Weather Update : উল্টোরথও প্রায় শুকনোই ! বৃষ্টির খরা কি কাটবে না এবার ? আবহাওয়া দফতরের ইঙ্গিতে উদ্বেগ
Weather Update Today : সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম। আজ, মঙ্গলবার আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবারএ পরিস্থিতির পরিবর্তন হবে না।
কলকাতা : মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার। ঝমঝমিয়ে নামছে বৃষ্টি বারবার। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস, বর্ষার রুদ্ররূপ এখনও দেখা যাবে না দক্ষিণবঙ্গে । কলকাতাকে এখনও অপেক্ষা করতে হবে বর্ষার জন্য। আলিপুর আহাওযা দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দেখা যাবে।
সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম। আজ, মঙ্গলবার আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবারএ পরিস্থিতির পরিবর্তন হবে না। বরং আরও কমতে পারে ধারাপাতের পরিমাণ।
আইএমডির পূর্বাভাস অনুসারে, ১৯ জুলাই রাতের দিক থেকে বৃষ্টি বাড়বে। অর্থাৎ বর্ষণমুখর উইকএন্ড পেতে পারে মহানগর ও জেলা। আগামী রবিবার ২১ জুলাই । এদিন আইএমডির পূর্বাভাস অনুসারে কলকাতায় ভাল বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত টানা বৃষ্টির পূর্বাভাস নেই, বিক্ষিপ্ত বৃষ্টিই হতে পারে। শনি ও রবিবার , পর্বে পর্বে বৃষ্টি হবে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে এই দুই জেলায়। তবে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। প্রতি বছর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে পালিত হয় এই বিশেষ দিনটি। সোমবার মঞ্চ বাঁধার কাজ শুরু হওয়ার আগে রীতি মেনে খুঁটি পুজো হল। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন তৃণমূলে রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এই বছর রেকর্ড জমায়েতের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট ও বিধানসভার উপনির্বাচনে বিপুল জয় হয়েছে তৃণমূলের। তাই শহিদ দিবসের পাশপাশি বিজয় দিবস হিসেবেও পালিত হবে এই দিনটি। তার কাউন্টডাউন শুরু হয়ে গেল সোমবার থেকে। তাই এদিন বৃষ্টি হবে কি না , তা নিয়ে দায়িত্বপ্রাপ্তরা ওয়েদার রিপোর্ট নজরে রেখেছেন। তবে অতীতে একাধিকবার বৃষ্টিতে ভিজে বক্তৃতা দিয়ে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? জানাল IMD
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
16-Jul | 26.0 | 34.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
17-Jul | 27.0 | 35.0 | Generally cloudy sky with Light rain | |
18-Jul | 27.0 | 35.0 | Generally cloudy sky with Light rain | |
19-Jul | 27.0 | 35.0 | Generally cloudy sky with Light rain | |
20-Jul | 27.0 | 34.0 | NA | |
21-Jul | 26.0 | 33.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
22-Jul | 26.0 | 33.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |