WB News Live Updates: রামপুরহাটকাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের

WB News Live Updates: রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন এক নজরে...

abp ananda Last Updated: 02 Apr 2022 11:51 PM
West Bengal News Live Updates: রামপুরহাটকাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের

রামপুরহাটকাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের। ‘রাজ্যের ভিতরের ত্রুটিগুলো সংশোধন করা প্রয়োজন’, হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি ধৃতিমান, অপর্ণা, পরমব্রতদের। মুখ্যমন্ত্রীকে চিঠি শ্রীজাত, রূপম ইসলাম, অনুপম রায়ের। 

WB News Live Updates: জলে ডুবে বালকের মৃত্যু

রিজেন্ট পার্কের ঢালিপাড়ায় জলে ডুবে বালকের মৃত্যু। দাদা-ভাইয়ের সমঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে দুর্ঘটনা। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে বালকের মৃত্যু। 

West Bengal News Live Updates: উপাচার্যের ঘরে ঢুকে টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের তাণ্ডব

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অকথ্য ভাষায় বহিষ্কৃত ছাত্র নেতার গালাগালি। উপাচার্যের ঘরে ঢুকে টিএমসিপির প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের তাণ্ডব। কয়েকদিন আগেই মারধর, তোলাবাজির অভিযোগে বহিষ্কৃত ছাত্র নেতা। বহিষ্কারের কয়েকদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব। পিএচডি লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে উপাচার্য ঘেরাও। উপাচার্যের উপর চড়াও। 

WB News Live Updates: কাল থেকে ফের বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম

কাল থেকে ফের বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা বাড়ছে। কলকাতায় ডিজেলের দাম লিটারে বাড়ছে ৮০ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হচ্ছে ১১৩ টাকা ৩ পয়সা। কলকাতায় ডিজেলের দাম বেড়ে হচ্ছে ৯৭ টাকা ৮২ পয়সা। 

West Bengal News Live Updates: তিলজলায় বহুতলে আগুন

তিলজলায় বহুতলে আগুন। পুড়ে মৃত্যু হয়েছে এক জনের। প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সন্ধেয় আগুন লাগে তিলজলার এই ফ্ল্যাটের একটি ঘরে। সেই সময় বাড়িতে একাই ছিলেন বছর উনসত্তরের পূর্ণিমা চট্টোপাধ্যায়। তাঁর মেয়ে টিউশনে গেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তারাই মহিলাকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।

WB News Live Updates: নওদায় তৃণমূলের দ্বন্দ্ব

নওদার দলীয় বিধায়কের সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতির দ্বন্দ্ব। ২৭শে মার্চ, কর্মিসভা করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন না তৃণমূল বিধায়ক। গতকালের কর্মিসভায় ছিলেন তৃণমূল বিধায়ক। সেখানে অনুপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি।

West Bengal News Live Updates: আইপিএলের ম্যাচ এবার ইডেনে

আইপিএলের ম্যাচ এবার ইডেনে। প্লে-অফের ২টি ম্যাচ পেতে চলেছে ইডেন। একটি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ হবে ইডেনে। 

WB News Live Updates: মুর্শিদাবাদে যুবককে কুপিয়ে খুন

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যুবককে কুপিয়ে খুন। বিশেষভাবে সক্ষম যুবককে কুপিয়ে খুন। অভিযুক্তর দোকান জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। 

West Bengal News Live Updates: বাসের ভাড়ায় ‘বাড়তি’

বাড়তে বাড়তে ১০০ ছুঁয়ে ফেলেছে ডিজেল। বাস মালিকদের দাবি, ডিজেলের দামের ধাক্কায় রাস্তায় নামছে না বহু বাস। নিয়ম ভেঙে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণমন্ত্রী।

WB News Live Updates: পুরসভায় বকেয়া বেতন বিতর্ক

কলকাতা পুরসভায় বোর্ড গঠনের পর পেরিয়েছে ৩ মাস।  কিন্তু, অভিযোগ, নতুন পুরবোর্ড গঠনের পর থেকে আর্থিক দৈন্যদশার জেরে মাসিক সাম্মানিকটুকু পর্যন্ত জুটছেনা কাউন্সিলরদের। এই পরিস্থিতিতে, মেয়র পারিষদদের ৪৯ হাজারি ট্যাব দেওয়ার সিদ্ধান্তে মাথাচাড়া দিয়েছে কাউন্সিলরদের বেতন বকেয়া বিতর্ক। 

