WB News Live Updates: আরপিএফ কনস্টেবলের তৎপরতায় জীবন বাঁচলো বৃদ্ধের
West Bengal News Live Updates: আরপিএফ কনস্টেবলের তৎপরতায় জীবন বাঁচলো বৃদ্ধের। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে যায় বাদল নাগ নামে এক বৃদ্ধের।
রাজ্যের সব পুরসভার প্রশাসকের অপসারণ দাবি। অপসারণ দাবি করলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। ‘বিধানসভা নির্বাচনের আগে কমিশনের নির্দেশে সরানো হয়েছিল। প্রশাসকের পদ থেকে সরানো হয়েছিল রাজনৈতিক ব্যক্তিদের। স্বচ্ছতার স্বার্থে প্রশাসকের পদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের সরানো উচিত। দাবি শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের
প্রশাসকের নামে ঘুরপথে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তৃণমূল। দাবি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের
এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েও রাজ্য সরকার-রাজভবন সংঘাত। ‘ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডে’র সঙ্গে তুলনা করে রাজ্যপালকে খোঁচা অমিত মিত্রের। যে প্রশ্নের উত্তর চেয়েছিলাম, তার উত্তর কোথায়? সুর চড়ালেন রাজ্যপালও। আর এনিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
হাওড়া থেকে মুম্বই, চেন্নাই ও পুরী রুটে হাইস্পিড ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এর জন্য প্রস্তুতি শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জোনগুলিকে। হাইস্পিড ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ স্বামী। এই অভিযোগে লালবাজার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্ত্রী। সরশুনার সরকারহাটের ঘটনা। মহিলার আশঙ্কা, স্বামীকে খুন করে দেহ লোপাট করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার পুলিশের। নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সরশুনা থানার ওসি।
পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ স্বামী। এই অভিযোগে লালবাজার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ স্ত্রী। সরশুনার সরকারহাটের ঘটনা। মহিলার আশঙ্কা, স্বামীকে খুন করে দেহ লোপাট করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার পুলিশের। নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সরশুনা থানার ওসি।
আরপিএফ কনস্টেবলের তৎপরতায় জীবন বাঁচল বৃদ্ধের। বৃহস্পতিবার সকালে মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে যায় বাদল নাগ নামে এক বৃদ্ধের। সেই সময় তাঁকে প্রাণে বাঁচান মেদিনীপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ কনস্টেবল সন্দীপ ধল।
জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, কৃষ্ণনগর। সপ্তমীতে আলোয় ভাসছে চন্দননগর, কৃষ্ণনগর। চন্দননগরের তেঁতুলতলা, বারাসাত গেট ৭৫, গোলাপবাগে, কৃষ্ণনগরের বাঘাডাঙার পুজোর এক ঝলক।
ভুয়ো ওয়েবসাইট খুলে ৫২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ সূত্রে খবর, ব্যবসার জন্য কিছু দামি জিনিস কিনতে চেয়ে ৫২ লক্ষ টাকা দেশে ও বিদেশের অ্যাকাউন্টে জমা দেন অভিযোগকারী ব্যবসায়ী। সেই টাকা গায়েব হয়ে যায়। তদন্তে নেমে বিহারের দ্বারভাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে থাকবেন না ডিএম-রা: নবান্ন সূত্র। বিএসএফ নিয়ে বৈঠক, কাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এসপিদের সঙ্গে বৈঠক। আলোচনা হবে বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে: সূত্র। সীমান্তের ৫০ কিমি পর্যন্ত এলাকায় তল্লাশি, গ্রেফতারের অধিকার। বিএসএফের কাজের পরিসর বৃদ্ধিতে আপত্তি রাজ্য সরকারের। আলোচনায় উঠতে পারে রাজ্যের আপত্তির বিষয়: সূত্র
পূবালি হাওয়ার দাপটে কোণঠাসা উত্তুরে বাতাস। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের পরোক্ষ কারণে শনি, রবিবার বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। বৃষ্টির সম্ভাবনা ২ মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। আকাশ মেঘলা থাকায় বাড়বে। তাপমাত্রা, কমবে শীতের আমেজ
