয়ে ফের বিতর্ক। সই করেছেন রাজ্যপাল, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল। বিল এখনও তাঁর বিচারাধীন, ট্যুইট রাজ্যপালের।

West Bengal News Live Updates: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিষাণ মোর্চার মিছিল

বিজেপির কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও কর্মসূচি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিষাণ মোর্চার মিছিল। কৃষি ঋণ মকুব-সহ ৭ দফা দাবিতে এই মিছিল। 

WB News Live Updates: অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ, ইউজিসিকে দিয়ে তদন্ত চান রাজ্যপাল,মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী আচার্য করার ভাবনা সরকারের

রাজভবনের অনুমোদন ছাড়াই, উপাচার্য নিয়োগের অভিযোগ করে, UGC’কে দিয়ে তদন্ত চান রাজ্যপাল। পাল্টা, মুখ্যমন্ত্রীকে অন্তবর্তী আচার্য করার কথা ভাবা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। আরও একধাপ শিক্ষামন্ত্রীর অভিযোগ, ED-CBI’র পর এবার UGC’কে দেখিয়ে হুমকি দিচ্ছেন জগদীপ ধনকড়।

West Bengal News Live Updates: পুরভোটে ব্যাপক প্রচারে নামার সিদ্ধান্ত বিজেপির

পুরভোটে ব্যাপক প্রচারে নামার সিদ্ধান্ত বিজেপির।আগামী কয়েকদিনের মধ্যেই পুরভোট পরিচালনার জন্য কমিটি তৈরি হবে: সূত্র।‘নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্যের পদাধিকারীদের সঙ্গে বৈঠক হবে কেন্দ্রীয় নেতৃত্বের’।কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডি এল সন্তোষ ২৭ ডিসেম্বর আসছেন।৯ জানুয়ারি ২ দিনের রাজ্য সফরে আসছেন জেপি নাড্ডা। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী রাজ্যে আসতে পারেন

WB News Live Updates: বাগনানে জাতীয় সড়কে লরিকে ধাক্কা বাসের, জখম অন্তত ২০

বাগনানে জাতীয় সড়কে লরিকে ধাক্কা বাসের, জখম অন্তত ২০। মেদিনীপুরগামী বাসটি দাঁড়িয়ে থাকে লরির পিছনে ধাক্কা মারে।বাগনান গ্রামীণ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়।জাতীয় সড়কের কোলাঘাট গামী লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়

West Bengal News Live Updates: কলকাতা পুরসভার নব নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ

 কলকাতা পুরসভার নব নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ। শপথ নিলেন নব-নির্বাচিত পুর-প্রতিনিধিরা। ২৮ তারিখ শপথ নেবেন মেয়র ও চেয়ারপার্সন।

WB News Live Updates: বিজেপির ডেপুটেশন ঘিরে ভাটপাড়া থানা এলাকায় উত্তেজনা

বিজেপির ডেপুটেশন ঘিরে ভাটপাড়া থানা এলাকায় উত্তেজনা। ব্যারাকপুর ১ নম্বর ব্লক অফিসে ডেপুটেশন দিতে যায় বিজেপি।বিজেপির অভিযোগ, কিষাণ মোর্চার সদস্যদের বাধা দেয় তৃণমূল সমর্থকরা।পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।কৃষকদের নিয়ে ভুল বার্তা দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে বিজেপিই, পাল্টা তৃণমূল।

West Bengal News Live Updates: ছেলেকে টিউশনে দিতে গিয়ে পিংলায় নিখোঁজ গৃহবধূ

বালির পর এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় গৃহবধূ নিখোঁজে রহস্য।গতকাল সকাল থেকেই খোঁজ নেই ওই গৃহবধূ ও তাঁর ছেলের ।পিংলা থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের ।

WB News Live Updates: কাল বড়দিন, সেজে উঠেছে পার্ক স্ট্রিট,অ্যালেন পার্কের সামনে লেজার শোয়ের প্রস্তুতি

