West Bengal News : মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই রাস্তা দখল রুখতে তৎপর কলকাতা পুলিশ
West Bengal News LIVE Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর। নজর রাখুন এই লিঙ্কে।
LIVE

Background
WB News Live: বারাসাতের কাজিপাড়ায় খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য
প্রথমে ভাইপোকে নৃশংসভাবে খুন, তারপর ছেলেধরা নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো। বনগাঁ, বারাসাত, অশোকনগরকাণ্ডের মূলচক্রী বারাসাতের কাজিপাড়ায় খুন হওয়া নাবালকের জেঠু এঞ্জার নবি। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আরও তথ্যের জন্য ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা।
PM Modi: অষ্টাদশ অধিবেশন শুরুর আগে, সোমবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সহমতের ভিত্তিতে চলার বার্তা
সাংসদ পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। শপথ নিল মোদি-মন্ত্রিসভার সাংসদরাও। অষ্টাদশ অধিবেশন শুরুর আগে, সোমবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল সহমতের ভিত্তিতে চলার বার্তা। এরইমধ্য়ে, এদিনই সংবিধান হাতে পুরনো সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাল কংগ্রেস।
WB News Live: গড়িয়াহাট-হাতিবাগানে ফুটপাথ দখল, পুলিশ-পুুরসভাকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'সল্টলেক আমার কাছে লজ্জা, রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল, সল্টলেকেও হচ্ছে। সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে ?', ভর্ৎসনা মমতার। গড়িয়াহাট-হাতিবাগানে ফুটপাথ দখল, পুলিশ-পুুরসভাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই রাস্তা দখল রুখতে তৎপর কলকাতা পুলিশ
ফুটপাথ দখলের পর রাস্তার পাঁচ ফুট এলাকা জবরদখল করে দোকান। মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই তৎপর কলকাতা পুলিশ। হাতিবাগানে রাস্তার ওপর দোকানগুলিকে গুটিয়ে ফেলার নির্দেশ।
WB News Live: আক্রান্ত নেতার বাড়িতে আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল
আসানসোলের বারাবনিতে আক্রান্ত বিজেপির যুব মোর্চার নেতার বাড়িতে বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। ৫ জুন ভোট পরবর্তী হিংসার শিকার হন বিজেপির যুব মোর্চার নেতা খোকন মহারাজ। আজ খোকনের বাড়িতে যান অগ্নিমিত্রা। পরিবারের পাশে থাকার আশ্বাস তাঁর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
