WB Live News Updates : হাসপাতালের মেঝেয় রোগীর গায়ে, মাথায় ঘুরে বেড়াচ্ছে ইঁদুর

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 16 Feb 2023 11:21 PM
WB Live News Updates: মেয়াদ নিয়ে আশঙ্কা প্রকাশের পর এবার কটাক্ষের সুর চিরঞ্জিতের

'ধনকড়ের পথেই যাচ্ছেন সিভি আনন্দ বোস, থেকে যাবেন', মেয়াদ নিয়ে আশঙ্কা প্রকাশের পর এবার কটাক্ষের সুর চিরঞ্জিতের। তিনি বলেন, 'বলেছিলাম এভাবেই চললে পুরো মেয়াদ থাকতে পারবেন না। এখন থাকবেন, এখন তো সব কিছুই মেনে নিচ্ছেন।'

WB Live News: হাসপাতালের মেঝেয় রোগীর গায়ে, মাথায় ঘুরে বেড়াচ্ছে ইঁদুর

হাসপাতালের মেঝেয় রোগীর গায়ে, মাথায় ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। সোশাল মিডিয়ায় ভাইরাল মালদা মেডিক্যালের ভিডিও। কেন এই অব্যবস্থা, প্রশ্ন তুলছেন রোগীদের আত্মীয়রা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার। 

WB Live News Updates: চায়ের গুমটি সরানো নিয়ে কালনায় প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ প্রকাশ্যে

রাস্তা লাগোয়া পুকুরপাড়ে চায়ের গুমটি সরানো নিয়ে কালনায় প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ প্রকাশ্যে। বিজেপির জেলা সহ সভাপতি বিশ্বজিৎ কুণডুর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। পাল্টা বিজেপি নেতার অভিযোগ, তাঁর জমি জবরদখলে মদত দিচ্ছে শাসক শিবির। 

WB Live News: রামনগরের সভা থেকে এবার মৎস্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির পরে এবার প্রধানমন্ত্রী, বিতর্কের মুখেও বারবার বেলাগাম অখিল। 'ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে আঁকড়ে ভালবাসতে গিয়েছিলেন, গুঁতিয়ে দিয়েছে', রামনগরের সভা থেকে এবার মৎস্যমন্ত্রীর নিশানায় প্রধানমন্ত্রী।

WB Live News Updates: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী অভিযোগ মুখ্যমন্ত্রীর?

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে অনুমোদন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। আজ মেদিনীপুরের সভায় এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে উদাসীন মোদি সরকার!

WB Live News: সমবায় ব্যাঙ্কের ৩৩০টি বেনামি অ্যাকাউন্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ অনুব্রত মণ্ডলকে

সায়গল হোসেনের পর, আজ আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করল সিবিআই। প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, বীরভূমের সমবায় ব্যাঙ্কের ৩৩০টি বেনামি অ্যাকাউন্টের বিষয়ে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে।

WB Live News Updates: জগদ্দলে জমি ব্যবসায়ীকে মারধর, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ৫ জনকে গ্রেফতার

উত্তর ২৪ পরগনার জগদ্দলে জমি ব্যবসায়ীকে মারধর, তোলাবাজি, খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। 

WB Live News: অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট

অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট। কলকাতাজুড়ে বেলাগাম সংক্রমণ, শিশু হাসপাতালে আইসিইউয়ে সঙ্কট। আইসিইউয়ে বেডের জন্য হাহাকার, উপচে পড়ছে জেনারেল বেড। সঙ্কট সামাল দিতে কোথাও কোথাও এক জেনারেল বেডে ২জন শিশুর চিকিৎসা ।

WB Live News: অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট

অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট। কলকাতাজুড়ে বেলাগাম সংক্রমণ, শিশু হাসপাতালে আইসিইউয়ে সঙ্কট। আইসিইউয়ে বেডের জন্য হাহাকার, উপচে পড়ছে জেনারেল বেড। সঙ্কট সামাল দিতে কোথাও কোথাও এক জেনারেল বেডে ২জন শিশুর চিকিৎসা ।

WB Live News: অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট

অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট। কলকাতাজুড়ে বেলাগাম সংক্রমণ, শিশু হাসপাতালে আইসিইউয়ে সঙ্কট। আইসিইউয়ে বেডের জন্য হাহাকার, উপচে পড়ছে জেনারেল বেড। সঙ্কট সামাল দিতে কোথাও কোথাও এক জেনারেল বেডে ২জন শিশুর চিকিৎসা ।