কাল বড়দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। অ্যালেন পার্কের সামনে লেজার শোয়ের প্রস্তুতি। গোটা এলাকায় কড়া নিরাপত্তা। আজ রাতে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ, কাল থাকবেন সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী। ইভটিজিং রুখতে সাদা পোশাকে ভিড়ের মধ্যে ছড়িয়ে থাকবেন মহিলা পুলিশ কর্মীরা।

West Bengal News Live Updates: রাত পোহালেই বড়দিন,পার্ক স্ট্রিট থেকে বো-ব্যারাক আলো ঝলমলে শহরে উৎসবের মেজাজ

রাত পোহালেই বড়দিন। শীতের আমেজ গায়ে মেখে বেড়ানো, পেটপুজো, একরাশ আনন্দ। পার্ক স্ট্রিট থেকে বো-ব্যারাক আলো ঝলমলে শহরে উৎসবের মেজাজ। কলকাতার পাশাপাশি সেজে উঠেছে জেলাও। ভিড় বাড়ছে বিভিন্ন পর্যটনকেন্দ্রে।

WB News Live Updates: এবার থেকে রাতেও করা যাবে ময়নাতদন্ত, পরিকাঠামো তৈরির নির্দেশ

এবার থেকে রাতেও করা যাবে ময়নাতদন্ত। মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতালে পরিকাঠামো তৈরির নির্দেশ।পরিকাঠামো তৈরির নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।ময়নাতদন্ত নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক চিঠি পাঠায় রাজ্যকে।তারপরই রাজ্যের তরফে রাতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।রাতে ময়নাতদন্ত হলে বাধ্যতামূলক ভিডিওগ্রাফি ।নির্দেশিকায় জানাল রাজ্য স্বাস্থ্য দফতর

West Bengal News Live Updates: শহরে ফের মিলল ওমিক্রন আক্রান্তের হদিশ, আয়ারল্যান্ড ফেরত ব্যক্তি ওমিক্রন পজিটিভ

শহরে ফের মিলল ওমিক্রন আক্রান্তের হদিশ। আয়ারল্যান্ড ফেরত ব্যক্তি ওমিক্রন পজিটিভ।ওমিক্রন আক্রান্ত ব্যক্তি আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি।

WB News Live Updates: বালি পুরসভাকে আলাদা করার বিলে সই রাজ্যপালের, হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ রাজ্যের

হাওড়া ও বালিতে আলাদা পুরভোটে বাধা রইল না। বালি পুরসভাকে আলাদা করার বিলে সই রাজ্যপালের।হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানালেন অ্যাডভোকেট জেনারেল। ২৭ ফেব্রুয়ারি বালি পুরসভার ভোট হবে, প্রস্তাব দেয় কমিশন।২২ জানুয়ারি ভোট হবে হাওড়া পুরনিগমের, আদালতে জানায় কমিশন

West Bengal News Live Updates: পায়ের ছাপের পর এবার কুলতলিতে বাঘের দেখা মিলেছে বলে দাবি

মৈপীঠে বাঘ বেরোনোর পর এবার কুলতলিতে বাঘের দেখা মিলেছে বলে দাবি। বাঘের দেখা মেলার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।খবর দেওয়া হয় বন দফতরে।ঘটনাস্থলে গেছে কুলতলি থানার পুলিশ

WB News Live Updates: বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভের আশঙ্কায় ফাইবারের লাঠি হাতে দলীয় কর্মীরা

বিজেপি পার্টি অফিসের সামনে ফাইবারের লাঠি হাতে দলীয় কর্মীরা। বিক্ষোভের আশঙ্কায় বিজেপি কর্মীদের তত্পরতা, হস্তক্ষেপ পুলিশের।একটু পরেই রাজ্য বিজেপির নতুন পদাধিকারীদের নিয়ে বৈঠক।বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা

West Bengal News Live Updates: ভোটে বাধা রইল না, বালি পুরসভাকে হাওড়া থেকে আলাদা করার বিলে সই রাজ্যপালের

হাওড়া ও বালিতে আলাদা পুরভোটে বাধা রইল না। বালি পুরসভাকে আলাদা করার বিলে সই রাজ্যপালের।হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানালেন অ্যাডভোকেট জেনারেল।২৭ ফেব্রুয়ারি বালি পুরসভার ভোট হবে।২২ জানুয়ারি ভোট হবে হাওড়া পুরনিগমের

WB News Live Updates: ‘শিক্ষায় বাধা রাজ্যপাল’

শিক্ষাক্ষেত্রে বাধা তৈরি করছেন রাজ্যপাল। চ্যান্সেলর পদ থেকে ওঁকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসাতে খতিয়ে দেখা হচ্ছে সাংবিধানিক-আইনি দিক, ঘোষণা শিক্ষামন্ত্রীর।

West Bengal News Live Updates: কেতুগ্রামে অজয় নদের বুক চিরে বেআইনিভাবে রাস্তা তৈরির অভিযোগ

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে অজয় নদের বুক চিরে বেআইনিভাবে রাস্তা তৈরির অভিযোগ বালির কারবারিদের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা সরব হলেও প্রশাসনের দাবি, বিষয়টি তাদের নজরে আসেনি। এ নিয়ে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের তরজা। 

WB News Live Updates: আলিপুরদুয়ারে সীমান্তে কংক্রিটের দেওয়াল তুলছে ভুটান!

আলিপুরদুয়ারে সীমান্তে কংক্রিটের দেওয়াল তুলছে ভুটান! সিল করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রবেশ পথ! এমনই অভিযোগে সরব হয়েছেন সেখানকার স্থানীয়রা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল ও বিজেপি। আন্তর্জাতিক বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জেলা শাসক। 

West Bengal News Live Updates: বিজেপির কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও কর্মসূচি

বিজেপির কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও কর্মসূচি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কিষাণ মোর্চার মিছিল। কৃষি ঋণ মকুব-সহ ৭ দফা দাবিতে এই মিছিল। 

WB News Live Updates: চেতলায় খোলা হল পোস্টার, কাট-আউট

গতকাল বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মেনে চেতলা এলাকায় খুলে ফেলা হল যাবতীয় হোর্ডিং, পোস্টার। সরিয়ে দেওয়া হল কাট-আউট, পোস্টার। কাল রাত থেকেই শুরু হয় এলাকা পরিষ্কার করার কাজ।

West Bengal News Live Updates: রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

আদালতে বকেয়া পুরসভার ভোট সংক্রান্ত পরিকল্পনা জানার পরেই রাজ্য নির্বাচন কমিশনারকে বিকেলে তলব রাজ্যপালের। বকেয়া ভোট নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান জগদীপ ধনকড়।

WB News Live Updates: তৃণমূলে বিনয় তামাঙ্গ

জিটিএ নির্বাচনের আগে পাহাড়ে তৃণমূলের শক্তিবৃদ্ধি। ঘাসফুলে যোগ বিনয় তামাঙ্গের। যোগ দিলেন ১০ বছরের মোর্চা বিধায়ক রহিত শর্মাও। আরও শক্তিশালী হবে দল, দাবি তৃণমূলের।

WB News Live Updates: রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগপ্রকাশ রাজ্যপালের

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন রাজ্যপাল। ট্যুইটে তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা ব্যবস্থার ছবিটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও আচার্য এবং উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠকে এলেন না। শিক্ষাক্ষেত্রে দলবাজি চলছে,’ ট্যুইটে লেখেন জগদীপ ধনকড়।