West Bengal News Live Updates: পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়

পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চেয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সেমিনার।সেমিনারে গরহাজির বিজেপি, তৃণমূল কংগ্রেস, হামরো পার্টি, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। সেমিনারে যোগ দেন সিপিএমের প্রতিনিধি।

WB News Live Updates: দ্বন্দ্বের জেরে জোড়া মিছিল?

মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্থানীয় তৃণমূল বিধায়ক জুন মালিয়ার নির্দেশে গতকাল মিছিল ছিল মেদিনীপুরে। অথচ সেই মিছিলের কথা জানতেনই না মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি! তাঁর উদ্যোগে আবার একদিন আগেই একই ইস্যুতে মিছিল হয়।

West Bengal News Live Updates: রামপুরহাটে নতুন আইসি

রামপুরহাটের নতুন আইসি দেবাশিস চক্রবর্তী। আর্থিক অপরাধ দমন শাখায় ছিলেন দেবাশিস চক্রবর্তী। রামপুরহাটকাণ্ডের পরেই সাসপেন্ড হন ত্রিদীপ প্রামাণিক। এর আগে আইসির অস্থায়ী দায়িত্বে ছিলেন সর্বজিৎ বসু। 

WB News Live Updates: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার দাদা

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার নরেন কান্দু। গ্রেফতার নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দু। আসিফ খান নামে ঝালদার এক ব্যবসায়ীও গ্রেফতার। 

West Bengal News Live Updates: বেশি ভাড়া নিচ্ছে বাস

লাগাতার জ্বালানির দাম বেড়ে চলেছে। এই অবস্থায় বেশ কিছু বেসরকারি বাস সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।  রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও অনেকটাই কমেছে। রাস্তায় নামছে না বহু বাস। 

WB News Live Updates: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব এবার অ্যাপ ক্যাবে

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব এবার অ্যাপ ক্যাবে। অন্তত ১২ শতাংশ ভাড়া বাড়াল উবর, আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর। বর্ধিত ভাড়া যাবে চালকদের কমিশনে, জানাল উবর কর্তৃপক্ষ। এবার থেকে চালানো হবে এসি, আশ্বাস উবর কর্তৃপক্ষের। 

West Bengal News Live Updates: রাজ্য ভ্যাট প্রত্যাহার করুক, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মন্তব্য শমীকের

রাজ্যে জ্বালানির দাম নিয়ে তরজা। ৪ রাজ্যে ভোটে বিজেপির জয়ের উপহার। সমালোচনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্য ভ্যাট প্রত্যাহার করুক। পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। বিজেপিকে কটাক্ষ করেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। 

WB News Live Updates: কংগ্রেস কাউন্সিলরকে হত্যাকাণ্ডে কীভাবে জড়িত কলেবর সিংহ?

ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতারের পরেও ধোঁয়াশা। কংগ্রেস কাউন্সিলরকে হত্যাকাণ্ডে কীভাবে জড়িত কলেবর সিংহ? কেন খুন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু? এখনও ধোঁয়াশা। ধৃতের সামনে তপন কান্দুর দাদাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের। আসিফ খান নামে স্থানীয় এক ব্যবসায়ীকেও সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ। 

West Bengal News Live Updates: মতুয়াদের বাসে হামলায় গ্রেফতার মোট ৪

মতুয়াদের বাসে হামলায় গ্রেফতার মোট ৪। বাকিদের খোঁজে তল্লাশি চলছে, জানালেন পুলিশ সুপার। পুণ্যার্থীর খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার। 

WB News Live Updates: রামপুরহাটকাণ্ডে ধৃতদের বিশেষ পদ্ধতিতে জেরা

রামপুরহাটকাণ্ডে ধৃতদের বিশেষ পদ্ধতিতে জেরা করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পদ্ধতিতে জেরা করা হচ্ছে। জেরার সময় উপস্থিত থাকছেন একজন মনোবিদও।