রাজ্য়ে নতুন করে করোনা সংক্রমিত হলেন ৮৫৪ জন। বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,০১,৫৮৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের।
দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ সরশুনার সরকারহাটের বাসিন্দা এক ব্যক্তি। পুলিশ তুলে নিয়ে গিয়ে খুন করে দেহ লোপাট করে দিয়েছে বলে অভিযোগ স্ত্রীর। লালবাজারের দ্বারস্থ পরিবার। অভিযোগ অস্বীকার পুলিশের। নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন, সরশুনা থানার ওসি
বুধবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। এবার তাঁর বিরুদ্ধে কাঁথি মহকুমা আদালতে, পাল্টা মানহানির মামলা করলেন শুভেন্দুর ভাই এবং বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। যদিও, কুণাল ঘোষ এখনও নিজের অবস্থানে অনড়।
নিউটাউনে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে স্ত্রীকে ‘এলোপাথাড়ি কোপ’। ছেলের সামনে কুপিয়ে খুনের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ড্রেনের পাশ থেকে উদ্ধার মৃতদেহ, গ্রেফতার স্বামী।
শীতের শুরুতেই সুন্দরবনে বাঘের দর্শন পেলেন পর্যটকরা। সজনেখালি রেঞ্জে পীরখালির জঙ্গলে রয়্যাল বেঙ্গল দর্শন। কলকাতা থেকে আসা ১১ পর্যটকের দল বাঘের দেখা পায়।
গোয়া চলচ্চিত্র উৎসবে ‘নাম বিভ্রাটে’ ব্রাত্য বসু পরিচালিত সিনেমা বাদ। ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’ সিনেমা বাদ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ইমেলে নামের ভুল বানানের কারণ দেখিয়ে সিনেমা বাদ। ডিকশনারি নয়, প্রযোজককে অন্য সিনেমা পাঠাতে বলা হয়। ওয়েবসাইটে নামের বানান ঠিক ছিল, রাজনৈতিক কারণে সিনেমা বাদ। ‘সিনেমা নির্বাচনের পর সম্ভবত রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে পারে।’ ‘দিল্লি কর্তাদের কথাতেই বাদ পড়েছে আমার সিনেমা’ অভিযোগ শিক্ষামন্ত্রী ও ডিকশনারি সিনেমার পরিচালক ব্রাত্য বসুর।
তারকেশ্বর মন্দিরে দর্শনাথীদের প্রবেশের জন্য আজ থেকেই বাড়ল সময়সীমা। সকাল ৫.৩০ থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা
৩টি প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরে ঢোকার বাকি ২টি গেট। গর্ভগৃহে ঢুকতে পারবেন না। পুণ্যার্থীরা, বাধ্যতামূলক মাস্ক
বিজেপি থেকে বহিষ্কারের পরেই রথীনের নিশানায় সুরজিৎ। ‘সুরজিৎ সাহার নামেও প্রচুর অভিযোগ আছে’। ‘সুরজিৎ সাহার পিছনে কারও ছায়া আছে’
‘কার ছায়া খতিয়ে দেখবে দল’। প্রয়োজনে কোর্টে যাব, হুঁশিয়ারি বিজেপি নেতা রথীন চক্রবর্তীর। পকেটের পয়সায় দল করেছি, প্রমাণ থাকলে যাক, পাল্টা সুরজিৎ সাহা।
আগরতলা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অপর্ণা বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়। এখনও তাঁর বাড়ি পড়ে রয়েছে লন্ডভন্ড অবস্থায়। সেখান থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি।
স্কুল খোলা নিয়ে যাবতীয় আইনি জট কাটল। আগামী ১৬ নভেম্বর থেকেই খুলছে স্কুল। রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখল হাইকোর্ট। রাজ্য ২৯ অক্টোবর যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা মেনেই স্কুল খুলবে জানিয়ে দিল আদালত। সরাসরি প্রভাবিত হচ্ছেন বলে কোনও শিক্ষক বা পড়ুয়া মনে করলে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন বলে জানিয়েছে হাইকোর্ট। ঢোকার সময় ধাক্কাধাক্কি এড়াতে স্কুল টাইমের মধ্যেই অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে, জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল। স্কুল টাইমে ১০ মিনিট করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারও চালানো হবে।