WB Live News: অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট

অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট। কলকাতাজুড়ে বেলাগাম সংক্রমণ, শিশু হাসপাতালে আইসিইউয়ে সঙ্কট। আইসিইউয়ে বেডের জন্য হাহাকার, উপচে পড়ছে জেনারেল বেড। সঙ্কট সামাল দিতে কোথাও কোথাও এক জেনারেল বেডে ২জন শিশুর চিকিৎসা ।

WB Live News: অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট

অ্যাডিনো ভাইরাসের দাপট, কলকাতার শিশু হাসপাতালে চূড়ান্ত সঙ্কট। কলকাতাজুড়ে বেলাগাম সংক্রমণ, শিশু হাসপাতালে আইসিইউয়ে সঙ্কট। আইসিইউয়ে বেডের জন্য হাহাকার, উপচে পড়ছে জেনারেল বেড। সঙ্কট সামাল দিতে কোথাও কোথাও এক জেনারেল বেডে ২জন শিশুর চিকিৎসা ।

WB Live News Updates: 'আমরা ম্যাজিশিয়ান নই, টাকাটাও জোগাড় করতে হবে', বললেন মমতা

বকেয়া সরকারি কর্মীদের ডিএ, তা নিয়ে কেন্দ্রের ঘাড়েই দায় চাপালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমরা ম্যাজিশিয়ান নই, টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলে এটা পেলাম, ওটা দাও, যেটা পেলে সেটা ধরে রাখতে টাকা চাই। কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে, বিজেপি বলছে টাকা দিও না। মানুষ উপকৃত হলে ভোট চাইবে কী করে?'

WB Live News: রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে বিজেপি সাংসদ

রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে গেলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

WB Live News Updates: রাজারহাট চিনার পার্কে বহুতলের একতলায় বিধ্বংসী আগুন

রাজারহাট চিনার পার্কে বহুতলের একতলায় বিধ্বংসী আগুন।

WB Live News: কুন্তল ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডি-র আধিকারিকরা

কুন্তল ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডি-র আধিকারিকরা। প্রেসিডেন্সি জেলে গেলেন ইডি-র আধিকারিকরা। ঘণ্টা দুয়েক ধরে চলছে জিজ্ঞাসাবাদ। কার কার সাহায্যে চলত চক্র? জানতে চায় ইডি

WB Live News Updates: প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম

প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। বার্ধক্যজনিত অসুস্থতায় ভর্তি ছিলেন হাসপাতালে। পিকে বন্দ্যোপাধ্যায়-চুনি গোস্বামীর পর এবার চলে গেলেন বলরাম। ভারতীয় ফুটবলে পিকে-চুনি-বলরাম পরিচিত ছিলেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর নামে

WB Live News Updates : মেট্রোর পিলারকেও এবার নীল-সাদা করতে চায় কলকাতা পুরসভা

মেট্রোর পিলারকেও এবার নীল-সাদা করতে চায় কলকাতা পুরসভা। মেট্রো রেলের পিলারকে নীল-সাদা করার আবেদন জানিয়ে মেয়রের চিঠি। মেট্রোর পিলারের রং নিয়ে রেল বিকাশ নিগমকে চিঠি কলকাতার মেয়রের। 'মেট্রোর পিলারের রং রাজ্যের থিম কালারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়', রাজ্যের সৌন্দর্যায়নে সামিল হতে রেল বিকাশ নিগমের কাছে আবেদন পুরসভার।

WB Live News: মালদা মেডিক্যালে ইঁদুরের দৌরাত্ম্যের ছবি ভাইরাল

মালদা মেডিক্যালে ইঁদুরের দৌরাত্ম্যের ছবি ভাইরাল। রোগীর গায়ের উপর দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। হাসপাতালে মানসিক ভারসাম্যহীনের শয্যায় ইঁদুর। বিরক্ত হয়ে ইঁদুর মারার ছবি ভাইরাল। 'রোগীর শয্যায় ইঁদুরের বিষয়টি সহকারি সুপারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ছাড়া পেস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্যভবনকে জানানো হয়েছে।' জানিয়েছেন মালদহ মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা।

WB Live News Updates : বকেয়া ডিএ-র দাবিতে ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের

বকেয়া ডিএ-র দাবিতে ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের। ২০, ২১ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের। গতকালই বাজেটে ৩% ডিএ ঘোষণা রাজ্য সরকারের। ৩ শতাংশ ডিএ-প্রাপ্তিতে খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। বকেয়া ডিএ-র দাবিতে ১৩ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল যৌথ মঞ্চ। বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণার পরেই ফের ২দিনের কর্মবিরতির ডাক।

WB Live News: বীরভূমের সমবায় ব্যাঙ্কে ৩৩০টি ডামি অ্যাকাউন্টের হদিশ

বীরভূমের সমবায় ব্যাঙ্কে ৩৩০টি ডামি অ্যাকাউন্টের হদিশ। অনুব্রতকে জেরা করতে ফের আসানসোল জেলে গেল সিবিআই। 

WB Live News Updates : শিলিগুড়িতে রাস্তার উপর গাড়িতে আগুন, আতঙ্ক এলাকায়

শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনে সকাল ১১টা নাগাদ রাস্তার ওপর দাউদাউ করে জ্বলতে থাকে একটি গাড়ি। গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে, রাস্তার পাশে গাড়ি থামিয়ে নেমে পড়েন চালক। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। ধোঁয়ায় ভরে যায় চারপাশ।   শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের। কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও দ্রুত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

SSC Case: নিয়োগ দুর্নীতিতে আদালতে ফের প্রশ্নের মুখে সিবিআই-ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ-সুবীরেশ-কল্যাণময়-সহ ৭ জনকে আদালতে পেশ। ফের বিচারকের প্রশ্নের মুখে সিবিআই। 
তদন্তের অগ্রগতি কোথায়? সিবিআইকে প্রশ্ন বিচারকের। কোথাও সার্চ হয়েছে? কারও বয়ান রেকর্ড হয়েছে? সিবিআইকে প্রশ্ন। 


 

WB Live News Updates : কলকাতা হাইকোর্টে নৌশাদ সিদ্দিকির বন্ধু, গ্রেফতারির আশঙ্কা করছেন, জানালেন

আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বন্ধুর চেন্নাইয়ের বাড়িতে। কলকাতা পুুলিশের অভিযান। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।  
ব্যবসায়ী শেখ সামসুর আলম। তাঁর আইনজীবীর দাবি, সামসুর গয়না ব্যবসায়ী। তাঁর বাড়ি চেন্নাইতে। তিনি কোনও ঘটনার সঙ্গে জড়িত নন। ওই ব্যবসায়ী শুধুমাত্র নৌশাদ সিদ্দিকির বন্ধু। তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন। 

WB Live News:বীরভূমের সমবায় ব্যাঙ্কে ৩৩০টি ডামি অ্যাকাউন্ট!

বীরভূমের সমবায় ব্যাঙ্কে ৩৩০টি ডামি অ্যাকাউন্ট। কিন্তু যাঁদের নামে অ্যাকাউন্ট তাঁরা কিছুই জানেন না। এমনকি অনেকে তো নাম সই করতেও পারেন না। 

SSC Case: কুন্তল ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডি

কুন্তল ঘোষকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে ইডি-র আধিকারিকরা। প্রেসিডেন্সি জেলে গেলেন ইডি-র আধিকারিকরা।

SSC Group D: গ্রুপ ডি মামলায় ১৯১১ জনের বেতন ফেরতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ

গ্রুপ ডি মামলায় ১৯১১ জনের বেতন ফেরতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চের বাকি নির্দেশ বহাল। ১৯১১ জনের চাকরি বাতিল এবং বেতন ফেরত দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা। 'অনেক ভুল হয়েছে, এখন সংশোধন করার সময় এসেছে, আমরা সেটাই করছি। কোনও দুর্নীতির জন্য প্রতিষ্ঠানের বদনাম হতে দেওয়া যায় না', সওয়াল কমিশনের।


WB Live News Updates : কালাছড়াতে বিজেপি-র হাতে আক্রান্ত দুই সিপিএম কর্মী!