West Bengal News Live Updates: ঝাড়খণ্ডের জামতাড়া থেকে ২জন গ্রেফতার

ঝাড়খণ্ডের জামতাড়া থেকে ২জন গ্রেফতার। তথ্য আদানপ্রদানের অভিযোগে গ্রেফতার করল কলকাতা পুলিশ। কোন কোন ব্যাঙ্কে জালিয়াতি? ধৃতদের জেরা করে জানার চেষ্টা পুলিশ। 

WB News Live Updates: ৩৩ বছর পর কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

৩৩ বছর পর কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ১৯৮৯-এর পর ২০২২, কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। সুপার সিক্সের শেষ ম্যাচে ওয়াকওভার পাঞ্জাব স্পোর্টসের। পাঞ্জাব স্পোর্টস ওয়াকওভার দেওয়ায় ৩ পয়েন্ট পায় ইস্টবেঙ্গল। হকি লিগের ১২ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩১, গোলের সংখ্যা ৪২। 

West Bengal News Live Updates: সিবিআইয়ের হাজিরা এড়ালেন এসএসসি-র সদস্য

সিবিআইয়ের হাজিরা এড়ালেন এসএসসি-র উপদেষ্টা কমিটির ৪ সদস্য। ‘সোমবার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি থাকায় আজ হাজিরা সম্ভব নয়’। দুপুর আড়াইটে নাগাদ ইমেল করে জানালেন উপদেষ্টা কমিটির ৪ সদস্য, জানালেন সূত্র। 

WB News Live Updates: রবিবার খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল

রবিবার খাদ্য দফতরের সব কর্মীদের ছুটি বাতিল। খাদ্যসাথী গ্রাহক সম্পর্ক অভিযানের জন্য ছুটি বাতিলের নির্দেশ। 

West Bengal News Live Updates: রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ

লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।

West Bengal News Live Updates: অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই

৬ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।  এই নিয়ে পঞ্চমবার অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

WB News Live Updates: সিবিআই তদন্তে খুশি অনুব্রত

রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের তদন্তে প্রশাসন সাহায্য করছে। সিবিআইয়ের তদন্তে তিনি ১০০ শতাংশ খুশি, জানালেন অনুব্রত মণ্ডল।

West Bengal News Live Updates: গরু পাচারকাণ্ডে ফের তলব অনুব্রতকে

মানুষ তিতিবিরক্ত। তাঁরা দ্রুত এই মামলার শেষ দেখতে চাইছেন। গরুপাচার মামলায় অনুব্রতকে সিবিআইয়ের ফের তলব নিয়ে প্রতিক্রিয়া বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর।

WB News Live Updates: অগ্নিমিত্রা পালকে জয়ী করার জন্য আবেদন মিঠুন চক্রবর্তীর

আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে জয়ী করার জন্য আবেদন মিঠুন চক্রবর্তীর। উনি তো ঠেকেও শিখছেন না, দেখেও না, পাল্টা কুণাল ঘোষ। 

West Bengal News Live Updates: গরু পাচারকাণ্ডে ফের তলব অনুব্রত মণ্ডলকে

গরু পাচারকাণ্ডে ফের তলব অনুব্রত মণ্ডলকে। ৬ এপ্রিল নিজাম প্যালেসে সিবিআই-এর তলব অনুব্রতকে। কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পর ফের তলব।

WB News Live Updates: দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই

আকাশ আংশিক মেঘলা থাকায় দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। এরই মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং সহ কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

West Bengal News Live Updates: টোটো, বাইকে করে পেট্রোল ও বোমা আনা হয় বলে অভিযোগ

রামপুরহাটের বগটুই গ্রামে গত ২১ মার্চ হত্যাকাণ্ডের রাতে দুটি টোটো ও একটি বাইকে করে পেট্রোল ও বোমা আনা হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। সেই দুটি টোটো ও বাইক দুষ্কৃতীরা পাশের কুমাড্ডা গ্রামে ফেলে যায়। এখনও সেগুলি সেখানেই পড়ে আছে। আজ সেগুলি উদ্ধার করতে গ্রামে গেল সিবিআই।