এটা পুরোটাই রাজনৈতিক ডিগবাজি, যা পশ্চিমবঙ্গে আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তীর বিজেপি ছাড়া নিয়ে মন্তব্য অধীর চৌধুরীর।
সুরজিৎ সাহাকে বহিষ্কারের পর আহ্বায়ক হলেন মণিমোহন ভট্টাচার্য। বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার আহ্বায়ক হলেন মণিমোহন ভট্টাচার্য। বুধবার বহিষ্কার করা হয় বিজেপির হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতিকে। শুভেন্দুকে আক্রমণ করায় বিজেপি থেকে বহিষ্কার করা হয় সুরজিৎ সাহাকে।
রাজ্যের তিনটি সরকারি মেডিক্যাল কলেজে চালু হচ্ছে ক্যান্সার ইউনিট। এর মধ্যে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে আগামী বছরেই মিলবে চিকিৎসা পরিষেবা। পরিকাঠামো তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। থাকছে অত্যাধুনিক চিকিৎসার সুবিধা। বর্ধমান ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও চালু হতে চলেছে ক্যান্সার ইউনিট।
শালবনি-আউশগ্রামে দাপাচ্ছে দাঁতাল দল। নষ্ট ফসল। এলকায় আতঙ্ক। ঝাড়গ্রামে ধান খেতে উদ্ধার হাতির দেহ।
তৃণমূলের লক্ষ্য জলপাইগুড়ি পুরসভার সবকটি আসনে জেতা। তাই কোন্দল মিটিয়ে দলীয় নেতা-কর্মীদের একজোট হওয়ার বার্তা দিল জেলা তৃণমূল নেতৃত্ব। শাসক দল আগে দ্বন্দ্ব মেটাক, তারপর বিরোধীশূন্য পুরসভার কথা ভাববে। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
মেদিনীপুর সদর ব্লকে ফের গেরুয়া শিবিরে ভাঙন ধরাল তৃণমূল। শাসক দলের দাবি, প্রায় এক হাজার নেতা, কর্মী দলবদল করেন। যদিও বিজেপির অভিযোগ, হাত-গোনা কয়েকজন দল ছাড়লেও এতে ক্ষতি হবে না।
হুগলির শ্রীরামপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এখনও জমা জলে ভাসছে মশার লার্ভা। নিকাশি সমস্যার কারণে ডেঙ্গির আশঙ্কা বাড়ছে। আজ শ্রীরামপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুরসভার তরফে দ্রুত সমস্যা মেটনোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বন্যায় পাইপ ভেঙে যাওয়ায় বাঁকুড়ার মানকানালি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে পানীয় জল মিলছে না বলে অভিযোগ। নদীর বুকে বালি খুঁড়ে তুলে আনতে হচ্ছে জল। পেটের রোগে ভোগার আশঙ্কা গ্রামবাসীদের। প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। জল নিয়ে শুরু হয়েছে রাজনীতি।
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে দুর্গাপুরে ধুন্ধুমার। শোভাপুরে বেসরকারি হাসপাতালে উত্তেজনা। হাসপাতালের কর্মীদের সঙ্গে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি। গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।
রাতের অন্ধকারে বীরভূমের লাভপুরে নদী থেকে বেআইনিভাবে বালি তোলার অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ। সকালে বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠল বালি মাফিয়াদের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, বর্ষার মরশুমে কুয়ে নদীর বাঁধে ফাটল ধরে। সেখানে বাঁধ সংস্কারের কাজ চলছে। অভিযোগ, তার কিছুটা দূরেই বাঁধ কেটে নদী থেকে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি। গতকাল বিক্ষোভ দেখিয়ে বালি তোলার কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। অভিযোগ, তার জেরে আজ সকালে গ্রামবাসীদের মারধর করে বালি মাফিয়ারা। প্রশাসন নির্বিকার বলে গ্রামবাসীদের অভিযোগ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দরকার হচ্ছে না পাম্পের। গভীর নলকূপ থেকে ক্রমাগত বেরিয়ে যাচ্ছে জল। চাষের জন্য বসানো নলকূপের জেরেই এখন বিপাকে পশ্চিম বর্ধমানের কাঁকসার নিমটিকুড়ির কৃষকরা। জল জমে ক্ষতির মুখে পাকা ধান, সবজি। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কাঁকসার বিডিও।
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনা মামলায় রাজ্যের রিপোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ। এখনও পর্যন্ত এ নিয়ে কেন্দ্রের পক্ষে কোনও রিপোর্ট জমা পড়েনি। আগামী ১২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।
শিল্পে বিনিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সংঘাতে রাজ্য। রাজ্যপালকে লেখা চিঠি প্রকাশ্যে এনে আক্রমণে অমিত মিত্র। ‘বিনিয়োগ নিয়ে চিঠি দিয়েছিলাম, তাতে যাবতীয় তথ্য ছিল’, রাজ্যপালের অভিযোগ উড়িয়ে পাল্টা ট্যুইট অমিত মিত্রের। ‘রাজ্যপালের ট্যুইট ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের ক্লাসিক কেস। সহযোগিতার কথা বলে পাল্টা ট্যুইট, স্মৃতিভ্রংশ সমস্যায় ভুগছেন?’ শিল্পে বিনিয়োগ নিয়ে রাজ্যপালকে ট্যুইটে পাল্টা আক্রমণে অমিত মিত্র। তাঁর ট্যুইটের পাল্টা আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
৫ বছরের শিল্প সম্মেলনে কোথায় বিনিয়োগ? কোনও তথ্য দেননি অমিত মিত্র। ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড কটাক্ষের পাল্টা রাজ্যপাল।
বড়ঞায় দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। গাড়ি লক্ষ্য করে ইট। এলাকায় ধুন্ধুমার। ফুটেজ দেখে গ্রেফতার ১৬।
হাসপাতালের দোতলার ওয়ার্ড থেকে নিচে পড়ে গেলেন রোগী। বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে উদ্ধার করেন অন্য রোগীর আত্মীয়রা। হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগী। গতকাল রাত ১১টা নাগাদ তাঁকে একতলায় নর্দমার মধ্যে পড়ে থাকতে দেখেন অন্য রোগীর আত্মীয়রা। হাতে লাগানো ছিল স্যালাইনের চ্যানেল। রোগীর অভিযোগ, দোতলার ওয়ার্ড থেকে তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়।ওই হাসপাতালেই চিকিৎসাধীন রোগী। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ট্যুইট করে টুইট করে নিজেই জানালেন এ কথা। ট্যুইটারে শ্রাবন্তী চট্টোপাধ্যায় লেখেন, ‘গত বিধানসভা নির্বাচনে যে দলের হয়ে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। বাংলার উন্নয়নের জন্য বিজেপির কোনও উদ্যোগ দেখতে পাচ্ছি না, তাদের নিষ্ঠারও অভাব রয়েছে।’
পুরভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু। নিউ আলিপুরের বুড়ো শিবতলা এলাকায় তৃণমূল কর্মীরা নেমে পড়েছেন দেওয়াল লেখার কাজে।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপারের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে জমা পড়ল অভিযোগ। নালিশ জানালেন হাসপাতালের ৮ জন সহকারী সুপার। অভিযোগপত্র সোশাল মিডিয়ায় ভাইরাল।
মালদার হরিশ্চন্দ্রপুরে শিয়ালের আতঙ্ক। জখম অন্তত ৪০ জন। আজ ভোররাতে হরদমনগর গ্রামে হানা দেয় ১৫-২০টি শিয়ালের দল। তাদের কামড়ে জখম হন ৪০ জন গ্রামবাসী। এরপর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাঠি নিয়ে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। দুটি শিয়ালকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। শিয়ালের কামড়ে জখম বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি।
আসন্ন পুরভোটে দলের কেউ গোঁজ প্রার্থী হলে চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি দিলেন বনগাঁ সংসদীয় জেলার তৃণমূল সভানেত্রী। গতকাল গাইঘাটায় তিনি বলেন, ভাল ভাবমূর্তি রয়েছে এমন ব্যক্তিকেই পুর নির্বাচনে প্রার্থী করা হবে। তবে প্রার্থী অপছন্দ হলে গোঁজ প্রার্থী দেওয়া চলবে না। বিজেপির কটাক্ষ, শাসকদলে গোষ্ঠীকোন্দল রয়েছে। তাই পুরভোটে হারের আশঙ্কা করেই এ ধরনের হুঁশিয়ারি।
শালবনির পাশাপাশি পূর্ব বর্ধমানের গলসি থেকে আউশগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে ৪০টি হাতির দল। স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে গলসির শিল্লার কাছে দামোদর পেরিয়ে ঢুকে পড়ে হাতির দলটি। খবর পেয়ে পৌঁছে যায় গলসি থানার পুলিশ ও হুলা পার্টি। এরপর হাতির দলটি ২ নম্বর জাতীয় সড়ক ধরে, বর্ধমান-আসানসোল রেললাইন পেরিয়ে চলে যায় আউশগ্রামে। দলে ৪-৫টি হস্তিশাবক রয়েছে।
