![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Bengal Weather : কলকাতায় কমবে বৃষ্টি, তবে বাংলার কোথায় কোথায় লাগাতার বর্ষণের ইঙ্গিত?
Weather Update : কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে, তবে আগামী দু-তিন দিনের ৬ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
![West Bengal Weather : কলকাতায় কমবে বৃষ্টি, তবে বাংলার কোথায় কোথায় লাগাতার বর্ষণের ইঙ্গিত? West Bengal Weather Update Light Rain in South Bengal Districts Dry Weather In Kolkata West Bengal Weather : কলকাতায় কমবে বৃষ্টি, তবে বাংলার কোথায় কোথায় লাগাতার বর্ষণের ইঙ্গিত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/22/eec8b1afc25e08cf78cc2dd9a0fff37d171108320364453_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : দমকা হাওয়া, দফায় দফায় বৃষ্টি আর পারদ পতন। বসন্তে ট্র্যাক বদলে ছিল আবহাওয়া। এবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কোথায় কোথায় বৃষ্টি চলবে ?
আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ, হালকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি; সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। আকাশ থাকবে মেঘলা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বইবে হালকা ঝোড়ো হাওয়া। গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে রয়েছে। তবে আগামী দু-তিন দিনের ৬ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা হবে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৮ ডিগ্রি কম।
আগামী ৭ দিন কলকাতায় কেমন আবহাওয়া থাকবে ? কী জানাচ্ছে IMD ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
22-Mar | 21.0 | 28.0 | ![]() |
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm |
23-Mar | 24.0 | 30.0 | ![]() |
Mainly Clear sky |
24-Mar | 24.0 | 31.0 | ![]() |
Mainly Clear sky |
25-Mar | 24.0 | 31.0 | ![]() |
Mainly Clear sky |
26-Mar | 24.0 | 31.0 | ![]() |
NA |
27-Mar | 24.0 | 31.0 | ![]() |
Partly cloudy sky |
28-Mar | 24.0 | 31.0 | ![]() |
Partly cloudy sky |
আরও পড়ুন :
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)