West Bengal News Live Updates: ওমিক্রন উদ্বেগের মধ্যেই কাল বড়দিন

ওমিক্রন উদ্বেগের মধ্যেই কাল বড়দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আজ ও কাল পার্ক স্ট্রিটে নজর রাখবেন ৩ হাজারের উপর পুলিশকর্মী। সাদা পোশাকে থাকবে মহিলা পুলিশের টিম।

WB News Live Updates: কলকাতা পুরসভা ভোটে হিংসা, ছাপ্পার অভিযোগের জল গড়াল কলকাতা হাইকোর্টে

কলকাতা পুরভোটে হিংসা ও ছাপ্পাভোটের অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করল সিপিএম ও বিজেপি। যে অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদালতে দাবি করেছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।

West Bengal News Live Updates: জেলায় সংগঠন শক্তিশালী, দাবি দিলীপ ঘোষের

পুরভোটে বিধানসভার থেকে বেশি ভোট পড়েছে। আজগুবি ব্যাপার। তা বলে বাকি ১১১টা পুরসভায় কলকাতার মতো ভোট হবে, ভাববেন না। জেলাতে আমাদের সংগঠন শক্তিশালী। বকেয়া পুরভোট প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates: জেলায় সংগঠন শক্তিশালী, দাবি দিলীপ ঘোষের

পুরভোটে বিধানসভার থেকে বেশি ভোট পড়েছে। আজগুবি ব্যাপার। তা বলে বাকি ১১১টা পুরসভায় কলকাতার মতো ভোট হবে, ভাববেন না। জেলাতে আমাদের সংগঠন শক্তিশালী। বকেয়া পুরভোট প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।

WB News Live Updates: রাস্তায় চট শুকোনোকে কেন্দ্র করে কালনার খরিনানে প্রতিবেশীকে খুনের চেষ্টার অভিযোগ

রাস্তায় চট শুকোনোকে কেন্দ্র করে কালনার খরিনানে প্রতিবেশীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আক্রান্ত যুবক আশঙ্কাজনক অবস্থা ভর্তি হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় চট শুকোতে দিয়েছিলেন ওই যুবকের বৌদি। এই নিয়ে প্রতিবেশী পরিবারের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। 

West Bengal News Live Updates: হলদিয়ায় ট্রমা কেয়ার সেন্টার চালুর দাবি

হলদিয়ায় একের পর এক কারখানায় দুর্ঘটনা। আপৎকালীন চিকিৎসা পরিষেবা পেতে ট্রমা কেয়ার সেন্টার চালুর দাবি জানালেন শ্রমিকরা। মঙ্গলবার হলদিয়ায় আইওসি কারখানায় আগুন লেগে ৩ শ্রমিকের মৃত্যু হয়। এর আগে এইচপিএল, মিৎসুবিশির কারখানাতেও দুর্ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ট্রমা কেয়ার সেন্টার চালু নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: জেতা নির্বাচনে প্রয়োজন ছিল না জোরজুলুমের, উপলদ্ধি সৌগতর

ভোটে হিংসা, জেতা নির্বাচনে প্রয়োজন ছিল না জোরজুলুমের। কলকাতা পুরভোটের ফল প্রকাশের পর মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণার দিন উপলব্ধি সৌগত রায়ের। কটাক্ষ বিজেপির।

West Bengal News Live Updates: বিকাশ মিশ্রর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন সিবিআই-এর

কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন জানাল সিবিআই। গতকাল আসানসোলে বিশেষ সিবিআই আদালতে ওই দাবি জানানো হয়। ১৩ ডিসেম্বর বিকাশের জেল হেফাজতের পর থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

WB News Live Updates: উদ্ধার মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর খোয়া যাওয়া পিস্তল

অসম থেকে ফেরার পথে ট্রেনে খোয়া যায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর ২টি গ্লক পিস্তল ও ২০ রাউন্ড গুলি। অসমের কোকরাঝাড় থেকে পাকড়াও অভিযুক্ত। উদ্ধার হয় খোয়া যাওয়া পিস্তল।