এবার ছটপুজোকে কেন্দ্র করে আসানসোলে রাজনৈতিক তরজা। গতকাল বার্নপুরে ছটপুজোয় অংশ নেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের কটাক্ষ, ‘বাংলার মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার চায় না, শিরদাঁড়া সোজা করে বাঁচতে চায়।’ পাল্টা তৃণমূলের দাবি, ‘বাংলার মানুষ রাজ্য সরকারের প্রকল্পে উপকৃত। সাধারণ মানুষের মনোভাব টের পাননি বিজেপি বিধায়ক।’
জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই তরুণের। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে কাঠামবাড়ি আফালচাঁদ জঙ্গলের কাছে রাস্তায় দাঁড়িয়েছিল বিকল ট্রাক। ৯টা নাগাদ ট্রাকের পিছনে ধাক্কা মারে স্কুটার। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটার আরোহী দুই তরুণের। মৃত দু’ জনই কৈলাসপুর চা বাগান এলাকার বাসিন্দা।কারও মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।
একদিকে ঝাড়গ্রামে ধান খেতে উদ্ধার হাতির দেহ। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে হাতির তাণ্ডব। আজ সকালে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের কুকুড়াখুপি গ্রামে ধান খেতের মধ্যে পূর্ণবয়স্ক দাঁতালের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বন দফতরের কর্মীরা এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে বন দফতর জানিয়েছে। অন্যদিকে, আজ ভোর থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনির পাথরি গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে ১৮-২০টি হাতির দল। চাষের জমিতে নেমে নষ্ট করছে ফসল। আতঙ্কিত গ্রামবাসীরা।
পূবালি হাওয়ার দাপটে কোণঠাসা উত্তুরে বাতাস। ফলে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সপ্তাহান্তে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি ও মেঘলা আকাশের জেরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
শহরে নতুন সাইবার প্রতারণার ফাঁদ। ভুয়ো ওয়েবসাইট খুলে ৫২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিহার থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার অভিযুক্ত।
রেশন নেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে প্রতিবেশীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের চক ইসমাইলপুর গ্রামের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নন্দীগ্রামে পুনর্গণনা হলে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ তৃণমূলের। পাল্টা লড়াইয়ের প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, চকোলেট আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নাটক করছিলেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। গদ্দার বলে আক্রমণ করেছেন কুণাল ঘোষ।
নন্দীগ্রামে শহিদ স্মরণের অনুষ্ঠানে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মাটি থেকেই পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব নিয়ে তরজায় জড়িয়েছে দু’পক্ষ।
বহু লোক বিজেপিতে আসছে, চলে যাচ্ছে। তাই সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে। অনেকে ধারণার বশবর্তী হয়ে অনেক কথা বলছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে দলে অসন্তোষ প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে দূষণ রুখতে ছটপুজোর আগে বন্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে দুই সরোবরের চারদিক। আজ সন্ধে ৬টা পর্যন্ত রবীন্দ্র ও সুভাষ সরোবরে সাধারণের প্রবেশ নিষেধ। মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। কোনও পুণ্যার্থীর দেখা মেলেনি। পাশাপাশি, যে সমস্ত জলাশয়ে ছটপুজো করা যাবে, তার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে KMDA-র তরফে।
আগের নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে নিয়োগ, জানাল কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির জন্য স্কুল সার্ভিস কমিশনকে আরও ৩ মাস সময় দিল আদালত। ১৫ সপ্তাহ পরে ফের হবে শুনানি।