WB News Live Updates: শাসনে বোমাবাজির ঘটনায় ৫ দুষ্কৃতী গ্রেফতার

উত্তর ২৪ পরগনার শাসনে বোমাবাজির ঘটনায় ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, ২২টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তেহাটা গ্রামে বৃহস্পতিবার রাতে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। রাতভর চলে দুষ্কৃতীদের তাণ্ডব।ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাড়িতেও।

West Bengal News Live Updates: এসএসসি-র উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব

নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি-র উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গতকাল রাত ১২টায় এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজাকে তলবের নোটিস দেওয়া হয়েছে। তাঁদের আজ সকাল ১০টায় আসতে বলা হয় নিজাম প্যালেসে সিবিআই দফতরে। এই মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন।

WB News Live Updates: আনারুল হোসেন কার ঘনিষ্ঠ ছিল?

চিঠির পরে নির্বাচন কমিটি গঠনের নথি! রামপুরহাট হত্যাকাণ্ডে আনারুল হোসেনকে নিয়ে বিতর্কের মাঝেই ফাঁস হল বীরভূম জেলা তৃণমূলের প্যাডের কপি। ভাইরাল হওয়া নথিতে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত পুরসভার ভোটের নির্বাচনী কমিটিতে ছিলেন আনারুল হোসেন। তাতে সই আছে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। যাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে।

West Bengal News Live Updates: রামপুরহাটকাণ্ডে ধৃতদের জেরা করা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে

রামপুরহাটকাণ্ডে ধৃতদের বিশেষ পদ্ধতিতে জেরা করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পদ্ধতিতে জেরা করা হচ্ছে। জেরার সময় উপস্থিত থাকছেন একজন মনোবিদও। অভিযুক্তদের কথা বলার ভঙ্গি, শরীরী ভাষা দেখে ওই মনোবিদ আন্দাজ করার চেষ্টা করবেন, অভিযুক্তরা সত্যি না মিথ্যা বলছেন। সেইমতো তিনি রিপোর্ট দেবেন সিবিআই-কে।    

WB News Live Updates: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব এবার অ্যাপ ক্যাবে

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব এবার অ্যাপ ক্যাবে। অন্তত ১২ শতাংশ ভাড়া বাড়াল উবর, আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর। বর্ধিত ভাড়া যাবে চালকদের কমিশনে, জানাল উবর কর্তৃপক্ষ। এবার থেকে চালানো হবে এসি, আশ্বাস উবর কর্তৃপক্ষের।

West Bengal News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে নিহত সাতজনের ডিএনএ পরীক্ষা

রামপুরহাট হত্যাকাণ্ডে নিহত সাতজনের ডিএনএ পরীক্ষা করাবে সিবিআই। নিহতদের পরিবারের অভিযোগ, এর আগে মৃতদেহ শনাক্ত করতে দেওয়া হয়নি তাঁদের। সিবিআই সূত্রের খবর, সেই কারণে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামপুরহাট হত্যাকাণ্ডে আরও ৯ জনকে হেফাজতে নিয়েছে সিবিআই।

WB News Live Updates: এসএসসি-র উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব

নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গতকাল রাত ১২টায় এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজাকে তলবের নোটিস দেওয়া হয়েছে। তাঁদের আজ সকাল ১০টায় আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে সিবিআই দফতরে। এই মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন।

West Bengal News Live Updates: ৭ জন চিত্রশিল্পীর আঁকা ৬৪টি জলরঙের কাজ নিয়ে প্রদর্শনী

৭ জন চিত্রশিল্পীর আঁকা ৬৪টি জলরঙের কাজ নিয়ে গতকাল এক প্রদর্শনীর উদ্বোধন হল সিমা গ্যালারিতে। ল্যান্ডস্কেপ থেকে বৃষ্টি, করোনা পরিস্থিতি থেকে পরিযায়ী শ্রমিক, বিভিন্ন বিষয় উঠে এসেছে চিত্রকলায়। প্রদর্শনী চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

WB News Live Updates: বাস ভাড়া বাড়ানোর দাবি

লাগাতার জ্বালানির দাম বেড়ে চলেছে। এই অবস্থায় বেশ কিছু বেসরকারি বাস সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।  রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও অনেকটাই কমেছে। রাস্তায় নামছে না বহু বাস।  বাস মালিক সংগঠনের দাবি, সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকায় তাঁদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। বাস মালিক সংগঠন সূত্রে খবর, শেষবার কলকাতায় বাসের ভাড়া বেড়েছিল ২০১৮-র সেপ্টেম্বরে।

West Bengal News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে কি তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে?

