কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বুধবার ভালোই বৃষ্টি হয়েছে। এর মাঝেই জানানো হল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন: East Medinipur News: পটাশপুরে চোর সন্দেহে গৃহবধূকে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগে গ্রেফতার মহিলা সহ ৩


এর মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার দু-একটি জায়গায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে।


আরও পড়ুন: RG Kar Protest: মেয়র সভা করার অনুমতি দিলেও রাতারাতি বদলে গেল সিদ্ধান্ত? তোপ জুনিয়র চিকিৎসকদের


দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সেখানে আবার শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জায়গায়।রাজ্যের অন্যান্য জায়গার মতো কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ এবং বৃহস্পতিবার। দু-দিনই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে।


আরও পড়ুন: Siliguri News: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম, নাবালিকাকে অপহরণের অভিযোগে ধৃত মা ও ছেলে


প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে প্রবল বৃষ্টি ও ডিভিসি সহ একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বিভিন্ন জেলার বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে। এর মাঝেই নতুন করে বৃষ্টির পূর্বাভাস আতঙ্কিত করেছে মানুষকে। বৃষ্টির জলে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গাপুজোর আগে এই বৃষ্টির পূর্বাভাস কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Haji Nurul Islam Passes Away: প্রয়াত বসিরহাটের সাংসদ শেখ হাজী নুরুল ইসলাম, পরিবারের পাশে থাকার বার্তা মমতার