West Bengal News : মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই রাস্তা দখল রুখতে তৎপর কলকাতা পুলিশ
West Bengal News LIVE Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর। নজর রাখুন এই লিঙ্কে।

Background
আজ শুরু লোকসভা অধিবেশন। অষ্টাদশ লোকসভার অধিবেশনের প্রথমদিন আজ। আর এদিনই ঝড়ের পূর্বাভাস দেখছে রাজনৈতিক মহল। NEET, NET ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরতে পারেন বিরোধীরা। এককাট্টা হয়ে মোদি সরকারকে আক্রমণের স্ট্র্যাটেজি নিয়েছে ইন্ডিয়া জোট। উত্তর দিতে কতটা তৈরি মোদি সরকার? বাংলার সাংসদরাই বা কতটা জেরবার করবে মোদি সরকারকে ? উত্তর মিলবে আজই। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে এক বন্ধনীতে রেখে এই ইস্যু নিয়ে আক্রমণ করতে পারেন বিরোধীরা। পাল্টা কৌশল ঠিক করতে রবিবার গভীর রাতে নিজের বাসভবনে বৈঠক করেন জেপি নাড্ডা । অন্যদিকে
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরে সঙ্গে বৈঠকও করেন বিজেপি সভাপতি।
অন্যদিকে কলকাতার গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ তৃণমূল কর্মীকে। সিসি ক্যামেরার ফুটেজে সামনে এসেছে শিউরে ওঠা ছবি। এখনও অধরা মূল অভিযুক্ত। আতঙ্কে রয়েছেন আহত কাউন্সিলর।
সমবায় ভোটেও অশান্তি। নন্দীগ্রামে জয়ী বিজেপি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সিঙ্গুরে বামেদের হাতছাড়া গোবিন্দপুর সমবায়। তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ।
WB News Live: বারাসাতের কাজিপাড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য
প্রথমে ভাইপোকে নৃশংসভাবে খুন, তারপর ছেলেধরা নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো। বনগাঁ, বারাসাত, অশোকনগরকাণ্ডের মূলচক্রী বারাসাতের কাজিপাড়ায় খুন হওয়া নাবালকের জেঠু এঞ্জার নবি। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আরও তথ্যের জন্য ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা।
PM Modi: অষ্টাদশ অধিবেশন শুরুর আগে, সোমবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সহমতের ভিত্তিতে চলার বার্তা
সাংসদ পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। শপথ নিল মোদি-মন্ত্রিসভার সাংসদরাও। অষ্টাদশ অধিবেশন শুরুর আগে, সোমবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সহমতের ভিত্তিতে চলার বার্তা। এরইমধ্য়ে, এদিনই সংবিধান হাতে পুরনো সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাল কংগ্রেস।






