চিঠির পরে নির্বাচন কমিটি গঠনের নথি! রামপুরহাট হত্যাকাণ্ডে আনারুল হোসেনকে নিয়ে বিতর্কের মাঝেই ফাঁস হল বীরভূম জেলা তৃণমূলের প্যাডের কপি। ভাইরাল হওয়া নথিতে দেখা যাচ্ছে, সদ্য সমাপ্ত পুরসভার ভোটের নির্বাচনী কমিটিতে ছিলেন আনারুল হোসেন। তাতে সই আছে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। যাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে।

WB News Live Updates: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ছেন মুখ্যমন্ত্রী

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ছেন মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটে লিখেছেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। মনসংযোগ করো ও মাথা ঠান্ডা রেখ। তোমরা অবশ্যই সফল হবে।

West Bengal News Live Updates: লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বাজারও আগুন

লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বাজারও আগুন। চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই দাম চড়া। ক্রেতাদের আশঙ্কা, লাগাতার পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। কোথায় গিয়ে খুচরো বাজারের দাম থামবে, তা ভেবে পাচ্ছেন না ক্রেতারা।

WB News Live Updates: আজ শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক

আজ শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক। করোনা আবহে এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষায় বসছেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এবছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসবেন। কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে থাকছেন স্পেশাল অবজার্ভার। টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। আটকে দেওয়া হতে পারে রেজাল্ট। বাতিল হতে পারে স্কুলের অনুমোদনও। 

West Bengal News Live Updates: স্ত্রীর গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল

স্ত্রীর গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল, সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি ও মারধর করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের স্ত্রীর। বছর পাঁচেক আগে দম্পতির বিয়ে হয়। কিন্তু বনিবনা ছিল না। সম্প্রতি দু’জনেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। তাঁরা আলাদা থাকছিলেন। গতকাল স্বামী কিছু নথিতে সই করার জন্য নরেন্দ্রপুরের বাড়িতে স্ত্রীকে ডেকে পাঠান। স্ত্রী সেখানে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। 

WB News Live Updates: ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম

ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম একশোর চৌকাঠে। ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম। পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা।

West Bengal News Live Updates: সিপিএমের নতুন কর্মসূচি ‘পার্টিকে বলো’

‘পাহারায় পাবলিক’-এর পর এবার সিপিএমের নতুন কর্মসূচি ‘পার্টিকে বলো’। মূলত রেড ভলান্টিয়ার্সদের নিয়ে তৈরি হবে বাহিনী। দুর্নীতি বা অত্যাচারের অভিযোগ এলে পাশে দাঁড়াবেন তাঁরা। তবে সিপিএমের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি। 

WB News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার ভাড়াটে খুনি

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করল পুলিশ। যদিও, মৃত কংগ্রেস কাউন্সিলরের পরিবারের প্রশ্ন, এই খুনের নেপথ্যে বড় মাথা কে? ঝালদা থানার আইসি কংগ্রেস কাউন্সিলরকে তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছিলেন কেন? রাজ্য সরকার সিবিআই তদন্তে রাজি হচ্ছে না কেন?

West Bengal News Live Updates: রাজ্যজুড়ে রামনবমী পালনের উদ্যোগ বিশ্ব হিন্দু পরিষদের

করোনার ধাক্কা সামলে এবার মহাসমারোহে রাজ্যজুড়ে রামনবমী পালনের উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনকী এই কর্মসূচি সফল করতে তৃণমূলের নেতা-বিধায়করাও এবার এগিয়ে এসেছেন বলে দাবি পরিষদের। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। কটাক্ষ করেছে সিপিএমও। 