শান্তিরবাজার বিধানসভার কালাছড়াতে গন্ডগোল বাধে। অভিযোগ, বিজেপির হাতে আক্রান্ত হন দুই সিপিএম কর্মী। শান্তিরবাজার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।  হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

Cattle Smuggling Case: আসানসোল জেলে সিবিআই, জিজ্ঞাসাবাদ অনুব্রতকে

গরুপাচার মামলায় ১৪ দিনের জেল হেফাজত শেষে আগামীকাল আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তার ২৪ ঘণ্টা আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে জেরা করতে আসানসোল জেলে পৌঁছলেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, বীরভূমের সমবায় ব্যাঙ্কের ৩৩০টি ডামি অ্যাকাউন্ট নিয়ে অনুব্রতকে জেরা করা হবে। 

Mamata Banerjee: কেন্দ্রীয় সরকার অনুমোদন না দেওয়ায় ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হচ্ছে না, অভিযোগ মমতার

কেন্দ্রীয় সরকার অনুমোদন না দেওয়ায় ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হচ্ছে না। ঘাটালে বন্যা নিয়ন্ত্রণে এই প্রকল্পের রূপায়ণ খুবই জরুরি। মেদিনীপুরের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Mamata Banerjee: সাধারণ মানুষ কী ভাবে আধার লিঙ্ক করবে, প্রশ্ন মমতার

'কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আধার লিঙ্ক না থাকলে ১০০ দিনের কাজের টাকা দেবে না। সাধারণ মানুষ কী ভাবে আধার লিঙ্ক করবে', প্রশ্ন মমতার।

Panchayat Elections 2023: বর্ধমানের রায়নায় চলল গুলি, গুলিবিদ্ধ স্থানীয় তৃণমূল কর্মী ও তাঁর বাবা

বর্ধমানের রায়নায় চলল গুলি। গুলিবিদ্ধ স্থানীয় তৃণমূল কর্মী ও তাঁর বাবা। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ পরিবারের। 

WB Live News: দিল্লিতে ইডির সদর দফতরে ফের হাজিরা ব্যবসায়ী মনজিৎ সিংহ গ্রেওয়ালের

দিল্লিতে ইডির সদর দফতরে ফের হাজিরা ব্যবসায়ী মনজিৎ সিংহ গ্রেওয়ালের। গতকাল ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের মনজিৎকে জিজ্ঞাসাবাদ। গত বুধবার বালিঞ্জে গজরাজ গ্রুপের অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ৪০ লক্ষ টাকা। গজরাজ গ্রুপের ডিরেক্টর বিক্রম শিকারিয়াকে জিজ্ঞাসাবাদে উঠে আসে তৃণমূল নেতা ও ব্যবসায়ী মনজিতের নাম। 

Mamata Banerjee: আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়, তোপ মমতার

আমরা ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করছি। গ্রামের রাস্তাগুলি খারাপ হয়েছে। কেন্দ্রীয় সরকার কোনও টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা শুধু প্রধানমন্ত্রীর নয়। রাজ্য-কেন্দ্র মিলে করে। রাজ্য থেকে জিএসটি-র টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। সেই টাকারই ভাগ দেয় না।

Mamata Banerjee: পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী

পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী। ২ দিনের সফরে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া, এই তিন জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ মেদিনীপুর কলেজ ময়দানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন এবং একাধিক আর্থ-সামাজিক প্রকল্পের পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর। মেদিনীপুরের সভা সেরে এরপর হেলিকপ্টারে যাবেন পুরুলিয়ায়। সেখানে হুটমুড়া ময়দানেও পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর রাতেই বাঁকুড়ায় যাবেন। আগামীকাল সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সবার নজর সেদিকেই। 


 

SSC Case: আজ ফের পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের আদালতে পেশ

নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কেও তোলা হবে আদালতে। সিবিআই সূত্রে খবর, কেউ জামিনের আবেদন জানালে তার বিরোধিতা করবে তারা। গত কয়েকদিনের তদন্তে পার্থ, সুবীরেশ সম্পর্কে কী নতুন তথ্য উঠে এসেছে, তা আদালতকে জানানোর পাশাপাশি, জামিনের বিরোধিতার কারণও স্পষ্ট করবে সিবিআই। 


 

WB Live News Updates :নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন অভিভাবকরা

নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে স্কুলের ভিতর। শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন অভিভাবকরা। গতকাল এই ছবি দেখা গেল মালদার ইংরেজবাজারের অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে। ২ ঘণ্টারও বেশি স্কুলে আটকে থাকেন 
শিক্ষকরা। অবশেষে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে তাঁদেরউদ্ধার করে। নিম্নমানের মিড ডে মিলের কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শান্তিগোপাল মণ্ডল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 


 

Fuel Price: কলকাতায় আজ জ্বালানির দাম অপরিবর্তিত, পেট্রোল, ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬ টাকা

কলকাতায় আজ জ্বালানির দাম অপরিবর্তিত। পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ টাকা। ডিজেল ৯২.৭৬ টাকা লিটারে।

WB Weather Updates: ফাল্গুনের শুরুতেও বাতাসে হিমেল পরশ

ফাল্গুনের শুরুতেও বাতাসে হিমেল পরশ। তবে কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা কম। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বিদায় নেবে শীত।

WB Live News Updates: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়ক কিনেছিলেন, দাবি শুভেন্দুর

৫০ লক্ষ টাকা ও একটি স্করপিও গাড়ি দিয়ে কেনা হয়েছিল, মুর্শিদাবাদের নবগ্রামের ততকালীন সিপিএম বিধায়ক কানাই মণ্ডলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিধায়ক কিনেছিলেন বলে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। যদিও, এই অভিযোগ অস্বীকার করে,
বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক।

WB Live News: নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের। প্রধান সচিব পদে অব্যাহতির পরেই তদন্তের নির্দেশ রাজ্যপালের। রাজভবন সম্পর্কে নবান্নে ভুল তথ্য দেওয়ার অভিযোগ রাজভবনের।

প্রেক্ষাপট

প্রধান সচিব পদে অব্যাহতির পরেই নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের (CV Ananda Bose)। নবান্নের (Nabanna) কাছে ভুল তথ্য দিয়ে সার্ভিস রুল ভাঙার অভিযোগ। 


বিভ্রান্তি তৈরি করার অভিযোগে মুখ্যসচিব-অর্থসচিবকে ডেকে নন্দিনীর বিরুদ্ধে নালিশ রাজ্যপালের। চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। রাজ্য সরকারকেই তদন্তের নির্দেশ।


রাজ্য বাজেটে সরকারি কর্মী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ বাড়ল ডিএ। মার্চ থেকে কার্যকর, ঘোষণা অর্থমন্ত্রীর। তিন শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া মেটানোর দাবিতে অনড় আন্দোলনকারীরা। 


ডিএ-আন্দোলনে সমর্থন, ইলামবাজারে জয়েন্ট বিডিওকে অফিসে ঢুকতে বাধার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মিথ্যে বলছেন, দেরিতে আসায় বাধা, দাবি শাসক দলের। 


ষাট বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সরাসরি বার্ধক্য ভাতা। মিলবে মাসে হাজার টাকা। রাজ্য বাজেটে ঘোষণা চন্দ্রিমার।



পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প রাজ্যের। বরাদ্দ ৩ হাজার কোটি। চাষের কাজে ব্যবহৃত সেচের জলে কর মকুব।


বাড়ি-ঘর ক্রয়ে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় বহাল আরও ৬ মাস। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। 


বাজেট নিয়ে মমতার বক্তব্য, " সবার কথা ভেবে বাজেট।" শুভেন্দু অধিকারী বললেন, "পঞ্চায়েত ভোটমুখী বাজেট"। সুজন চক্রবর্তী বললেন, "কর্মসংস্থানের দিশা নেই।"


 নতুন মুখ্য তথ্য কমিশনারের নাম নিয়েও রাজ্যের সঙ্গে সংঘাতে শুভেনদু। গেলেন না বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের বৈঠকে। আগেই প্রার্থী ঠিক, মিটিং অর্থহীন, মন্তব্য বিরোধী দলনেতার।


 পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি নয়, জানাল ডিভিশন বেঞ্চ। ২৭ ফেব্রুয়ারি পরের শুনানি, ততদিন ভোটের বিজ্ঞপ্তি জারিতে নিষেধাজ্ঞা। 


জামিনের আর্জি খারিজ, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফের পুলিশ হেফাজতে নৌশাদ সিদ্দিকি।


 নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম লুকআউট নোটিস। মানিক-পুত্র সৌভিকের বিরুদ্ধে ইডির সার্কুলার। পাঠানো হল দেশের সব বিমানবন্দর, অভিবাসন দফতরে।


বালিগঞ্জে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধারকাণ্ডে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা মনজিৎ সিং গ্রেওয়ালের। ম্যারাথন জিজ্ঞাসাবাদ। (বাইট- অয়কর রিটার্নের নথি দেব।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.