West Bengal News Live Updates: এবার SIR বিক্ষোভে উত্তপ্ত স্বরূপনগর, বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের
West Bengal News: সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
স্বাস্থ্য ভবনের সামনে বিশাল উঁচু ব্যারিকেড। আশা কর্মীরা পৌঁছতেই বাধা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ধরপাকড়। তুমুল উত্তেজনা।
আশা কর্মীদের প্রতিবাদে ধর্মতলায় তুলকালাম। হাওড়া-শিয়ালদা থেকে এসে ধর্মতলায় জমায়েত। ব্যারিকেড ভাঙার চেষ্টা।
স্বাস্থ্য ভবনে যাওয়ার আগেই বাধা আশা কর্মীদের। শিযালদা স্টেশনে নামতেই আটক। ছাড়া হল প্রায় ৫ ঘণ্টা পর। ধর্মতলার পথে আন্দোলনকারীরা।
আশা কর্মীদের বাধী হাওড়া স্টেশনেও। দীর্ঘক্ষণ পর ছাড়তেই মিছিল করে স্বাস্থ্য ভবনের পথে আন্দোলনকারীরা।
স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে সেক্টর ফাইভে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
স্বাস্থ্যভবন আসার পথে জেলায় জেলায় আশা কর্মীদের বাধার অভিযোগ। কোথাও উঠতে দেওয়া হল না ট্রেনে। কোথাও নিয়ে যাওয়া হল থানায়।
আটকানো হল আশা কর্মীদের বাসও। বেলদা, গুসকরা-সহ একাধিক জেলায় বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ। অবরোধ বিক্ষোভ আন্দোলনকারীদের।
আশা কর্মীদের অভিযানের আগেই ট্রেনে উঠতে বাধার অভিযোগ। গতকাল রাত থেকেই মালদায় ট্রেনে উঠতে না দিয়ে আটকে রাখার অভিযোগ।
আশা কর্মীদের আটকানোর অভিযোগ মেদিনীপুর, বেলদা, বাঁকুড়াতেও। মেদিনীপুর রেললাইনে শুয়ে প্রতিবাদ।
৭ জানুয়ারির কর্মসূচিতে ধুন্ধুমার। আজ ফের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। অশান্তির আশঙ্কায় স্বাস্থ্য ভবনে কড়া নিরাপত্তা।
IPAC কাণ্ডের আবহে আগামী সপ্তাহেই কলকাতায় আসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। কথা বলবেন IPAC অভিযানে থাকা অফিসারদের সঙ্গে। মামলার অগ্রগতি নিয়েও আলোচনা।
হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন শুভেন্দু অধিকারী। ২৯ জানুয়ারি পর্যন্ত পদক্ষেপ নয়। বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় CAPF ও রাজ্যের কাছে রিপোর্ট তলব।
রাজীব কুমারের পর রাজ্যের ডিজি কে? শুক্রবারের মধ্যে UPSC-কে তালিকা পাঠাতে হবে রাজ্যকে। ২৮ জানুয়ারি আলোচনার পর ২৯ জানুয়ারি সম্ভাব্য তালিকা পাঠাবে UPSC.
West Bengal News Live: SIR-এর শুনানি কেন্দ্রে ঢুকে BLO-কে শাসানি খোদ মন্ত্রীর !
SIR-এর শুনানি কেন্দ্রে ঢুকে BLO-কে শাসানি খোদ মন্ত্রীর! শুনানি কেন্দ্রে ঢুকে BLO-কে হুমকি রঘুনাথগঞ্জের বিধায়কের। BLO-কে হুমকি দিয়ে বিতর্কের মুখে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। BLO-কে বিজেপির দালাল কটাক্ষ তৃণমূল বিধায়কের।
WB News Live: বিধানসভা ভোটের আগে জোটের ডাক ISF বিধায়কের
তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক নৌশাদ সিদ্দিকির। 'কংগ্রেস, বামফ্রন্ট ও অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে কথা বলেছি'। 'তৃণমূলকে হারাতে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে', বিধানসভা ভোটের আগে জোটের ডাক ISF বিধায়কের।






