WB News Live Updates: আসানসোলে অগ্নিমিত্রা পালের বিক্ষোভ

খুলে দেওয়া হচ্ছে উপনির্বাচনের বিজেপির প্রচার হোর্ডিং। এই অভিযোগে আসানসোলের মেয়রকে নালিশ জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুরসভার বাইরে বিক্ষোভও দেখান বিজেপি প্রার্থী। যদিও মেয়রের দাবি, কোনও বৈষম্য হয়নি।

West Bengal News Live Updates: বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম

পাঁচ রাজ্যে ভোটের ফল বেরনোর পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আজ আরও বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। আর ডিজেলের দাম পৌঁছল সেঞ্চুরির আরও কাছে। এর মধ্যে মধ্যবিত্তের উপর চাপ বাড়িয়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও একলাফে বেড়েছে অনেকটা।

প্রেক্ষাপট

দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ফের বাড়ল পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম। ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২  টাকা ১৯ পয়সা। ভারতের (India) বুকে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোল! আগে যা কোনও দিন হয়নি, এবার তাই হল! ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হল ৯৭ টাকা ২ পয়সা। আজ পেট্রোল-ডিজেল কিনতে গেলে এই দামই গুনতে হবে ক্রেতাদের।


উত্তরপ্রদেশ-সহ (Uttar Pradesh) পাঁচ রাজ্যে ভোট পর্বের আগে, নভেম্বর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়া কমা বন্ধ হয়ে যায়। আবার ভোটের ফল বেরনোর পরই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগাতার বাড়তে শুরু করেছে। বিজেপি-র (BJP) পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, তেলের দামবৃদ্ধির (Fuel Price Hike) সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। এই দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তাই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। 


এ বিষয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুরো বিষয়টা সরকারের হাতে নেই।’


পাল্টা তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘লাগাতার মূল্যবৃদ্ধি চলছে। মানুষের স্বার্থে কাজ করছে না। শুধু মন কি বাত করছে। শোনা যাচ্ছে, দেশের ভাণ্ডারে তেল নেই। দেশের অবস্থা বিপন্ন।’


বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিংবা যুদ্ধের তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরাও। তাঁরা বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি। তার প্রায় এক মাস পর অবধি ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। এর মধ্যে ৭ মার্চ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু একশো তিরিশ ডলার ছুঁয়ে ফেলে। যা কিনা সেই ২০০৮ সালের পর রেকর্ড। তখন কিন্তু ভারতে পেট্রোল ডিজেলের দাম এক পয়সাও বাড়েনি। গত বছরের ৪ নভেম্বরের পর ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ে ২২ মার্চ। যখন পাঁচ রাজ্যে ভোট মিটে গিয়েছে, বিজেপি চার রাজ্যে ক্ষমতায় এসে গিয়েছে।


বিরোধীরা দাবি করছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমা সত্ত্বেও, পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে মোদি সরকার সাধারণ মানুষকে স্বস্তি দেয়নি। বরং তখনও বেশি দামে পেট্রোল-ডিজেল বিক্রি করে, রাজকোষ ভরেছে। গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে জানান, গত তিন আর্থিক বছরে পেট্রোল-ডিজেলের কর বাবদ কেন্দ্রীয় সরকার ৮ লক্ষ ২ হাজার কোটি টাকা আয় করেছে। এর মধ্যে শুধু ২০২০-২১ আর্থিক বছরেই কেন্দ্রের আয় হয়েছে ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা।


অন্যদিকে, গত বছরের নভেম্বরে মোদি সরকার যখন পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা আর ডিজেলে লিটার প্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমায়। তখন ২৫টি রাজ্য সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাট ছাঁটাই করে পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছিল। কিন্তু, পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটেনি।


সিপিএম আবার কেন্দ্র এবং রাজ্য সরকার দু’পক্ষকেই নিশানা করেছে। তাদের দাবি, দুই সরকারই পেট্রোপণ্যের কর থেকে রাজকোষ ভরছে। আর সাধারণ মানুষ জাঁতাকলে পিষছে। 


পেট্রোল-ডিজেলের দাম কোথায় গিয়ে থামবে? মূল্যবৃদ্ধির বোঝা আরও কতটা ভারী হবে? সেই দুশ্চিন্তাই তাড়া করছে মধ্যবিত্তকে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.