West Bengal News Live Updates: তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকল্পে অর্থ বরাদ্দ হলেও, হয়নি কাজ। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন বাসিন্দাদের একাংশ। মালদার হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।

WB News Live Updates: বড়দিনের আগে উদ্ধার ১৩ কেজি বিস্ফোরক

বড়দিনের আগে কলকাতা লাগোয়া রাজারহাটে উদ্ধার হল ১৩ কেজি বিস্ফোরক! পুলিশ সূত্রে খবর, বিস্ফোরকের সঙ্গে উদ্ধার হয়েছে দু'টি আগ্নেয়াস্ত্র। সাপুরজি বাসস্ট্যান্ডের সামনে থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF। অন্যদিকে, কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে পার্ক স্ট্রিটকে। 

West Bengal News Live Updates: কৃষকদের ইস্যুতে পথে নামল গেরুয়া শিবির

আগামী পঞ্চায়েত নির্বাচনে, রাজ্যের আশি শতাংশ গ্রাম পঞ্চায়েতে জিতবে বিজেপি। সবংয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। দশমিক আট শতাংশ পঞ্চায়েতে জিতলেই অনেক, বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

WB News Live Updates: দু’দফায় ১৪টি পুরসভার বকেয়া ভোট

ফেব্রুয়ারির মধ্যে দু’দফায় রাজ্যের ১১৪টি পুরসভার বকেয়া ভোট সেরে ফেলতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনই প্রস্তাব দিয়েছে তারা। কমিশন জানিয়েছে, ২২ জানুয়ারি পাঁচটি কর্পোরেশন এবং ২৭ ফেব্রুয়ারি বাকি পুরসভায় ভোট করাতে চায় তারা।

West Bengal News Live Updates: ফের ঊর্ধ্বমুখী পারদ

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা। তার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে। ঝঞ্ঝা বিদায় নিলে বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

WB News Live Updates: রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শুরু হেরিটেজ ক্রুজ পরিষেবা

রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শুরু হল হেরিটেজ ক্রুজ পরিষেবা। প্রতিদিন গঙ্গায় দিনে চার বার করে ঘুরবে এই ক্রুজ। এক ঘণ্টা ১০ মিনিটের জন্য ভাড়া মাত্র ৩৯ টাকা। গতকাল পরিষেবার উদ্বোধন করেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র।

West Bengal News Live Updates: পৌষমেলা না হওয়ার জন্য রাজ্যের ঘাড়ে দায় চাপালেন বিশ্বভারতীর উপাচার্য

পৌষমেলা না হওয়ার জন্য রাজ্যের ঘাড়ে দায় চাপালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি, রাজ্য স্বাস্থ্য দফতরকে তিনবার চিঠি দিয়েও সাড়া মেলেনি। তাই পৌষমেলার আয়োজন করা সম্ভব হয়নি। রাজনীতি করছেন উপাচার্য, পাল্টা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

WB News Live Updates: কলকাতা পুরসভার বরো কমিটিগুলিতে গুরুত্ব পেলেন মহিলারা

কলকাতা পুরসভার বরো কমিটিগুলিতে গুরুত্ব পেলেন মহিলারা। ১৬ চেয়ারম্যানের মধ্যে ৯ জনই মহিলা। বরো চেয়ারম্যান পদে নতুন মুখ আনা হয়েছে ১০ জনকে।

West Bengal News Live Updates: ফিরহাদ হাকিমের ডেপুটি হিসেবে অতীন ঘোষের ওপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফিরহাদ হাকিমের ডেপুটি হিসেবে অতীন ঘোষের ওপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের পুরসভার চেয়ারপার্সন মালা রায়। মেয়র পারিষদ পদে চারজনকে আনা হয়েছে, যাঁরা এই প্রথম সুযোগ পেলেন।