কলকাতায় মোটের উপর নির্বিঘ্নেই হল ছটপুজো। পরিবেশ আদালতের নির্দেশ পালনে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে রবীন্দ্র ও সুভাষ সরোবর। প্রশাসনের তৈরি করে দেওয়া বিভিন্ন অস্থায়ী ঘাটে হল পুজো। ওয়াটগঞ্জের তক্তাঘাট ও দইঘাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
বারাসাতের রমেশপল্লিতে প্রৌঢ়ের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েই স্বামী-স্ত্রীর ঝামেলা। সেই টানাপোড়েনেই খুন, এমনই অভিযোগ মৃতের ভাইয়ের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মৃতের স্ত্রী। তদন্তে নেমেছে পুলিশ।
বিধানসভা ভোটে হারের পর থেকে বিজেপির অন্দরে অব্যাহত অস্বস্তি। দলত্যাগ, গোষ্ঠীদ্বন্দ্ব, বেসুরো মন্তব্য তো ছিলই। তার মধ্যে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়াল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাওড়া সদরের বিজেপি সাংগঠনিক সভাপতির আক্রমণ। এরপর তাঁকে বহিষ্কার করা হলেও, বিষয়টি নিয়ে সরব হতে দেরি করেনি বিজেপি-বিরোধীরা।
নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ। হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতি সুরজিত্ সাহাকে বহিষ্কার করল বিজেপি। দলে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে দলেই বলতে হবে, বললেন দিলীপ ঘোষ। যদিও নিজের অবস্থানেই অনড় বহিষ্কৃত নেতা।
প্রেক্ষাপট
রঞ্জিত হালদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সোমনাথ মিত্র, ভাঙড়: ‘পুলিশ-প্রশাসন আমাদের। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব!’
ভাঙড়ে তৃণমূলের যুব নেতার হুমকির ভিডিও ভাইরাল। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। পুলিশ-প্রশাসন শাসকের কথা শুনে চলছে, যুব নেতার কথাতেই তা পরিষ্কার। এমনটাই অভিযোগ বিরোধীদের। এই মন্তব্য দল সমর্থন করে না, বিতর্কের মুখে সাফাই তৃণমূল নেতৃত্বের।
‘বাংলায় আমাদের সরকার। বাংলায় আমাদের পুলিশ। বাংলায় আমাদের প্রশাসন। কাশীপুর থানার আইসি আমাদের। কেএলসি থানার আইসি আমাদের। পুলিশ প্রশাসন আমাদের। ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব আগামীদিনে।’
ভাইরাল ভিডিওতে বিতর্কিত মন্তব্য যুব তৃণমূল সভাপতির। ইনি ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি অভীক মজুমদার। রবিবার ভাঙড়ের পদ্মপুকুরে এভাবেই বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেন তিনি। ভাইরাল ভিডিওতে শাসক দলের এই নেতাকে বলতে শোনা যায়, ‘যারা ISFকে পিছন থেকে মদত দেবে, প্রত্যেককে আমরা চিহ্নিত করব। বাংলায় আমাদের সরকার। বাংলায় আমাদের পুলিশ। বাংলায় আমাদের প্রশাসন। কাশীপুর থানার আইসি আমাদের। কেএলসি থানার আইসি আমাদের। পুলিশ প্রশাসন আমাদের। ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব আগামীদিনে।’
ঘটনাচক্রে রবিবার যে মাঠে দাঁড়িয়ে শাসক নেতা এই মন্তব্য করছেন, একইদিনে একই মাঠে একটি সভা করা নিয়ে আইএসএফ-পুলিশ সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে পদ্মপুকুর। আর তারপরই জেলা তৃণমূল যুব সভাপতির এই বক্তব্য নেটমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। দলের জেলা যুব তৃণমূল সভাপতির এহেন মন্তব্যে চরম অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
শাসক নেতার এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, ‘এটাই এদের ভাষা। এই পুলিশ যে তৃণমূল হয়ে গেছে, এগুলো তার প্রমাণ। তাই প্রকাশ্যে যুব সভাপতি এই ধরনের কথা বলছেন।’
অস্বস্তির মুখে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা বলেছেন, ‘পার্টি পার্টির মতো চলে, প্রশাসন প্রশাসনের মতো চলে। এরা বাচ্চা ছেলে, বোঝে না। যা বলেছে একেবারেই ঠিক বলেনি। এ নিয়ে কথা বলব। প্রশাসন ও পার্টি এক নয়। এক জায়গায় মিশিয়ে দেওয়া যায় না।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -