কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : দুর্নীতি রোধে শিক্ষক নিয়োগ বিধিতে (Teacher Recriutment Rule) বদল আনছে এসএসসি (SSC)। জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগে এ বার পরীক্ষা শুধু ওএমআর শিটে (OMR Sheet)। পাশাপাশি শিক্ষক নিয়োগে ফিরিয়ে আনা হবে ইন্টারভিউ (Interview)। সূত্রের খবর, কমিশনের এই নিয়োগ বিধিতে বদলের প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে।


ইতিমধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে সহকারী শিক্ষক ও প্রদান শিক্ষকের জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। জানা যাচ্ছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগের ভাবনা নেওয়া হচ্ছে। আর নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিধি বদলের তোড়জোড়।


শিক্ষক নিয়োগ দ্রুতই


নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগ (Teacher Recriutment in West Bengal) হতে চলেছে। দীর্ঘ ৬ বছর পর মাধ্যমিক (Madhyamik Level), উচ্চমাধ্যমিক (Uchha Madhyamik Level) স্তরে শিক্ষক নিয়োগ হতে চলেছে। দ্রুতই প্রকাশিত হবে নিয়োগ-বিজ্ঞপ্তি, জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)।


প্রসঙ্গত কত শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে। নবম-দশম অর্থাৎ মাধ্যমিক স্তরে ও একাদশ-দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। পাশাপাশি জানা যাচ্ছে, নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও, নোটিস দিল এসএসসি (SSC)। 


স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর


নিয়োগ দুর্নীতির অভিযোগের দায় এর আগে ঝেড়ে ফেলতে দেখা গিয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। গোটা পরিস্থিতির পুনরাবৃত্তি হবে কি না, জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, যেখানে তিনি ছিলেন না, সেই নিয়ে কোনও মন্তব্য করবেন না।  তবে এ বার যে পরীক্ষা নেওয়া হবে, তাতে ভুলচুক হলে সংশোধন করা হবে, মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে, সেখানে রাজনীতির কোনও সম্পর্ক থাকবে না বলে জানান তিনি। 


আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর 'মানবিক' নির্দেশে কর্ম এবং শারীরশিক্ষায় অতিরিক্ত ১৬০০ পদ, জানালেন ব্রাত্য


Education Loan Information:

Calculate Education Loan EMI