WB News Live Updates: কলকাতার মেয়র পদে ফিরহাদ হাকিমের ওপরই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতার মেয়র পদে ফিরহাদ হাকিমের ওপরই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র ভবনে দলের তরফে কলকাতা পুরসভার তৃণমূলের দলনেতা হিসেবে বেছে নেওয়া হয় ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পুরসভার কাজ পরিচালিত হবে বলে বার্তা দিয়েছেন ভাবী মেয়র।

প্রেক্ষাপট

আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: এবার কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) রিপোর্ট কার্ড। ৬ মাস অন্তর হবে রিভিউ। কাজ করতে না পারলে, সরিয়ে দেওয়া হবে। নব নির্বাচিত কাউন্সিলরদের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তৃণমূলনেত্রীর বার্তা, নম্র হতে হবে। বেহিসেবি হওয়া যাবে না। নির্দলদের এখনই নেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।


তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই মন্ত্রী এবং প্রশাসনের কাজকর্ম নিয়ে তৈরি হয় রিপোর্ট কার্ড। এবার সেই ধাঁচেই কলকাতা পুরসভার রিপোর্ট কার্ড চান মুখ্যমন্ত্রী। রিভিউ হবে ৬ মাস অন্তর। নব নির্বাচিত কাউন্সিলরদের প্রথম বৈঠকে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দেন, পারফরম্যান্সই শেষ কথা। 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যত জিতব তত বেশি নম্র হতে হবে। অহঙ্কারের কোনও জায়গা তৃণমূলে নেই। কৃতিত্ব জাহির করতে গিয়ে পার্টিকে ছোট করে আমি বড় হয়ে গেলাম, এটা দলের লক্ষ্য নয়।’


২০১০ থেকে টানা তৃতীয়বার ছোট লালবাড়ির দখল নিল তৃণমূল। বেহিসেবি খরচ নয়, তৃণমূলনেত্রীর বার্তা, ‘কোথাও পিচের উপর পিচ চড়ানো হয়। পিচের উপর পিচ চড়িয়ে মাঝেরহাট ব্রিজটা গেছে। আগে খুঁড়তে হবে, গাঁথনি দিতে হবে। টাকা এত সস্তা নয়, মানুষের টাকা মাথায় রাখতে হবে। মানুষকে যেন পরিষেবার জন্য ঘুরতে না হয়, হয়রানি না হতে হয়।’


পুরভোটে তৃণমূল প্রার্থীদের হারিয়ে জয়ী হন তিনজন নির্দল। ফল ঘোষণার পরপরই তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, নির্দলদের জন্য দরজা আপাতত বন্ধ থাকছে। তিনি বলেন, ‘নির্দলরা যোগাযোগও করেছে। আমি চাই না, যারা নির্দল এখনই জিতেছে তারা দলে আসুক। কেউ যদি মনে করে কাউকে অন্তর্ঘাত করে জিতিয়ে দিয়ে পরে আবার ঢুকে যাব, তার জন্য অপেক্ষা করতে হবে। গেম ইজ নট ইজি।’


এবার পুরভোটে ৩৯ জন বিদায়ী কাউন্সিলরকে প্রার্থী করেনি তৃণমূল। দলের আগামী প্রজন্মকে সামনে আনার লক্ষ্যে, একঝাঁক নতুন মুখকে প্রার্থী করে শাসক দল। তাঁদের প্রায় সবাই, জিতে এসেছেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী।


পুরভোটের হওয়া যাওয়ার চার দিন পরেও, কলকাতার বিস্তীর্ণ জায়গায় সরেনি পোস্টার, ব্যানার, হোর্ডিং। নব নির্বাচিত কাউন্সিলরদের, দ্রুত প্রচার সামগ্রী সরানোর নির্দেশ দেন তৃণমূল নেত্রী। প্রথম দিন থেকেই নব নির্বাচিত কাউন্সিলরদের  কাজের উপর দল যে নজর রাখছে, তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.